Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

পূর্ব মেদিনীপুরে কাজ হারানো সাড়ে আট
হাজার মানুষকে হাজার টাকা করে দিল রাজ্য 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: লকডাউনে কাজ হারানো পূর্ব মেদিনীপুর জেলার সাড়ে আট হাজার মানুষকে প্রচেষ্টা প্রকল্পে মাথাপিছু ১০০০ টাকা দিল রাজ্য সরকার। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের জন্য ‘স্নেহের পরশ’ এবং কাজ হারানো দুঃস্থ মানুষদের জন্য ‘প্রচেষ্টা’ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্নেহের পরশ প্রকল্পে জেলায় আগেই ৫৬ হাজার পরিযায়ী শ্রমিক মাথাপিছু হাজার টাকা করে পেয়েছেন। এবার প্রচেষ্টা প্রকল্পে সাড়ে আট হাজার কর্মহীন মানুষ এক হাজার টাকা করে পেলেন।
জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ৪ থেকে ১৫মে পর্যন্ত প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে আবেদন নেওয়া হয়েছিল। বিভিন্ন ব্লক থেকে প্রায় ৪০ হাজার আবেদন এসেছিল। তারমধ্যে সাড়ে আট হাজার জনের নামের তালিকা চূড়ান্ত হয়। তাঁদের অ্যাকাউন্টে হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়েছে।
প্রচেষ্টা প্রকল্পের ফর্ম জমা নিয়ে গোড়ার দিকে জেলায় জেলায় বিভ্রান্তি তৈরি হয়। ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে অনেকেই তা পূরণ করার পর জেলাশাসকের অফিসে জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। গত ২৭ এপ্রিল তমলুকে জেলাশাসকের অফিসে এনিয়ে ঝামেলাও বাধে। প্রচেষ্টা প্রকল্পে অফলাইনে কোনও ফর্ম জমা নেওয়া হবে না বলে অর্থদপ্তর থেকে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়। এরপর অনলাইনে আবেদন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। ৪ থেকে ১৫মে পর্যন্ত প্রচেষ্টা প্রকল্পে জেলায় প্রায় ৪০ হাজার মানুষ আবেদন করেছেন।
অন্য কোনও পেনশন স্কিম কিংবা সামাজিক সুরক্ষা যোজনার আওতায় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রচেষ্টা প্রকল্পে সুবিধা পাবেন না বলে আগেভাগে জানানো হয়েছিল। বাস্তবে দেখা গিয়েছে, পেনশন স্কিম নয়, অনেক অবস্থাপন্ন ব্যক্তিও ওই প্রকল্পে আবেদন করেছেন। ব্যবসায়ী থেকে চাকরিজীবী, দোতলা পাকা বাড়ি সহ গাড়ি রয়েছে, এরকম অনেকেই লকডাউনে কাজ হারানোর অজুহাতে প্রচেষ্টা প্রকল্পে আবেদন করেছেন। সেকারণে ৭৯ শতাংশ আবেদন বাতিল হয়েছে। কোনও একটি প্রকল্পে এত বিপুল সংখ্যক আবেদন বাতিল হওয়ার ঘটনাও বেনজির।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি ব্লকে দু’হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে। যেমন, কোলাঘাট ব্লক থেকে প্রায় চার হাজার, ময়না ব্লকে তিন হাজার, ভগবানপুর-১ ব্লকে আড়াই হাজার, পাঁশকুড়া ও তমলুক ব্লক থেকে দু’হাজার করে প্রচেষ্টা প্রকল্পের আবেদন জমা পড়েছিল। অন্যান্য ব্লক থেকে গড়ে এক থেকে দেড় হাজার আবেদনপত্র জমা পড়ে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে একটা বড় অংশ আবেদন করেছিলেন। কিন্তু, তাঁরা সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত হওয়ায় প্রচেষ্টা প্রকল্পের সুবিধা পাননি। তাছাড়া সামাজিক সুরক্ষা যোজনায় সুবিধাপ্রাপ্ত প্রত্যেকের নামের তালিকা শ্রমদপ্তরের কাছে রয়েছে। শ্রমদপ্তরের অধীন এসএসওয়াই তালিকাভুক্ত বেশ কয়েক হাজার আবেদনকারীর নাম প্রচেষ্টা প্রকল্প থেকে বাদ পড়েছে বলে ওই প্রকল্পের অফিসার ইনচার্জ নিশান্ত মুখোপাধ্যায় জানিয়েছেন।
লকডাউনে পূর্ব মেদিনীপুর জেলায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। দোকানপাট, হোটেল, লজ, যানবাহন বন্ধ থাকায় অনেকের হাতে কাজ নেই। লকডাউনে নিজেদের কাজ হারিয়ে অনেকেই আলু-পেঁয়াজ, সব্জি, ফল বিক্রি করছেন। পরিযায়ী এবং কর্মহীন উভয়ক্ষেত্রে মানুষজনের জন্য সরকারি সহায়তা পৌঁছে দিতে দু’রকম স্কিম হাতে নিয়েছিল রাজ্য। পূর্ব মেদিনীপুর জেলাতেই দু’টি স্কিমে প্রায় সাড়ে ৬৪হাজার মানুষ মাথাপিছু এক হাজার টাকা করে পেলেন। 

