Bartaman Patrika
খেলা
 

ঘরের মাঠে সিরিজ জয়ের বিশ্ব রেকর্ড টিম ইন্ডিয়ার

ভারত ৬০১/৫ (ডিক্লেয়ার)
দক্ষিণ আফ্রিকা ২৭৫ ও ১৮৯

পুনে, ১৩ অক্টোবর: রবীন্দ্র জাদেজার ডেলিভারি কেশব মহারাজের পায়ে লাগতেই এলবিডব্লুর জোরালো আবেদনে আউট দিয়ে দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচার মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন মহারাজ। রিপ্লেতে স্পষ্ট হয়ে যায়, বলটা উইকেটেই লাগছিল। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করেননি চেতেশ্বর পূজারা, রহিত শর্মারা। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৩৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতার আনন্দে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা।
২০১৩ সাল থেকে ঘরের মাঠে টানা ১১টি টেস্ট সিরিজ জিতে অস্ট্রেলিয়াকে টপকে বিশ্ব রেকর্ড গড়ল ‘টিম ইন্ডিয়া’। ১৯৯৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে ১০টি হোম সিরিজ জিতেছিল। একই রেকর্ডের তারা পুনরাবৃত্তি ঘটিয়েছিল ২০০৪-২০০৮ সালের মধ্যে। ৫০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে কোহলি ৩০টি জয় উপহার দিলেন। তাঁর আগে আছেন মাত্র দু’জন অধিনায়ক। স্টিভ ওয়া ও রিকি পন্টিং। ৫০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে তাঁরা যথাক্রমে ৩৭ ও ৩৫টি করে ম্যাচ জিতিয়েছিলেন। কোহলি ২৩টি হোম ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পেয়েছেন। ২৭টি অ্যাওয়ে ম্যাচে তাঁর সাফল্যের সংখ্যা ১৩। নিঃসন্দেহে বলাই যায়, ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম কিং কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অবধি অপরাজিত ভারত। চারটি ম্যাচ খেলে সবক’টিতেই জয় পেয়েছে কোহলি ব্রিগেড। ২০০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ‘টিম ইন্ডিয়া’। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের থেকে ভারতের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে ১৪০।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে অল-আউট হওয়ার পর সানডে-সাসপেন্স ছিল একটাই, ভারত কি ফলো-অন করাবে দক্ষিণ আফ্রিকাকে? সকালে দেখা যায়, ফের ব্যাট করতে নামছে প্রোটিয়া বাহিনী। তবে চা পানের বিরতির পর ভারতীয় দল যখন ক্রমশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন বুঝতে অসুবিধা হয়নি, ফলো-অন করিয়ে ঠিকই করেছেন বিরাট। আসলে, প্রথম ইনিংসে ভারত ৬০১ রান তোলায় দক্ষিণ আফ্রিকা প্রবল চাপে পড়ে গিয়েছিল। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি ডু’প্লেসিরা। একটা ব্যাপার স্পষ্ট, ভারতের মাটিতে ‘টিম ইন্ডিয়া’র বোলারদের মোকাবিলা করার জন্য দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং মোটেও তৈরি নয়।
