Bartaman Patrika
খেলা
 

শেষ বেলায় ভারতকে লড়াইয়ে ফেরালেন বোলাররা 

ভারত ১৬৫  নিউজিল্যান্ড ২১৬/৫

ওয়েলিংটন, ২২ ফেব্রুয়ারি: অন্তিম সেশনে ইশান্ত-সামি-অশ্বিনরা যেভাবে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেন, তা ভারতের পক্ষে খুবই ইতিবাচক। বাইশ গজে দারুণ জমে যাওয়া কেন উইলিয়ামসন ও রস টেলরকে পর পর ফিরিয়ে দিয়ে ম্যাচে ফেরার আশা জাগালেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের শেষে কিউয়িদের স্কোর ৫ উইকেটে ২১৬।
প্রথম ইনিংসে ভারতের ১৬৫ রানের জবাবে শুরুতেই টম লাথামের (১১) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল কিউয়িরা। নবাগত টম ব্লান্ডেলও (৩০) খুব বেশি দূর এগতে পারেননি। তবে প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও টেলর ৯৩ রানের পার্টনারশিপ গড়েন। যা পাল্টা চাপে ফেলে দেয় ক্যাপ্টেন কোহলিকে। ঠিক তখনই ইশান্তের গুড লেংথ ডেলিভারি টেলরের শরীরের দিকে ধেয়ে আসে। কিউয়ি ব্যাটসম্যানটি কোনওরকমে তা খেলার চেষ্টা করেন। কিন্তু বল তাঁর গ্লাভস ছুঁয়ে শর্ট লেগে চেতেশ্বর পূজারার হাতে জমা পড়ে। ৭১ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন টেলর। তবে কেন উইলিয়ামসনের ব্যাটিং মন জয় করে নিয়েছে বেসিন রিজার্ভের দর্শকদের। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি না করে তিনি মাঠ ছাড়বেন না। আচমকাই সামির বলে ড্রাইভ করতে গিয়ে ফাঁদে পড়েন কিউয়ি ক্যাপ্টেন। পরিবর্ত হিসাবে কভারে ফিল্ডিং করতে নেমে ঝাঁপিয়ে উইলিয়ামসনের ক্যাচটি তালুবন্দি করেন জাদেজা। ১৫৩ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে উইলিয়ামসনের সংগ্রহ ৮৯ রান। নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন ঘটান স্পিনার অশ্বিন। ১৭ রানে তাঁর বলে হেনরি নিকোলস ক্যাচ দেন কোহলির হাতে।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইশান্ত শর্মা। ৩১ রান দিয়ে এখনও অবধি তিনটি উইকেট পেয়েছেন তিনি। চোটের কারণে তাঁর এই সিরিজে খেলা নিয়ে সংশয় ছিল। এনসিএ’তে রিহ্যাবের পর সুস্থ হয়ে মাত্র বাহাত্তর ঘণ্টা আগে নিউজিল্যান্ড উড়ে আসেন তিনি। জেটল্যাগ কাটাতে যতটা সময় দরকার, সেটা পাননি দিল্লির পেসারটি। তবে মাঠে নেমে সেরাটা মেলে ধরার ক্ষেত্রে কোনও কাপর্ণ্য করেননি ইশান্ত। প্রথম দু’টি উইকেট এসেছে তাঁর হাত ধরেই। তাঁর সঙ্গে যদি যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামিরা আর একটু ভালো বোলিং করতেন, তাহলে স্কোরবোর্ড অন্য রকম হতে পারত। কিন্তু বুমরাহ একেবারেই ফর্মে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান সিরিজে তাঁর ঝুলি ছিল শূন্য। প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখনও অবধি ভারতীয় স্পিডস্টারটি নামের প্রতি সুবিচার করতে পারেননি। বুমরাহ অফ-ফর্ম টিম ইন্ডিয়ার বোলিংয়ের ভারসাম্য নষ্ট করছে। আর সেই সুযোগ কাজে লাগাচ্ছেন কিউয়ি ব্যাটসম্যানরা।
মন্দ আলোর জন্য এদিনও পূর্ণ সময় খেলা হল না। ওয়াটলিং ১৪ ও কলিন ডি’গ্র্যান্ডহোম ৪ রানে ক্রিজে আছেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এগিয়ে ৫১ রানে। রবিবার, ম্যাচের তৃতীয় দিন। ভারতীয় বোলাররা যদি এই ছন্দ ধরে রেখে প্রতিপক্ষকে ২৫০ রানের মধ্যে অল-আউট করতে পারেন, তাহলে ম্যাচে ফেরার পথ খোলা থাকবে কোহলি বাহিনীর সামনে।
দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি ‘টিম ইন্ডিয়া’র। গতকাল দলের স্কোর ছিল ৫ উইকেটে ১২২। এদিন ৪৩ রানেই বাকি পাঁচটি উইকেট পড়ে যায়। ব্যাটিং বিপর্যয়ের মুখে অজিঙ্কা রাহানে (৪৬) ও ঋষভ পন্থ (১৯) মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তাঁদের চোয়াল চাপা লড়াই আশার সঞ্চার ঘটিয়েছিল ‘টিম ইন্ডিয়া’র সমর্থকদের মনে। কিন্তু ঋষভ ১৯ করে এদিন রান আউট হয়ে যান। মূলত ভুল বোঝাবুঝির শিকার হন ভারতীয় উইকেটরক্ষকটি। রাহানে পয়েন্টে খেলে সিঙ্গলস নিতে চেয়েছিলেন। তাঁর ডাকে সাড়াও দেন ঋষভ। কিন্তু আচমকা মত বদলে ফের তিনি রাহানেকে ফিরে যেতে বলেন। কিন্তু ভারতের সহ-অধিনায়কের পক্ষে আর ফেরার সুযোগ ছিল না। রাহানেকে বাঁচাতেই ঋষভ ‘আত্মত্যাগ’ করতে বাধ্য হন। পরের বলেই অশ্বিনকে (০) বোল্ড করেন টিম সাউদি। কিছুক্ষণের মধ্যে ফের তাঁর বলেই রাহানে ৪৬ রান করে কট বিহাইন্ড হন। মহম্মদ সামি ২১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস না খেললে ভারতের অবস্থা আরও খারাপ হত।

