Bartaman Patrika
খেলা
 

বেসিন রিজার্ভে লজ্জার হার টিম ইন্ডিয়ার 

ভারত ১৬৫ ও ১৯১  নিউজিল্যান্ড ৩৪৮ ও ৯/০

ওয়েলিংটন, ২৪ ফেব্রুয়ারি: ১০ উইকেটে লজ্জার হার। তাও আবার মাত্র সাড়ে তিন দিনে। সাফল্যের শিখর থেকে টিম ইন্ডিয়াকে ব্যর্থতার রুক্ষ মাটিতে নামিয়ে আনলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের পারফরম্যান্স দেখে একবারের জন্য মনে হয়নি বিশ্বের এক নম্বর টেস্ট দল খেলছে। প্রথম ইনিংসে ১৬৫ রানে অল-আউট হওয়ার পরেও অনেকে আশায় বুক বেঁধেছিলেন এই ভেবে যে, কোহলি বাহিনী ভুল শুধরে দারুণভাবে ম্যাচে ফিরে আসবে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও দু’শোর গণ্ডি টপকাতে ব্যর্থ ভারত। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার লড়াই শেষ হয় মাত্র ১৯১ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান তুলে শততম টেস্ট জয়ের নজিরও গড়েছেন কিউয়িরা।
দিন কুড়ি আগেও মনে হয়নি এমন শোচনীয় হাল হবে কোহলিদের। সফরের শুরুতে টি-২০ সিরিজে কিউয়িদের ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু একদিনের সিরিজে কোহলিদের পাল্টা হোয়াইটওয়াশ করে কেন উইলিয়ামসন, রস টেলররা বুঝিয়ে দিয়েছিলেন, সহজে তাঁরা লড়াইয়ের জমি ছাড়বেন না। টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও কিউয়িদের দাপট অব্যাহত। বেসিন রিজার্ভের বাইশ গজে ব্যাট করা হয়তো সহজ ছিল না ঠিকই, কিন্তু দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালের হাফ-সেঞ্চুরি ছাড়া ভারতের বাকি ব্যাটসম্যানরা কার্যত উইকেট ছুঁড়ে দিয়েছেন। কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ৮৯ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছেন, এই পিচে কীভাবে ব্যাট করতে হয়। প্রথম থেকেই ম্যাচটা ছিল বোলারদের মুঠোয়। আর সেখানেই টেক্কা দিল নিউজিল্যান্ড। সাউদি- বোল্টের আগুনে পেসের ছোবলে শুরু থেকেই কাঁপছিল ভারতীয় ব্যাটিং। তার উপর নবাগত কাইল জেমিসনের অলরাউন্ড পারফরম্যান্স বড় ফারাক করে দিয়েছে দুই দলের মধ্যে।
এর আগে যে ভারত কখনও নিউজিল্যান্ডের কাছে টেস্টে ১০ উইকেটে হারেনি তা নয়। পরিসংখ্যান বলছে, ১৯৮৯-৯০ মরশুমে ক্রাইস্টচার্চে একই ফল হয়েছিল। ওয়েলিংটনেই ২০০২-০৩ সালে নিউজিল্যান্ড ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল সৌরভ গাঙ্গুলির দলকে। কিন্তু এবারের হার ভারতীয় সমর্থকদের কাছে বড় ধাক্কা। কারণ, এই দলটাই গত সাতটি টেস্টে ওয়েস্ট ইন্ডিজ (২টি), দক্ষিণ আফ্রিকা (৩টি) ও বাংলাদেশকে (২টি) দুরমুশ করে ৩৬০ পয়েন্ট সংগ্রহ করেছিল। এই সাফল্যই হয়তো মাথা ঘুরিয়ে দিয়েছিল বিরাট বাহিনীর।