দ্বিতীয় ইনিংসে ভারতকে প্রথম সাফল্যটি এনে দেন পেসার ইশান্ত শর্মা। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে যে আশার আলো দেখিয়েছিলেন আইদেন মার্করাম, তা টেস্ট সিরিজে এখনও ফুটিয়ে তুলতে তিনি ব্যর্থ। খাতা না খুলেই ইশান্তের বলে লেগ বিফোর হয়ে তিনি মাঠ ছাড়েন। তবে রিপ্লেতে দেখা গিয়েছে বলটি স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল। রিভিউ না নেওয়ার খেসারত গুনতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। টেস্ট দলে ঋদ্ধিমান সাহার যেন পুনর্জন্ম হল পুনেতে। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকায় অনেকেই ভেবেছিলেন, বাংলার পাপালির পক্ষে টেস্টে কামব্যাক করা সহজ হবে না। কিন্তু ঋদ্ধি সুযোগের সদ্ব্ব্যবহার করে বুঝিয়ে দিলেন, কেন তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটরক্ষক। প্রথম ইনিংসে উমেশের বলেই দুরন্ত ক্যাচ নিয়েছিলেন ডানদিকে স্লিপ পর্যন্ত ঝাঁপিয়ে। প্রশংসা বন্যায় তিনি ভেসে গিয়েছিলেন। রবিবার, সেই উমেশের বলেই দিনের ষষ্ঠ ওভারে ডে’ব্রুইনের ক্যাচটি বাঁদিকে বাজপাখির মতো ঝাঁপিয়ে যেভাবে তিনি তালুবন্দি করেন, তা দেখার পর মনে হয়েছে ঋদ্ধিমান সত্যিই ‘সুপারম্যান’। এখানেই থামেননি বাংলার উইকেটরক্ষকটি। ফাফ ডু’প্লেসির (৫) ক্যাচটিও কয়েকবারের চেষ্টায় তিনি ধরে তবেই দীর্ঘশ্বাস ফেলেন। সঙ্গে সঙ্গে পুরস্কার হিসাবে ক্যাপ্টেনের পিঠ চাপড়ানিও পেয়ে গিয়েছেন ঋদ্ধি।
দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার (৪৮) কিছুটা লড়াই করেন। তবে ম্যাচ বাঁচানোর পক্ষে তা যথেষ্ট ছিল না। চতুর্থ দিনে উইকেট থেকে ভালোই সুবিধা পেয়েছেন ভারতীয় স্পিনাররা। কুইন্টন ডি’কককে (৫) পরাস্ত করে বোল্ড করেন জাদেজা। টেম্বা বাভুমা ৩৮ রানে জাদেজার বলে স্লিপে রাহানের হাতে ধরা পড়েন। ৯ রান করে সাজঘরে ফেরেন মুথুস্বামী। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভেরনন ফিলান্ডার ও কেশব মহারাজ কোহলিদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে এই জুটি মাথা তোলার আগেই আঘাত হানেন উমেশ। একই ওভারে তিনি পর পর তুলে নেন ফিলান্ডার (৩৭) ও রাবাদার (৪) উইকেট। কেশব মহারাজকে আউট করে জাদেজা দক্ষিণ আফ্রিকার কফিনে শেষ পেরেকটি পোঁতেন। ১৮৯ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। তিনটি করে উইকেট নেন উমেশ-জাড্ডু। ব্যক্তিগত নৈপুণ্য নয়, দলগত সংহতির জোরে ঘরের মাঠে অশ্বমেধ ঘোড়ার মতো ছুটছে ‘টিম ইন্ডিয়া’।
স্কোরবোর্ড: ভারত (প্রথম ইনিংস)- ৬০১/৫ ডিক্লেয়ার।
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) ২৭৫ ও (দ্বিতীয় ইনিংস)- মার্করাম এলবিডব্লু বো ইশান্ত ০, এলগার ক উমেশ বো অশ্বিন ৪৮, ডি’ব্রুইন ক ঋদ্ধিমান বো উমেশ ৮, ডু’প্লেসি ক ঋদ্ধিমান বো অশ্বিন ৫, বাভুমা ক রাহানে বো জাদেজা ৩৮, ডি’কক বো জাদেজা ৫, মুথুসামি ক রহিত বো সামি ৯, ফিলান্ডার ক ঋদ্ধিমান বো উমেশ ৩৭, কেশব এলবিডব্লু বো জাদেজা ২২, রাবাডা ক রহিত বো উমেশ ৪, নর্তজে অপরাজিত ০, অতিরিক্ত ১৩। মোট (৬৭.২ ওভারে) ১৮৯। পতন: ১-০, ২-২১, ৩-৭০, ৪-৭১, ৫-৭৯, ৬-১২৫, ৭-১২৯, ৮-১৮৫, ৯-১৮৯, ১০-১৮৯। বোলিং: ইশান্ত ৫-২-১৭-১, উমেশ ৮-৩-২২-৩, সামি ৯-২-৩৪-১, অশ্বিন ২১-৬-৪৫-২, জাদেজা ২১.২-৪-৫২-৩, রহিত ২-০-৪-০, কোহলি ১-০-৪-০।
 ভারতীয় জয়ী ইনিংস ও ১৩৭ রানে।
 ম্যাচের সেরা- বিরাট কোহলি।

