Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

ইন্দাসের আকুইয়ে বন্ধুত্বের মিলন উৎসব ‘সয়লা’য় মাতলেন বাসিন্দারা 

সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার ইন্দাসের আকুইয়ে পাঁচ বছর বাদে বন্ধুত্বের মিলন উৎসব ‘সয়লা’য় মাতলেন এলাকার বাসিন্দারা। পছন্দের সই বেছে নেওয়ার অভিনব এই উৎসব উপলক্ষে আকুই হাইস্কুল প্রাঙ্গণে এদিন দুপুর থেকেই হাজার হাজার নারী ও পুরুষ জড়ো হন। জাতি ধর্ম নির্বিশেষে মিলনের এই মেলায় অধিকাংশই তাঁদের পছন্দের বন্ধুকে মাল্যদান, কপালে সিঁদুর, চন্দনের টিপ, বরণডালা দিয়ে বরণ করে নেন। তবে, এই উৎসবে পুরুষরা পুরুষকে এবং মহিলারা মহিলাদেরকেই বন্ধু হিসেবে বরণ করেন এবং বালক বালিকা থেকে শুরু করে প্রবীণরাও উৎসবে শামিল হন। প্রত্যেকেই বরণের পর আলিঙ্গনবদ্ধ হয়ে বন্ধুত্বকে স্বীকার করেন।
আকুই সয়লা উৎসব কমিটির এক কর্ণধার সুদীপ দে বলেন, সয়লার মূল অনুষ্ঠান এদিন সন্ধ্যাতেই শেষ হলেও উৎসব উপলক্ষে তিনদিন ধরে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় নাড়রা, বোঁয়াইচণ্ডী, গোবিন্দপুর, আদিলপুর, মান্দড়া সহ পার্শ্ববর্তী প্রায় ২০টি গ্রামের বাসিন্দারা মেলায় আসেন। সম্প্রীতির ওই উৎসবে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দাস এলাকায় সহেলা স্থানীয় ভাষায় ‘সয়লা’ উৎসবের প্রচলন হয় বহু বছর আগে। তৎকালীন সময়ে এলাকায় বর্ণভেদ প্রথা ব্যাপকভাবে প্রচলন ছিল। তাকে কেন্দ্র করে এলাকায় অশান্তিও ছড়াত। তৎকালীন বর্ধমানের রাজার এক সজ্জন নায়েব এলাকায় খাজনা আদায় করতে এসে তা দেখে খুবই ব্যথিত হয়েছিলেন। পরবর্তীকালে তিনি এলাকায় বিভিন্ন পুজোয় সব ধর্মের মানুষের অংশগ্রহণ করার বিষয়ে উদ্যোগ নেন। সেই থেকে বর্ধমান সীমানায় বাঁকুড়ার ইন্দাস এলাকায় বিভিন্ন গ্রামে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সর্বধর্মের মিলন মেলা আরম্ভ হয়। যার নাম হয় ‘সয়লা’। তবে, এই উৎসব স্থান ভেদে ৪, ৫, ৭, ৯ ও ১২বছর অন্তর হয়। এলাকার বাসিন্দারা দীর্ঘ অপেক্ষার পর ওই মেলার জন্য মুখিয়ে থাকেন। আকুই গ্রামে পাঁচবছর আগে ‘সয়লা’ বসেছিল। মঙ্গলবার সেখানে পুনরায় ওই উৎসব শুরু হয়েছে। এদিন দুপুর থেকে আকুই হাইস্কুল প্রাঙ্গণে উৎসব শুরু হয়। উৎসবে অংশগ্রহণকারী বাসিন্দারা একে অপরকে মাল্যদান, কপালে সিঁদুর, চন্দনের টিপ, বরণডালা দিয়ে বরণ করে নেন। উৎসব উপলক্ষে মেলাও বসে। এদিন বিকেলে মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। দুপুর থেকে তা রাত পর্যন্ত চলে। তিনদিন ধরে উৎসব প্রাঙ্গণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
উদ্যোক্তারা বলেন, সয়লার প্রস্তুতি শুরু হয় একমাস আগে থেকে। প্রথা অনুযায়ী গ্রামের সমস্ত দেবদেবীদের মন্দিরে গিয়ে পান, সুপারি ও গোটা হলুদ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করা হয়। স্থানীয় ভাষায় ওই লোকাচারকে ‘গোয়া চালানো’ বলে। সয়লার দিন আকুই স্কুল সংলগ্ন মনসা মন্দির থেকে শোভাযাত্রা সহকারে দেবদেবী ও তাঁর সহচর সঙ্গীদের আকুই স্কুলমাঠে স্থায়ী মঞ্চে আনা হয় এবং সেখানে বিশেষ পুজো পাঠ করা হয়। তারপর প্রথা অনুযায়ী উৎসব শুরু হয়। সয়লা উৎসবের মূল বৈশিষ্ট্য হল সর্বধর্ম মিলন। তাই আকুইয়ের সয়লা উৎসবে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দারা অংশ নেন।
স্থানীয় বোঁয়াইচণ্ডী গ্রামের বাসিন্দা এক কলেজছাত্রী সুমনা রক্ষিত বলেন, আমি এবারই প্রথম আকুইয়ে সয়লা দেখতে এসেছি। এদিন নতুন নতুন অনেক বান্ধবীর সঙ্গে পরিচয় হয়েছে। প্রথা অনুযায়ী একে অপরকে আলিঙ্গনবদ্ধ হয়ে সই পাতিয়েছি। একদিনের আলাপেই তাঁদের সঙ্গে গভীর সখ্যতা গড়ে উঠেছে। ওদেরকে আমাদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণও করেছি।
 