ক্রিকেট পণ্ডিতরা বলছেন, এই পরাজয় ভারতীয় দলের পক্ষে ভালো। দ্বিতীয় টেস্টের আগে ভুলত্রুটি শুধুরে নেওয়ার সুযোগ পেলেন বিরাট কোহলিরা।
একদিনের সিরিজ হারের পরেও ভারতীয় দল নিয়মিত অনুশীলন করেনি। প্র্যাকটিসের থেকে বেশি ঘুরে বেড়িয়েছিলেন। এখন দেখার, ভারতীয় ক্রিকেটাররা পরের ম্যাচের জন্য কীভাবে নিজের প্রস্তুত করেন। বিরাট কোহলি বলছেন, ‘একটা ম্যাচ হেরেছি বলে গেল গেল রব তোলার কোনও মানে হয় না’। ভারত অধিনায়ক কি ভুলে যাচ্ছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে একের পর এক ম্যাচ জেতায় তাঁদের নিয়ে কীভাবে মাতামাতি হয়েছিল? ব্যর্থ হলে সমালোচনা হবেই। সেটাই প্রত্যাশিত।
ভারতের পক্ষে এই ম্যাচ যে বাঁচানো সম্ভব নয়, তা তৃতীয় দিনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। শুধু দেখার ছিল, অজিঙ্কা রাহানে-হনুমা বিহারি জুটি কতক্ষণ লড়াই চালিয়ে যেতে পারেন। সোমবার, ম্যাচের চতুর্থ দিনে ‘টিম ইন্ডিয়া’ শুরু করে ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে। রাহানে ২৫ ও হনুমা ১৫ রানে অপরাজিত ছিলেন। কিন্তু রাহানে এদিন একটা বাউন্ডারি হাঁকিয়েই ২৯ রানে বোল্টের বলে কট বিহাইন্ড হন। বড় ইনিংস খেলতে ব্যর্থ হনুমাও। ঋষভ পন্থ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করলেও অশ্বিন (৪), সামি (২) দ্রুত আউট হওয়ায় তাঁর পক্ষে চালিয়ে খেলা ছাড়া উপায় ছিল না। ইশান্তের সঙ্গে তিনি ২৭ রান যোগ করেন। শেষ পর্যন্ত সাউদির বলে স্যুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে বোল্টের হাতে ধরা পড়েন ঋষভ (২৫)। ৮১তম ওভারে সাউদির অন্তিম ডেলিভারিতে বুমরাহ (০) মিশেলের হাতে ধরা পড়তেই ভারতের দ্বিতীয় ইনিংস ১৯১ রানে শেষ হয়ে যায়।
জয়ের জন্য মাত্র ৯ দরকার ছিল নিউজিল্যান্ডের। দুই ওপেনার টম লাথাম ও টম ব্লান্ডেল ১.৪ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের নায়ক টিম সাউদি। দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের পাশাপাশি বুমরাহ-সামিরা যদি দ্রুত ফর্ম না ফেরেন, তাহলে টেস্ট সিরিজেও গো-হারা হারতে হবে কোহলি বাহিনীকে। 

