Bartaman Patrika
খেলা
 

ত্রিমুকুট জয়ের রসায়ন
পার্টনারকে লেফট উইংয়ে ব্যবহার
করাই ছিল প্রদীপদার মাস্টার স্ট্রোক

ভারতীয় ফুটবলের ইতিহাসে কলকাতার দুই বড় ক্লাব ত্রিমুকুট জিতেছে তিনবার। ১৯৭২ ও ১৯৯০-৯১ মরশুমে ইস্ট বেঙ্গল এই স্বাদ পায়। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান ১৯৭৭’ এ ত্রিমুকুট জেতে। এই সাফল্যের রসায়ন নিয়ে বর্তমানের বিশেষ প্রতিবেদন। আজ ১৯৭২’এর কীর্তিগাথা নিয়ে কলম ধরলেন ‘ভারতের বেকেনবাওয়ার’ গৌতম সরকার।

বড় ক্লাবে আমার প্রথম মরশুম ছিল স্বপ্নের মতো। ইস্ট বেঙ্গলের মাঝমাঠে তখন দাপট দেখাচ্ছে পিন্টু চৌধুরি ও মোহন সিং। তা সত্ত্বেও দলবদলের আগে ফুটবল সচিব অজয় শ্রীমানি যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে। অচ্যুৎ ব্যানার্জির আশীর্বাদ নিয়ে ইস্ট বেঙ্গলে সই করি। এর আগে জুনিয়র বাংলা দলের হয়ে খেলার সময় সুধীর-পিন্টুর সঙ্গে আলাপ হয়েছিল। লাল-হলুদে ওরাই আমায় স্বাগত জানায়। কোচ পিকে ব্যানার্জিও আমায় চিনতেন। ১৯৬৭’তে রাজস্থানের হয়ে ওঁর বিরুদ্ধে খেলেছিলাম। প্রদীপদাকে থামতে বেশ কয়েকবার কড়া ট্যাকলও করতে হয়েছিল। ম্যাচের পর উনি বলেছিলেন, ‘ছোকরার তো বেশ সাহস আছে।’ হয়তো সেই সাহসের জন্যই ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তুলতে অসুবিধা হয়নি। লিগের দ্বিতীয় ম্যাচে মোহন সিং আসতে দেরি করায় প্রদীপদা ও শ্রীমানিদা আমায় মাঠে নামতে বলেন। কুমারটুলি ম্যাচের পর আর পিছনে তাকাতে হয়নি আমায়। চতুর্থ ম্যাচে মহমেডান স্পোর্টিংকে দু’গোলে হারালাম। স্কোরশিটে আকবরে পাশে আমারও নাম ছিল। দূরপাল্লার শটে সেই লক্ষ্যভেদ আত্মবিশ্বাস বাড়িয়েছিল অনেকটাই। পেয়েছিলাম সমর্থকদের আস্থাও। সেই সময় লেফট উইঙ্গারের ভূমিকায় লতিফুদ্দিনের মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। তাই লিগের ষষ্ঠ ম্যাচ থেকেই পিন্টুদাকে (সমরেশ চৌধুরি) ওই পজিশনে ব্যবহার করেন প্রদীপদা। ওটাই ওঁর মাস্টার স্ট্রোক। ত্রিমুকুট জয়ের রসায়ন। ত্রিমুকুট ছাড়াও পেয়েছিলাম কলকাতা লিগ ও বরদলুই ট্রফি। অর্থাৎ পাঁচে পাঁচ।
সেবার ইস্ট বেঙ্গল দল ছিল অত্যন্ত শক্তিশালী। এছাড়া আমরা একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম। আক্রমণে ঝড় তুলত স্বপন সেনগুপ্ত, হাবিব, আকবর ও পার্টনার (পিন্টুকে আমি এখনও এই নামেই ডাকি)। মাঝমাঠে সৃজনশীলতার দায়িত্ব নিত মোহন সিং। আমার কাজ ছিল, ডিফেন্ডারদের সহযোগিতা করা। সুধীর-সি প্রসাদদের সামনে দাঁড়িয়ে ব্লকিংয়ের পাশাপাশি আক্রমণ শুরুর দায়িত্বও ছিল আমার কাঁধে। লিগে অরুণ ঘোষের মোহন বাগানকে ২-০ গোলে হারিয়েছিলাম। গোল পেয়েছিল স্বপন ও হাবিব। ডুরান্ডে মোহন বাগান সত্যিই দারুণ খেলেছিল। ফাইনাল গোলশূন্য থাকায় রিপ্লে হল। হাবিবের পেনাল্টি গোলে মোহন বাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম। ত্রিমুকুটের সামনে দাঁড়িয়ে থাকা দলকে রোভার্সের প্রতি ম্যাচে উজ্জীবিত করতে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে শেলি হোটেলে নিয়মিত আসতেন শচীন কর্তা। প্রদীপদার সঙ্গে তাঁর সে কী গল্প! সেমি-ফাইনালে ওঠার পর শচীন কর্তা একদিন আমাদের নিয়ে স্টুডিও পাড়ায় নিয়ে গিয়েছিলেন। গান রেকর্ডিং কীভাবে হয় তা সেদিনই প্রথম দেখেছিলাম। উনি মনপ্রাণে চেয়েছিলেন রোভার্স ফাইনালে আমরা মোহন বাগানকে হারাই। কিন্তু তরুণ বসু-সুকল্যাণ ঘোষ দস্তিদারদের জন্য ফাইনালের মতো রিপ্লেও গোলশূন্য ড্র হয়। যুগ্মজয়ী হলেও ত্রিমুকুট পেয়েছিলাম। তবে তা হয়তো ২৪ ক্যারটের ছিল না।

