Bartaman Patrika
সম্পাদকীয়
 

ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত এবং মমতার লড়াই

যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। দিল্লির তখত-এ-তাউসের মর্মবাণী এই যে, এখান থেকে গোটা ভারতটাকে নিজের পায়ের তলায় দমিয়ে রাখ। যে বা যারা তার বিরোধিতায় যাবে, তাদের ছলে-বলে-কৌশলে জয় করো, অথবা নাম ও নিশান মিটিয়ে দাও। এ নীতি শুধু আজকের নয়, যবে থেকে বহুদলীয় ব্যবস্থা জেগে উঠেছে আমাদের দেশে, তবে থেকেই বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন-পীড়নের নীতি নেওয়ার ক্ষেত্রে কোনও নৈতিকতার ধার ধারে না কেন্দ্রীয় ক্ষমতায় বসে থাকা দল। যেমন—এখন একক সংখ্যাগরিষ্ঠতার শক্তির মুদ্গর দিয়ে বিজেপি বহুমতের আদর্শটাকেই ধূলিসাৎ করার চেষ্টা করছে। কিন্তু, ভারত যে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, বিভিন্ন রাজ্যেও যে বিভিন্ন আঞ্চলিক বা জাতীয় দল সরকার চালাচ্ছে, সেটাই বিস্মৃত হয়ে যায় কেন্দ্রের ক্ষমতাসীন দল। যার বিরুদ্ধে প্রথম থেকে এবং একক লড়াই চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সে কারণেই সংসদে বিল পাশ আটকাতে না পারলেও এবার মোদি সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন ইস্যুতে সরব হবে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নির্দেশ, সংসদে যে ক’টি বিলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তা নিয়ে সরব হতে হবে। তাঁর মতে, রাজ্যের অধিকারে কোনওভাবেই কেন্দ্রের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না। যদিও সংসদে অহেতুক কোনও বিরোধিতার পক্ষে না গিয়ে গঠনমূলক যে বিরোধী ভূমিকা থেকে যায়, আগামীদিনে তৃণমূল তাও করবে। সংবাদ সূত্রে জানা গিয়েছে, সংসদের বাইরেও প্রশ্ন তোলা হবে, কেন কোনওরকম স্ক্রুটিনি না করে একের পর এক বিল পাশ করানো হল? ১৭ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত সংসদের অধিবেশন চললেও কেন সংসদীয় কমিটি গঠন করে তার কোনও বৈঠক হল না? কেনই বা এখনও নির্বাচন হল না লোকসভার ডেপুটি স্পিকারের? বিল পেশের ক্ষেত্রে সংসদীয় নিয়মকে কেন বুড়ো আঙুল দেখানো হল? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় দলের নেতা ডেরেক ও’ব্রায়েনকে বলেছেন, উল্লেখিত বিষয়গুলি নিয়ে সুযোগ মতো যে কোনও রাজনৈতিক ফোরামে সরব হতে হবে।
তৃণমূল নেতৃত্বও জানিয়েছে, সংখ্যার জোরে মোদি সরকার সংসদে বিল পাশ করিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ মোটেই মেনে নেওয়া হবে না। ইউএপিএ, এনআইএ, আরটিআই, মোটর ভেহিকেলস, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, কনজিউমার প্রোটেকশন, কোড অব ওয়েজেস, ড্যাম সেফটি, ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউটের মতো একগুচ্ছ বিলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় হস্তক্ষেপ করা হয়েছে। তৃণমূল বলছে, সাহস থাকলে বলুক কীভাবে বুলডোজ করে কোনওরকম সংসদীয় কমিটিতে বিল না পাঠিয়ে তা পাশ করা হয়েছে। সংবাদে প্রকাশ, লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মমতা ব঩ন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সংসদে তাঁরা গঠনমূলক বিরোধী হিসেবে সবচেয়ে ভালো কাজ করেছেন। কোনওভাবেই সংসদে চুপ করে সব মেনে নিয়েছি, এই অভিযোগ কেউ করতে পারবে না। তবে বেশ কয়েকটি বিলে সংশোধন বা বিরোধিতা করেও আটকানো যায়নি। কারণ বিজেপির সংখ্যার জোর। তবে বিষয়গুলি নিয়ে সংসদের বাইরে সরকারের সমালোচনা জারি থাকবে।
ফলে, দেখা যাচ্ছে বিজেপি যে যে পদক্ষেপ করেছে, তাতে হয়তো অনেক আঞ্চলিক দলেরই স্বার্থে ঘা পড়েছে, তা সত্ত্বেও সংখ্যাতত্ত্বের ক্ষমতার কাছে তাদের রাজনৈতিক সত্তা বিকিয়ে দিতে হয়েছে। ইন্দিরা গান্ধীও যেমন সরকারে টিকে থাকার জন্য বিরোধীদের জন্য গোটা দেশটাকে ‘আইনমাফিক’ কয়েদখানায় পরিণত করেছিলেন। তখনও অনেকেই ইন্দিরার ‘কালা কানুন’-এর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তখনকার সমালোচকরা, আন্দোলনকারীরাই আজ ক্ষমতার অলিন্দে পায়চারি করছেন। তাই যাই করছেন, সেটাই দেশের হিতে করছেন বলে রাষ্ট্রীয় প্রচারও চলছে জোর কদমে। এই অবস্থায় অজানা ‘দায়বদ্ধতা’র জন্য বাকিরা চুপ করে হাত গুটিয়ে বসে থাকলেও দমে যাওয়ার পাত্রী নন মমতা। তাই তিনি তাঁর দলকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যাতে আঘাত না আসে, সেজন্য দলকে সতর্ক করে দিয়েছেন। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন।
10th  August, 2019
ভদ্রতার মুখোশ নয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামেশাই বলে থাকেন, এ এক নতুন ভারত। অর্থাৎ এই ভারত মার খেয়ে বসে থাকবে না। পাল্টা ঘরে ঢুকে মারবেও। আর এই নীতি যে শুধু বালাকোটের মতো অভিযানে সীমাবদ্ধ থাকবে না, তার আভাস দিয়ে দিলেন তাঁরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিশদ

সত্যের দরজা খুলুক

 দুধে জল মেশানো অথবা জলে দুধ মেশানোর প্রকৃষ্ট উদাহরণ কমলাকান্ত ও প্রসন্ন গোয়ালিনীর কথোপকথনে আছে, সেটা আর এখানে উল্লেখ না করাই শ্রেয়। কিন্তু এই জলে দুধ মিশিয়ে তা বিক্রিযোগ্য করা বা খরিদ করতে বাধ্য করাটা ভিন্ন। আমাদের দেশে শিশুখাদ্য দুধেও জল মেশানোটা অনেকের রক্তে মিশে আছে। বিশদ

17th  August, 2019
গাড়িশিল্পে বিপর্যয় উদ্বেগের

 নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের সরকারে ফের এনডিএ। জোটধর্মের নিয়মরক্ষাটি সরিয়ে রাখলে এটাকে বিজেপি সরকারও বলা যায়। কারণ, নরেন্দ্র মোদির দল সংসদে একাই সংখ্যাগরিষ্ঠ। আরও একটি সত্য হল, কংগ্রেসসহ বিরোধীদের তীব্র আক্রমণ নস্যাৎ করে দিয়ে মানুষ এবার বিজেপিকে ২০১৪ সালের বেশিই ভোট দিয়েছে।
বিশদ

15th  August, 2019
কড়া হাতে দমন 

স্মৃতি সতত সুখের হয় না। কিছু কিছু পুরনো স্মৃতি পীড়াদায়ক, উদ্বেগও বাড়ায়। সোমবারের ঘটনা সেরকমই একটা পুরনো স্মৃতিকে উস্কে দিল। মনে পড়ে যায় সেই দৃশ্যটি যেখানে প্রাণ বাঁচাতে পুলিসকে আশ্রয় নিতে হয়েছে টেবিলের নীচে।  বিশদ