14th  October, 2019
 সারাদিন টিকিটের আব্দার বিধাননগর কমিশনারেটে

 রাহুল দত্ত: ফোনে কথা হোক বা সামনাসামনি দেখা— একটাই প্রশ্ন, ‘স্যার একটা টিকিট হবে’? দাদা একটা টিকিট দেবেন’? সোমবার বিধাননগর কমিশনারেটের গেট থেকে পুলিস কমিশনারের ঘর, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিটের আব্দার। শুধুমাত্র পুলিসকর্মী বা পুলিসকর্তাদের গলাতে নয়, টিকিটের চাহিদা নিয়ে কমিশনারেটের ভিজিটর রুমে বিভিন্ন পরিচিতদেরও ভিড়ও ছিল এদিন চোখে পড়ার মতো।
বিশদ

15th  October, 2019
 কঠোর নিরাপত্তা ব্যবস্থা যুবভারতীতে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় পতাকা ছাড়া অন্য কিছু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। মঙ্গলবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২২ বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
বিশদ

15th  October, 2019
  কন্যা সানার থেকেই সুখবর পেয়েছি: ডোনা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সহধর্মিনী হিসাবে নয়, একজন ক্রিকেটপ্রেমী ও সৌরভ গাঙ্গুলির বড় ফ্যান হিসাবে নতুন বোর্ড সভাপতির কাছে কী দাবি ডোনা গাঙ্গুলির? হাসতে হাসতে তিনি জানালেন, ‘বোর্ড সভাপতির সঙ্গে আমার এখনও দেখা হয়নি। মঙ্গলবার বিকেলে শহরে ফিরবে বলেছে। বিশদ

15th  October, 2019
 যোগ্য স্ট্রাইকারের অভাব, চিন্তায় বাংলাদেশ কোচ

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সকালে টানা ৩৫ মিনিট সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে। এরমধ্যে অধিকাংশ সময়ই তাঁর আক্ষেপ শোনা গেল। বিষয়, দলের ফরোয়ার্ডদের সুযোগ নষ্ট। কোচের হা-হুতাশ যথেষ্ট প্রাসঙ্গিক। গ্রুপের প্রথম দু’টি ম্যাচে আফগানিস্তান এবং কাতারের বিরুদ্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন বাংলাদেশের ফুটবলাররা।
বিশদ

15th  October, 2019
 টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্মিথের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি

  দুবাই, ১৪ অক্টোবর: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে জমে উঠেছে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের শ্রেষ্ঠত্বের লড়াই। অ্যাসেজ সিরিজে অজি তারকার স্বপ্নের ফর্মের পত্রপাঠ জবাব দেওয়ার লক্ষ্যে দারুণ সফল ভারত অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্মিথের সঙ্গে ব্যবধানটা মাত্র এক পয়েন্টে নামিয়ে আনলেন কোহলি।
বিশদ

15th  October, 2019
রাজনীতির রং থেকে দূরে
থাকতে চাইছেন সৌরভ
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মহারাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে মহানাটক। ছিটকেও গিয়েও শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন। ক্রিকেট জীবন থেকে ফিরে আসার লড়াই তাঁর রক্তে মিশে। ব্রিজেশ প্যাটেলকে টপকে সৌরভ গাঙ্গুলির বোর্ড সভাপতি হওয়ার ঘটনা, যে কোনও টি-২০ ম্যাচের উত্তেজনাকেও হার মানাতে পারে।
বিশদ

15th  October, 2019
 গোল পার্থক্য বাড়িয়ে রাখাই আজ প্রধান লক্ষ্য ভারতের

 জয় চৌধুরি: নমস্তে। আপনারা কেমন আছেন? ভারতের ক্রোয়েশিয়ান কোচের মুখে এরকম ‘বাংলা’ শুনে চমকে যান সাংবাদিক সম্মেলনে হাজির দু’দেশের সাংবাদিকরাই। সোমবার দুপুরে নিউটাউনের হোটেলে স্টিম্যাচ-চমকই বাড়তি পাওনা। পোডিয়ামে ‘এন্ট্রির’ মতো মঙ্গলবার সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের ক্রোয়েশিয়ান কোচ স্ট্র্যাটেজিতে চমক দেখাতে পারবেন কি?
বিশদ

