Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

বিশ্ব পরিবেশ দিবসে কোলাঘাটে রূপনারায়ণ নদীর তীরে সবুজায়নে সচেতনতার বার্তা। -নিজস্ব চিত্র 

দুবরাজপুরে বন্ধ টিবি হাসপাতালই এবার কোভিড চিকিৎসাকেন্দ্র, ধ্বংসপ্রায় ভবনের সংস্কার শুরু
একসঙ্গে দেড়শো করোনা রোগী থাকতে পারবেন

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টিবি হাসপাতালই এবার কোভিড চিকিৎসাকেন্দ্র হতে চলেছে। দুবরাজপুরে সেই ধ্বংসপ্রায় ভবন সংস্কার করে কোভিড হাসপাতালে রূপান্তরের কাজ শুরু করেছে প্রশাসন। জেলায় সিউড়ি সদর মহকুমায় এধরনের কোনও চিকিৎসাকেন্দ্র এখনও করা যায়নি। তাই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আপৎকালীন পরিস্থিতির জন্যও ওই ভবনকে প্রস্তুত করা হচ্ছে। এব্যাপারে বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, করোনা পজিটিভদের সেখানে রাখার জন্য ওই ভবনটি প্রস্তুত করা হচ্ছে। সিউড়িতে জায়গা পাওয়া যাচ্ছে না। তাই মহকুমার মধ্যে দুবরাজপুরে যক্ষ্মা নিরাময় হাসপাতালকে তৈরি করা হচ্ছে। সেখানেও চিকিৎসক থাকবে এবং করোনা পজিটিভদের সহজেই চিকিৎসা করা সম্ভব হবে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের হেতমপুর পঞ্চায়েতের অধীন মোহনপুর মৌজায় ওই যক্ষ্মা হাসপাতাল নির্মিত হয়। ওই ভবনের মধ্যে ১৯৫৪ সাল ও ১৯৫৯ সালের দু’টি ফলক রয়েছে। যার মধ্যে ১৯৫৯ সালের ফলকে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম রয়েছে। আউটডোরের পাশাপাশি ইন্ডোর পরিষেবাও সেখানে চলত। বহু রোগীরই সেখানে চিকিৎসা করা হয়েছে। কিন্তু, ২০১১ সালের পর থেকে সেখানে ইন্ডোর পরিষেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে সেই টিবি হাসপাতালের চারপাশ আগাছায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা ভবনের চারদিক কার্যত ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। দরজা-জানালা সবই ভেঙে গিয়েছে। এমনকী, বিদ্যুৎ পরিষেবাও নেই। জলের কোনও সংযোগ নেই। এবার সেই ভবনটিকেই নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। 
দুবরাজপুরের বিডিও অনিরুদ্ধ রায় বলেন, ওই ভবনটিকে নতুন করে সাজানো হচ্ছে। সেইজন্য জেলা প্রশাসনের তরফেই খরচ বহন করা হচ্ছে। প্রায় ১২-১৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেইমতো কাজের নজরদারি ব্লক ও জেলা প্রশাসনের তরফে করা হচ্ছে। 
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ভবনে অন্তত ১৫০টি শয্যা করা সম্ভব হবে। তারপরেও প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। জল, বিদ্যুৎ, জানালা-দরজাও নতুন করে লাগানোর পরিকল্পনা রয়েছে। 
জেলা প্রশাসনের দাবি, জেলায় সাধারণত পরিযায়ী শ্রমিকদের শরীরেই করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। যদিও তাঁরা প্রত্যেকেই উপসর্গহীন। তাই রিপোর্ট পজিটিভ আসার কয়েকদিনের মধ্যে চিকিৎসা করে তাঁদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু, তাঁরা কোভিড হাসপাতালে ভর্তি থাকার ফলে শয্যায় অপ্রতুলতা দেখা যাচ্ছে। তাই করোনা পজিটিভ রোগীদের সরাসরি কোভিড হাসপাতালে ভর্তি না করে প্রাথমিক পর্যায়ের হাসপাতালেই ভর্তি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরজন্য আপাতত রামপুরহাটের একটি লজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়েছে। তারপর এবার দুবরাজপুরের যক্ষ্মা নিরাময় হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার জেলা প্রশাসনের কর্তারা বোলপুরে আরও একটি বেসরকারি হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা যায় কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন। 
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ভবনগুলি তৈরি করে রাখা হচ্ছে। এরপর সেখানে কোভিডের প্রাথমিক চিকিৎসা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদন নিতে হবে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আগেভাগেই প্রস্তুত থাকতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 

