Bartaman Patrika
খেলা
 

 জীবনের শেষ বিশ্বকাপে সাফল্য পেতে যোগাসনে আস্থা গেইলের

 নয়াদিল্লি, ১৫ মে: জীবনের পঞ্চম বিশ্বকাপ। এটাই শেষ। বিদায়ী বিশ্বকাপে নিজের সেরা পারফরম্যান্সটা মেলে ধরতে মরিয়া ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। বয়স থাবা বসিয়েছে ফিটনেসে। ৩৯ বছরেও বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ধকল নিতে হবে প্রায় দেড় মাস ধরে। আর সেই চাপ কাটিয়ে উঠতে জিম নয়, যোগাকেই হাতিয়ার করেছেন গেইল।
শরীরকে বিশ্রাম দিতে জিম এড়াচ্ছেন তিনি। তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় করছেন যোগাসনে। একটানা ফিল্ডিং ও অনুশীলনের পর যে ক্লান্তি থাবা বসাচ্ছে শরীরে, তা কাটিয়ে উঠতে নিয়মিত ম্যাসাজ নিচ্ছেন জামাইকান তারকাটি।
দ্বাদশ আইপিএলে রানের খরা কাটিয়ে উঠতে সফল হয়েছিলেন গেইল। করেছেন ৪৯০ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৪০.৮৩। গেইল বলেছেন, ‘এটা আমার পঞ্চম বিশ্বকাপ। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সারা বছর ধরে বিভিন্ন টুর্নামেন্টে খেলি। কিন্তু বিশ্বকাপের সময় এলে অন্যরকম শিহরণ তৈরি হয় মনের মধ্যে। যে ভাবে ব্যাট করছি, তাতে ভালো রান করার ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।’
ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ক্রিস গেইলের যথেষ্ট সুনাম রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের ওয়ান ডে সিরিজে ৩৯টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। আইপিএলে গেইলের ব্যাট থেকে বেরিয়েছে ৩৪টি ছক্কা। তবে চার বছর আগে তাঁকে যতটা ভয়ঙ্কর লাগত, এখন ততটা লাগে না। তার একটা কারণ অবশ্যই বয়স বৃদ্ধি। গেইল বলেছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বয়সও বাড়বে। এটাই স্বাভাবিক। বয়স তো আর কমবে না? তবে বাইশ গজে সাফল্য পাওয়ার ক্ষেত্রে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। মনের জোরে অনেক কিছু করা যায়। সেই কারণে আমি ফুরফুরে মেজাজে থাকি। এই বয়সে শারীরিক সক্ষমতা কমবে। তবে মনের জোরটা একই রকম আছে। মন যেটা করতে চায়, শরীর সেটা অনেক সময় করতে সায় দেয় না। আমি মানসিক দৃঢ়তার সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাফল্য এনে দিতে চাইছি। দলের অধিকাংশ ক্রিকেটারই জিমে বেশি করে সময় কাটায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা উলটো। আমি যতটা সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করি। ম্যাসাজ নিচ্ছি, ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দিচ্ছি প্র্যাকটিসের সময়। তাতে অনেক বেশি প্রাণবন্ত থাকছি।’
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন ক্রিস গেইল। চারটি ইনিংসে তিনি ৪২৪ রান করেছিলেন। তাঁর ব্যাটিং গড় ছিল ১০৬। দু’টি শতরানও করেছিলেন তিনি। মূলত এই পারফরম্যান্স দেখেই ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচকরা গেইলকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আইপিএলে তাঁর দুরন্ত ব্যাটিং দেখার পর অনেকেই বলছেন, সিদ্ধান্তটা সঠিকই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট ও ২৮৯টি ওয়ান ডে খেলেছেন গেইল। গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন টি-২০ লিগেও তাঁকে খেলতে দেখা যায় সারা বছর ধরে। এই প্রসঙ্গে গেইল বলেন, ‘সত্যি কথা বলতে কী, আমার একটা সময় মনে হয়েছিল ক্রিকেটকে বিদায় জানাব। কিন্তু ভক্তদের নিখাদ ভালোবাসা ও অনুপ্রেরণা সেটা করতে দেয়নি। ভক্তদের দাবি মেনেই আজও খেলে যাচ্ছি। আনন্দ দেওয়ার চেষ্টা করছি। কারও পক্ষে সারা জীবন খেলা সম্ভব নয়। একদিন তো অবসর নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে আরও কিছু ম্যাচে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। বিশ্বকাপ জেতাই এখন আমার এক মাত্র লক্ষ্য।’
১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্রিস গেইলের। দু’দশক ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন। মুকুটে যোগ হয়েছে নানা সম্মান। তবে ক্রিস গেইলের ক্রিকেট জীবনের একটা অধ্যায় আজও ফাঁকা রয়েছে। এর আগে চারবার বিশ্বকাপ না জেতার আক্ষেপ আজও তাঁকে কুরে কুরে খাচ্ছে। গেইল বলেছেন, ‘প্রথম যখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলাম, তখন একবারও ভাবিনি এতগুলো বিশ্বকাপ খেলব। তবে ধারাবাহিক সাফল্য আমাকে কুড়ি বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। কঠিন পরিশ্রম কখনও বিফলে যায় না। সমর্থকদের প্রত্যাশা পূরণ সব সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কখনও হাল ছাড়িনি। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপাক পরিবর্তন ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজ দল অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তবে এখন আমাদের দল অনেক বেশি সংঘবদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেও পরিবর্তন এসেছে। ক্যারিবিয়ান জনগণের কাছে ক্রিকেট ধর্মের মতো। আমার বিশ্বাস গোটা দল কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জেতার জন্য ঝাঁপাব।’

