উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
উল্লেখ্য, ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে দ্বাদশ আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকরূপে অরেঞ্জ ক্যাপের মালিক। ন’টি ম্যাচে তাঁর সংগৃহীত মোট রান এখন ৫১৭। গড় ৭৩.৮৫। ওয়ার্নারের স্ট্রাইট রেট ১৪৮.৫৬। অন্যদিকে, ওয়ার্নারের পরেই ব্যাটসম্যানদের মধ্যে মোট রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জনি বেয়ারস্টো। তাঁর সংগ্রহ ৪৪৫ রান। একটি সেঞ্চুরিসহ বেয়ারস্টোর স্ট্রাইক রেট ১৫৮.৩৬। তিনি মঙ্গলবার, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেই ইংল্যান্ডে ফিরে যাবেন।
গত রবিবার এই দুই ব্যাটসম্যানের দাপটেই কলকাতা নাইট রাইডার্সকে ৩০ বল বাকি থাকলে ৯ উইকেটে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর বোলারদের তুলোধনা করে ওপেনিং জুটিতে দু’জনে তুলেছিলেন ১৩১ রান। তারপর হায়দরাবাদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বলেছিলেন, ‘প্রথম ম্যাচ থেকেই এই দুই ওপেনারের দাপট অব্যহত। ওরা উভয়েই আউটস্ট্যান্ডিং। ওদের ব্যাটিং উপভোগ করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আমিও সেই গুণমুগ্ধদের তালিকায় রয়েছি।’