Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

ফের স্ক্র্যাব টাইফাসে ছাত্রী সহ মৃত ২, প্রবল আতঙ্ক
আক্রান্ত বহু, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর

বিএনএ, বহরমপুর: মুর্শিদাবাদে স্ক্র্যাব টাইফাসে ফের মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার কর্ণসুবর্ণের ডাবকাই গ্রামের বাসিন্দা তমন্না ফিরদৌস (১৬) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বেলডাঙার কুমারপুর গ্রামে শ্যামল প্রামাণিক (৪২) নামে এক ব্যক্তির এই রোগে মৃত্যু হয়েছে। দু’জনেরই একই উপসর্গ দেখা দিয়েছিল। তারা বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন। বহরমপুরের দু’টি আলাদা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর এদিন মারা যান তারা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এদিন বেসরকারি নার্সিংহোমের সামনে তমন্নার পরিবারের লোকজন বিক্ষোভ দেখান। ঠিকমতো চিকিৎসা হলে ওই ছাত্রী বেঁচে যেত বলে পরিবারের দাবি। ঘটনাস্থলে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। ছাত্রীর পরিবারের লোকজন ওই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, ছাত্রী ভালো রয়েছে বলে বুধবার বিকেলেও নার্সিংহোম থেকে জানানো হয়। তারপর এদিন সকালে হঠাৎ করেই সে কীভাবে মারা গেল। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চায়নি।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এনিয়ে এক মাসের মধ্যে জেলায় এই রোগে চারজনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই আক্রান্ত রয়েছেন। তাঁদের বেশিরভাগই ঠিক সময়ে চিকিৎসা করিয়ে সুস্থ রয়েছেন। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, জঙ্গিপুর হাসপাতালে সম্প্রতি চার-পাঁচজনের চিকিৎসা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, বেসরকারি নার্সিংহোম ভর্তি থাকা দু’জন মারা গিয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়ার জন্য বিএমওএইচদের বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের টিম এলাকায় যাবে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সরকার বিষয়টির উপর নজর রেখেছে।
এদিকে নতুন করে ফের দু’জনের মৃত্যুর পর জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
মৃতদের পরিবারের দাবি, পোকা দেখা যাচ্ছে না। কী ধরনের পোকা থেকে এই রোগ হচ্ছে তা বাসিন্দাদের অজানা। জ্বালা না হওয়ায় ক্ষতস্থান প্রথমে চিহ্নিত করা যাচ্ছে না। হঠাৎ করে জ্বর এবং গায়েব্যথা শুরু হয়ে যাচ্ছে। মৃত ছাত্রীর দাদা মুসিবুর রহমান বলেন, বোনের হঠাৎ করেই জ্বর আসে। মঙ্গলবার বহরমপুরের নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছিল। হাতেপায়ে ব্যথা ছিল, পেটেও ব্যথা ছিল। বুধবার বেসরকারি নার্সিংহোমে রক্ত পরীক্ষা করার পর স্ক্র্যাব টাইফাস ধরা পড়ে। তবে নার্সিংহোম কর্তৃপক্ষ ঠিকমতো চিকিৎসা করেনি। বুধবার বিকেল পর্যন্ত বোনের শারীরিক অবস্থা ঠিকই ছিল। হঠাৎ করেই নার্সিংহোম কর্তৃপক্ষ মৃত্যুর খবর দেয়।
অন্যদিকে, বেলডাঙার কুমারপুরের শ্যামলবাবুও কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তিনি মাঠে কাজ করতেন। সেখানেই পোকার আক্রমণে তিনি এই রোগে আক্রান্ত হতে পারেন বলে পরিবারের লোকজন মনে করছেন।
মৃতের কাকা বিশ্বনাথ প্রামাণিক বলেন, পোকায় কামড়েছে বলে প্রথমে বুঝতে পারেনি। হঠাৎ করেই ওর জ্বর আসে। মাথাব্যথা ছিল। ভেবেছিলাম, ওষুধ খাওয়ানো হলে ভালো হয়ে যাবে। এমনটা হবে বলে বুঝতে পারিনি। প্রসঙ্গত, এর আগে জেলার নবগ্রামের অমৃতকুণ্ডু গ্রামে স্ক্র্যাব টাইফাসে একজনের মৃত্যু হয়েছিল। তার আগে ডাঙাপাড়ার আরেকজন মারা যান। জেলায় বিভিন্ন প্রান্তে এই রোগে অনেকেই অসুস্থ রয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পোকা ঝোপ বা কাঠের মধ্যে থাকে। এক সময় দার্জিলিং বা কার্শিয়াংয়ে এই ধরনের পোকার বেশি আক্রমণ হতো। তবে রাজ্যে এর আগেও অনেকেই মারা গিয়েছেন। তখন এই রোগ চিহ্নিত করা যেত না। অজানা জ্বরে মারা গিয়েছে বলে ডেথ সার্টিফিকেটে লেখা হতো। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর জেলায় জেলায় একটি গাইড লাইন পাঠিয়ে আধিকারিকদের রোগ সম্পর্কে সতর্ক করেছে। তারপর থেকেই এই রোগ চিহ্নিত করা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের মতে, এই রোগে ডেঙ্গুর মতোই উপসর্গ দেখা যায়। জ্বরের সঙ্গে হাতেপায়ে ব্যথা শুরু হয়ে যায়। গা গোলাতে থাকে। প্রথম অবস্থাতেই এই রোগ ধরা পড়লে তা সেরে যায়। এই রোগের ওষুধ রয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, জ্বর হলেই সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা করানো উচিত। মাঠ বা ঝোপ থেকে ফিরে এসে ভালোভাবে স্নান করতে হবে। জামাকাপড় ঝেড়ে নিয়ে পরা উচিত। স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, স্ক্র্যাব টাইফাস নিয়ে ব্লকে ব্লকে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