শিল্ড ফাইনালে মোহন বাগান ওয়াকওভার দিয়েছিল। ফাইনালে সুকল্যাণ ঘোষদস্তিদারের গোলে মোহন বাগান এগিয়ে থাকার সময়ে প্রবল বৃষ্টি শুরু হয়। একবার তো তরুণ বসুকে পরাস্ত করে হাবিবের শট জলে আটকে গিয়েছিল। বরদলুই ট্রফিতে খেলতে যাওয়ার কথা থাকায় পুজোর পর রিপ্লে দেয় আইএফএ। এই নিয়ে প্রবল আপত্তি ছিল ধীরেন দে’র। শেষ পর্যন্ত রিপ্লে ম্যাচে দলই নামায়নি মোহন বাগান। আমরা কিন্তু মাঠে মোহন বাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন শিল্ডে চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম! লিগে ২১টি ম্যাচে গোল না খাওয়ায় আমাদের মনোবল ছিল তুঙ্গে। প্রদীপদার প্রি-সিজন ট্রেনিং ছিল আমাদের সাফল্যের অন্যতম কারণ। ইস্ট বেঙ্গল মাঠে ১০ পাক চক্কর দেওয়ার পর নিজেই ফুটবলারদের পালস রেট নোট করতেন। এই রেট বেশি থাকা খেলোয়াড়দের জন্য বরাদ্দ থাকত অন্যরকম ট্রেনিং। অনেকদিনই ফোর্ট উইলিয়ামের পাশ দিয়ে শর্টকাটে নিয়ে যেতেন পার্ক স্ট্রিট মোড়ে। ট্রামের সঙ্গে ছোটাতেন এসপ্ল্যানেড গুমটি পর্যন্ত। তাই পাঁচ-পাঁচটি ট্রফিতে খেললেও আমরা মরশুমের শেষ দিন পর্যন্ত দৌড়েছি। লোকে বলে, প্রদীপদার সাফল্য ভোকাল টনিক নির্ভর। এটা সম্পূর্ণ ভুল। কথার মায়াজালের মাধ্যমে ফুটবলারদের পরিশ্রম করিয়ে নিতে পারাটাই ওঁর ইউএসপি। ত্রিমুকুট জয়ের নেপথ্যে অবদান রয়েছে ফুটবল সচিব অজয় শ্রীমানিরও। ফুটবলারদের সুখদুঃখে পাশে দাঁড়ানো ছিল ওঁর নেশা। ত্রিমুকুট জয়ের পর সুধীর, হাবিবের পাশাপাশি আমাকেও উনি হিরের আংটি দিয়েছিলেন।
১৯৭২ সালে রোভার্স কাপ জয়ের পর ইস্ট বেঙ্গল দল। রয়েছেন এসডি বর্মন ও দিলীপ কুমার। ছবি: ইস্ট বেঙ্গল ক্লাবের আর্কাইভ থেকে সংগৃহীত

