Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

অবশেষে উপাচার্যের আশ্বাসে ১৮দিন পর
উঠল কর্মিসভার কর্মবিরতি, সচল বিশ্বভারতী 

সংবাদদাতা, শান্তিনিকেতন: উপাচার্যের আশ্বাস পাওয়ার পর সপ্তম পে কমিশনের বকেয়া টাকার দাবিতে ১৮দিন ধরে চলা বিশ্বভারতীর কর্মিসভার কর্মবিরতি শনিবার উঠে যায়। অন্যদিকে, এদিনই পুনরায় নননেট ফেলোশিপের পাওনা টাকার দাবিতে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনশনে বসেন গবেষক পড়ুয়ারা।
২০১৬সালে সপ্তম বেতন কমিশন চালু হয়েছে। কিন্তু, বিশ্বভারতীর কর্মী, অধ্যাপকরা এখনও বেতন কমিশনের ৫০শতাংশ পাননি। এনিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠকে বসেন কর্মী ও অধ্যাপকরা। কিন্তু, বৈঠক হলেও কোনও সমাধান সূত্র না মেলায় আন্দোলনে নামার কথা ঘোষণা করে কর্মিসভা। গত ২সেপ্টেম্বর থেকে কর্মিসভার ডাকে বিশ্বভারতীতে শুরু হয় কর্মবিরতি। যার জেরে থমকে যায় সমস্ত ধরনের সরকারি কাজ। বকেয়া মেটানো ছাড়াও পড়ুয়াদের ফি বৃদ্ধি কমাতে হবে, ছাত্রাবাসগুলির অবস্থা সুস্থ করতে হবে, ক্যান্টিনগুলিতে ভালো খাবারের ব্যবস্থা সহ কলকাতায় গ্রন্থন বিভাগের গেস্ট হাউসের দায়িত্ব পুনরায় কর্মিসভার হাতে দিতে হবে এই সমস্ত দাবিও তোলা হয়।
এতদিন কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গে কোনও আলোচনা না করায় স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতীতে সরকারি কাজকর্ম। তবে, শুক্রবার রাতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কাছ থেকে কর্মীরা আশ্বাস পান। তারপরই শনিবার কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন সকলে। কর্মিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্যের তরফে জানা গিয়েছে পে কমিশনের বকেয়া টাকা পুজোর আগেই মিটিয়ে দেওয়া যাবে। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে বিশ্বভারতীর মঞ্জুরি কমিশনের থেকে। এছাড়াও কর্মীদের বাকি দাবিগুলিও খুব শীঘ্রই মেনে নেওয়া হবে।
কর্মিসভার সভাপতি গগন সরকার বলেন, আমাদের পাওনা টাকা আটকে পড়েছিল। তাই আমরা কর্মবিরতিতে যোগ দিয়েছিলাম। উপাচার্য আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই বকেয়া মিলবে। তাই শনিবার থেকে আমরা সকলে কাজে যোগ দিয়েছি।
অপরদিকে, স্কলারশিপের টাকা সময়মত না পাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশ্বভারতীর গবেষক ছাত্র-ছাত্রীদের। তাই শনিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরের সামনে অনশন বিক্ষোভে বসেন তাঁরা। এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ অনশন বিক্ষোভ চলে। গবেষক পড়ুয়াদের দাবি, কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তাদের তরফে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে। ২০১৬-’১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ২০০জন গবেষকদের ফেলোশিপের মোট প্রাপ্য টাকার এক-তৃতীয়াংশ গতবছর প্রদান করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। গতবছরও স্কলারশিপের টাকা দেওয়া হচ্ছিল না। সেই দাবি নিয়ে বিক্ষোভ দেখানোর পর তাঁদের এক তৃতীয়াংশ দেওয়া হয়েছিল। স্কলারশিপের বাকি দুই-তৃতীয়াংশ টাকা পরবর্তীতে দিয়ে দেওয়ার কথা থাকলেও তা এখনও পাননি পড়ুয়ারা। অন্যদিকে, ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গবেষক পড়ুয়ারা এখনও পর্যন্ত কোনও টাকা পাননি। এনিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসেছেন ছাত্রছাত্রীরা। কিন্তু, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে টাকা দেওয়ার বিষয়টি এড়িয়ে যাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
এছাড়াও ২০১৯ শিক্ষাবর্ষে গবেষকদের ভর্তি প্রক্রিয়া হয়ে গিয়েছে। অভিযোগ, সেখানে গবেষকদের এই মর্মে লিখিয়ে নেওয়া হয়েছে যে তাঁরা কোনওরকম নননেট ফেলোশিপের আবেদন রাখতে পারবেন না। কিন্তু, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইউজিসি এখনও পর্যন্ত অবধি নননেট ফেলোশিপ চালু রেখেছে। গবেষকদের দাবি, বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁদের সম্পূর্ণরূপে অন্ধকারে রাখার চেষ্টা করছে। অবিলম্বে তাঁদের স্কলারশিপের টাকা দিতে হবে সেই দাবি নিয়ে আগেও বেশ কয়েকবার বিক্ষোভ অবস্থানে বসেন তাঁরা। কিন্তু, কর্তৃপক্ষ কোনও কথা না শোনায় এদিন তাঁরা অনশনে বসার সিদ্ধান্ত নেন। পড়ুয়ারা জানিয়েছেন, আগামী দিনে কীভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে তার সিদ্ধান্ত আজ, রবিবার নেওয়া হবে।
বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে। অচলাবস্থা দূর হওয়ায় সকলেই খুশি। গবেষক পড়ুয়াদের বিষয়ে তিনি বলেন, নননেট ফেলোশিপের বিষয় নিয়ে আমরা পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। পড়ুয়াদের পাশাপাশি বিশ্বভারতীর ওয়েবসাইটেও কর্মসচিব জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত মঞ্জুরি কমিশনের তরফে নননেট ফেলোশিপ নিয়ে কোনও অর্থ পাইনি। যে মুহূর্তে মঞ্জুরি কমিশন ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রক আমাদের টাকা দেবে, আমরা তখনই তা পড়ুয়াদের দেব। 