সাঁকরাইলে ডাম্পারে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, চারটি গাড়িতে আগুন, ১২টি ভাঙচুর 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: বালিবোঝাই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সাঁকরাইল থানার গড়ধরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতের নাম রঞ্জন সিং(২০)। এদিন ঘটনার পর উত্তেজিত জনতা গড়ধরা বাজার এলাকায় চারটি বালির গাড়িতে আগুন লাগিয়ে দেয়।  
বিশদ

এখনও এক টাকার শিঙাড়া আর ৫০ পয়সার
ফুলুরি বিক্রি করেন শান্তিপুরের খগেন্দ্রনাথ দে

অভিষেক পাল, রানাঘাট, সংবাদদাতা: শিঙাড়ার দাম মাত্র এক টাকা। আর ফুলুরি পাওয়া যায় মাত্র ৫০ পয়সায়। শুনতে অবাক লাগলেও এই দামে এখনও শিঙাড়া আর ফুলুরি বিক্রি করেন শান্তিপুরের চৌগাছাপাড়ার খগেন্দ্রনাথ দে। দুর্মূল্যের বাজারে কম দামে তেলেভাজা মেলায় প্রতিদিনই তাঁর দোকানে উপচে পড়ে ভিড়। শুধু শিঙাড়া বা ফুলুরি নয়।  
বিশদ

বিপরীত দিকে গলব্লাডার, বিরল
অস্ত্রোপচার রামপুরহাট মেডিক্যালে

সংবাদদাতা, রামপুরহাট: মানুষের সাধারণত অঙ্গপ্রতঙ্গ যেদিকে থাকে, এই যুবকের ঠিক বিপরীত দিকে। বেঙ্গালুরুর মনিপাল হাসপাতাল ফেরত এমনই ব্যতিক্রমী এক যুবকের জটিল অস্ত্রোপচার সফল হল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি রোগীর পবিবার।  
বিশদ

হয়রানি কমাতে পালসিটে ফাস্ট্যাগ চালু নিয়ে একগুচ্ছ উদ্যোগ পুলিস-প্রশাসনের 

বিএনএ, বর্ধমান: দ্রুত টোল সংগ্রহ এবং যাত্রীদের সুবিধার জন্য ফাস্ট্যাগ চালু হচ্ছে সর্বত্র। অন্যান্য টোলপ্লাজার মতো পালসিট টোলপ্লাজাতেও এই নতুন ব্যবস্থা যাতে সঠিকভাবে কার্যকর হয়, সে ব্যাপারে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পুলিস। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের হয়রানি কমাতে আগে থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
বিশদ

মাটির উর্বরতা বাড়ায়
জৈব সারে চাষের উপর জোর দিচ্ছেন রানাঘাটের চাষিরা 

সংবাদদাতা, রানাঘাট: মাটির উর্বরতা বাড়াতে সব ধরনের চাষে জৈব সার প্রয়োগের ওপরেই জোর দিয়েছেন রানাঘাটের চাষিরা। বৃহস্পতিবার ছিল বিশ্ব মৃত্তিকা সংরক্ষণ দিবস। এই দিনটি সারা বিশ্বে পালিত হয়। ভূমিক্ষয় আটকানো এবং মাটির জীবন শক্তি ধরে রাখা ছিল এই বছরের থিম। 
বিশদ