17th  May, 2020
বার্সাকে জেতালেন ফেলিক্স

হোয়াও ফেলিক্সের চোখ ধাঁধানো গোলে কাডিজের বাধা টপকালো বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ১-০ স্বস্তির জয়ে লা লিগা খেতাবের আশাও জিইয়ে রইল কাতালন ক্লাবটির। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাভি হার্নান্ডেজের দল। টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচে কার্লো আনসেলোত্তি-ব্রিগেডের সংগ্রহ ৭৮ পয়েন্ট।
বিশদ

15th  April, 2024
হার সালাহদের

সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। ঘরের মাঠে টানা দু’টি ম্যাচ হারতে হল তাদের। গত বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম রাউন্ডে
বিশদ

15th  April, 2024
জয়ের আলোয় বর্ষবরণে চোখ নাইটদের

আগাম নববর্ষে মেতে উঠল নাইট শিবির। বাঙালির পোশাকে দেখা গেল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, দুষ্মন্ত চামিরাদের। চলল ভুরিভোজ। নানা বাঙালি পদে তাঁদের রসনাতৃপ্তির ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। 
বিশদ

14th  April, 2024
স্টার্কের ফর্ম নিয়ে চিন্তিত নন গম্ভীর

চার ম্যাচে মাত্র দু’টি উইকেট। রান বিলিয়েছেন মনের সুখে। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেওয়া মিচেল স্টার্ককে নিয়ে কানাঘুসো চলছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। নতুন বলে সুইংকে কাজে লাগিয়ে বিপক্ষকে চাপে ফেলতে দক্ষ অজি তারকা চলতি আইপিএলে ছন্দের ধারেকাছে নেই।
বিশদ

14th  April, 2024
ঘরের মাঠে মুম্বইকে টেক্কা দিতে তৈরি উজ্জীবিত মোহন বাগান

শনিবার সন্ধ্যা। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস মাঠে জ্বলে উঠেছে ফ্লাডলাইট। দুধসাদা গাড়ি থেকে নেমে এলেন আন্তোনিও লোপেজ হাবাস। স্প্যানিশ কোচের চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অসুস্থতার কারণে দীর্ঘদিন ডাগ-আউটে নেই তিনি
বিশদ

14th  April, 2024
পন্টিংকে কৃতিত্ব ফ্রেজারের

মাস ছয়েক আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। মাত্র ২৯ বলে তিন অঙ্কের রানে পৌঁছে ভেঙে দিয়েছিলেন এবি ডি’ভিলিয়ার্সের (৩১ বল) রেকর্ড। সেটাই ছিল পেশাদার ক্রিকেটে তাঁর প্রথম রেকর্ড।
বিশদ

14th  April, 2024
আজ রোহিত-ধোনির টক্কর

আইপিএল ইতিহাসের সফলতম দুই ফ্র্যাঞ্চাইজি তারা। উভয়ের ক্যাবিনেটেই রয়েছে পাঁচটি করে ট্রফি। আরও একটা মিল রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের। সম্প্রতি দুই দলেরই আধিনায়ক বদলেছে। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ম্যানেজমেন্ট নেতা করেছে হার্দিক পান্ডিয়াকে
বিশদ

