Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

কংসাবতীর জল বাড়তেই ঝাঁকে ঝাঁকে
রুই-কাতলা, দূরত্ববিধি উপেক্ষা করে ধরতে ভিড় 

হরিহর ঘোষাল, মেদিনীপুর: উম-পুনের জেরে কংসাবতী নদীর জল বাড়তেই ঝাঁকে ঝাঁকে উঠে এল রুই-কাতলা। সামাজিক দূরত্ববিধি উপেক্ষা করে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতীতে মাছ ধরতে ভিড় উপচে পড়ল। শুক্রবার সকাল থেকে মাছ ধরতে ভিড় জমাচ্ছেন ঝাড়গ্রাম জেলার মানুষও। গত দু’দিন ধরে নদীতে মাছ ধরার জন্য মেলার মতো ভিড় হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ। প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। সদর ব্লকের বিডিও ফারহানজ খানম বলেন, বিষয়টি জানা ছিল না। এই অবস্থায় কোথাও ভিড় করা যাবে না। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
কংসাবতী নদীতে জল কম থাকার কারণে এতদিন কঙ্কাবতী ঘাটের কাছে মাটি দিয়ে উঁচু করে বালির গাড়ি যাওয়ার রাস্তা করা হয়েছিল। খাদান থেকে বালি তুলে ওই রাস্তা দিয়ে তা নিয়ে যাওয়া হতো। উম-পুনের দাপটে রাতারাতি কংসবতী নদী ফুলেফেঁপে ওঠে। জলের তোড়ে মাটির তৈরি সেই অস্থায়ী রাস্তা কিছুটা ভেঙে যায়। সেখান দিয়ে নদীর জল প্রবল বেগে বের হতে থাকে। সেখানেই গত দু’দিন ধরে জাল ফেলে মাছ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কয়েকজন এসে নদীতে জাল ফেলে মাছ ধরা শুরু করেন। স্থানীয় লোকজন নদীর পাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। চার-পাঁচ কেজি, এমনকী তার বেশি ওজনের মাছ উঠতে থাকে। সেই খবর দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। বেলা কিছুটা বাড়তেই কাতারে কাতারে লোকজন এসে নদীতে নেমে মাছ ধরতে শুরু করেন।
স্থানীয় বাসিন্দা নন্দ ভালুক বলেন, আমার নদীর ধারেই বাড়ি। এমনিতেই জল বাড়লে নদীতে মাছ আসে। কিন্তু, এতবড় রুই-কাতলা আসতে আমি আগে কখনও দেখিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা চলে। শুক্রবার সকাল থেকেই হাজার তিনেক মানুষ মাছ ধরতে নেমে পড়েন। বিকেলের দিকে ভিড় কিছুটা কমে। মুখে মাস্ক তো দূরের কথা, গাদাগাদি করে এক জায়গায় দাঁড়িয়ে লোকজন মাছ ধরছেন। প্রথম দিন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবাই মাঝি এসে সামাজিক দূরত্ব বজায় রেখে মাছ ধরার কথা বলেছিলেন। কিন্তু, কেউ সে-কথা শোনেননি। এদিনও সেই একই ছবি।
পঞ্চায়েত সদস্য বাবাই মাঝি বলেন, কংসাবতী নদীর ওপারে ঝাড়গ্রাম জেলা। ওই জেলার আমদই, বুটরা, খালশিউলি, বড়শোল গ্রামের বাসিন্দারাও এসে মাছ ধরছেন। বড় বড় জাল নিয়ে আসছেন সকলে। বৃহস্পতিবার প্রায় পাঁচ কুইন্টাল মাছ উঠেছে। আমি নিজে গিয়ে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে মাছ ধরার কথা বলেছিলাম। কিন্তু, তা নিয়ে আমার সঙ্গে ওঁদের বচসা বেধে যায়। আসলে বড় মাছ পাওয়ায় লোভেই সকলে এভাবে ভিড় করছেন। 

১ বছরের শিশু সহ দুই বর্ধমানে করোনা আক্রান্ত ৩ 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও দুর্গাপুর: দুই বর্ধমানে নতুন করে ৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। এর মধ্যে বর্ধমান শহরের উদয়পল্লি এলাকায় ১ বছরের একটি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে।   বিশদ

মুর্শিদাবাদে একদিনে ১৪জন পরিযায়ী
শ্রমিক করোনা আক্রান্ত, আতঙ্ক 

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদে একদিনে ১৪জন পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১২জন মহারাষ্ট্র থেকে ফিরেছেন। বাকি দু’জন গুজরাতের সুরাত থেকে কয়েকদিন আগেই ফিরে এসেছেন।  বিশদ

একইদিনে আটজন আক্রান্ত হওয়ার খবর জানাজানি হতেই
নবগ্রামে করোনা আতঙ্ক, গ্রামে বাঁশের ব্যারিকেড 

