Bartaman Patrika
খেলা
 
 

গোলাপি আলোয় সেজে উঠেছে ইডেন 

ক্যাপ্টেন কোহলি শহরে পৌঁছতেই আছড়ে পড়ল বড় রানের প্রত্যাশা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোলাপি টেস্ট খেলতে মঙ্গলবার সকালেই শহরে পৌঁছে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সঙ্গে একই বিমানে মুম্বই থেকে কলকাতা এসেছেন ভাইস-ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেও। সকাল থেকেই বিরাট-অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন বিমানবন্দর চত্ত্বরে। উঠছিল বিরাটের নামে জয়ধ্বনিও। তবে কড়া নিরাপত্তার কারণে ভারত অধিনায়কের ধারেকাছে ঘেঁষতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। সাদা টি-শার্ট গায়ে, টুপি মাথায় গান শুনতে শুনতে পুলিসি ঘেরাটোপে গাড়িতে উঠে পড়েন ভিকে। বিমানবন্দর থেকে সোজা তিনি পৌঁছে যান টিম হোটেলে। কিছুক্ষণ বিশ্রামের পর বিকেলে একটি টিভি চ্যানেলের শো’য়ের প্রমোশনে অংশ নেন ভারত অধিনায়ক। বেশ খোশমেজাজেই রয়েছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে আপাতত তাঁর দল ১-০ ব্যবধানে এগিয়ে। ইডেনে গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট সিরিজে প্রতিবেশী রাষ্ট্রকে ‘হোয়াইট-ওয়াশ’ করাই আপাতত পাখির চোখ কোহলি বাহিনীর।
ইডেনে ভারত শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম ইনিংসে শূন্য হাতে সাজঘরে ফিরেছিলেন বিরাট। তবে দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করে তা পুষিয়ে দিয়েছিলেন। তাই এই শহরের বিরাট-ভক্তরা ফের আশায় বুক বেঁধেছেন। প্রত্যাশা, ঐতিহাসিক গোলাপি টেস্টে আবার ঝলসে উঠবে বিরাটের চওড়া ব্যাট। যদিও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কোহলি নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু তাতে কী হয়েছে? ব্যাটকে কথা বলাতে পারেন বিরাট। রানে ফেরাটা তাঁর কাছে যেন শুধু সময়ের অপেক্ষা। ফর্মে থাকলে রেকর্ডের বন্যা বইয়ে দিতে তাঁর জুড়ি মেলা ভার। আর এমন একটা বড় মঞ্চকে নিশ্চয়ই হেলায় নষ্ট হতে দেবেন না ভিকে। তাঁর ব্যাটে বড় রানের স্বপ্নে বিভোর আট থেকে আশি।
