পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
অর্থমন্ত্রকের বৈঠকে শুল্ক সচিব সঞ্জয় মালহোত্রার কাছে সিআইআই প্রেসিডেন্ট সঞ্জীব পুরীর আর্জি, ২০ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনে আরও কিছুটা সুরাহার কথা ভেবে দেখুক সরকার। পেট্রল ও ডিজেলে কর কমানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। সূত্রের খবর, বৈঠকে পুরী বলেছেন, অশোধিত তেলের দাম ৪০ শতাংশ কমেছে। কিন্তু সেই তুলনায় দেশের বাজারে পেট্রল ও ডিজেলের দাম কমেনি। দিল্লিতে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে মাত্র ১ টাকা ৮০ পয়সা। অর্থমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে আরও একঝাঁক প্রস্তাব দিয়েছেন পুরী। তাঁর আর্জি, পিএম-কিষান প্রকল্পে বার্ষিক অনুদান ৬ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হোক। একশো দিনের কাজ প্রকল্পে বাড়ানো হোক ন্যূনতম মজুরির পরিমাণ। এর ফলে উপার্জন বাড়বে। কেনাকাটার প্রবণতাও বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতি আরও চাঙ্গা হয়ে উঠবে।