মহিলা টি-২০ বিশ্বকাপে
বাংলাদেশের বিরুদ্ধে জিতল ভারতীয় দল 

পারথ, ২৪ ফেব্রুয়ারি: মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার পর এবার বাংলাদেশকে হারাল ভারত। সোমবার পারথের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রতিবেশী দেশকে ১৮ রানে পরাস্ত করলেন হরমনপ্রীত কউররা। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ভারত।  বিশদ

একটা হারে আমরা খারাপ দল হয়ে যাইনি
ঝাঁঝালো উক্তি কোহলির

ওয়েলিংটন, ২৪ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের কাছে ওয়ান ডে সিরিজে হজম করতে হয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। সেই রেশ কাটার আগেই ফের মুখ পুড়ল টিম ইন্ডিয়ার। ওয়েলিংটন টেস্টে ১০ উইকেটে হারের পর বিরাট কোহলির তিরিক্ষি মেজাজেই প্রতিফলিত গভীর হতাশার ছবি।   বিশদ

শেষ চারে বাংলা,কর্ণাটকের হয়ে খেলতে পারেন লোকেশ রাহুল
রাতে শহরে ফিরলেন মনোজরা

কটক, ২৪ ফেব্রুয়ারি: রনজি ট্রফির সেমি-ফাইনালে উঠেই দু’দিন ছুটি ঘোষণা করে দিলেন বাংলার কোচ অরুণ লাল। সোমবার সন্ধ্যায় ভুবনেশ্বর বিমানবন্দরে যাওয়ার পথে তিনি ফোনে বললেন, ‘সামনে আরও কঠিন লড়াই। সেমি-ফাইনালে আমাদের প্রতিপক্ষ কর্ণাটক। টানা ম্যাচ খেলে ছেলেরা ক্লান্ত। তাই দু’দিন প্র্যাকটিস রাখিনি।  বিশদ

পলিক্রলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ 

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি: পলিক্রল অ্যান্টাসিডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ভারতীয় বোর্ডের সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পলিক্রল পিরামল এন্টারপ্রাইজের কনজিউমার প্রোডাক্ট। 
বিশদ

চ্যাম্পিয়ন্স লিগে আজ প্রতিপক্ষ নাপোলি
মেসির গোলে ফেরায় স্বস্তিতে বার্সা 

নেপলস,২৪ ফেব্রুয়ারি: চলতি মরশুমে মেসি নির্ভরতা ক্রমশ বাড়ছে বার্সেলোনার। চোটের জন্য লুই সুয়ারেজ নেই। ফরাসি তারকা আতোঁয়া গ্রিজম্যানের পারফরম্যান্সেও ধারাবাহিকতার অভাব। এছাড়া নতুন কোচ কিকে সেতিয়েন এখনও পর্যন্ত রক্ষণের রোগ সারাতে পারেননি।  
বিশদ

সাত গোলের ম্যাচে লাল কার্ড নেইমারের 

প্যারিস, ২৪ ফেব্রুয়ারি: লাল কার্ড দেখে লিগ ওয়ানের আগামী ম্যাচে নেই নেইমার। লিগ ওয়ানে বোর্দেকে ৪-৩ গোলে হারাল প্যারি সাঁজাঁ। খেলার ১৮ মিনিটে হ্যাঙ এর গোলে এগিয়ে যায় বোর্দে। সাত মিনিট পরেই সমতায় ফেরে প্যারিসের দলটি। এডিনসন কাভানি দলের হয়ে ২০০তম গোল করেন।  বিশদ

শিল্ড নয়, মোহন বাগানের ফোকাস এখন আই লিগে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ড আমন্ত্রণী প্রতিযোগিতা। আপাতত তাতে খেলার ব্যাপারে চিন্তাভাবনা করছে না মোহন বাগান। ক্লাবের সচিব সৃঞ্জয় বসু বলেন, ‘যেহেতু শিল্ড আমন্ত্রণী টুর্নামেন্ট,তাই কোনও ক্লাব এই প্রতিযোগিতায় খেলতে বাধ্য নয়। আমাদের এখন একমাত্র ফোকাস আই লিগ খেতাবের দিকে। তারপর শিল্ড নিয়ে ভাবব।’ 
বিশদ

রাজ্যস্তরে ইন্টার কলেজ খেলায় গৌড় কলেজের পড়ুয়াদের একাধিক পদক 

সংবাদদাতা, গাজোল: মহানগরীর সাই ক্যাম্পাস মাঠে আয়োজিত ইন্টার কলেজ স্টেট স্পোর্টস গেমস চ্যাম্পিয়নশিপের এই বছরের প্রতিযোগিতায় মালদহ জেলার নাম উজ্জ্বল করল পুরাতন মালদহের গৌড় মহাবিদ্যালয়ের খেলোয়াড়রা। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, দু’দিনব্যাপী রাজ্যস্তরের অ্যাথলেটিক খেলায় সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
বিশদ