গোলাপি টেস্টের আগে ইডেনে মাত্র দু’দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে ভারতীয় দল। প্রথম টেস্ট তিন দিনেই শেষ হয়ে যাওয়ার পর কোচ রবি শাস্ত্রী চেয়েছিলেন, ছেলেদের নিয়ে পরের দিনেই কলকাতায় চলে আসতে। কিন্তু যে হোটেলে ভারতীয় দল রয়েছে, সেখানে ১৯ নভেম্বরের আগে কোনও ঘর ফাঁকা ছিল না। অগত্যা ইন্দোরেই ফ্লাড লাইটে গোলাপি বলে প্র্যাকটিস করতে হয়েছে রহিত শর্মা, চেতেশ্বর পূজারাদের। দু’দিনের জন্য সিনিয়র ক্রিকেটারদের ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিরাট মুম্বইয়ে ছিলেন। বাড়ি ফিরে যান রহিত, রাহানেরা। আর সেই কারণেই ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটাররা আলাদা আলাদা বিমানে শহরে পা রেখেছেন।
সৌরভ গাঙ্গুলির শহরে পা রাখার আগে উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। ছিলেন অন্যান্য সাপোর্ট স্টাফরাও। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করে বলেছেন, ‘দাদা এখন বোর্ড সভাপতি। কোচের পদে চাকরি বাঁচাতেই কি শাস্ত্রী পুজো দিলেন?’ এটা ঠিক, বর্তমান বিসিসিআই সভাপতির সঙ্গে ভারতীয় দলের কোচের সম্পর্ক অম্ল-মধুর। শেষবার কবে দু’জনের কথা হয়েছে তা বলা কঠিন। ইডেনে ভারতীয় দলের অনুশীলনে সৌরভ-শাস্ত্রী মুখোমুখি হন কিনা, তা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে ক্রিকেটমহলের। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ইন্দোর থেকে বিশেষ বিমানে ভারত ও বাংলাদেশের একঝাঁক ক্রিকেটারদের কলকাতায় পৌঁছনোর কথা থাকলেও, প্রায় পৌনে তিন ঘণ্টা পরে ওই বিমান কলকাতার মাটি স্পর্শ করে। ফলে দুই দেশের ক্রিকেটাররা কিছুটা হলেও জেট ল্যাগের কবলে পড়েন।
প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। ফলে ক্রিকেটাররা একটু বেশি রোমাঞ্চিত। তবে প্রাক্তন ক্রিকেটাররা মনে করছেন, মহম্মদ সামি যেরকম ফর্মে আছেন, তাতে গোলাপি টেস্টে তিনি ইডেনের নায়ক হয়ে উঠতে পারেন। অতীতে ভারতীয় দলের যে ক’জন ক্রিকেটারের গোলাপি বলে দিন-রাতের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ সামি। মোহন বাগানের হয়ে ক্রিকেটের নন্দনকাননেই তিনি সিএবি’র সুপার লিগের ফাইনালে ঝড় তুলেছিলেন। ঘরের ছেলে ঋদ্ধিমান সাহার দিকেও নজর থাকবে। তাঁর দুরন্ত কিপিং ইতিমধ্যেই বন্দিত হয়েছে ঘরে-বাইরে। তবে ঋদ্ধিকে ব্যাটে আরও রান করতে হবে। কারণ, রবীন্দ্র জাদেজা ছ’নম্বরে অবস্থান মজবুত করছেন। তাতে সমস্যা বাড়বে ঋদ্ধির। চাপ কাটাতে পাপালি তাই মঙ্গলবার পুরানো ক্লাব কালীঘাটে ময়দানি বন্ধুদের নিয়ে আড্ডায় মজেছিলেন।