বারাবনিতে অবৈধ খাদানের জেরে বিস্তীর্ণ এলাকায় ধস 

বিএনএ, কোলপাড়া (বারাবনি): বৃহস্পতিবার ইসিএলের কোলিয়ারি অফিসের পাশে অবৈধ কয়লা উত্তোলনের জেরে কোলপাড়া গ্রামের বিস্তীর্ণ অংশে ধস নামায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ইসিএলের বেসরকারি সংস্থাকে দিয়ে লিজ দেওয়া ওসিপির পাশেই প্রকাশ্যে বাইরে থেকে লোক এনে চলছে অবৈধ কয়লা উত্তোলন।  
বিশদ

বাঁকুড়ায় কোন্দল চলছেই, সাংসদ অফিসে বিক্ষোভ

বিএনএ, বাঁকুড়া: বিজেপির মণ্ডল সভাপতির তালিকা ঘোষণার পর থেকেই সভাপতি পরিবর্তনের দাবিতে বাঁকুড়া সাংগঠনিক জেলায় দলীয় কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেই চলেছে। সভাপতি পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রানিবাঁধ বিধানসভার হীড়বাঁধ মণ্ডলের সদস্যরা বাঁকুড়ায় সংসদ সদস্যের অফিসের সামনে হাজির হন।  
বিশদ

লক্ষ্য বিধানসভা ভোট: জেলার তৃণমূল নেতাদের বার্তা পিকের
‘এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে ময়দানে’

সুখেন্দু পাল, বহরমপুর, বিএনএ: ২০২১-এর মে নয়, ভেবে নিতে হবে ২০২০ সালের মাঝামাঝি সময়ে ভোট হবে। ভোটের প্রাক মুহূর্তে যেমন অন্যান্যবার ঝাঁপিয়ে পড়েন, এবার তেমনভাবে দু’বছর আগে থেকেই ময়দানে নামতে হবে। মঙ্গলবার জেলার নেতাদের কলকাতায় ডেকে এমনই নির্দেশ দিলেন ভোটগুরু পিকে।  
বিশদ

ক্ষতিগ্রস্ত জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা
পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির জেরে ব্যবসা শিকেয় 

বিএনএ, সিউড়ি: পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বীরভূমে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে। অনেক ব্যবসায়ী দামের ছ্যাঁকায় পেঁয়াজ কিনতে পারছেন না। তাছাড়া ক্রেতারাও সেভাবে না কেনায় ছোট ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। 
বিশদ

প্রাথমিক ও মাধ্যমিকস্তরের বিদ্যালয়ে উদ্যোগ
ইংরেজির প্রসারে ১১৭টি স্কুলে ডিজিটাল পঠনপাঠন

বিএনএ, সিউড়ি: প্রাথমিক থেকে মাধ্যমিকস্তর পর্যন্ত পড়ুয়াদের ইংরেজি শিক্ষা মজবুত করতে এবার বীরভূমে বিশেষ যন্ত্রের সাহায্যে পড়ানো হবে। ‘কে-ইয়ান’ নামক ওই যন্ত্রে অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক ইংরেজি পড়ানো হবে। ইতিমধ্যে জেলার ১১৭টি স্কুলে ওই যন্ত্র সরবরাহ করেছে সমগ্র শিক্ষা মিশন। 
বিশদ

গুলির চিহ্ন দেখে আত্মঘাতী হওয়া ঘটনা নিয়ে তদন্তের দাবি জানাল মাসুদুলের পরিবার 

তৌসিফ মণ্ডল, কালীগঞ্জ, সংবাদদাতা: গুলির দাগ দেখে আত্মঘাতী হওয়ার ঘটনা নিয়ে তদন্তের দাবি জানাল নাকাশিপাড়ার বিলকুমারি গ্রামের মাসুদুল রহমানের পরিবারের সদস্যরা। ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিসের ওই জাওয়ানের পরিবারের দাবি, সহকর্মীদের হত্যা করে মাসুদুল আত্মঘাতী হয়নি। তাঁকে খুন করা হয়েছে। 
বিশদ

তৃণমূলের কর্মীদের পুরভোটের জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য 

বিএনএ, কৃষ্ণনগর: উপনির্বাচনের ফলাফলে চাঙ্গা তৃণমূলের কর্মীদের পুরভোটে জন্য ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নদীয়া জেলার ১১টির মধ্যে ১০টি পুরসভার বুথ ভিত্তিক মহিলা কর্মীদের নিয়ে এদিন কৃষ্ণনগর শহরে একটি বৈঠক হয়। 
বিশদ

কালনা হাসপাতালে রক্তের সঙ্কট, পাশে দাঁড়াল পুলিস ও সিভিক ভলান্টিয়াররা 

সংবাদদাতা, কালনা: কালনা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে চরম রক্তসঙ্কট চলছে। রোগীর পরিবারের লোকজন রক্ত নিতে এসে ফিরে যাচ্ছেন। মিলছে না সঠিক গ্রুপের রক্ত। এই অবস্থায় রোগী ও হাসপাতালের পাশে দাঁড়াল পুলিস।  
বিশদ