15th  October, 2019
আমাকে মার্ক করলে বাকিদের সুবিধা: সুনীল

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে খোশমেজাজে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সাংবাদিক সম্মেলনে সুযোগ পেলেই প্রশ্নের উত্তরে তাঁর বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া গেল। কোচ ইগর স্টিম্যাচের পাশে বসে রসিকতা করে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নে সুনীলের জবাব, ‘আমি জানি, ওরা আমাকে মার্ক করবে।
বিশদ

15th  October, 2019
 প্রত্যাশার চাপ সামলানোই আসল: স্টিম্যাচ

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সন্ধ্যা সাতটায় সল্টলেক স্টেডিয়ামের ম্যাচ গ্রাউন্ডে ভারতের প্র্যাকটিসে বাংলাদেশের ফটোগ্রাফারদের উপচে পড়া ভিড়। অধিকাংশ খেলোয়াড়ই তখন ওয়ার্ম-আপে ব্যস্ত। হঠাৎ দেখা গেল, গুরপ্রীতকে ছোট বক্সের মাথায় দাঁড়াতে বললেন কোচ ইগর স্টিম্যাচ।
বিশদ

15th  October, 2019
 আইএসএলের দরজা খুলল দুই প্রধানের সামনে

  নিজস্ব প্রতিবেদন: শুরু হওয়ার ছ’দিন আগে ইন্ডিয়ান সুপার লিগকে (আইএসএল) দেশের এক নম্বর লিগ ঘোষণা করল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ২০ অক্টোবর কোচিতে আইএসএল শুরু হচ্ছে। ২০২৩-২৪ মরশুম পর্যন্ত দেশের টপ টিয়ার লিগের কোনও প্রমোশন ও রেলিগেশন থাকছে না।
বিশদ

15th  October, 2019
 সিএবি’র পরবর্তী সভাপতি অভিষেক?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি হওয়ায় খুশির হাওয়া সিএবি’তে। তবে একই সঙ্গে শুরু হয়েছে অঙ্ক কষাও। কারণ, বোর্ড সভাপতি পদে বসতে গেলে সৌরভকে ছাড়তে হবে সিএবি’র সভাপতি পদ।
বিশদ

15th  October, 2019
ক্রিকেট মসনদে সৌরভ,
লক্ষ্য স্বচ্ছ ভাবমূর্তিই

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ক্রিকেটের তিনি কামব্যাক কিং। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে অনুকূলে বদলে নিতে হয়, অতীতে বারবার তার প্রমাণ রেখেছেন সৌরভ গাঙ্গুলি। চিরায়ত সেই খ্যাতি বজায় রেখেই এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ মসনদে বসতে চলেছেন বাংলার ‘মহারাজ’।
বিশদ

15th  October, 2019
বোর্ড সভাপতি পদে আজ মনোনয়ন জমা দেবেন সৌরভ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘সুপার-ওভারে’ ম্যাচ বের করে বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়া প্রায় নিশ্চিত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। আজ, সোমবার তিনি মনোনয়ন জমা দেবেন বলে খবর। রাতেই তিনি মনোনয়নপত্রে সই করে দেন।  
বিশদ

14th  October, 2019
শহরে এসে অনুশীলন সারল ভারতীয় দল
কিরঘিজস্তান ম্যাচ থেকেই বদলেছে খেলার ধারা, মন্তব্য গুরপ্রীতের 

নিজস্ব প্রতিবেদন: রবিবার দুপুরে গুয়াহাটি থেকে কলকাতায় এল ভারতীয় ফুটবল দল। বিমানবন্দরে সুনীল ছেত্রী-প্রীতম কোটালদের স্বাগত জানানোর জন্য তৈরি ছিলেন ফুটবলপ্রেমীরা। এরকম উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচও। 
বিশদ

14th  October, 2019

Pages: 12345

একনজরে
 মস্কো, ১৯ অক্টোবর (এএফপি): সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চলে এক খনি দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ার জরুরি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ...

