প্রেম-প্রণয়ে কিছু নতুনত্ব থাকবে যা বিশেষভাবে মনকে নাড়া দেবে। কোনও কিছু অতিরিক্ত আশা না করাই ... বিশদ
সূত্রের খবর, ভিডিওকনের ঋণের পরিমাণ বর্তমানে ৩৩ হাজার কোটি টাকা। রিজার্ভ ব্যাঙ্ক ২০১৭ সালেই দেশের সেরা ১২টি ঋণখেলাপি সংস্থার যে তালিকা তৈরি করেছে, তার মধ্যে রয়েছে ভিডিওকন। গত বছরের আগস্ট মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল জানায়, ভিডিওকনের বৈদেশিক ফার্মগুলি মূল সংস্থারই অন্তর্ভুক্ত। একে আলাদাভাবে দেখা যায় না। ভিডিওকনকে দেওয়া ঋণ তুলতে দরপত্র আহ্বান করেছিল ব্যাঙ্কগুলির কনসর্টিয়াম। প্রাথমিকভাবে ঠিক ছিল ফেব্রুয়ারি মাসেই ওই নিলাম হবে। পরে তা আরও পিছিয়ে যায়। ভি শেপ ক্যাপিটালের প্রধান সুরেশচন্দ্র পান্ডিয়া একজন গুজরাতি শিল্পপতি। তাঁর জন্ম উগান্ডায়। তাঁর তিন কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। মেজ মেয়ে ডিম্পল নিজেও একজন শিল্পপতি। লন্ডনে তাঁর তিনটি সেলুন রয়েছে। অন্য দুই কন্যা অঞ্জলি ও অনিতার ভারতীয় বিজনেস টাইকুন জয়ন্তী চন্দ্রর পরিবারের সঙ্গে বিয়ে হয়েছে। স্ত্রী বন্দনা ও ছেলে অমর সুরেশের ব্যবসার সঙ্গেই যুক্ত। প্রসঙ্গত, কনজারভেটিভ পিয়ার লর্ড ডলার পোপাটের ঘনিষ্ঠ বন্ধু হলেন জয়ন্তী।