14th  August, 2019
জালনোট: মূল উপড়ানো দরকার 

সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছেন, তাতে নোটবাতিলের পর থেকে চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় জালনোট উদ্ধারের পরিমাণ ২ কোটি ৫৫ লক্ষ টাকা। 
বিশদ

13th  August, 2019
খট্টর-মন্তব্য এবং নারীসমাজ

 হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর একটি মন্তব্য করেছেন এবং তার সাফাইও দিয়েছেন। বিষয়বস্তু, ‘কাশ্মীরি বধূ’। ভাবটা খুব পরিষ্কার, সংবিধানের ৩৭০ ধারা কাশ্মীরের উপর আর কার্যকর না থাকায় এবার কাশ্মীর থেকেও ভারতের অন্য রাজ্য বা প্রদেশের পুরুষরা সুন্দরী বধূ নিয়ে আসতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুব মজাদার বিষয় বটে।
বিশদ

12th  August, 2019
ব্যালট বনাম প্রযুক্তি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যালটে ফিরে যাওয়ার কোনও প্রশ্নই নেই। কলকাতায় একটি অনুষ্ঠানে এসে তিনি এই কথা জানিয়েছেন। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করার পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার বুঝিয়ে দিয়েছেন, ভারত আর অতীতের দিকে ফিরে তাকাতে চায় না।
বিশদ

11th  August, 2019
ব্যর্থ কৌশল ছাড়ুক পাকিস্তান

  জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা খারিজ হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ভারত-নীতি কী হবে—এই দুই বৈঠকে সেটাই আলোচনা করা হয়েছে। পার্লামেন্টের বিশেষ যৌথ অধিবেশনেও কাশ্মীর বিষয়ে গরমাগরম প্রতিক্রিয়া দিয়েছেন নেতৃস্থানীয়রা।
বিশদ

09th  August, 2019
দার্জিলিং: এক অবান্তর প্রসঙ্গ

 কাশ্মীর সমস্যার সমাধানে মোদি সরকার প্রশংসনীয় পদক্ষেপ করতেই দেশাভ্যন্তরের অন্যকিছু অঞ্চল নিয়ে অবান্তর প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ। সাত দশক যাবৎ জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার ভোগ করেছে ভারতের সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারায়। আমরা জানি, ৫ আগস্ট ৩৭০ ধারা খারিজ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ভূখণ্ডের অঙ্গরাজ্যের তকমাও কেড়ে নেওয়া হয়েছে। বিশদ

08th  August, 2019
ঐতিহাসিক সাহসী পদক্ষেপ 

মোদি সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে একের পর এক সাহসী পদক্ষেপ করছে। স্বাধীন ভারতের ইতিহাসে যা ঐতিহাসিক সিদ্ধান্ত। অতীতের বিভিন্ন সরকারের তুলনায় এই সরকার যে অনেক বেশি আগ্রাসী এবং সক্রিয় তা রাজ্যসভায় বিল পাসের মাধ্যমে ৩৭০ ধারাটি খারিজ করে প্রমাণ করে দিল।  বিশদ

07th  August, 2019
বন্দুকবাজদের এই উগ্রপন্থা আমেরিকা আটকাবে কীভাবে

মার্কিন যুক্তরাষ্ট্র আজ যেন বন্দুকবাজদের এক আখড়া। প্রায়ই সেখানে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলি চলছে আর মৃত্যু হচ্ছে অসংখ্য নিরীহ মানুষের। যার মধ্যে রয়েছে বহু নিষ্পাপ শিশুও। কোনও দোষ ছিল না তাদের। আজ বন্দুকবাজদের নিয়ে মহা সঙ্কট মার্কিন যুক্তরাষ্ট্রে। মানসিক ক্লেদ এবং হিংসার বিষ অনুভূতি বয়ে নিয়ে চলেছে এই ঘাতকরা।
বিশদ