14th  April, 2024
গতির বিস্ফোরণে সাড়া ফেলেছেন মায়াঙ্ক যাদব

আইপিএল আবির্ভাবেই গতির বিস্ফোরণে সাড়া ফেলেছেন মায়াঙ্ক যাদব। তবে তিন ম্যাচ পরেই কোমরে লাগে তরুণ পেসারের
বিশদ

14th  April, 2024
পাঞ্জাবের বিরুদ্ধে জয়ী রাজস্থান

গত ম্যাচে হারের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াল রাজস্থান রয়্যালস। শনিবার মুল্লানপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাঞ্জাব কিংসকে ৩ উইকেটে বশ মানিয়েছেন সঞ্জু স্যামসনরা। টস হেরে প্রথমে ব্যাট করে স্যাম কারানরা তোলেন ৮ উইকেটে ১৪৭
বিশদ

14th  April, 2024
দিল্লির কাছে হার মহমেডানের

শনিবার দুপুর থকেই ইএম বাইপাস  মহমেডান স্পোর্টিং সমথর্কদের দখলে। সাদা-কালো পতাকা আর ‘জান জান মহমেডান’ স্লোগানে গ্যালারি ভরালেন প্রায় ৩৫ হাজার অনুরাগী। শেষ ম্যাচ জিতলে অবশ্য ষোলো কলা পূর্ণ হতো।
বিশদ

14th  April, 2024
বড় জয় ম্যান সিটির

ইপিএলে জয়ের ধারা বজায় রাখল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার লিগ টেবিলে নীচের দিকে থাকা লুটন টাউনকে ৫-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওলার দল। জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে মাতেও কোভাসিচ, আর্লিং হালান্ড, জেরেমি ডোকু ও জসকো গভার্দিওল
বিশদ

14th  April, 2024
হোয়াইটওয়াশ হরমনপ্রীতরা

লজ্জা। হোয়াইটওয়াশ এড়ানো গেল না। ক্রেগ ফুলটনের প্রশিক্ষণাধীন ভারতকে দুরমুশ করে ৫-০ ব্যবধানে হকি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। শনিবার শেষ সাক্ষাতে ৩-২ গোলে হরমনপ্রীত ব্রিগেডকে বশ মানায় অজিরা। লিড নিয়েও শেষরক্ষায় ব্যর্থ ভারত
বিশদ

14th  April, 2024
বিশেষ উদ্যোগ ভবানীপুর ক্লাবের

ভারতে তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনতে বিশেষ উদ্যোগ ভবানীপুর এফসি প্রো ইন্ডিয়া সেন্টার অব এক্সেলেন্সের। লা লিগার অ্যাকাডেমি স্কুলস ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। কোচেদের প্রশিক্ষণের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিভা তুলে আনতে যৌথভাবে কাজ করবে দুই সংস্থা।
বিশদ

14th  April, 2024
যুব লিগে আজ নামছে দুই প্রধান

বৈশাখের প্রথম দিনে বারপুজোয় মাতবে ময়দান। দুই প্রধানের যুব দল অবশ্য ডেভেলপমেন্ট লিগে ব্যস্ত। রবিবার, দিল্লিতে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে, গোয়ায় পাঞ্জাব এফসি’র মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড
বিশদ

14th  April, 2024

Pages: 12345

একনজরে
আজ, শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কেন্দ্রে মোট ৩৭ জন প্রার্থীর ভাগ্যবন্দি হবে ইভিএমে। গণতন্ত্রের এই উৎসবে ...

পুরো দেশে কান ঝালাপালা বিজেপির ‘মোদি কি গ্যারান্টি’র প্রচার। ঢাক পেটানো হচ্ছে ডাবল ইঞ্জিনের। কেন্দ্রে গত ১০ বছর সরকারে নরেন্দ্র মোদি। ঝালোরে গত ২০ বছর ...

শহরজুড়ে ফ্লেক্স-ব্যানার। লোকসভা নির্বাচনের প্রচারের ধাক্কায় শহর মুড়েছে প্লাস্টিকের পতাকা এবং আরও কিছু প্লাস্টিকের তৈরি প্রচার সামগ্রীতে। ভোট মিটলে সেগুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। হয়ে ওঠে বর্জ্য। রাস্তার ধারে পড়ে থাকে। ...

সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে প্রায় ১৮ বছর। তবু রাজ্যে তৈরি হয়নি পুলিস কমপ্লেন সেন্টার। ফলে এবার স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাধা ও অসফলতার জন্য চিন্তা। মানসিক টানাপোড়েনের মধ্যে কোনও ভালো যোগাযোগ পেতে পারেন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৫১: দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন
১৭৭০: ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন
১৮৮২: বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের মৃত্যু
১৮৬৭: ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুরের মৃত্যু
১৯০৬: নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী  পিয়ের ক্যুরির মৃত্যু
১৯০৯: শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ জন্ম গ্রহণ করেন
১৯৩৩: ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ডিকি বার্ডের জন্ম
১৯৪৫: জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরেখা সিক্রির জন্ম
১৯৪৮: বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরী প্রয়াত হন  
১৯৫৫: শিকারি ও লেখক জিম করবেটের মৃত্যু
১৯৫৪: পাকিস্তানের গণপরিষদে উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়
১৯৫৬: অভিনেতা মুকেশ ঋষির জন্ম  
১৯৫৭: শিল্পপতি মুকেশ আম্বানির জন্ম
১৯৫৮: সাহিত্যিক অনুরূপা দেবীর মৃত্যু
১৯৬৮: অভিনেতা আরশাদ ওয়ারশি’র জন্ম
১৯৭২: ব্রাজিলিয়ান ফুটবলার রিভাল্ডোর জন্ম  
১৯৭৫: ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে
১৯৭৭: ভারতীয় দীর্ঘ জাম্পার অঞ্জু ববি জর্জের জন্ম
১৯৮৭: রুশ টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভার জন্ম  
১৯৯৫: ভারতীয় ক্রিকেটার দীপক হুড্ডার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.০৩ টাকা ৮৪.১২ টাকা
পাউন্ড ১০২.৮৭ টাকা ১০৫.৫০ টাকা
ইউরো ৮৮.০২ টাকা ৯০.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৩৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,০০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
18th  April, 2024

দিন পঞ্জিকা

৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী ৩৬/৫৮ রাত্রি ৮/৫। মঘা নক্ষত্র ১৪/১০ দিবা ১০/৫৭। সূর্যোদয় ৫/১৬/৫৪, সূর্যাস্ত ৫/৫৪/৪২। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৭ মধ্যে পুনঃ ৭/৪৭ গতে ১০/১৯ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৪ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৫ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/০ গতে ৩/৪৪ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৬ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
৬ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪। একাদশী রাত্রি ৮/৫৬। মঘা নক্ষত্র দিবা ১২/১১। সূর্যোদয় ৫/১৭, সূর্যাস্ত ৫/৫৬। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৬ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১৬ মধ্যে। বারবেলা ৮/২৭ গতে ১১/৩৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১২ মধ্যে। 
৯ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: চেন্নাইকে ৮ উইকেটে হারাল লখনউ

11:30:00 PM

আইপিএল: ৮২ রানে আউট কেএল রাহুল, লখনউ ১৬১/২ (১৭.১ ওভার), টার্গেট ১৭৭

11:15:12 PM

আইপিএল: ৫৪ রানে আউট কুইন্টন ডিকক, লখনউ ১৩৪/১ (১৫ ওভার), টার্গেট ১৭৭

10:57:07 PM

আইপিএল: ৪১ বলে হাফসেঞ্চুরি ডিককের, লখনউ ১২৩/০ (১৪.১ ওভার), টার্গেট ১৭৭

10:53:44 PM

আইপিএল: ৩১ বলে হাফসেঞ্চুরি কেএল রাহুলের, লখনউ ৯৮/০ (১০.৪ ওভার), টার্গেট ১৭৭

10:34:00 PM

আইপিএল: লখনউ ৫৪/০ (৬ ওভার), টার্গেট ১৭৭

10:13:07 PM