23rd  February, 2020
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ভারতের
ভরসা এখন রাহানে-হনুমা

ওয়েলিংটন, ২৩ ফেব্রুয়ারি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার পরাজয়ের রক্তচক্ষু দেখছে ভারত। বড় কোনও অঘটন না ঘটলে বেসিন রিজার্ভে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে কিউয়িদের এগিয়ে যাওয়াটা শুধু মাত্র সময়ের অপেক্ষা।  বিশদ

পরিবেশের ভারসাম্য রাখতে এসবিআই গ্রিন ম্যারাথন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সেইসঙ্গে আগামী প্রজন্মকে এক সবুজ ও সতেজ পরিবেশ উপহার দেওয়া, সেই লক্ষ্য নিয়ে রবিবার শহরের বুকে ‘এসবিআই গ্রিন ম্যারাথন’এর আয়োজন করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  
বিশদ

পাহাড়ে মূল্যবান জয় ইস্ট বেঙ্গলের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগ টেবলে ছয় থেকে চার নম্বরে উঠে এল ইস্ট বেঙ্গল। রবিবার ইম্ফলের মাঠে ট্রাউ এফসি’কে ৪-২ গোলে হারিয়ে লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জয় পেল মারিও রিভেরার দল। এক গোলে পিছিয়ে থেকেও চার গোল দিয়ে এই মূল্যবান জয় লাল-হলুদ শিবিরে স্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। 
বিশদ

শ্রীবৎস-শাহবাজদের দাপট
কার্যত সেমিতে বাংলা 

কটক, ২৩ ফেব্রুয়ারি: দুই মরশুম পর ফের রনজি ট্রফির সেমি-ফাইনালে ওঠা বাংলার কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। অভিষেক রামন, শ্রীবৎস গোস্বামী, শাহবাজ আহমেদদের ব্যাটে ভর করে ওড়িশার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে জাঁকিয়ে বসেছে বঙ্গ ব্রিগেড। চতুর্থ দিনের শেষে অরুণ লালের ছেলেরা ৪৪৩ রানে এগিয়ে।   বিশদ