22nd  September, 2019
থিমের পুজোয় একে অপরকে টেক্কা
প্রস্তাবিত রাম মন্দির থেকে ৭০ ফুটের মণ্ডপ,
ভিড় টানবে বহরমপুর শহর লাগোয়া পুজোগুলি  

সংবাদদাতা, বহরমপুর: থিমের পুজোয় বহরমপুর শহর থেকে দর্শনার্থীদের নজর ঘুরিয়ে দিয়েছে শহর ঘেঁষা গ্রামীণ এলাকা। গত প্রায় চার বছর ধরে বহরমপুর লাগোয়া হরিদাসমাটি পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি পুজো কমিটি প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। ওই এলাকার মানুষজনের দাবি, তাঁরা শহরের থিমের পুজোকে চ্যালেঞ্জ জানাতে পারেন।  
বিশদ

22nd  September, 2019
দুবরাজপুর
পানীয় জলের দাবিতে কলসি রেখে দীর্ঘক্ষণ জাতীয়
সড়ক অবরোধ, ব্যাহত যান চলাচল, ভোগান্তি 

সংবাদদাতা, রামপুরহাট: পানীয় জলের দাবিতে শনিবার সকালে রাস্তার উপর কলসি নামিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন দুবরাজপুর পুরসভার বাসিন্দারা। যার জেরে বহু যাত্রীবোঝাই বাস ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন বহু মানুষ।  
বিশদ

22nd  September, 2019
বর্ধমান মেডিক্যালে নতুন ডায়ালিসিস ইউনিটের
কাজ শেষ, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধনের উদ্যোগ
 

বিএনএ, বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫টি বেডের নতুন ডায়ালিসিস ইউনিটের কাজ শেষ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন করিয়ে শীঘ্রই ওই নতুন ইউনিট চালু করতে চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশদ

22nd  September, 2019
মাড়গ্রামে স্কুলের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বিরোধীদের বাধা, অভিযুক্ত তৃণমূল 

সংবাদদাতা, রামপুরহাট: মাড়গ্রাম হাইস্কুল পরিচালন কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এনিয়ে কোনও অশান্তি না হলেও শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।  
বিশদ

22nd  September, 2019
মঙ্গলকোটের পঞ্চায়েতে কাজের তথ্য চেয়ে না
পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা 

সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজের খতিয়ানের তথ্য দেওয়ায় প্রশাসনের হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। অভিযোগ, তথ্য জানার আইনি অধিকার থাকলেও পঞ্চায়েতের নানা কাজের তথ্য চেয়ে নিয়ম মেনে আবেদন করেও মিলছে না। 
বিশদ

22nd  September, 2019
বাঁকুড়ার ৩ শহরকে জঞ্জালমুক্ত করা নিয়ে বৈঠক পুরদপ্তরের প্রধান সচিবের 

সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়ার তিন শহরকে জঞ্জালমুক্ত করতে শনিবার সার্কিটহাউসে বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরান্নোয়ন দপ্তরের প্রধান সচিব সুব্রত গুপ্ত। এদিনের বৈঠকে সুব্রতবাবু বলেন, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, রাজ্যের প্রতিটি পুরসভায় কঠিন বর্জ্য সুষ্ঠুভাবে নিষ্কাশনের জন্য একটি মাইক্রো প্ল্যান কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।  
বিশদ