16th  October, 2019
দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন?

কেষ্ট খুব ভালো সংগঠক। বীরভূম জেলাটা হাতের মুঠোয় রাখত। মঙ্গলবার হাসনের পর বুধবার বোলপুর লোকসভার আউশগ্রামের জনসভায় ফের অনুব্রতর পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশদ

দু’দিনের জেলা সফরে মমতা, আজ দাঁতনে নির্বাচনী জনসভা

আজ, বৃহস্পতিবার দাঁতন ও মহিষাদলে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো বুধবার তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় এসে পৌঁছে যান। খড়্গপুরের রূপনারায়ণপুরে একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রিযাপন করেন
বিশদ

বোলপুরে গুড়-বাতাসা, নকুলদানা বিলি ‌উজ্জ্বীবিত তৃণমূল কংগ্রেসের

‘নির্বাচনের পরেই ছেড়ে দেবে কেষ্টকে’- মঙ্গলবার হাসনের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীর এই কথায় বীরভূমে উজ্জীবিত তৃণমূল। তার প্রতিফলনও দেখা গেল বুধবার। প্রিয় কেষ্টদার ফিরে আসার উন্মাদনায় মাতলেন তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকরা।
বিশদ

শত্রুঘ্নর সংসারে ‘ঘাটতি’! মেয়ে সোনাক্ষীর কাছে ১৬ কোটি ৩৬ লক্ষ টাকা ধার সিনহা দম্পতির

মেয়ে সোনাক্ষীর কাছে দেনায় ডুবে একদা বলিউড কাঁপানো তারকা শত্রুঘ্ন সিনহা! অভিনেত্রী স্ত্রী পুনমও একই পথের পথিক। দু’জনেরই বড় আর্থিক ভরসা মেয়ে। 
বিশদ

বহরমপুরে অধীরের মনোনয়নে উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন বিদায়ী কংগ্রেস সাংসদ তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বুধবার জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
বিশদ

মুকুটমণিকে দিল্লি পাঠাতে ময়দানে নবদ্বীপের কৃষকরা

রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর হয়ে ভোট প্রচারে নামলেন মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের চাষিরা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন।
বিশদ

অভিষেকের রোড শোয়ে জলঙ্গি ভাসল জনপ্লাবনে

কারও হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কেউ হাতে নিয়ে আছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফ্লেক্স। অনেকের হাতে ‘ইউ লাভ অভিষেক’ লেখা ফ্লেক্স। প্রখর রোদ উপেক্ষা করে মুর্শিদাবাদ লোকসভার জলঙ্গির জোড়তলা বাজার তখন গমগম করছে।
বিশদ