রিয়ালের হার, চোট পেলেন ইডেন হ্যাজার্ড 

মাদ্রিদ, ২৩ ফেব্রুয়ারি: লা লিগার অ্যাওয়ে ম্যাচে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। শনিবার লেভান্তের কাছে ১-০ গোলে পরাস্ত হল জিনেদিন জিদানের দল। যার ফলে লা লিগার পয়েন্ট টেবলে দ্বিতীয়স্থানে নেমে গেলে রিয়াল। তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।   বিশদ

হাজারতম ম্যাচে নজির রোনাল্ডোর 

রোম, ২৩ ফেব্রুয়ারি: পেশাদার ফুটবলে হাজার ম্যাচ খেলার নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিরি এ’র অ্যাওয়ে ম্যাচে স্পালের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল জুভেন্তাস। এই ম্যাচটাই ১৮ বছরের কেরিয়ারে হাজারতম ম্যাচ পর্তুগিজ তারকার। একই সঙ্গে ম্যাচে গোল করে তা স্মরণীয় করে রাখলেন সিআর সেভেন। 
বিশদ

আজ বাংলাদেশের মুখোমুখি ভারতের মেয়েরা 

পারথ, ২৩ ফেব্রুয়ারি: মেয়েদের টি-২০ বিশ্বকাপে সোমবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছেন হরমনপ্রীত কাউররা। সেই ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখতে চান তাঁরা। বাংলাদেশের থেকে সবদিক থেকেই অনেকটা এগিয়ে ভারতীয় মেয়েরা। 
বিশদ

কঠিন অবস্থাতেও আশা ছাড়ছেন না অশ্বিন 

ওয়েলিংটন, ২৩ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ভারত রীতিমতো কোণঠাসা, তা অকপটে স্বীকার করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টিম ইন্ডিয়ার তারকা অফস্পিনারটি জানিয়েছেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে চতুর্থ দিন উইকেট কামড়ে পড়ে থাকতে হবে ব্যাটসম্যানদের। 
বিশদ

শিল্ডে অনিশ্চিত মোহন বাগান 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় সাত বছর পর সিনিয়র ফুটবলারদের নিয়ে হচ্ছে আইএফএ শিল্ড। কিন্তু আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার মুখে দাঁড়িয়ে থাকা মোহন বাগান সম্ভবত শিল্ডে খেলবে না। আট দলকে নিয়ে শিল্ড হবে ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল। টুর্নামেন্টে খেলার জন্য তিন প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে আইএফএ। 
বিশদ

আইএসএল ফাইনাল গোয়ায় 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ১৪ মার্চ গোয়ায় হবে। রবিবার এক প্রেস বিবৃতিতে এই কথা জানিয়েছেন প্রতিযোগিতার পরিচালন সমিতি এফএসডিএলের চেয়ারপার্সন নীতা আম্বানি। তিনি জানিয়েছেন, ‘এবারের প্রতিযোগিতায় গোয়ায় প্রতিটি ম্যাচে ভালো দর্শক সমাগম হয়েছে।  বিশদ

করোনা আতঙ্কে স্থগিত ম্যাচ 

রোম, ২৩ ফেব্রুয়ারি: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতালির শীর্ষ লিগ সিরি-এ’র তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে স্বয়ং শনিবার সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরার পরামর্শে ভেনেতো ও লোমবারদিতে রবিবারের সব ক্রীড়া ইভেন্ট বাতিল হয়ে যায়।   বিশদ

জিতল দুই ম্যাঞ্চেস্টার 

ম্যাঞ্চেস্টার, ২৩ ফেব্রুয়ারি: ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল দুই ম্যাঞ্চেস্টার। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তিন গোলদাতা হলেন ব্রুনো ফার্নান্ডেজ, অ্যান্টোনি মার্শাল ও ম্যাসন গ্রিনউড।   বিশদ

রুপো জিতেন্দরের 

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ৭৪ কেজির ফাইনালে রুপো জিতলেন ভারতের জিতেন্দর কুমার। রবিবার কেডি যাদব ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কাজাখস্তানের দানিয়ার কাইসানভের কাছে ১-৩ পয়েন্টে তিনি হারলেন।   বিশদ