06th  August, 2019
ভূস্বর্গ পুনরায় ভয়ঙ্কর

 মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জঙ্গিদমনের যতই গল্প শুনিয়ে আসুন না কেন, ফের কাশ্মীর উপত্যকার মাটিতে সন্ত্রাস ছড়ানোর অভিযোগে বিদ্ধ তাঁর দেশ, পাকিস্তান। ফের একবার কাশ্মীরে পাকিস্তান সন্ত্রাস তৈরিতে মদত দেয়, এই তথ্য প্রমাণিত হল।
বিশদ

05th  August, 2019
 জঙ্গি তকমার আইন

ইউএপিএ সংশোধনী বিলটি রাজ্যসভায় পাশ হওয়া মাত্র বিরোধীরা সরব হয়েছে একটিই কারণ দেখিয়ে। তাদের দাবি, এর ফলে ভারতবাসীর মৌলিক অধিকার খর্ব হবে। প্রত্যেক মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে। আজ যদি কারও ভাবধারার প্রতি সহমত হওয়া বা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট ফরওয়ার্ড করার জন্য একজন ভারতবাসীকে জঙ্গি তকমা পেতে হয়, তা মোটেই সংবিধানকে মান্যতা দেয় না।
বিশদ

04th  August, 2019
ব্যাধির উৎস শিকড়ে 

একটির পর একটি। তারপর আরও একটি। নারী নির্যাতনের যেন বিরাম নেই। একেকবার এক-একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। কিছুদিন তর্ক-বিতর্ক চলে, রাজনৈতিক বেনিয়ারা মুনাফা তোলার চেষ্টা করে—তারপর আবার যে কে সেই।   বিশদ

03rd  August, 2019
নিঃসঙ্গ প্রবীণ ভাবনা প্রশংসনীয়

 রাজ্যের অন্যসকল অঞ্চলের তুলনায় কলকাতায় শিক্ষার হার বেশি। এখানকার উচ্চ শিক্ষিতদের একটি বড় অংশ দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই প্রভৃতি স্থানে কর্মরত। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং আরব ও ইউরোপের নানা দেশে গবেষণা, চাকরি অথবা বাণিজ্য সূত্রে বসবাস করেন। অনেকের পক্ষে বছরের পর বছর দেশে ফেরা সম্ভব হয় না। তাঁদের বৃদ্ধ বাবা-মা কলকাতা অথবা শহরতলির বাড়িতে বা ফ্ল্যাটে কার্যত নিঃসঙ্গ জীবনযাপন করেন। বিশদ

02nd  August, 2019
বৃদ্ধিযোগের ভালো-মন্দ

 পশ্চিমবঙ্গে হঠাৎ বৃদ্ধিযোগ। সরকারের রাজকোষের সঙ্গে প্রত্যক্ষ ও নানা ভাবে যুক্ত মানুষের পাওনাগণ্ডা অনেকখানি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেমন গত ২৫ জুলাই প্রাথমিক শিক্ষকদের বেতন একলাফে অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
বিশদ

01st  August, 2019
একনজরে
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর শহরে দলমাদল রোডে ভরসন্ধ্যায় যুবক খুনের ঘটনায় শুক্রবার রাতে পুলিস এক ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মধুসূদন মাঝি। তার বাড়ি বিষ্ণুপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ,ওইদিন সন্ধ্যায় ফুচকা বিক্রেতার সঙ্গে যুবকের বচসা বাধে। তা ...

 নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুধু হাওড়া শহর সংলগ্ন এলাকায় নয়, হাওড়া জেলার প্রত্যন্ত এলাকায় এবার শিল্প স্থাপনে উদ্যোগী হল রাজ্য সরকার। তার জন্য উদয়নারায়ণপুরের কান্দুয়ায় ৪০০ একর জমি বাছা হয়েছে। তার মধ্যে ১৭০ একর জমি কেনাও হয়ে গিয়েছে। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা বিশ্বেই মধ্যবিত্ত শ্রেণী বাড়ছে দ্রুত। নতুন প্রজন্ম অর্থ উপার্জন করছে বলেই এই শ্রেণীর বাড়বাড়ন্ত। সরকারেরও উচিত তাদের কাজের সুযোগ করে দেওয়া। সেই কারণেই সরকার যতটা পেনশন খাতে খরচ করে, তার চেয়ে গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা খাতে ...

সংবাদদাতা, বসিরহাট: ভ্যাপসা গুমোট গরমের শেষে একটানা বৃষ্টির স্বস্তি এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বসিরহাট পুরসভা এলাকায়। বেশিরভাগ ওয়ার্ডের রাস্তাঘাট, ঘরবাড়ি জলের তলায়। বাসিন্দাদের অভিযোগ, ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ জেদ বা রাগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়া শ্রেয়। প্রেম-প্রীতির যোগ বর্তমান। প্রীতির বন্ধন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০০: রাজনীতিক বিজয়লক্ষ্মী পণ্ডিতের জন্ম
১৯৩৬: গীতিকার ও পরিচালক গুলজারের জন্ম
১৯৫৮: ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন প্রথম এশীয় ব্রজেন দাস
১৯৮০: সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫৯ টাকা ৭২.২৯ টাকা
পাউন্ড ৮৪.৮১ টাকা ৮৭.৯৪ টাকা
ইউরো ৭৭.৮৩ টাকা ৮০.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
17th  August, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,২৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ২০১৯, রবিবার, তৃতীয়া ৪৯/৪৯ রাত্রি ১/১৪। পূর্বভাদ্রপদ ২৯/২ অপঃ ৪/৫৫। সূ উ ৫/১৮/২, অ ৬/৩/১৪, অমৃতযোগ দিবা ৬/৯ গতে ৯/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩২ গতে ৯/২ মধ্যে, বারবেলা ১০/৫ গতে ১/১৬ মধ্যে, কালরাত্রি ১/৫ গতে ২/৩০ মধ্যে।
৩২ শ্রাবণ ১৪২৬, ১৮ আগস্ট ২০১৯, রবিবার, তৃতীয়া ৪৩/৯/৬ রাত্রি ১০/৩২/৩৬। পূর্বভাদ্রপদনক্ষত্র ২৬/১/৪১ দিবা ৩/৪১/৩৮, সূ উ ৫/১৬/৫৮, অ ৬/৫/৪৬, অমৃতযোগ দিবা ৬/১২ গতে ৯/৩১ মধ্যে এবং রাত্রি ৭/২২ গতে ৮/৫৪ মধ্যে, বারবেলা ১০/৫/১৬ গতে ১১/৪১/২২ মধ্যে, কালবেলা ১১/৪১/২২ গতে ১/১৭/২৮ মধ্যে, কালরাত্রি ১/৫/১৬ গতে ২/২৯/১০ মধ্যে।
 ১৬ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: প্রাকবিবাহ কথাবার্তাও হতে পারে। বৃষ: সৌখিন দ্রব্যের ব্যবসা শুভ হবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯০০: রাজনীতিক বিজয়লক্ষ্মী পণ্ডিতের জন্ম১৯৩৬: গীতিকার ও পরিচালক গুলজারের জন্ম১৯৫৮: ...বিশদ

07:03:20 PM

নেতাজিনগরে ২টি অটোর সংঘর্ষ, জখম মহিলা 

08:31:00 PM

বেনিয়াপুকুরে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার 

06:21:00 PM

পানিহাটিতে গঙ্গায় ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার 

05:49:00 PM

পানিহাটিতে গঙ্গায় ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার 

05:46:00 PM