ভারতীয় ব্রিগেড অনভিজ্ঞ, আইজলের ভরসা কলকাতায় খেলা তিন বিদেশি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খালিদ জামিলের প্রশিক্ষণে তিন মরশুম আগে চমকে দিয়েছিল আইজল এফসি। একটা সময় পর্যন্ত ভারতীয় সার্কিটে পাহাড়ি দল বলতে শিলং লাজংকে বোঝাত। কিন্তু ২০১৬-১৭ মরশুমে মোহন বাগান, ইস্ট বেঙ্গলের মতো কলকাতার দুই প্রধানকে টপকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রচারের আলো কেড়ে নেয় আইজলের ক্লাবটি। 
বিশদ

লিগের প্রথম চার-পাঁচটি ম্যাচে বোরহাকে পাবে না ইস্ট বেঙ্গল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুমের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাটির আগে ইস্ট বেঙ্গলের অধিনায়কের কুর্সিটি পরিণত হয়েছে মিউজিক্যাল চেয়ারে। সিনিয়রটির নিরিখে অধিনায়ক বেছে নেয় ইস্ট বেঙ্গল। গত ১৩ আগস্ট তারই ভিত্তিতে ব্র্যান্ডনকেই অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। 
বিশদ

গোলাপি বলে রিস্ট স্পিনাররা
বেশি কার্যকরী হবে: হরভজন 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: ইডেনের ফ্লাডলাইটে ফিঙ্গার স্পিনারদের চেয়ে রিস্ট স্পিনাররা বেশি কার্যকরী হবে বলে মনে করছেন হরভজন সিং। ভারতের প্রাক্তন তারকা বোলারটি জানিয়েছেন, গোলাপি বলের গঠনগত বৈশিষ্ট্যের কারণেই এই বাড়তি সুবিধা পাবেন রিস্ট স্পিনাররা। 
বিশদ

শহরে পৌঁছেই জুতো কিনতে শপিং মলে হাজির মুশফিকুর 

সুকান্ত বেরা: সিরিজে যে তাঁরা ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে, সেটা মমিনুল হক, মাহমুদুল্লাহদের শরীরী ভাষা দেখে বোঝার উপায় নেই। কলকাতায় টেস্ট খেলার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। তার উপর গোলাপি বলে দিন-রাতের টেস্ট। আনন্দ যেমন রয়েছে, উদ্বেগও তাড়া করছে বাংলাদেশকে। 
বিশদ

আই লিগে মোহন বাগানের ক্যাপ্টেন গুরজিন্দর কুমার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে প্রথম কয়েকটি ম্যাচে মোহন বাগানের অধিনায়কত্ব করেছিলেন ধনচন্দ্র সিং। কলকাতা লিগের মাঝে চোটের জন্য ছিটকে যান তিনি। অধিনায়কত্ব পান গুরজিন্দর কুমার। গত ১ সেপ্টেম্বর কলকাতা লিগের ডার্বিতে মোহন বাগানের অধিনায়কত্ব করেছিলেন এই পাঞ্জাবি ফুটবলারটি। 
বিশদ

সর্বভারতীয় পুলিস তিরন্দাজিতে সেরা মহারাষ্ট্র পুলিস 

সংবাদদাতা, নকশালবাড়ি: এসএসবি’র শিলিগুড়ি ফ্রন্টিয়ারের হেড কোয়ার্টার রানিডাঙায় অষ্টম সর্ব ভারতীয় পুলিস তিরন্দাজি প্রতিযোগিতায় সব থেকে বেশি স্বর্ণপদক পেল মহারাষ্ট্র পুলিস। তারা মোট দু’টি স্বর্ণ এবং তিনটি রৌপ্য পদক পেয়েছে। অন্যদিকে রাজস্থান পুলিস দু’টি স্বর্ণ পদক পায়। 
বিশদ

ওমানের কাছে হেরে আশা কার্যত শেষ সুনীলদের 

মাসকট, ১৯ নভেম্বর: মঙ্গলবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ওমানের কাছে হেরে পরবর্তী রাউন্ডে পৌঁছনোর আশা কার্যত শেষ ভারতের। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র তিন পয়েন্ট। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্টে পৌঁছাল ওমান। এই ব্যর্থতার দায় অবশ্যই নিতে হবে ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচকে। 
বিশদ

কল্যাণীতে দুই প্রধানের আই লিগের ক্রীড়াসূচি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান ন’টি হোম ম্যাচ খেলবে কল্যাণী স্টেডিয়ামে। সবুজ-মেরুনের সবক’টি ম্যাচ বিকেল পাঁচটায়। পুরানো সূচি অনুযায়ী কল্যাণীতে কোয়েস ইস্ট বেঙ্গলের তিনটি খেলা ছিল সন্ধ্যা সাতটায়। ক্লাবের পক্ষ থেকে অনুরোধ ছিল, এই তিনটি ম্যাচের সময় এগিয়ে বিকেল পাঁচটা করার।  
বিশদ