বায়ার্নের চ্যালেঞ্জ সামলাতে তৈরি চেলসি 

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি: চলতি মরশুমে ধারাবাহিকতার প্রচণ্ড অভাব চেলসির পারফরম্যান্সে। প্রাণপণ চেষ্টা করেও দলের ভুলত্রুটি সারাতে ব্যর্থ কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। পাশাপাশি এটাও সত্যি যে, এবার তাঁর দলে ম্যাচ উইনারের অভাব সুস্পষ্ট। 
বিশদ

গড়াপেটায় নির্বাসিত ওমানের ক্রিকেটার 

দুবাই, ২৪ ফেব্রুয়ারি: সব ফরম্যাটের ক্রিকেট থেকে সাত বছরের জন্য নির্বাসিত হলেন ওমানের ইউসুফ আব্দুলরহিম আল বালুশি। তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে,‘আল বালুশি অ্যান্টি কোরাপশন কোড ২.১.১ বিধিভঙ্গ করেছেন।   বিশদ

আত্মতুষ্টির ব্যাপারে সতর্ক উইলিয়ামসন 

ওয়েলিংটন, ২৪ ফেব্রুয়ারি: ওয়েলিংটন টেস্টে অনবদ্য সাফল্যের পরেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ কেন উইলিয়ামসন। সতীর্থদের রীতিমতো সতর্ক করে দিয়েছেন তিনি। নিউজিল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, ‘এই ম্যাচে সব বিভাগেই ভারতকে টেক্কা দিয়ে দুরন্ত জয় পেয়েছি আমরা। এর ফলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।  
বিশদ

বাইশ গজে ফিরছেন হার্দিক-ধাওয়ানরা 

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি: চোটের কারণে প্রায় ৫ মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে ২২ গজে ফিরছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সোমবার থেকে শুরু হওয়া ডিওয়াই পাতিল টি-২০ টুর্নামেন্টে অংশ নিতে দেখা যাবে তাঁকে।  
বিশদ

চার্চিল ম্যাচেই ফোকাস ইস্ট বেঙ্গলের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবনমনের আশঙ্কা কাটিয়ে ইস্ট বেঙ্গল আই লিগ টেবলে চার নম্বরে উঠে এসেছে। টানা দু’টি অ্যাওয়ে ম্যাচ জিতেছে লাল-হলুদ ব্রিগেড। এখন তাদের পয়েন্ট ১৩ ম্যাচে ১৮। হঠাৎ করে মারিও রিভেরার প্রশিক্ষণাধীন দল স্বপ্ন দেখছে লিগের দু’নম্বর স্থানে শেষ করার ব্যাপারে। 
বিশদ

করোনা আতঙ্কে কে-লিগ স্থগিত 

সিওল, ২৪ ফেব্রুয়ারি: করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত রাখা হল দক্ষিণ কোরিয়ার ফুটবল লিগ (কে লিগ)। মরশুম শুরু হওয়ার আগে এই ধাক্কায় কিছুটা হলেও বেসামাল সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন। এই সপ্তাহের শেষে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। ১২ দলের এই প্রতিযোগিতায় শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল জিওনবাক হুন্ডাই মোটরস।  বিশদ

Pages: 12345

একনজরে
 সংবাদদাতা, উলুবেড়িয়া: মদের ঠেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উলুবেড়িয়া থানার বোয়ালিয়ার আমতলা হাসপাতাল মোড়ে। মৃত যুবকের নাম মন্তাজুল রহমান (৩৮)। ...

 বেঙ্গালুরু, ২৪ ফেব্রুয়ারি (পিটিআই): দক্ষিণ আফ্রিকার মাটিতে আগেই ধরা পড়েছিল আন্ডারওয়ার্ল্ড ডন রবি পূজারি। তারপর তাকে নিয়ে যাওয়া হয় সেনেগালে। এবার সেনেগাল থেকে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সোমবার ফ্রান্স হয়ে তাকে বেঙ্গালুরুতে নিয়ে আসেন গোয়েন্দারা। ...

