বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবে। মাঝে মাঝে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করায় ক্ষতি হতে পারে। নতুন ... বিশদ
গত বছরের এজিএমে দেশবাসীর কাছে গিগা ফাইবারের কথা ভাসিয়ে দিয়েছিলেন ধীরুভাই আম্বানির জ্যেষ্ঠপুত্র। তখন থেকেই জল্পনা ছড়ায় এবার দেশের ডেটা পরিষেবা খোলনলচে বদলে দিতে চলেছে রিলায়েন্স জিও। অবশেষে রবিবার বহু প্রতীক্ষিত গিগা ফাইবার পরিষেবার আত্মপ্রকাশ ঘটালেন মুকেশ আম্বানি। এদিন তিনি বলেন, ‘আগামী ৫ সেপ্টেম্বর জিওর তিন বছর পূর্তি। ওই দিনই জিও গিগা ফাইবার পরিষেবা চালু করতে চলেছি আমরা। এতে বাড়ি তথা ল্যান্ডলাইন থেকে দেশের যেকোনও ফিক্সড বা মোবাইল ফোনে সারাজীবনের ভয়েস কল ফ্রি। ব্রডব্যান্ডের ন্যূনতম গতি হবে ১০০ এমবিপিএস।’
রিলায়েন্স কর্ণধার জানিয়েছেন, সারা বিশ্বে যে দামে ডেটা পরিষেবা দেওয়া হয়, তার এক দশমাংশ দামে সাধারণের কাছে জিও ফাইবার পৌঁছে দেওয়া হবে। এতে ন্যূনতম খরচ পড়বে ৭০০ টাকা। তাতে ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট মিলবে। সর্বোচ্চ খরচ ১০ হাজার টাকা। সে ক্ষেত্রে ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর মাধ্যমে আজীবন দেশের যেকোনও প্রান্তে ভয়েস কল করা যাবে। সঙ্গে থাকবে প্রিমিয়াম বিভিন্ন অ্যাপ সংস্থার সাবস্ক্রিপশন। আবার মাসে অকরিক্ত ৫০০ টাকা দিলে আমরিকা ও কানাডায় আনলিমিটেড আইএসডি কল করা যাবে।
এছাড়া বিনোদনের নয়া যুগের সূচনা করতে চলেছে জিও। প্রিমিয়াম জিও ফাইবার গ্রাহকরা ছবি মুক্তির সঙ্গে সঙ্গে ঘরে বসে তা নিজের টিভিতে দেখতে পাবেন। ২০২০ সালের মাঝামাঝি থেকে এই পরিষেবা চালু করবে রিলায়েন্স। মুকেশের কথায়, ‘এলইডি টিভির সঙ্গে জিও ফাইবার ও জিও সেট টপ বক্স ব্যবহার বিনোদনকে অন্য মাত্রা দেবে। যে সমস্ত গ্রাহক জিও ফাইবারের বার্ষিক প্ল্যান — জিও ফরএভার নেবেন তাঁরা একটি এইচডি অথবা ফোর-কে এলইডি টিভি সেট এবং ফোর-কে সেট টপ বক্স বিনামূল্যে পাবেন।’ অন্যান্য ইন্টারনেট নির্ভর পরিষেবা দিতে আইওটি-ও চালাবে গিগা ফাইবার। গত বছর থেকে জিও ফাইবারের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। দেশের ১৬০০ শহরের দেড় কোটি গ্রাহক এর রেজিস্ট্রেশন করেছেন।
অন্যদিকে, ৩৭০ ধারা রদ হওয়ার পর এদিন জম্মু ও কাশ্মীর ও লাদাখের জন্য বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুকেশ। এর জন্য তাঁর সংস্থা বিশেষ টাস্ক ফোর্স গড়বে। রিলায়েন্স কর্ণধারের কথায়, ‘আমরা জম্মু ও কাশ্মীর এবং লাদাখবাসীর জন্য দায়বদ্ধ। আগামী দিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য বিভিন্ন ঘোষণা করা হবে।’ এদিনই রিলায়েন্সের সঙ্গে ব্রিটেনের তেল সংস্থা বিপি’র গাঁটছড়ার কথা ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে, সৌদি আরবের তেল সংস্থা ‘সৌদি আরামকো’কে নিজেদের ‘অয়েল টু কেমিক্যালস’ পেট্রপণ্য ব্যবসার ২০ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছ রিলায়েন্স। এর ফলে রিলায়েন্সের জামনগর শোধনাগারে পাঁচ লক্ষ ব্যারেল অশোধিত তেল পাঠাবে সৌদি আরামকো।