সংবাদদাতা, লালবাগ ও সংবাদদাতা, কান্দি: করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পরই নবগ্রাম ব্লকের খাজুরিয়া ও নতুনগ্রামে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হল। শুক্রবার সকালেই দু’টি গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় সরকার, নবগ্রাম থানার ওসি, স্থানীয় পঞ্চায়েতের প্রধান এবং স্বাস্থ্যকর্মীরা।  বিশদ

রামপুরহাট স্বাস্থ্য জেলায় ফের করোনা আক্রান্তের সন্ধান  

সংবাদদাতা, রামপুরহাট: আরও একজন করোনা আক্রান্তের হদিশ মিলল রামপুরহাট স্বাস্থ্য জেলায়। আক্রান্ত পরিযায়ী শ্রমিকের বাড়ি মল্লারপুরে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন।   বিশদ

উম-পুনে সাত জেলায় ক্ষতি প্রায় ৩৩০০ কোটি টাকা 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উম-পুনের তাণ্ডবের দু’দিন পরে শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বহু এলাকার বাসিন্দারা স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।  বিশদ

রানাঘাটে আম ও ফুল চাষে ব্যাপক ক্ষতি 

সংবাদদাতা, রানাঘাট ও তেহট্ট: উম-পুনের দাপটে রানাঘাট মহকুমায় আম এবং ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু গাছের কাঁচা আম ঝরে পড়েছে। বিঘার পর বিঘা জমির ফুল গাছও নষ্ট হয়ে গিয়েছে। শান্তিপুর ব্লকে আম চাষ এবং রানাঘাট-২ ব্লকে ফুল চাষে বেশি ক্ষতি হয়েছে।  বিশদ

দুর্যোগ কাটতেই ভিড় বীরভূমের বাজারে, আতঙ্ক 

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুর্যোগের মেঘ কাটতেই বীরভূমের বাজারগুলিতে ভিড় আছড়ে পড়ল। সিউড়ি, বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া প্রভৃতি শহরেই বাসিন্দারা কেনাকাটায় ভিড় জমান। তবে, বাজারে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধিতে মানার দাবি জানিয়েছেন জেলার সচেতন নাগরিকরা।  বিশদ

উম-পুনে পশ্চিম মেদিনীপুরে কৃষি,
ফুল ও আমে ক্ষতি ৫৬ কোটি টাকা 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: উম-পুনের তাণ্ডবে পশ্চিম মেদিনীপুর জেলায় সব্জি, পান, ফল এবং ফুলচাষে প্রায় ৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে।   বিশদ

উম-পুনে ক্ষতির পরিমাণ ৩১৪ কোটি
টাকা, ক্ষতিগ্রস্ত ১ লক্ষ ২৩ হাজার মানুষ 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: উম-পুনের জেরে পূর্ব বর্ধমান জেলাতে ১ লক্ষ ২৩ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সঙ্গে বাড়ি ভাঙা, গোরুর মৃত্যু, পোলট্রি মুরগির মৃত্যু সহ বোরো ধান, তিল সব্জি মিলিয়ে জেলায় মোট ক্ষতির পরিমাণ ৩১৪ কোটি টাকা।   বিশদ

উম-পুনের তাণ্ডবে নদীয়া জেলায় ১৫
হাজার ৮৮৫টি বাড়ি সম্পূর্ণ ভেঙেছে 

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: উপ-পুনের জেরে নদীয়া জেলায় প্রায় ৫৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ভেঙে গিয়েছে ১৫হাজার ৮৮৫টি বাড়ি, ৩৯ হাজার ৪৭৯টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। জেলার ১৮টি ব্লকের সমস্ত পঞ্চায়েতে ঝড়ের প্রভাব পড়েছে।  বিশদ

উম-পুনের দাপটে ভেঙেছে ৪০হাজারের
বেশি খুঁটি, জেলায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় 

শ্রীকান্ত পড়্যা, তমলুক, নিজস্ব প্রতিনিধি: উম-পুনের দাপটে ৪০হাজারের বেশি খুঁটি ভেঙে যাওয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার নিজস্ব কর্মী থেকে ইঞ্জিনিয়ার, ঠিকাদার সংস্থার অধীন কয়েকশো কর্মী যুদ্ধকালীন পরিস্থিতিতে ময়দানে নেমেছেন।  বিশদ

উম-পুনের বিধ্বংসী তাণ্ডবের
দু’দিন পরেও বিপর্যস্ত কাঁথি মহকুমা 

সংবাদদাতা, কাঁথি: উম-পুনের বিধ্বংসী তাণ্ডবের পর দু’দিন কেটে গেলেও স্বাভাবিক হতে পারেনি কাঁথি ও এগরা মহকুমা। দুই মহকুমায় গ্রাম কিংবা শহর, সর্বত্র ধ্বংসের চিহ্ন ছড়িয়ে রয়েছে। গ্রামে গ্রামে বহু মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন।  বিশদ