উম-পুন বিপর্যয় মোকাবিলায় ১০০ দিনের কাজ হাতিয়ার ব্লক প্রশাসনের
হলদিয়া, সুতাহাটা ও মহিষাদল

সংবাদদাতা, হলদিয়া: উম-পুন বিপর্যয় মোকাবিলায় ১০০দিনের কাজকে হাতিয়ার করছে হলদিয়া, সুতাহাটা ও মহিষাদল ব্লক প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি, ভেঙে যাওয়া বরজ থেকে বাগান তৈরি, সামাজিক বনসৃজনের মতো পুনর্গঠনের কাজগুলি করা হবে ১০০ দিনের কাজের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে।  বিশদ

লকডাউন বিধি শিথিল হতেই চালু কারখানা
শিল্পাঞ্চলে বাড়তে শুরু করেছে দূষণ
পশ্চিম বর্ধমান

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: লকডাউনের বিধি শিথিল হতেই ফের দূষণ বাড়ছে শিল্পাঞ্চলে। রানিগঞ্জ থেকে জামুড়িয়া সর্বত্রই একই চিত্র। আজ, শুক্রবার পরিবেশ দিবসের আগে লকডাউনের জন্য বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসনের অবহেলা চলতে থাকলে কতদিন তা নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।  বিশদ

ভিনরাজ্য ফেরতদের ঢল সামাল দিতে
জেলায় এক হাজার কোয়ারেন্টাইন কেন্দ্র
পূর্ব বর্ধমান

অলকাভ নিয়োগী, বর্ধমান: করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে আচমকা লকডাউন শুরু হওয়ায় বিভিন্ন রা঩জ্যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এবং সাধারণ মানুষ আটকে পড়েছিলেন। এখন প্রতিদিন সেই শ্রমিকরা ও সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের জেলায় ফিরছেন।   বিশদ

ক্ষতিগ্রস্ত ২৫ হাজার মৎস্যজীবীর জন্য বরাদ্দ হল ২৩ কোটি টাকা 
পূর্ব মেদিনীপুর

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় উম-পুন সাইক্লোনে ক্ষতিগ্রস্ত প্রায় ২৫হাজার মৎস্যজীবীর জন্য ২৩কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মৎস্যজীবীদের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের জন্য মাথাপিছু ২০হাজার টাকা দেওয়া হবে। নৌকা, জালের ক্ষয়ক্ষতির জন্যও আর্থিক অনুদান এসে গিয়েছে। ২২২৮ জন মৎস্যজীবীকে দেওয়া হবে হাঁড়ি।
বিশদ

করোনা আতঙ্কে খড়্গপুর হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যাচ্ছেন বহু রোগী 

সংবাদদাতা, খড়্গপুর: কিচেনের কর্মীর করোনা ধরা পড়ায় খড়্গপুর মহকুমা হাসপাতাল ছেড়ে আতঙ্কে অনেক রোগীই বাড়ি চলে যাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দু’দিনে মেল ও ফিমেল মেডিক্যাল ওয়ার্ড থেকে ৩৩ জন রোগী বাড়ি চলে গিয়েছেন। তার মধ্যে নিজের দায়িত্বে ছুটি নিয়ে চলে গিয়েছেন প্রায় ১০ জন।  বিশদ

নদীয়ার স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১২ কোটি টাকার ক্ষতি উম-পুনে 

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: উম-পুনের জেরে নদীয়া জেলায় অসংখ্য স্কুলবাড়ি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকার কাছাকাছি। সংস্কারের অর্থ পেতে রাজ্যের দিকেই তাকিয়ে জেলা প্রশাসন। জানা গিয়েছে, উম-পুনের কারণে কোথাও স্কুলবাড়ি পুরোপরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো কোথাও আংশিক।   বিশদ

