পারিবারিক ঝামেলার সন্তোষজনক নিষ্পত্তি। প্রেম-প্রণয়ে শুভ। অতিরিক্ত উচ্চাভিলাষে মানসিক চাপ বৃদ্ধি। প্রতিকার: আজ দই খেয়ে ... বিশদ
এদিকে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ককে ৪-১ গোলে হারিয়ে পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি) ব্রোঞ্জ জিতল। বিজয়ী দলের তালবিন্দর সিং, দেবিন্দর বাল্মিকী, হারমানপ্রীত সিং, মনদীপ সিং গোল করেন। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের হয়ে একমাত্র গোলটি করেন গগনপ্রীত সিং।