উম-পুনের দাপটে সবংয়ের বিস্তীর্ণ
এলাকা বিপর্যস্ত, ব্যাহত যোগাযোগ 

সংবাদদাতা, খড়্গপুর: উম-পুনের দাপটে সবংয়ের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কেলেঘাই ও কপালেশ্বরী নদী সংলগ্ন এলাকায় বেশি ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়ায় বহু এলাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।  বিশদ

উম-পুনের তাণ্ডবে আরামবাগ ও বাঁকুড়ায় কৃষিক্ষেত্রে ৪০০কোটির বেশি ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ ও বাঁকুড়া: উম-পুনের দাপটে আরামবাগ ও বাঁকুড়ায় প্রায় ৪০০কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে ধান, তিল ও পাট। এছাড়া সাড়ে চার হাজারের বেশি কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে।  বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, গঙ্গারামপুর: কোয়ারেন্টাইন সেন্টারে পঁচা ভাত দেওয়ার অভিযোগে তুলে রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে।  ...

  মুম্বই, ২২ মে (পিটিআই): কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি এবং চ্যারিটেবল হাসপাতালের শয্যার ভাড়ার তিনটি ধাপে বেঁধে দিল মহারাষ্ট্র সরকার। একইসঙ্গে সরকার ঠিক করেছে, এই স্ল্যাবের মধ্যে কোভিড-১৯ রোগীদের জন্য মোট বেডের ৮০ শতাংশ ধরে রাখতে হবে। ...

  বেজিং, ২২ মে (পিটিআই): করোনা সঙ্কটের মধ্যেও দেশের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়াল চীন। বাজেট বাড়িয়ে ১৭ হাজার ৯০০ কোটি ডলার করা হয়েছে। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বাজেটের তিনগুণ। গতবছর চীনের প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ছিল ১৭ হাজার ৭৬০ কোটি ডলার। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুন বিধ্বস্ত এলাকার থানাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা মিলছে না। বিদ্যুৎ সংযোগ কবে ফের স্বাভাবিক হবে, তা কারওরই জানা নেই। আলো বলতে টর্চই ভরসা। কিন্তু তাও হাতেগোনা। এই অবস্থায় ইমার্জেন্সি লাইট ও টর্চ চেয়ে ঘন ঘন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে সহকর্মীর ঈর্ষার কারণে সম্মানহানি হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও মন্দ হবে না। দীর্ঘ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯-জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯৫১-বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৪.৮৯ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯০.৮৮ টাকা
ইউরো ৯০.৮৮ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ ৪৮/২০ রাত্রি ১২/১৮। রোহিণীনক্ষত্র ৫৯/৪৬ রাত্রি ৪/৫২। সূর্যোদয় ৪/৫৭/২৯, সূর্যাস্ত ৬/৯/৫। অমৃতযোগ দিবা ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫২ গতে ৭/৩৫ মধ্যে পুনঃ ১১/১২ গতে ১/২১ মধ্যে পুনঃ ২/৪৭ গতে অস্তাবধি। বারবেলা ৬/৩৭ মধ্যে পুনঃ ১/১২ গতে ২/৫১ মধ্যে পুনঃ ৪/৩০ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩০ মধ্যে পুনঃ ৩/৩৭ গতে উদয়াবধি।
৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৩ মে ২০২০, শনিবার, প্রতিপদ রাত্রি ১১/৪২। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১২। রোহিণীনক্ষত্র শেষরাত্রি ৪/৩৪। অমৃতযোগ দিবা ৩/৩৬ গতে ৬/১২ মধ্যে এবং রাত্রি ৭/০ গতে ৭/৪২ মধ্যে ও ১১/১৬ গতে ১/২২ মধ্যে ও ২/৪৮ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ৬/৩৬ মধ্যে ও ১/১৩ গতে ২/৫৩ মধ্যে ও ৪/৩২ গতে ৬/১২ মধ্যে কালরাত্রি ৭/৩২ মধ্যে ও ৩/৩৬ গতে ৪/৫৭ মধ্যে।
 ২৯ রমজান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
১৯০৬-নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু১৯১৮: ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম ১৯১৯-জয়পুরের ...বিশদ

07:03:20 PM

গুজরাতে কোভিড-১৯ পজিটিভ আরও ৩৯৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ১৩,৬৬৯ 

08:26:36 PM

ইদ পালিত হবে ২৫ মে
আগামী ২৫ মে ইদ পালিত হবে। আজ চাঁদ দেখা যায়নি। ...বিশদ

08:05:14 PM

মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হলেন ২,৬০৮ জন, মৃত ৬০ 

08:01:30 PM

সিকিমে প্রথম করোনা রোগীর সন্ধান মিলল 
প্রথম করোনা রোগীর সন্ধান মিলল সিকিমে। দিল্লি থেকে ফেরা এক ...বিশদ

07:54:38 PM

রাজ্যে করোনা আক্রান্ত আরও ১২৭ জন 
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:43:40 PM