দু’বছরের শিশু সহ আক্রান্ত আরও ২১
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও মেদিনীপুর: গত ২৪ঘণ্টায় দুই মেদিনীপুর জেলায় ২১জন করোনা আক্রান্ত হয়ে পাঁশকুড়ার মেচগ্রামে বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তারমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ১৪জন এবং পূর্ব মেদিনীপুর জেলার সাতজন আছেন।   বিশদ

উম-পুনের ১৫ দিন পর বিদ্যুৎ স্বাভাবিক
হলদিয়া শিল্পাঞ্চল

শ্যামল সেন, হলদিয়া, সংবাদদাতা: উম-পুনের ১৫দিন পর বৃহস্পতিবার হলদিয়া শিল্পাঞ্চলে প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরল বিদ্যুৎ পরিষেবা। তবে পুরসভার ওয়ার্ডগুলিতে পানীয় জলের সরবরাহ এখনও অনিয়মিত।  বিশদ

করোনা যোদ্ধাদের সরঞ্জাম কেনার জন্য ২ লক্ষাধিক টাকা 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: করোনা যোদ্ধাদের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য রাজ্যের ইমার্জেন্সি রিলিফ ফান্ডে ২লক্ষ ৩হাজার টাকা তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার আশাকর্মী, ডিস্ট্রিক্ট আশা ফেসিলেটর(ডিএএফ) এবং ব্লক আশা ফেসিলেটররা(বিএএফ)। মোট ২০২৮জন ওই পরিমাণ অর্থ নিজেদের মধ্যে থেকে সংগ্রহ করেছেন।   বিশদ

আজ থেকে কালনায় নামছে বাস, জট কাটেনি কাটোয়ায় 

সংবাদদাতা, কালনা ও কাটোয়া: আজ কালনা বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হচ্ছে। বৃহস্পতিবার কালনার মহকুমা শাসকের দপ্তরে বাস মালিক পক্ষ, শ্রমিক সংগঠনের সদস্যদের নিয়ে প্রশাসনিক আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান বাস মালিকরা। যদিও বাস চলাচল নিয়ে এখনও জট কাটেনি কাটোয়ায়।   বিশদ

করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ঝাড়গ্রাম শহর 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ঝাড়গ্রাম শহর। বুধবার ঝাড়গ্রাম শহরে যানবাহন ও মানুষের সমাগম ছিল প্রায় লকডাউন পর্বের আগের মতোই। এদিন সকাল থেকে রাস্তায় যেমন মানষের ভিড় লক্ষ্য করা গিয়েছে, তেমনই বহু গাড়িও চলাচল করেছে।  
বিশদ

শান্তিপুরে ফেরি পরিষেবা শুরু হলেও নেই যাত্রী 

সংবাদদাতা, রানাঘাট: বহুদিন বন্ধ থাকার পর শান্তিপুরে ভাগীরথীতে ফের খেয়া পারাপার শুরু হল। লকডাউনে দীর্ঘদিন ফেরি পরিষেবা বন্ধ থাকার পর সোমবার থেকে তিনটি ঘাটে পারাপার শুরু হলেও যাত্রীর দেখা নেই। ফলে চালু হওয়ার পর থেকেই ধুঁকছে দুই জেলার সঙ্গে সংযোগকারী ভাগীরথী নদীর ফেরিঘাট পরিষেবা। 
বিশদ

এসটিকেকে রোড সম্প্রসারণের কাজ চলায় সমস্যা
নিকাশি নালাগুলি বুজে যাওয়ায় সমুদ্রগড়ের বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে চরম দুর্ভোগ 

সংবাদদাতা, পূর্বস্থলী: এসটিকেকে রোড সম্প্রসারণের কাজ চলায় নিকাশি নালাগুলি বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে পূর্বস্থলীর সমুদ্রগড়ের বিভিন্ন এলাকায় বৃষ্টির জল জমে থাকায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। জমা জলে অনেকে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগের আতঙ্কে ভুগছেন। চারদিন ধরে জল জমে থাকায় ক্ষুব্ধ এলাকার মানুষ।   বিশদ