16th  May, 2019
লোকেশ রাহুলকে চার নম্বরে ব্যবহার করার পরামর্শ বেঙ্গসরকারের

 নয়াদিল্লি, ১৬ মে: আসন্ন বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স সম্পর্কে যথেষ্ট আশাবাদী দিলীপ বেঙ্গসরকার। ইংল্যান্ডের মাটিতে সেমি-ফাইনাল পর্যন্ত বিরাট কোহলি-ব্রিগেডকে তেমন পরিশ্রম করতে হবে না বলেই তাঁর ধারণা।
বিশদ

17th  May, 2019
বিশ্বকাপ দলে ডাক পেলেন মহম্মদ আমির

 করাচি, ১৬ মে: বাঁ-হাতি পেসার মহম্মদ আমিরকে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে রাখল পাকিস্তান। প্রথমিক দল থেকে আমিরকে বাদ দেওয়া নিয়ে প্রাক্তন পেসার ওয়াসিম আক্রামের মতো অনেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন। তাতেও কিন্তু টনক নড়েনি পাক নির্বাচকদের।
বিশদ

17th  May, 2019
বোলারদের আগ্রাসী মনোভাব দেখাতে হবে: ক্রিস ওকস

 ব্রিস্টল, ১৬ মে: বিশ্বকাপে সাফল্য পেতে হলে বোলারদের আগ্রাসী মনোভাব দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। তাঁর মতে, বছরের এই সময়ে ইংল্যান্ডের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে যায়। এই পরিস্থিতিতে ব্যাটসম্যানদের হাত থেকে বাঁচতে গেলে বোলারদের বাড়তি ঘাম ঝরাতে হবে।
বিশদ

17th  May, 2019
 সুনীলদের মানসিকতায় মুগ্ধ স্টিম্যাক

 নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের দায়িত্ব নিয়েই কাজ করার ব্লু-প্রিন্ট কিছুটা তৈরি করে ফেলেছেন ইগর স্টিম্যাক। তাঁর লক্ষ্য, জুনিয়র ফুটবলারদের নিউক্লিয়াস ধরেই এগিয়ে যাওয়া। তিনি এক ওয়েবসাইটকে সাক্ষাৎকারে বলেন, ‘ভারতীয় ফুটবল সংস্থার ফোকাসই ইউথ টিমের দিকে। এ ব্যাপারটি বেশ ভালো লেগেছে আমার।
বিশদ

16th  May, 2019
দুরন্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে জিতিয়ে আইপিএল’কে কৃতিত্ব বেয়ারস্টোর
৯৩ বলে অনবদ্য ১২৮ রান

 ব্রিস্টল, ১৫ মে: জাতীয় দলের জার্সিতেও আইপিএলের দুরন্ত ফর্ম বজায় রেখেছেন জনি বেয়ারস্টো। ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে’তে তাঁর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। জয়ের জন্য ৩৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯৩ বলে ১২৮ রান করেন বেয়ারস্টো।
বিশদ

16th  May, 2019
হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ সেওয়াগ

 নয়াদিল্লি, ১৫ মে: ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তিনি বলেছেন, ‘ব্যাটে-বলে হার্দিকের ধারে কাছে কেউ নেই ভারতীয় দলে। ওর মতো প্রতিভাবান ক্রিকেটার কেউ থাকলে হার্দিকের পক্ষে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো সহজ হত না।’
বিশদ