বীরভূমে একদিনে করোনা আক্রান্ত আরও ২৪ 

রামকুমার আচার্য  সিউড়ি ও বলরাম দত্তবিণক  রামপুরহাট: একদিনে আরও ২৪জন করোনা আক্রান্তের হদিশ মিলল বীরভূম জেলায়। তার মধ্যে রামপুরহাট মহকুমায় রয়েছেন ২৩জন। একজন বাদে সকলেই পরিযায়ী শ্রমিক।  বিশদ

১ শিশু সহ পূর্ব বর্ধমানে
একদিনেই করোনা আক্রান্ত ১৮  

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ২ বছরের এক শিশু সহ পূর্ব বর্ধমান জেলায় নতুন করে একদিনেই ১৮ জন করোনা আক্রান্ত হদিশ মিলল। তার মধ্যে ১৭ জনই ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক। এদিন সকালে ৮ জনের রিপোর্ট করোনা পজিটিভ আসে।   বিশদ

আরামবাগে করোনা আক্রান্ত আরও ২ 

নিজস্ব প্রতিনিধি, আরামাবাগ: মঙ্গলবার রাতে আরামবাগে আরও দু’জন করোনা আক্রান্ত হন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই দুই পরিযায়ী শ্রমিক সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন। তাঁদের বাড়ি খানাকুল-১ ব্লকে।   বিশদ

২১দিন সাইকেল চালিয়ে মহারাষ্ট্র
থেকে নবদ্বীপে ফিরলেন যুবক 

সংবাদদাতা, নবদ্বীপ: টানা ২১দিন সাইকেল চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুর থেকে ফিরলেন নবদ্বীপের যুবক সন্তু সর্দার। প্যান্ডেলের কাজে গিয়ে সেখানে আটকে পড়েছিলেন তিনি। নবদ্বীপে ফিরে হাসপাতালে গিয়ে থার্মাল স্ক্রিনিং করিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠায় প্রশাসন। জানা গিয়েছে, ওই যুবক লকডাউনের বেশকিছু দিন আগে নাগপুরে প্যান্ডেলের কাজে গিয়েছিলেন। বিশদ

জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের বাধ্যতামূলকভাবে
এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে থাকার নিদান মহুয়ার 

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ব্লকে ব্লকে খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে ১৪দিন বাধ্যতামূলকভাবে থাকার নিদান দিলেন কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্র। জানা গিয়েছে, জেলা প্রশাসনের তরফ থেকে চিহ্নিত করা ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলি একপ্রকার কোয়ারেন্টাইন সেন্টার হিসেবেই কাজ করবে।  বিশদ