দ্বিতীয় টেস্টে খেলবে পাপালি, আশাবাদী শিলিগুড়ির ক্রীড়ামহল 

বাণীব্রত রায়  শিলিগুড়ি, সংবাদদাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা বাদ পড়ায় অবাক তাঁর প্রাক্তন কোচ তথা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব জয়ন্ত ভৌমিক সহ শহরের আপামর ক্রীড়ামহল। কেউ কেউ ক্ষোভ ধরে রাখতে পারেননি।   বিশদ

23rd  February, 2020

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে বিশেষ অভিযানে নামছে কলকাতা পুরসভা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকেই বরোভিত্তিক ক্যাম্প করে শহরের গরিব, দুঃস্থ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার কাজ শুরু হবে।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে ছোট শিল্পকে আরও বেশি করে উৎসাহ দিতে রাজ্য সরকার যদি সামরিক বা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত একটি নীতি আনে, তাহলে রাজ্য উপকৃত হবে। ...

সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার ভগবতীপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় বর(২৫)।   ...

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (পিটিআই): আন্তর্জাতিক বাজারে দাম পড়ার জেরে ভারতে প্রাকৃতিক গ্যাসের দাম কমতে পারে ২৫ শতাংশ। একাধিক সূত্র মারফৎ এ খবর জানা গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে প্রায় আড়াই ডলার কমতে পারে গ্যাসের দাম। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় বাড়তি বিনিয়োগ প্রত্যাশিত সাফল্য নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি। শ্বাসকষ্ট ও বক্ষপীড়ায় শারীরিক ক্লেশ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন
১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিস ধ্বংস করে দেয়।
১৯৫৫ – অ্যাপল সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জন্ম
১৯৫৯ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির জন্মদিন
১৯৬৩ চিত্র পরিচালক সঞ্জয় লীলা বনসালির জন্মদিন
১৯৭২ অভিনেত্রী পূজা ভাটের জন্মদিন
১৯৮২ - আর্জেন্টাইন ফুটবলার ইমানুয়েল ভিলার জন্ম
১৯৮৩ দাবারু সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জন্মদিন
১৯৯৩ - ইংরেজ ফুটবলার ববি মুরের মৃত্যু
১৯৯৮ অভিনেত্রী ললিতা পাওয়ারের মৃত্যুদিন
২০১১ কমিক্স বইয়ের জনক অনন্ত পাইয়ের মৃত্যুদিন
২০১৮-দুবাইয়ের হোটেলে মৃত্যু অভিনেত্রী শ্রীদেবীর



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.৩০ টাকা
ইউরো ৭৬.০৫ টাকা ৭৯.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
23rd  February, 2020

দিন পঞ্জিকা

১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, (ফাল্গুন শুক্লপক্ষ) প্রতিপদ ৪২/৫২ রাত্রি ১১/১৫। শতভিষা ২৫/৩৫ অপঃ ৪/২১। সূ উ ৬/৬/৩৯, অ ৫/৩৩/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৮ মধ্যে পুনঃ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৬ মধ্যে। বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে। 
১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, প্রতিপদ ৩৯/১১/১ রাত্রি ৯/৫০/৮। শতভিষা ২৩/১০/৫০ দিবা ৩/২৬/৪। সূ উ ৬/৯/৪৪, অ ৫/৩২/৩২। অমৃতযোগ দিবা ৭/২৬ মধ্যে ও ১০/৩৫ গতে ১২/৫৬ মধ্যে এবং রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে ও ১১/২১ গতে ২/৩৬ মধ্যে। কালবেলা ৭/৩৫/৫ গতে ৯/০/২৬ মধ্যে। কালরাত্রি ১০/১৬/২৯ গতে ১১/৫১/৮ মধ্যে। 
 ২৯ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতি। বৃষ: বাড়তি বিনিয়োগ না করাই ভালো। মিথুন: কর্মসূত্রে দূরযাত্রার সুযোগ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪৮ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিন১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ...বিশদ

07:03:20 PM

তাজমহলে পৌঁছলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প 

05:10:56 PM

সিএএ নিয়ে বিক্ষোভের জেরে রণক্ষেত্র দিল্লির জাফরাবাদ, গোলাগুলিতে নিহত এক পুলিস কর্মী 

04:43:21 PM

আগ্রার বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

04:29:00 PM

আমেদাবাদ থেকে আগ্রার উদ্দেশে রওনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

03:32:00 PM