22nd  September, 2019
বাঁকুড়ায় বাপেরবাড়ি যাওয়ার পথে বধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ধৃত ২ 

সংবাদদাতা, বিষ্ণুপুর: বাপেরবাড়ি যাওয়ার পথে এক গৃহবধূকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে পুলিস দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম উৎপল ঘোষ ও প্রদীপ ঘোষ। তাদের বাড়ি স্থানীয় বলরামপুর গ্রামে।  
বিশদ

22nd  September, 2019
দলত্যাগীদের যোগদানের পরই আরামবাগে খুলল তৃণমূলের পার্টি অফিস 

সংবাদদাতা, আরামবাগ: দলত্যাগীদের যোগদানের পরই চারমাস ধরে বন্ধ থাকা তৃণমূলের পার্টি অফিস শনিবার খুলল আরামবাগে। এদিন আরামবাগের বড়ডোঙ্গল গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রফুল্ল ভবন নামে ওই দলীয় কার্যালয়টি খোলা হয়। লোকসভা ভোটের পর থেকে ওই কার্যালয়টি বন্ধ হয়ে পড়েছিল।  
বিশদ

22nd  September, 2019
কাঁথিতে রাস্তা, বিদ্যুৎ ও নিকাশি কাজে ২১কোটি টাকা খরচের পরিকল্পনা 

সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরের রাস্তা, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নতির মধ্য দিয়ে নাগরিক পরিষেবার উন্নয়নে উদ্যোগী হল পুরসভা। বিভিন্ন কাজের জন্য প্রায় ২১কোটি টাকা খরচ করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। শহরের ২১টি ওয়ার্ডেই রাস্তা, বিদ্যুৎ ও নিকাশি ব্যবস্থার কাজ হবে। 
বিশদ

22nd  September, 2019
খড়গ্রামে শিক্ষকদের দ্বারস্থ নবম শ্রেণীর ছাত্রী, বিয়ে বন্ধ করল পুলিস-প্রশাসন 

সংবাদদাতা কান্দি: শনিবার খড়গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রী পরিবারের সদস্যদের মতের বিরুদ্ধে গিয়ে নিজের বিয়ে রুখল। শিক্ষকদের তৎপরতায় পুলিস ও প্রশাসন বিয়ে বন্ধ করার পাশাপাশি ওই ছাত্রীর অভিভাবকের কাছ থেকে একটি মুচলেকা নেয়। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়া শেরপুর উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর পড়াশোনায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন। 
বিশদ

22nd  September, 2019
রামনগরের ৩টি পঞ্চায়েতের ৮০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই সঙ্গে পরিদর্শন 

সংবাদদাতা, কাঁথি: শনিবার রামনগর-১ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির তরফে তিনটি গ্রাম পঞ্চায়েতের ৮০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই সময়ে সারপ্রাইজ ভিজিট করা হয়। প্রশাসনের আধিকারিক থেকে কর্মীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা থেকে শুরু করে সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন।  
বিশদ

22nd  September, 2019
রামনগরে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ, অবরোধ 

সংবাদদাতা, কাঁথি: বিভিন্ন অভিযোগ তুলে শুক্রবার রাত পর্যন্ত রামনগর-২ ব্লকে বিজেপি পরিচালিত পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান সহ পঞ্চায়েতের কর্মীদের অফিসে তালাবন্ধ করে বিক্ষোভ দেখান তৃণমূল ও সিপিএম সদস্যরা। এদিকে উপস্থিত বিরোধী দলের কর্মী-সমর্থকরা রামনগর-এগরা সড়কে পথ অবরোধও শুরু করেন। 
বিশদ

22nd  September, 2019
শহিদ মাতঙ্গিনী ব্লকে ৩টি গোডাউনে হানা, বাজেয়াপ্ত রেশনসামগ্রী 

বিএনএ, তমলুক: শনিবার শহিদ মাতঙ্গিনী ব্লকের রামতড়কহাট এলাকায় তিনটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ রেশনসামগ্রী বাজেয়াপ্ত করা হল। তিনটি গোডাউন থেকে ২২৭বস্তা আটা, ২৭১বস্তা প্যাকেট আটা এবং ১১৩বস্তা গম উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চালানোর আগেই চম্পট দেয় দুই মজুতদার। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে। 
বিশদ

22nd  September, 2019
দুবরাজপুরে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতানোর অভিযোগে ধৃত ৪ 