হস্টেলে খেলা নিয়ে দুই ছাত্রের বচসা
ব্যাটের আঘাতে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার 

বিএনএ, বর্ধমান: সাত সকালে হস্টেল চত্বরেই ক্রিকেট খেলছিল তারা। খেলতে খেলতে আচমকা বচসা তৈরি হয়েছিল দুই ছাত্রের। একজন অষ্টম শ্রেণীর পড়ুয়া, অন্যজন ষষ্ঠ শ্রেণীর। অভিযোগ, সেই বচসার জেরে অষ্টম শ্রেণীর ছাত্রটি খেলার ব্যাট নিয়ে সজোরে আঘাত করায় বৃহস্পতিবার মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার। তার ঘাড়ে আঘাত করা হয়েছিল। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, মালদহ: রোগীকে পরীক্ষার নাম করে তার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত চিকিৎসকের খোঁজ মিলল না বৃহস্পতিবারেও। ইংলিশবাজার শহরে তার চেম্বারটিও বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। এব্যাপারে মালদহ মহিলা থানা একটি মামলা দায়ের করেছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।  ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা। স্থান সল্টলেক স্টেডিয়াম। যুবভারতীর বাঁ দিকে পাশাপাশি দু’টি প্র্যাকটিস গ্রাউন্ড। এটিকে’র প্র্যাকটিসের জন্য প্রথম মাঠটির ফ্লাড লাইট জ্বলে ...

 সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়িতে নিয়ে গিয়ে ভাইঝির উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল খুড়তুতো জেঠার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মরশাল গ্রামে। ...

 ইসলামাবাদ, ৫ ডিসেম্বর (পিটিআই): পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল পাকিস্তানের আদালত। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের এক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি। প্রিয়জনের বিপদগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা। সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 ১৯০১ - মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম,
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩৫ - কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়।
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী

05th  December, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৯২ টাকা ৭৩.০৯ টাকা
পাউন্ড ৯১.৬২ টাকা ৯৬.০৫ টাকা
ইউরো ৭৭.৪২ টাকা ৮১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৪০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,২৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৯ অগ্রহায়ণ ১৪২৬, ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, দশমী অহোরাত্র। উত্তরভাদ্রপদ ৪২/৬ রাত্রি ১০/৫৭। সূ উ ৬/৬/৫৩, অ ৪/৪৭/৫৩, অমৃতযোগ দিবা ৬/৪৮ মধ্যে পুনঃ ৭/৩২ গতে ৯/৪০ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ২/৩৯ মধ্যে পুনঃ ৩/২৩ গতে অস্তাবধি। রাত্রি ৫/৪১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৫৪ গতে ৩/২৭ মধ্যে পুনঃ ৪/২০ গতে উদয়াবধি, বারবেলা ৮/৪৭ গতে ১১/২৭ মধ্যে, কালরাত্রি ৮/৭ গতে ৯/৪৭ মধ্যে।
১৯ অগ্রহায়ণ ১৪২৬, ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, দশমী ৫৮/২৮/৪৯ শেষরাত্রি ৫/৩১/৫০। উত্তরভাদ্রপদ ৪১/৪৫/৪১ রাত্রি ১০/৫০/৩৪, সূ উ ৬/৮/১৮, অ ৪/৪৮/২৩, অমৃতযোগ দিবা ৭/২ মধ্যে ও ৭/৪৪ গতে ৯/৫০ মধ্যে ও ১১/৫৭ গতে ২/৫১ মধ্যে ও ৩/২৭ গতে ৪/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৫ গতে ৯/২১ মধ্যে ও ১২/৩ গতে ৩/৩৮ মধ্যে ও ৪/৩২ গতে ৬/৯ মধ্যে, কালবেলা ১০/৮/২০ গতে ১১/২৮/২১ মধ্যে, কালরাত্রি ৮/৮/২২ গতে ৯/৪৮/২১ মধ্যে।
৮ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা প্রয়োজন। বৃষ: সাংসারিক সমস্যার সমাধান সূত্র ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর ...বিশদ

07:03:20 PM

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের প্রথম টি-২০ জিতল ভারত

10:31:05 PM

 প্রথম টি২০: ভারত ১৭৭/২ (১৬ ওভার)

10:13:22 PM

প্রথম টি২০: ভারত ৮৯/১ (১০ ওভার) 

09:34:38 PM

প্রথম টি২০: ভারতকে ২০৮ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ 

08:34:59 PM