 প্রসেনজিৎ কোলে, কলকাতা: রেল মন্ত্রক প্রতিটি জোনকেই ভাড়া ছাড়া অন্যান্য খাতে আয় বৃদ্ধির রাস্তা খুঁজতে নির্দেশ দিয়েছিল। সেই পথে চলে বিজ্ঞাপন সহ বিভিন্ন খাতে ইতিমধ্যেই আয় বাড়িয়েছে একাধিক জোন। ভাড়া ছাড়া অন্য খাতে আয় বৃদ্ধিতে এবার অব্যবহৃত জমিতে পুকুর কেটে ...

বিএনএ, কোচবিহার: কোচবিহার পুরসভার বেশকিছু ওয়ার্ডের ভিতরের রাস্তার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলি বেহাল হয়ে থাকার কারণে বাসিন্দাদের মনে ক্ষোভ দানা বেঁধেছে।  ...

 ওয়াশিংটন, ১৯ অক্টোবর (পিটিআই): ভারতের অর্থনীতির পূর্বভাস নিয়ে অশনি সঙ্কেত দিলেও কর্পোরেট সংস্থাকে কর ছাড়ের প্রশংসা আগেই করেছিল বিশ্বব্যাঙ্ক। এবার একই সুর শোনা গেল আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) কথায়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 বিশ্ব পরিসংখ্যান দিবস
১৮৭১: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের জন্ম
১৯৭৮: ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৯.৮৬ টাকা ৯৩.১৫ টাকা
ইউরো ৭৭.৭৩ টাকা ৮০.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
19th  October, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৯২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৯৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৪৮৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০১৯, রবিবার, ষষ্ঠী ৪/৩৯ দিবা ৭/৩০। আর্দ্রা ৩০/৩৪ সন্ধ্যা ৫/৫২। সূ উ ৫/৩৮/৩৫, অ ৫/৪/৩৯, অমৃতযোগ দিবা ৬/২৫ গতে ৮/৪২ মধ্যে পুনঃ ১১/৪৪ গতে ২/৪৫ মধ্যে। রাত্রি ৭/৩৫ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ১/২৮ মধ্যে পুনঃ ২/১৮ গতে উদয়াবধি, বারবেলা ৯/৫৬ গতে ১২/৪৭ মধ্যে, কালরাত্রি ১২/৫৬ গতে ২/৩০ মধ্যে।
২ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০১৯, রবিবার, সপ্তমী ৫৩/৪/১৩ রাত্রি ২/৫২/৫২। আর্দ্রা ২৪/৪১/৫৯ দিবা ৩/৩১/৫৯, সূ উ ৫/৩৯/১১, অ ৫/৫/৫১, অমৃতযোগ দিবা ৬/৩২ গতে ৮/৪৫ মধ্যে ও ১১/৪২ গতে ২/৪০ মধ্যে এবং রাত্রি ৭/২৮ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ১/২৯ মধ্যে ও ২/২১ গতে ৫/৪০ মধ্যে, বারবেলা ৯/৫৬/৪১ গতে ১১/২২/৩১ মধ্যে, কালবেলা ১১/২২/৩১ গতে ১২/৪৮/২১ মধ্যে, কালরাত্রি ১২/৫৬/৪১ গতে ২/৩০/৫১ মধ্যে।
২০ শফর

ছবি সংবাদ

এই মুহূর্তে
 আজকের রাশিফল
মেষ: ব্যবসায় অর্থাগম হবে। বৃষ: কর্মপ্রার্থীদের শুভ যোগাযোগ ঘটবে। মিথুন: গৃহে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব পরিসংখ্যান দিবস ১৮৭১: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের জন্ম১৯৭৮: ...বিশদ

07:03:20 PM

আইএসএল: প্রথম ম্যাচে এটিকের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী কেরালা ব্লাস্টার্স এফসি 

09:37:34 PM

আইএসএল: কেরালা ব্লাস্টার্স এফসি ২ - এটিকে ১ (বিরতি) 

08:29:36 PM

কোচবিহারের দিনহাটার নারায়ণগঞ্জে ৭১ কেজি গাঁজা উদ্ধার 

06:16:00 PM

করণদিঘিতে ব্যবসায়ী খুনে ৫ অভিযুক্ত গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র 

05:47:32 PM