শারীরিক কারণে কর্মে বাধা দেখা দেবে। সন্তানরা আপনার কথা মেনে না চলায় মন ভারাক্রান্ত হবে। ... বিশদ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই ম্যাচ পর জয়ের চেনা রাস্তায় ফিরল এটিকে মোহন বাগান। দিনের নায়ক সুপার-সাব ডেভিড উইলিয়ামস। খেলার অন্তিম মুহূর্তে (৯০ মিনিট) জাভির ভাসানো কর্নার ভেসে আসে দ্বিতীয় পোস্টের কাছে। নিখুঁত স্পটজাম্পে মার্কার দীপক টাংরিকে বিট করে নেওয়া হেডে জাল কাঁপান ডেভিড। ম্যাকহাগের পরিবর্তে নেমে তিনিই দলকে এনে দিলেন মূল্যবান তিন পয়েন্ট। তাঁর অন্তর্ভুক্তি মোহন বাগানের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। তবে ম্যাচের শেষ পর্বে তিরি গোললাইন সেভ না করলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হতো রয় কৃষ্ণাদের। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানেই রইল হাবাস-ব্রিগেড। চেন্নাইয়ান রয়েছে ষষ্ঠ স্থানে (১৩ ম্যাচে ১৫ পয়েন্ট)।
শুক্রবারের ম্যাচে দুই দলই রক্ষণ জমাট রেখে আক্রমণে উঠেছে। দুই কোচই দল সাজিয়েছেন ৪-২-৩-১ ফর্মেশনে। নিয়মিত ফুটবলারদের মধ্যে প্রবীর দাস এবং ডেভিড উইলিয়ামসকে প্রথম একাদশে রাখেননি সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। এদিন রয় কৃষ্ণা ও এডু গার্সিয়া মাঝখান দিয়ে আক্রমণ তৈরির চেষ্টা সফল হয়নি বিপক্ষের দুই স্টপারের জন্য। পাঁচ মিনিটে শেখ সাহিল ফাউল করেন চাংটেকে। ডেঞ্জার জোনে ফ্রি-কিক পায় চেন্নাই। কিন্তু মেমোর শট মোহন বাগানীদের মানব-প্রাচীরে ধাক্কা খায়। ১৭ মিনিটে কার্ল ম্যকহ্যাগের থ্রু পেয়ে রয় কৃষ্ণা দ্রুত গতিতে ঢুকে গিয়েছিলেন প্রতিপক্ষ বক্সে। রেগন সিংকে কাটিয়ে বলও বাড়িয়েছিলেন। কিন্তু কাজের কাজ করতে ব্যর্থ হন মনবীর। এটাই ছিল ম্যাচের সহজতম সুযোগ। ২৯ মিনিটে মাঝমাঠ থেকে উড়ে আসা বল সুবিধাজনক অবস্থায় পেয়েছিলেন থই সিং। কিন্তু তা ক্লিয়ার করে দেন সন্দেশ ঝিংগান। বিরতির মিনিট পাঁচেক আগে মেমোর কাছ থেকে বল পেয়ে রহিম আলির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অরিন্দমের ভুলে গোল খেতে পারত এটিকে মোহন বাগান। ৫৫ মিনিটে শুভাশিস বসুর জায়গায় সুমিত রাঠিকে নামানো হয়। এর মিনিট ১২ পরে ম্যাকহাগের পরিবর্তে ডেভিড উইলিয়ামসকে ব্যবহার করেন কোচ হাবাস। এতে সবুজ-মেরুন ব্রিগেডের আক্রমণের তীব্রতা বাড়ে। রয় কৃষ্ণা-এডু গার্সিয়াদের তুলে আনা আক্রমণকে নির্বিষ করতে বড় ভূমিকা নেন মেমো। তবে শেষ মুহূর্তে দীপক টাংরির মুহূর্তের ভুলে মাঠে মারা যায় তাঁর পরিশ্রম। ৬৯ মিনিটে এডু গার্সিয়া প্রতিপক্ষের দু’জনকে কাটিয়ে বক্সে দারুণ বল বাড়িয়েছিলেন। কিন্তু জাভির নেওয়া শট ব্লক করেন সাবিয়া। ৭৪ মিনিটে জাভির ফ্রি-কিক দক্ষতার শীর্ষে উঠে বাঁচান চেন্নাইয়ান এফসি’র গোলরক্ষক বিশাল কাইথ।
এটিকে মোহন বাগান: অরিন্দম, প্রীতম, সন্দেশ,তিরি, শুভাশিস (সুমিত), কার্ল ম্যাকহ্যাগ (উইলিয়ামস), শেখ সাহিল (কোমল থাটাল), মনবীর (রিগিন), এডু (জয়েশ রানে) জাভি, রয় কৃষ্ণা