সংযোজিত সময়ে মেসির গোলে হার বাঁচাল আর্জেন্তিনা 

তেল আভিভ, ১৯ নভেম্বর: ন্যু ক্যাম্প স্টেডিয়াম থেকে আট কিলোমিটার দূরে থাকেন লিও মেসি। পাশেই লুই সুয়ারেজের বাড়ি। অনুশীলনের পর দু’জনকে একসঙ্গে সময় কাটাতে প্রায়শই দেখা যায়। শুধু তাই নয়, দু’জনের স্ত্রী আন্তোনেলা রোকুজো ও সোফিয়া বালবির মধ্যেও ঘনিষ্ঠতা যথেষ্ট। সপ্তাহান্তে ম্যাচ না থাকলে দুই পরিবারই লং ড্রাইভে বেরিয়ে পড়ে।  
বিশদ

ভারত-পাক ডেভিস টাই কাজাখস্তানে 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: ভারত ও পাকিস্তানের মধ্যে ডেভিস কাপ টাই নিরপেক্ষ ভেন্যুতেই হচ্ছে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) জানিয়ে দিয়েছে, কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানেই এই টাই অনুষ্ঠিত হবে। 
বিশদ

কাঠমাণ্ডুতে ‘দূত’ শচীন তেন্ডুলকর 

কাঠমান্ডু, ১৯ নভেম্বর: ইউনিসেফের দূত হিসেবে সোমবার কাঠমাণ্ডু গিয়ে পৌঁছেছেন বিশিষ্ট ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর। তিনি সেখানে তিন দিন থাকবেন। নেপালিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রচারের কাজেই ব্যস্ত রয়েছেন মাস্টার ব্লাস্টার।  
বিশদ

লেংথের বৈচিত্র্যই বড় অস্ত্র সামির 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: ইন্দোরে তাঁর বিধ্বংসী বোলিং দেখার পর সতীর্থ ইশান্ত শর্মা জানিয়েছিলেন, মহম্মদ সামির কাছ থেকে পরামর্শ নিয়েই নাকি ইডেনে দিন-রাতের টেস্টে খেলতে নামবেন তিনি! মজার ছলে হলেও ইশান্তের বক্তব্য একেবারে ফেলে দেওয়ার নয়। গত তিন বছরে সামির সাফল্যের গ্রাফ সত্যিই চমকে দেওয়ারই মতো। 
বিশদ

ইডেনে ভারত-বাংলাদেশ টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অশোক 

বিএনএ, শিলিগুড়ি: ইডেনে ভারত বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে হাজির থাকার আমন্ত্রণ জানালেন বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার অশোকবাবুকে ইমেল পাঠিয়ে বিসিসিআই’র সভাপতি আমন্ত্রণপত্র পাঠান।
বিশদ

ইউরো কাপের মূলপর্বে ডেনমার্ক ও সুইজারল্যান্ড 

ডাবলিন, ১৯ নভেম্বর: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ইউরো কাপের মূলপর্বে পৌঁছল ডেনমার্ক। এই ফলের সুবাদে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ-ডি’এর দ্বিতীয় দল রূপে পরবর্তী পর্যায়ের ছাড়পত্র পেল তারা। উল্লেখ্য, সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থান দখল করে মূলপর্বে সুইজারল্যান্ড। 
বিশদ

Pages: 12345

একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সুজিত ভৌমিক, কলকাতা: সাট্টা ডন রশিদ খানের সঙ্গী তথা বউবাজার বিস্ফোরণ মামলায় টাডা আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহম্মদ খালিদের আর্জি খারিজ করে দিল লালবাজার। খালিদ ...

 ওয়াশিংটন, ১৯ নভেম্বর (পিটিআই): এক মার্কিন তরুণীকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল ৩৫ বছর বয়সি এক ভারতীয়ের বিরুদ্ধে। আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কন্ট্রাক্টর হিসেবে কাজ করার সময় ওই মহিলাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ...