সংবাদদাতা, রামপুরহাট: ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল জেলা সাইবার ক্রাইম সেল। শুক্রবার গভীর রাতে দুবরাজপুরের গোপন ডেরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় বেশ কিছু এটিএম কার্ড, মোবাইল ও সিমকার্ড।  
বিশদ

22nd  September, 2019

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলি টাকা খরচ করেও তার শংসাপত্র জমা দিচ্ছে না। এ নিয়ে কারিগরি শিক্ষা ডিরেক্টরেটের তরফে বারবার চিঠি দেওয়া হয়েছে। কোনও কোনও প্রশিক্ষণকেন্দ্র চিঠি পেয়েও সাড়া দিচ্ছে না বলে অভিযোগ। এবার কড়া চিঠি দিল ভোকেশনাল এডুকেশন ও ...

সংবাদদাতা, মালদহ: ইংলিশবাজার শহরে চলাচলের অনুমতি দিতে শুরু হয়েছে টোটো বা ই-রিকশর নিবন্ধীকরণ কর্মসূচি। এই সুযোগে শহর জুড়ে পুজোর মুখে ফের হুহু করে বাড়ছে টোটো’র সংখ্যা।  ...

নুর সুলতান (কাজাখস্তান), ২২ সেপ্টেম্বর: ফাইনালে উঠে টোকিও ওলিম্পিকসের টিকিট নিশ্চিত করেছিলেন শনিবার। সেই সাফল্যের রেশ ধরেই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দীপক পুনিয়াকে ঘিরে তৈরি হয়েছিল ...

শ্রীনগর, ২২ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর কেটে গিয়েছে টানা ৪৯ দিন। এখনও থমথমে উপত্যকা। স্বাভাবিক হয়নি মানুষের জীবনযাত্রা। এই পরিস্থিতিতে অস্থায়ীভাবে সাপ্তাহিক বাজার বসল শ্রীনগরের রাস্তায়।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদ্যাশিক্ষায় বাধা-বিঘ্ন। হঠকারী সিদ্ধান্তের জন্য আফশোস বাড়তে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.১৯ টাকা ৭২.৭০ টাকা
পাউন্ড ৮৬.৪৪ টাকা ৯১.১২ টাকা
ইউরো ৭৬.২৬ টাকা ৮০.৩৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  September, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৩৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৩৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯১৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  September, 2019

দিন পঞ্জিকা

৬ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ৩২/৫১ রাত্রি ৬/৩৭। আর্দ্রা ১৫/১ দিবা ১১/২৯। সূ উ ৫/২৮/৫৭, অ ৫/২৯/৪১, অমৃতযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ৮/৪১ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ১১/৫ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৫ মধ্যে, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩০ গতে ৪/০ মধ্যে, কালরাত্রি ১০/০ গতে ১১/৩০ মধ্যে। 
৫ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, নবমী ১৯/৪৮/৫৫ দিবা ১/২৪/১৪। আর্দ্রা ৫/৩৮/১৫ দিবা ৭/৪৪/৮, সূ উ ৫/২৮/৫০, অ ৫/৩১/৩০, অমৃতযোগ দিবা ৭/৭ মধ্যে ও ৮/৪১ গতে ১১/১ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ১০/৫৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৬ মধ্যে, বারবেলা ২/৩০/৫০ গতে ৪/১/১০ মধ্যে, কালবেলা ৬/৫৯/১০ গতে ৮/১৯/৩০ মধ্যে, কালরাত্রি ১/০/৩০ গতে ১১/৩০/১০ মধ্যে। 
২৩ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বৃষ: কর্মে উন্নতি। মিথুন: কর্মদক্ষতার স্বীকৃতি প্রাপ্তি। কর্কট:  ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম১৯৩২: ...বিশদ

07:03:20 PM

নদীয়ার কলেজে বোমাবাজি, জখম ২
নদীয়ার মাজদিয়া কলেজে বোমাবাজির ঘটনা ঘটল। টিএমসিপি-এবিভিপি একে অন্যের বিরুদ্ধে ...বিশদ

06:28:00 PM

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা চন্দননগরে
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলী-চুঁচুড়া পৌরসভার ...বিশদ

06:23:18 PM

ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কেমন হচ্ছে কর্মচারীদের বেতন
ক্যাবিনেটেও অনুমোদিত হয়ে গেল ষষ্ঠ বেতন কমিশন । নতুন এই ...বিশদ

05:49:00 PM

ফায়ার লাইসেন্স ফি কমাল রাজ্য
ফায়ার লাইসেন্স ফি ৯২ শতাংশ কমিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ...বিশদ

04:54:52 PM