16th  May, 2019
ফরাসি তারকাটিকে নিতে তৈরি বার্সেলোনা
আতলেতিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত আতোঁয়া গ্রিজম্যানের

 মাদ্রিদ, ১৫ মে: আগামী শনিবার আতলেতিকো মাদ্রিদের জার্সিতে শেষবার দেখা যাবে ফরাসি তারকা আতোঁয়া গ্রিজম্যানকে। প্রতিপক্ষ লেভান্তে। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করছেন তিনি।
বিশদ

16th  May, 2019
ইরানের কোচ মার্ক উইলমটস

 তেহরান, ১৫ মে: বেলজিয়ামের প্রাক্তন কোচ ও ফুটবলার মার্ক উইলমটসের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিল ইরান। বুধবার তেহরানে চুক্তিপত্রে সই করেন তিনি। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কামি রিটা শেরপা জানিয়েছেন, ‘উইলমটসের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফল দেখার পর যা দীর্ঘায়িত হতেই পারে।’
বিশদ

16th  May, 2019
এএফসি কাপের ম্যাচে মিনার্ভার ড্র, হার চেন্নাইয়ের

 কাঠমাণ্ডু, ১৫ মে: এএফসি কাপে আপাতত জয় অধরাই থাকল মিনার্ভা পাঞ্জাবের। বিরতির পর ১০ জনে খেলে একদা আই লিগ জয়ী টিম ১-১ গোলে ড্র করল নেপালের মানাং মারসায়াংডি ক্লাবের সঙ্গে। গ্রুপ ই’র ম্যাচে ড্র করে পরের রাউন্ডে যাওয়ার আশা অনেকটাই ক্ষীণ হয়ে মিনার্ভার। এএফসি কাপের ম্যাচে চতুর্থ ড্র মিনার্ভার।
বিশদ

16th  May, 2019
সুস্থ হয়ে পাক স্কোয়াডে যোগ দিচ্ছেন শাদাব

 করাচি, ১৫ মে: ভাইরাসজনিত সংক্রমণের কারণে শাদাব খানের বিশ্বকাপে খেলা নিয়ে ঘোরতর আশঙ্কা দেখা দিয়েছিল। ইংল্যান্ড সফর থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের নির্ভরযোগ্য অলরাউন্ডারটিকে। তবে সর্বশেষ মেডিকেল টেস্টের রিপোর্ট স্বস্তি দিয়েছে পাক শিবিরকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থতা তেমন গুরুতর নয়।
বিশদ

16th  May, 2019
ভারতীয় ফুটবল নিয়ে ইগরের গবেষণা দেখে মুগ্ধ শ্যাম থাপারা

 নিজস্ব প্রতিবেদন: সরকারিভাবে ভারতের হেড কোচ হিসেবে ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্টিম্যাকের নাম ঘোষণা করল এআইএফএফ। তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি। ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ৫১ বছর বয়সী এই কোচের নাম বুধবার ঘোষণা করে দিল।
বিশদ

16th  May, 2019
ভারতের হার চার গোলে

 পারথ, ১৫ মে: বিশ্বের দু’নম্বর অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরে গেল ভারতীয় হকি দল। পাঁচ ম্যাচের সিরিজে গত তিনটি ম্যাচে অপরাজিত থাকার পর চতুর্থ ম্যাচে সেই ধারা ধরে রাখতে পারলেন না মনপ্রীতরা।
বিশদ

16th  May, 2019
 স্টেইন-রাবাডাকে নিয়ে স্বস্তিতে কোচ গিবসন

কেপ টাউন, ১৫ মে: আইপিএলের মাঝ পথে চোটের কবলে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা পেসার কাগিসো রাবাডা ও ডেল স্টেইন। টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরেছিলেন দু’জনেই। আশঙ্কা দেখা দিয়েছিল বিশ্বকাপের শুরু থেকে তাঁদের খেলা নিয়ে। তবে প্রোটিয়া কোচ ওটিস গিবসনের দৃঢ় বিশ্বাস বিশ্বকাপের শুরু থেকেই খেলবেন রাবাডা ও স্টেইন।
বিশদ

