কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ
আজ, স্টার্কের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল ভারতীয় ব্যাটারদের। জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, অশ্বিন, হর্ষিত রানা ও নীতিশ রেড্ডিকে এদিন সাজঘরে পাঠিয়েছেন স্টার্ক। বলা চলে ৩৪ বছরের এই বাঁ হাতি ফাস্ট বোলারের দাপটেই পিঙ্ক বল টেস্টের প্রথম দিনে ৪৪.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় ভারত। দলের মধ্যে সর্বোচ্চ রান করেন নীতিশ রেড্ডি। তাঁর সংগ্রহে ৪২ রান।
অথচ দিনের শুরুতে জয়সওয়াল (০) ধাক্কা কাটিয়ে বেশ থিতু দেখিয়েছিল ভারতীয় ব্যটিংকে। একসময় ৭০ রানে ১ উইকেট হারিয়ে বেশ মজবুত দেখাচ্ছিল ভারতীয় ব্যাটিং। কিন্তু গিলের আউটের পরই যেন ধস নামে ভারতীয় ব্রিগেডে। কোহলির খাতায় আজ রান ৭, রোহিতের সংগ্রহে মাত্র ৩। শেষ পর্যন্ত নীতিশ ও অশ্বিনের মারমুখী ইনিংসের সৌজন্যে ১৮০-তে পৌঁছায় ভারত।
অন্যদিকে, এরপরে দেখার ছিল ভারতীয় পেস ব্যাটারির দক্ষতা। সেখানেও খুব বেশি আশার আলো নেই। ৩৩ ওভার হাত ঘুরিয়ে ভারতীয় বোলিং বিভাগের দখলে মাত্র ১টি উইকেট। উসমানের উইকেট তুলে নেন বুমরাহ। দিন শেষে অস্ট্রেলিয়ার ইনিংস দাঁড়ায় ৮৬/১-এ। ফলে প্রথম দিনের শেষে ভারতের হাতে রইল ৯৪ রান। কিন্তু বুমরাহ,সিরাজদের মাত্র একটি উইকেট নিতে পারাটাই কাঁটার মতো খোঁচাচ্ছে ভারতীয় সমর্থকদের।