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন রেশন কার্ড দেওয়ার জন্য গত সেপ্টেম্বর ও নভেম্বর মাসে দুই দফায় রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালিয়েছিল খাদ্য দপ্তর। নভেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের অভিযানের সময় ভর্তুকিতে খাদ্য মিলবে না, এমন বিশেষ রেশন কার্ডের জন্য আবেদন নেওয়া শুরু ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের পঠন-পাঠনে আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। বিশেষত সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে যোগ প্রবল। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন
১৯৩৮- ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের জন্ম
১৯৪৮- অভিনেতা ড্যানির জন্ম
১৯৫৭ - শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসুর মৃত্যু
১৯৬৯- পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল দ্বিতীয় যুক্তফন্ট্র সরকার
১৯৭৪ - বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতীর জন্ম
১৯৮১- অভিনেতা শাহিদ কাপুরের জন্ম
১৯৮৮- ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র ‘পৃথ্বী’র সফল উৎক্ষেপণ
২০০১- কিংবদন্তী ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের মৃত্যু
২০০৯- বাংলাদেশ রাইফেলস বাহিনীতে বিদ্রোহ, ঢাকায় সংঘর্ষে মৃত্যু ৭৪ জনের



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.০৯ টাকা ৭২.৮০ টাকা
পাউন্ড ৯১.৪৬ টাকা ৯৪.৭৫ টাকা
ইউরো ৭৬.৩৯ টাকা ৭৯.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪১,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪২,৪২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৯,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৯,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ ফাল্গুন ১৪২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, (ফাল্গুন শুক্লপক্ষ) দ্বিতীয়া ৪৮/৫৬ রাত্রি ১/৪০। পূর্বভাদ্রপদ ৩২/৪১ রাত্রি ৭/১০। সূ উ ৬/৫/৫৩, অ ৫/৩৪/৩, অমৃতযোগ দিবা ৮/২২ গতে ১০/৪২ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৩/১৫ গতে ৪/৪৭ মধ্যে। রাত্রি ৬/২৩ মধ্যে পুনঃ ৮/৫৪ গতে ১১/২৫ মধ্যে পুনঃ ১/৫৫ গতে ৩/৩৫ মধ্যে। বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১/১৬ গতে ২/৪২ মধ্যে। কালরাত্রি ৭/৮ গতে ৮/৪২ মধ্যে।
১২ ফাল্গুন ১৪২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, দ্বিতীয়া ৪৪/১৯/৩৫ রাত্রি ১১/৫২/৪৪। পূর্ব্বভাদ্রপদ ২৯/২৩/৪১ সন্ধ্যা ৫/৫৪/২২। সূ উ ৬/৮/৫৪, অ ৫/৩৩/৫। অমৃতযোগ দিবা ৮/১৩ গতে ১০/৩৫ মধ্যে ও ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে ও ৩/১৯ গতে ৪/৫৩ মধ্যে এবং রাত্রি ৬/২৯ মধ্যে ও ৮/৫৬ গতে ১১/২২ মধ্যে ও ১/৪৮ গতে ৩/২৫ মধ্যে। কালবেলা ১/১৬/৩১ গতে ২/৪২/২ মধ্যে। কালরাত্রি ৭/৭/৩৪ গতে ৮/৪২/২ মধ্যে।
৩০ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: কর্মপ্রার্থীদের কর্মপ্রাপ্তির যোগ। বৃষ: গৃহে কোনও শুভ কাজ হওয়ার যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন১৯৩৮- ক্রিকেটার ফারুক ...বিশদ

07:03:20 PM

মুর্শিদাবাদের কলাবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত বেশ কয়েকটি বাড়ি 
মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার কলাবাগানে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় ...বিশদ

05:52:00 PM

ডেবরার বালিচকে বাইক দুর্ঘটনায় এক এনভিএফ কর্মীর মৃত্যু, জখম ৩ 

05:48:00 PM

রায়গঞ্জে শুরু ব্যাপক বৃষ্টি 

05:47:00 PM

দিল্লিতে সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ৯

05:47:00 PM