রামপুহাট মেডিক্যাল
সংক্রমণ রোধে মূল ভবন থেকে পৃথক করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড 

সংবাদদাতা, রামপুরহাট: করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই আবহে উপসর্গযুক্ত রোগীদের আলাদা করার উদ্যোগ নিল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বরে থাকা ডায়ারিয়া বিভাগকে আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে।
বিশদ

Pages: 12345

একনজরে
বেজিং, ৪ জুন (পিটিআই): চীনে একটি প্রাথমিক স্কুলে ছুরিকাহত হলেন পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে কমপক্ষে ৪০ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুয়াংজি প্রদেশের ওঝাউ শহরের একটি সরকারি স্কুলে ওই ঘটনা ঘটেছে। ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাসখানেক হল চালু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ কোভিড হাসপাতাল। চালু হয়েছে করোনা রোগীদের সুপার স্পেশালিটি ব্লক বা এসএসবি বাড়ি। কিন্তু, এরই মধ্যে কোভিডে মৃত ব্যক্তির মোবাইল উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ জমা পড়েছে মেডিক্যালের সিকিউরিটি অফিসারের ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লকডাউনে দেশের সর্বত্র গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আটকে রয়েছে। ব্যতিক্রম নয় প্রতিরক্ষা ক্ষেত্রও। প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের চিন্তা বাড়িয়েছে দেশীয় প্রযুক্তিতে প্রথম তৈরি হতে চলা ...

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বৃহস্পতিবার মালদহে তিনজনের মৃত্যু হল বজ্রপাতে। তাঁরা হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বিনু ওঁরাও (৫৫), সুলতান আহমেদ (২৩) ও মিঠু কর্মকার (৩৩)। বিনুর বাড়ি বাইশা গ্রামে। সুলতানের বাড়ি নারায়ণপুর গ্রামে ও মিঠুর বাড়ি দক্ষিণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক, কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম

04th  June, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৭৪ টাকা ৭৬.৪৫ টাকা
পাউন্ড ৯৩.১৩ টাকা ৯৬.৪৪ টাকা
ইউরো ৮৩.২২ টাকা ৮৬.৩১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

দৃকসিদ্ধ: ২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ৪৯/২৮ রাত্রি ১২/৪২। অনুরাধা নক্ষত্র ২৯/৩১ অপঃ ৪/৪৪। সূর্যোদয় ৪/৫৫/১২, সূর্যাস্ত ৬/১৪/৩২। অমৃতযোগ দিবা ১২/১ গতে ২/১৪ মধ্যে। রাত্রি ৮/২২ মধ্যে পুনক্ষ ১২/৩৮ গতে ২/৪৭ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ৮/১৫ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৫৫ গতে ১০/১৫ মধ্যে।
২২ জ্যৈষ্ঠ ১৪২৭, ৫ জুন ২০২০, শুক্রবার, পূর্ণিমা ১/১। অনুরাধা নক্ষত্র অপরাহ্ন ৫/১২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ১২/৬ গতে ২/৪৭ মধ্যে এবং রাত্রি ৮/২৯ মধ্যে ও ১২/৪২ গতে ২/৪৮ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ১১/৩৬ মধ্যে কালরাত্রি ৮/৫৬ গতে ১০/১৬ মধ্যে।
১২ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শেয়ার বা ফাটকাতে লাভ হবে। বৃষ: ব্যবসায় শুভ। মিথুন: কর্মে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
বিশ্ব পরিবেশ দিবস১৯১০: মার্কিন লেখক ও হেনরির মৃত্যু১৯৬১: ভারতের টেনিস ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৭২ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:03:39 PM

করোনা: ইরানে একদিনে আক্রান্ত ২৮৮৬ জন
 

ইরানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮৮৬ জন। মৃত্যু ...বিশদ

05:40:15 PM

উত্তরপাড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট ১৮ লক্ষ টাকা 
উত্তরপাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে লুট হল ১৮ লক্ষ টাকা। ...বিশদ

04:29:00 PM

দুর্যোগ নিয়েও রাজনীতি করা হচ্ছে: মমতা 

04:20:00 PM