স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় ... বিশদ
এদিনের বৈঠকে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময় সেখানে গিয়ে রাজ্যে লৌহ ইস্পাত কারখানা স্থাপন করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ওই প্রকল্পের জন্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রাজ্য সরকার জমি বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিন সৌরভ জানিয়েছেন, আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে কারখানা তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। কাজ শেষ হতে ১৯ মাস সময় লাগবে। মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ ডিসেম্বর থেকে কলকাতা ও কুয়ালামপুরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে একটি সংস্থা। ইউরোপের সঙ্গে কলকাতার সরাসরি বিমান চলাচল যাতে আবার শুরু হয় তার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সৌজন্যর ওই সভায় শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, আইটিসি-র কর্ণধার সঞ্জীব পুরী সহ শিল্প বাণিজ্য মহলের বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেন। বিভিন্ন বিদেশি দূতাবাসের কূটনীতিক ও বণিক সংগঠনগুলির প্রতিনিধিরাও এসেছিলেন। শিল্পপতি থেকে কূটনীতিক সবাই এক সুরে বলেছেন রাজ্যে শিল্প বিনিয়োগের আদর্শ অবস্থা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। স্থায়ী সরকার রয়েছে। উন্নত পরিকাঠামো আছে। আর সবার উপরে রয়েছে মুখ্যমন্ত্রীর সহযোগিতার মনোভাব। আগামী দিনে যা শিল্পে বিনিয়োগ টানতে কাযর্করী হবে। মন্ত্রী শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সুজিত বসু এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্র বৈঠকে হাজির ছিলেন। আগামী বছর ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় অষ্টম বিজিবিএস অনুষ্ঠিত হবে। সম্মেলকে সফল করতে শুক্রবার দিল্লিতে বণিক সংগঠন ফিকির সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার একটি ‘গোলটেবিল বৈঠকের’ আয়োজন করেছিল। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পসচিব বন্দনা যাদব সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যে শিল্প স্থাপনের সহায়ক পরিবেশের কথা ৪২টিরও বেশি দেশের সামনে তুলে ধরেন তাঁরা।