বিএনএ, জলপাইগুড়ি: ব্যারাকপুরে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জলপাইগুড়ি শহর থেকে গ্রেপ্তার করা হল একজনকে। মঙ্গলবার পিন্টু শর্মা নামে ওই অভিযুক্তকে জলপাইগুড়ি মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হয়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যায় অধিক পরিশ্রম করতে হবে। ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। প্রেম-প্রীতিতে আগ্রহ বাড়বে। নতুন ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৫০- মহীশূরের শাসক টিপু সুলতানের জন্ম
১৯১০- রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের মৃত্যু
১৯১৭- কলকাতায় প্রতিষ্ঠা হল বোস রিসার্চ ইনস্টিটিউট
১৯৫৫- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পক্ষে টেস্টে প্রথম দ্বিশতরান করলেন পলি উমরিগড় 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭৩.৫০ টাকা
পাউন্ড ৯১.০২ টাকা ৯৫.৪১ টাকা
ইউরো ৭৭.৮১ টাকা ৮১.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৫৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩২০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,০৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,১৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ অগ্রহায়ণ ১৪২৬, ২০ নভেম্বর ২০১৯, বুধবার, অষ্টমী ১৯/২৩ দিবা ১/৪১। মঘা ৩৫/২১ রাত্রি ৮/৪। সূ উ ৫/৫৬/৪, অ ৪/৪৮/১০, অমৃতযোগ দিবা ৬/৪০ মধ্যে পুনঃ ৭/২৩ গতে ৮/৬ মধ্যে পুনঃ ১০/১৭ গতে ১২/২৮ মধ্যে। রাত্রি ৫/৪১ গতে ৬/৩৩ মধ্যে পুনঃ ৮/১৯ গতে ৩/১৯ মধ্যে, বারবেলা ৮/৪০ গতে ১০/১ মধ্যে পুনঃ ১১/২২ গতে ১২/৪৪ মধ্যে, কালরাত্রি ২/৩৯ গতে ৪/১৮ মধ্যে। 
৩ অগ্রহায়ণ ১৪২৬, ২০ নভেম্বর ২০১৯, বুধবার, অষ্টমী ১৪/২/৪২ দিবা ১১/৩৫/৪। মঘা ৩২/১৪/২৪ রাত্রি ৬/৫১/৪৫, সূ উ ৫/৫৭/৫৯, অ ৪/৪৮/৯, অমৃতযোগ দিবা ৬/৫১ মধ্যে ও ৭/৩৪ গতে ৮/১৬ মধ্যে ও ১০/২৪ গতে ১২/৩২ মধ্যে এবং রাত্রি ৫/৪১ গতে ৬/৩৪ মধ্যে ও ৮/২১ গতে ৩/২৮ মধ্যে, বারবেলা ১১/২৩/৬ গতে ১২/৪৪/২২ মধ্যে, কালবেলা ৮/৪০/৩২ গতে ১০/১/৪৯ মধ্যে, কালরাত্রি ২/৪০/৩২ গতে ৪/১৯/১৬ মধ্যে।  
২২ রবিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: ব্যবসায় যুক্ত ব্যক্তির পক্ষে দিনটি শুভ। বৃষ: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ...বিশদ

07:11:04 PM

গোটা দেশে এনআরসি হবে: অমিত শাহ 
গোটা দেশে এনআরসি হবে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ...বিশদ

04:31:00 PM

পর্ণশ্রীতে গ্যাস সিলিন্ডার চুরি, ধৃত ২ 

03:18:00 PM

নরেন্দ্রপুরে দম্পতির রহস্যমৃত্যু 
নরেন্দ্রপুরে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আজ সকালে নরেন্দ্রপুরের ...বিশদ

02:34:00 PM

মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী সপ্তম শ্রেণীর পড়ুয়া 
পড়াশোনা নিয়ে মায়ের বকুনির জেরে অভিমানে আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর ...বিশদ

01:38:34 PM

আসানসোলে ৫ কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার 
ডাকাতির উদ্দেশ্যে জরো হওয়া পাঁচ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আরপিএফের ...বিশদ

01:32:39 PM