মেরিন ড্রাইভ ও তিনটি ব্রিজ লোকসভা ভোটে তৃণমূলের প্রচারের অন্যতম অস্ত্র

মুম্বইয়ের ধাঁচে দীঘা-শৌলা (কাঁথি) উপকূলে ঝকঝকে মেরিন ড্রাইভ  আর তিনটি বিশালাকার ব্রিজ এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম মেরিন ড্রাইভ ‘সৈকত সরণি’ তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলির আর্থ-সামাজিক ব্যবস্থারও  অনেকটাই পরিবর্তন হয়েছে
বিশদ

প্রচণ্ড গরমের মধ্যেও মানুষের উচ্ছ্বাস আর উন্মাদনাই আমার এনার্জি, দাবি ইউসুফের

তীব্র দাবদাহ ও গরম সত্ত্বেও মানুষের উচ্ছ্বাস, উন্মাদনাই আমার এনার্জি। ক্রিকেটের ময়দানে ছক্কা হাঁকানোর মতোই রাজনীতির অচেনা ময়দানে এ যেন ‘পাঠান-পাঞ্চ’। একজন দক্ষ রাজনীতিকের মতোই সাবলীল উত্তর বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের।
বিশদ

কেশপুরে ধান কেটে, রান্না করে প্রচার হিরণের

কেশপুরে প্রচারে গিয়ে চাষের জমিতে নেমে ধান কাটলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বুধবার কেশপুরের ঝেঁতলাগ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি প্রচারে যান। সেখানেই তাঁকে কৃষকের হাত থেকে কাস্তে নিয়ে জমিতে ধান কাটতে দেখা যায়।
বিশদ

গণতন্ত্র রক্ষায় ৯৩ বছর বয়সে বুথে গিয়েই এবার ভোট দিতে চান স্বাধীনতা সংগ্রামী

স্বাধীন দেশ গড়ার জন্য লড়াই করেছিলেন। জেল খেটেছেন। পুরশুড়ার গোপালচন্দ্র ভক্ত অসহযোগ আন্দোলন, স্বাধীনতা দিবসের কথা আজও ভুলতে পারেননি। বাড়ির উঠানে বসে অল্পবয়সিদের আজও স্বাধীনতা সংগ্রামের গল্প শোনান
বিশদ

ঘাটালে দেবকে জয়ী করতে শপথ আইএনটিটিইউসির

ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীকে (দেব) বিপুল ভোটে জয়ী করার শপথ নিল আইএনটিটিইউসি। বুধবার ডেবরার পথসাথীতে আইএনটিটিইউসি’র ঘাটাল সাংগঠনিক জেলার সভায় এই শপথ নেওয়া হয়।
বিশদ

আফগানিস্তান থেকে আসা ড্রাই ফ্রুটসের স্টল সবার নজর কাড়ছে

এবার বারোদোলের অন্যতম আকর্ষণ ছিল আফগানিস্তানের শুকনো খাবার। কাঠাবাদাম, পেস্তা, কিশমিশ, আলুবখরা, বাডন খেজুর, শুকনো পাইনাপল, আলোক খাঁড়া, আখরোট, আনজির, ব্ল্যাক বেরি, জাফরান, হিং, ড্রাই কিউই, ড্রাই ম্যাঙ্গো, শুখা আলুবখরা, ড্রাই স্ট্রবেরি ইত্যাদি প্রায় ৩০ রকমের শুকনো খাবারের বিপুল সম্ভার ছিল সামিউল্লার স্টলে।
বিশদ

বোলপুর থেকে ট্রেনে গুসকরা পর্যন্ত প্রচার বিজেপি প্রার্থী পিয়া সাহার

বুধবার অভিনব উপায়ে প্রচার সারলেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা। তিনি ট্রেনে চেপে বোলপুর থেকে গুসকরা স্টেশন পর্যন্ত যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে এই কেন্দ্রে কোনও দলেরই ঝাঁজালো প্রচার দেখা যায়নি।
বিশদ