উম-পুনে হলদিয়া শিল্পাঞ্চলে
বিদ্যুতে ক্ষতি ২০কোটি টাকা 

সংবাদদাতা, হলদিয়া: উম-পুনের তাণ্ডবে হলদিয়া শিল্পাঞ্চল সহ লাগোয়া ব্লকগুলিতে বিদ্যুৎ দপ্তরের ক্ষতি হয়েছে প্রায় ২০কোটি টাকা। প্রাথমিক সমীক্ষার পর বিদ্যুৎ দপ্তরের হলদিয়া ডিভিশন সূত্রে এখবর জানা গিয়েছে।  বিশদ

আরামবাগ থেকে কলকাতা, বাঁকুড়া ও
বিষ্ণুপুর রুটে এসবিএসটিসির বাস চালু 

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে বুধবার আরামবাগ ডিপো থেকে থেকে কলকাতা, বাঁকুড়া, বিষ্ণুপুর রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা চালু হল। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসবিএসটিসি বাসের অনলাইন টিকিট বুকিং সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিশদ

লকডাউনের জেরে অগ্নিমূল্য
বাজার বীরভূমে, ম্লান জামাইষষ্ঠী 

সংবাদদাতা, রামপুরহাট: করোনা সংক্রমণ রোধে লকডাউনের জেরে এমনিতেই জনজীবন বিপর্যস্ত। স্বভাবতই আর পাঁচটা উৎসবের মতো ম্লান বাঙালির আর এক পার্বণ জামাইষষ্ঠী। তার উপরে আবার বাজারে আনাজ থেকে মাছের দাম আকাশছোঁয়া।   বিশদ

দুর্গাপুরের বি-জোনে রাত
হলেই শুরু হচ্ছে ইটবৃষ্টি 

সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোনের তিলক রোড এলাকায় রাত হলেই ইটবৃষ্টি চলায় আতঙ্কিত এলাকার মানুষ। পাশাপাশি টালি, অ্যাসবেসটসের চাল ভেঙে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক দরিদ্র পরিবার।   বিশদ

মহারাষ্ট্র থেকে ফেরার পথে বাসেই
মৃত্যু পিংলার শ্রমিকের, চাঞ্চল্য 

সংবাদদাতা, খড়্গপুর: মহারাষ্ট্র থেকে পিংলায় ফেরার পথে বাসেই মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। আর সেই মৃতদেহের সঙ্গে ২৪ঘণ্টা বাসেই কাটালেন অন্যান্য শ্রমিকরা। খড়্গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরী বলেন, একজন শ্রমিক মারা গিয়েছেন।   বিশদ

আরামবাগে ব্যাপক ঝড়বৃষ্টি,
গাছ চাপ পড়ে মৃত ১, জখম ৩ 

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুধবার সন্ধ্যায় আরামবাগে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়। এদিন বেশ কিছু গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। উড়ে যায় বাড়ির চালা। ভেঙে পড়া গাছের ডাল কাটতে গিয়ে গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।   বিশদ

শালবনীতে পাবজি খেলার
সময় হাতির আক্রমণে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বন্ধুদের সঙ্গে বসে জঙ্গল লাগোয়া রাস্তার ধারে মোবাইলে গেম খোলার সময় হাতির আক্রমণে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু হল। মঙ্গলবার রাতে শালবনী থানার আমজোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রথীন মান্না(১৮)। বিশদ

দুর্গাপুরে সক্রিয় ই-টিকিটের কালোবাজারি,
৩ লক্ষ টাকার টিকিট সহ গ্রেপ্তার দুই পাণ্ডা 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীর গতিতে রেল পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ শুরু হতেই দুর্গাপুরে সক্রিয় হয়ে উঠেছে ই-টিকিটের কালোবাজারি চক্র। আইআরসিটিসিতে ভুয়ো পার্সোনাল অ্যাকাউন্ট বানিয়ে কাটা হচ্ছিল টিকিট।  বিশদ

কাটোয়ায় নবনির্মিত ১১টি
কমিউনিটি টয়লেট চালু হল 

সংবাদদাতা, কাটোয়া: বুধবার কাটোয়া শহরে বিভিন্ন ওয়ার্ডে সদ্য নির্মিত ১১টি কমিউনিটি টয়লেট সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। কাটোয়া শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে আগেই ৩০টি কমিউনিটি টয়লেট তৈরির কাজ শুরু করেছিল পুরসভা।   বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে পঙ্গপালের হামলার কোনও সতর্কবার্তা এখনও জারি করেনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রক। কিন্তু, রাজ্য কৃষিদপ্তরের আধিকারিকরা বলছেন, উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলির তুলনায় অনেক ...

  নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থ যাত্রী বা চিকিৎসার কাজে বাইরে যাওয়া মানুষজনকে নিয়ে একের পর এক ট্রেন আসছে হাওড়া স্টেশনে। প্রায় প্রতিদিনই কমপক্ষে একটি ট্রেন তো ঢুকছেই হাওড়ায়। ...

সংবাদদাতা, গাজোল, রতুয়া ও পতিরাম: জামাইষষ্ঠীতে মালদহের বাজারগুলিতে পোল্ট্রির মাংসের দাম বাড়ল প্রায় দ্বিগুণ। দু’এক সপ্তাহ আগেও ইংলিশবাজার ও পুরাতন মালদহ শহরের বাজারগুলিতে পোল্ট্রির মুরগীর ...

নয়াদিল্লি, ২৭ মে: বিভিন্ন হোটেলের শ্রেণিবিন্যাস ও অনুমোদনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করল পর্যটন মন্ত্রক। এই অনুমোদনের মেয়াদ থাকে পাঁচ বছর। মন্ত্রক জানিয়েছে, বর্তমানে আতিথেয়তা শিল্প একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগচ্ছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যাধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা। বাহন বিষয়ে সতর্কতা প্রয়োজন। সন্তানের বিদ্যা শিক্ষায় অগ্রগতি বিষয়ে সংশয় বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিংপুল চালু
১৮৮৩- স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জন্ম
১৯২৩- রাজনীতিক ও তেলুগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের জন্ম
২০১০- পশ্চিমবঙ্গে জ্ঞানশ্বেরী এক্সপ্রেস দুর্ঘটনায় অন্তত ১৪১জনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৬.৬১ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯৪.১২ টাকা
ইউরো ৮১.২৯ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ষষ্ঠী ৪৬/১৯ রাত্রি ১১/২৮। পুষ্যা নক্ষত্র ৬/১৬ দিবা ৭/২৭। সূর্যোদয় ৪/৫৬/১৭, সূর্যাস্ত ৬/১১/২০। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৩ গতে ৯/২ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/৩০ গতে উদয়াবধি। বারবেলা ২/৫২ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৪ মধ্যে।
১৪ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ষষ্ঠী রাত্রি ৮/৫৩। পুষ্যানক্ষত্র প্রাতঃ ৫/৩৫ পরে অশ্লেষানক্ষত্র শেষরাত্রি ৪/৪৫। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৩/৪০ গতে ৬/১৩ মধ্যে এবং রাত্রি ৭/২ গতে ৯/১০ মধ্যে ও ১১/৫৮ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। কালবেলা ২/৫৪ গতে ৬/১৩ মধ্যে। কালরাত্রি ১১/৩৫ গতে ১২/৫৫ মধ্যে।
৪ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৭৪২ - লন্ডনে প্রথম ইনডোর সুইমিংপুল চালু১৮৮৩- স্বাধীনতা সংগ্রামী বিনায়ক ...বিশদ

07:03:20 PM

লকডাউন নিয়ে মতামত জানতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 

10:24:41 PM

গুজরাতে করোনায় আক্রান্ত আরও ৩৬৭ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৫,৫৭২ 

09:18:00 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ২,৫৯৮ জন, মোট আক্রান্ত ৫৯,৫৪৬ 

08:49:48 PM

১৭ জুন শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

08:41:00 PM

উম-পুন: সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে চিঠি ফিরহাদ হাকিমের 
উম-পুন উত্তর কলকাতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ ...বিশদ

07:33:14 PM