16th  May, 2019
নেতিবাচক বিষয় নিয়ে ভাবার মতো সময় আমার জীবনে নেই: শিখর ধাওয়ান

নয়াদিল্লি, ১৪ মে: আসন্ন বিশ্বকাপকে পাখির চোখ করেছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। আইপিএলের শুরুটা ভালো না হলেও পরের দিকে তিনি ফর্ম ফিরে পেয়েছিলেন। যা তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এবারের বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডের মাটিতে। যেখানে বল স্যুইং করার প্রবল সম্ভাবনা রয়েছে।
বিশদ

15th  May, 2019

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছেলের হাতে খুন হলেন মা। রবিবার ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার করুণাময়ীতে। মৃতার নাম অপু সরকার (৪৪)। ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। পরে গুণধর ছেলে নিজেই এসে থানায় আত্মসমর্পণ করে। পুলিস জানিয়েছে, ওই ...

  বিএনএ, বাঁকুড়া: আজ, মঙ্গলবার সকাল ১০টা থেকে বাঁকুড়ায় মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র বিলির কাজ শুরু হবে। জেলার তিন মহকুমায় একটি করে স্কুল থেকে তা বিলি করা হবে। ১১টা নাগাদ ছাত্রছাত্রীরা তা বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবে বলে বাঁকুড়ার জেলা ...

 নয়াদিল্লি, ২০ মে (পিটিআই): ভোট পরবর্তী এক্সিট পোল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও গেরুয়া শিবির রীতিমতো উচ্ছ্বসিত। সপ্তম দফার নির্বাচনের পর এক্সিট পোলে ইঙ্গিত মিলেছে, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি সরকার। শুধু ফিরছে না। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসকে চরম বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দিলীপের হুঁশিয়ারি, ২৩ মে ভোটের ফল বেরনোর পর শাসকদলের দুষ্কৃতীরা হিংসা ছড়ালে তার ভয়ঙ্কর পরিণামের জন্য তৈরি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যারা বিদ্যার্থী তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। নানা বিষয়ে খুঁতখুঁতে ভাব জাগবে। গোপন প্রেম থাকলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম
১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের জন্ম
১৯৯১: ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৬৫ টাকা ৭০.৩৪ টাকা
পাউন্ড ৮৬.৮৮ টাকা ৯০.১১ টাকা
ইউরো ৭৬.০৬ টাকা ৭৮.৯৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,০৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০,৮৭৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫১/৪৭ রাত্রি ১/৪১। মূলা ৫৬/২৩ রাত্রি ৩/৩১। সূ উ ৪/৫৮/১২, অ ৬/৮/০, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ৯/২২ গতে ১১/৫৯ মধ্যে পুনঃ ৩/২৯ গতে ৪/২২ মধ্যে। রাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৫ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৬ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে, কালরাত্রি ৭/৩০ গতে ৮/৫০ মধ্যে।
৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ২০১৯, মঙ্গলবার, তৃতীয়া ৫২/৪৪/৩৭ রাত্রি ২/৩/৪০। মূলানক্ষত্র ৫৮/১১/৫৫ শেষরাত্রি ৪/১৪/৩৫, সূ উ ৪/৫৭/৪৯, অ ৬/১০/৫, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে ও ৯/২২ গতে ১২/২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৩০ মধ্যে এবং রাত্রি ৬/৫৮ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৪ মধ্যে, বারবেলা ৬/৩৬/৫১ গতে ৮/১৫/৫৩ মধ্যে, কালবেলা ১/১২/৫৯ গতে ২/৫২/১ মধ্যে, কালরাত্রি ৭/৩১/৩ গতে ৮/৫২/১ মধ্যে।
১৫ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল

মেষ: গোপন প্রেম থাকলে তা প্রকাশিত হবে। বৃষ: যদি ব্যবসা করার ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৩৫: কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম১৯২১: নোবেলজয়ী সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারভের ...বিশদ

07:03:20 PM

মাধ্যমিকের প্রথম সৌগতকে সাহায্যের আশ্বাস পার্থর
আজ মাধ্যমিকের ফল ঘোষণার পর প্রথম স্থানাধিকারী সৌগত দাসকে ফোন ...বিশদ

04:54:19 PM

১২৮১০ হাওড়া-মুম্বই (সিএসএমটি) মেল আজ রাত ৮টার বদলে রাত ৯:১৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

03:53:16 PM

মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় পূঃ বর্ধমানের গোপালপুরে আত্মঘাতী ছাত্রী  

03:34:10 PM

খড়্গপুরের আইটিআইয়ের কাছে যুবককে গুলি করে খুন

03:31:00 PM