Pages: 12345

একনজরে
কলকাতা বেলেঘাটার বাসিন্দা গণেশ দাসকে খুনের ঘটনায় বুধবার উদ্ধার হল কিছু হাড়গোড়। জয়পুর থানার পুলিস জানিয়েছে, গাইঘাটা খাল থেকে ফিমার, কোমরের সহ সাতটি হাড় উদ্ধার হয়েছে। মৃতদেহটি জলে ডুবিয়ে রাখতে ব্যবহৃত বস্তা, দড়িও উদ্ধার করা হয়েছে। ...

৫ কোটি টাকা ‘তোলা’ চেয়ে নতুন জঙ্গি সংগঠন কেএলও (কোচ ন্যাশনালিস্ট) এবার সরাসরি হুমকি চিঠি দিল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। ...

তাপমাত্রা বাড়তেই ভাবনা বদল। বুধবার বালুরঘাটে এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন পারদ আরও চড়ার পূর্বাভাস পেয়ে ভোট দেওয়া নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন ভোটাররা। ...

একাধিক মামলায় তিনি ছিলেন পুলিসের খাতায় ‘ওয়ান্টেড’। জানুয়ারিতেই তাঁর নামে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। শেষপর্যন্ত, থাইল্যান্ডে ধরা পড়লেন নয়ডার স্ক্র্যাপ মাফিয়া তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার রবি কানা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিমাসূত্রে ধনাগম হতে পারে। প্রেম-প্রণয়ে আনন্দ। কাজকর্মে অগ্রগতি ও সুনাম। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব  ম্যালেরিয়া দিবস
১৮৫৯: সুয়েজ খাল খননের কাজ শুরু হয়
১৯৪০: মার্কিন অভিনেতা আল পাচিনোর জন্ম
১৯৬৯: ফুটবলার আই এম বিজয়নের জন্ম
১৯৮৭: সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৮৩ টাকা ৮৩.৯২ টাকা
পাউন্ড ১০২.৫৫ টাকা ১০৫.১৬ টাকা
ইউরো ৮৮.০৫ টাকা ৯০.৪৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৬৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ ৩/৫৫ দিবা ৬/৪৬। বিশাখা নক্ষত্র ৫৩/০ রাত্রি ২/২৪। সূর্যোদয় ৫/১২/১৫, সূর্যাস্ত ৫/৫৭/০। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ২/৫৭ মধ্যে। মাহেন্দ্রযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ১০/১৮ গতে ১২/৫১ মধ্যে। বারবেলা ২/৪৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১২/৫৮ মধ্যে। 
১২ বৈশাখ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। প্রতিপদ প্রাতঃ ৫/৪৪। বিশাখা নক্ষত্র রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৫/৫৮। অমৃতযোগ রাত্রি ১২/৪০ গতে ২/৫০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ১০/১৫ গতে ১২/৫১ মধ্যে। কালবেলা ২/৪৭ গতে ৫/৫৮ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১/০ মধ্যে। 
১৫ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: গুজরাতকে ৪ রানে হারাল দিল্লি

24-04-2024 - 11:27:04 PM

আইপিএল: ১৩ রানে আউট সাই কিশোর, গুজরাত ২০৬/৮ (১৯ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:18:57 PM

আইপিএল: ৫৫ রানে আউট ডেভিড মিলার, গুজরাত ১৮১/৭ (১৭.৩ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:08:30 PM

আইপিএল: ২১ বলে হাফসেঞ্চুরি ডেভিড মিলারের, গুজরাত ১৭৭/৬ (১৭ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 11:05:47 PM

আইপিএল: ৪ রানে আউট রাহুল তেওতিয়া, গুজরাত ১৫২/৬ (১৬ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:58:15 PM

আইপিএল: ৮ রানে আউট শাহরুখ খান, গুজরাত ১৩৯/৫ (১৪.১ ওভার) টার্গেট ২২৫

24-04-2024 - 10:49:17 PM