Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

 আজ পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন ঘিরে তৎপরতা তুঙ্গে

 সংবাদদাতা, পুরুলিয়া: দীর্ঘপ্রায় এক বছর পর আজ, বৃহস্পরিবার পুরুলিয়া জেলা পরিষদের স্থায়ী সমিতির গঠন ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। শাসক দলের কে কোন স্থায়ী সমিতির সদস্য হওয়ার সুযোগ পাবেন তা নিয়ে সদস্যদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। দ্বন্দ্ব ঠেকাতে স্থায়ী সমিতির সদস্যদের নাম আগাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। রাজ্য থেকে নামের তালিকা আসার পরই বৃহস্পতিবারই সদস্যদের তা জানানো হবে বলে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা কমিটি সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বরাবাজার পঞ্চায়েত সমিতিকে কেন্দ্র করে আদালতে মামলার জেরে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের দীর্ঘদিন পরেও জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন আটকে থাকে। ওই মামলার রায় বেরনোর পরেও কয়েকমাস আটকে যায় স্থায়ী সমিতি গঠন। বিষয়টি নিয়ে শাসকদলের সদস্যদের মধ্যেও অসন্তোষ তৈরি হতে থাকে। পুরুলিয়া জেলা পরিষদের তৃণমূলের একাধিক সদস্য তাঁদের অসন্তোষের কথা দলীয় নেতৃত্বকেও জানান। একই সঙ্গে স্থায়ী সমিতি গঠিত না হওয়ার ফলে উন্নয়নের কাজের ঠিকমতো তদারকিও সম্ভব হচ্ছিল না বলে জানান জেলা পরিষদের সদস্যরা। দীর্ঘদিন স্থায়ী সমিতিগুলি না থাকার ফলে এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের অংশগ্রহণের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে কাজের জন্য আমলাদের উপরেই নির্ভর করতে হচ্ছিল। বিষয়টি দলের সদস্যরা উধ্বর্তন নেতৃত্বকে জানানোর পরই বিষয়টি নিয়ে নড়াচড়া শুরু হয়।
স্থায়ী সমিতি গঠনের বিষয়ে তৃণমূলের পুরুলিয়া জেলার দুই পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ও মলয় ঘটকের সঙ্গে জেলা পরিষদের সদস্যদের সঙ্গে কলকাতায় আলোচনাও হয়। তবে কলকাতার ওই বৈঠকে স্থায়ী সমিতির সদস্য কারা হবেন সেই বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তৃণমূল নেতৃত্ব। পরে দলীয় পর্যবেক্ষকদের নির্দেশে এবিষয়ে জেলা তৃণমূলের নেতারা আলাদা করেও নিজেদের মধ্যেও বৈঠক করেন। তাতেও স্থায়ী সমিতির সদস্য কারা হবেন তা নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। ফলে স্থায়ী সমিতির সদস্য কারা হবেন তা দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
এবিষয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাত বলেন, আজ, বৃহস্পতিবার স্থায়ী সমিতিগুলি গঠিত হবে। রাজ্য থেকেই নামের তালিকা আসবে। তা জেলা পরিষদের সদস্যদের জানিয়ে দেওয়া হবে। স্থায়ী সমিতি নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে কোনও বিরোধ নেই।
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়া জেলা পরিষদের মোট ৩৮জন সদস্য ছাড়াও স্থায়ী সমিতির সদস্য হিসাবে ২০জন পঞ্চায়েত সমিতির সদস্য, জেলার ৯জন বিধায়ক এবং ৩ জন সংসদ সদস্যও রয়েছেন। মোট ভোটাধিকার রয়েছে ৭০জনের। মোট ৭০জনের মধ্যে যাঁদের ৩৬জন সদস্য রয়েছেন তাঁরা স্থায়ী সমিতি গঠন করতে পারবেন। পুরুলিয়া জেলা পরিষদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মোট ২৮জন জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির ১৭জন সদস্য এবং ৭জন বিধায়ক মিলিয়ে মোট সংখ্যাটা ৫২জন। তাই বৃহস্পতিবার তৃণমূলই সবকটি স্থায়ী সমিতি গঠন করবে। মোট ৯টি স্থায়ী সমিতির মধ্যে প্রতিটি স্থায়ী সমিতিতে পাঁচজন করে সদস্য নির্বাচিত হবেন। দল থেকে যে নামের তালিকা দেওয়া হবে তা দলের অন্যান্য সদস্যরা মেনে নিলে ভোটাভুটির কোনও প্রশ্নই নেই।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, পূর্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থায়ী সমিতির সদস্য কারা হবেন তা নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব রয়েছে। অভিজ্ঞ ও পুরনোদের, নাকি নতুনদের গুরুত্বপূর্ণ স্থায়ী সমিতিতে জায়গা দেওয়া হবে সেই বিষয়ে দলের কেউ মুখ খুলতে চাইছেন না। স্থায়ী সমিতির সদস্যদের মধ্যে থেকেই পরে কর্মাধ্যক্ষ নির্বাচন করা হবে বলে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে।
এবিষয়ে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, জেলা পরিষদের স্থায়ী সমিতির বিষয়ে দলীয় পদক্ষেপের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বুধবার রাতে এবিষয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) দীনেশ মণ্ডল বলেন, স্থায়ী সমিতির গঠনের বিষয়ে পঞ্চায়েত আইন অনুযায়ী সব প্রস্তুতি সারা হয়েছে।

12th  September, 2019
‘লোন উলফ’ হামলার প্রস্তুতি
নিয়েছিল আল কায়েদা জঙ্গিরা
ধরিয়ে দিল বুধবারের বৈঠকই  বাড়িতে মিলল সুড়ঙ্গ 

দেশের কোনও মেট্রো শহরে বিস্ফোরণ ঘটিয়ে অস্তিত্ব জাহির করাই ছিল লক্ষ্য। রাজনীতিবিদ সহ ১৫-২০ জনের হিট লিস্টও তৈরি। অপারেশনের ব্লুপ্রিন্ট বানাতে গত বুধবার ডোমকলে বৈঠকে বসেছিল সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিরা। সেই বৈঠকই তাদের কাল হল। রবিবার এমনই তথ্য জানা গিয়েছে এনআইএ সূত্রে। গোয়েন্দাদের দাবি, মডিউলের মাথা মুর্শিদ হাসানের নির্দেশে ডাকা হয়েছিল ওই বৈঠক। বলা হয়েছিল, বিশেষ কিছু দেখানো হবে। ধৃতরা ছাড়াও হাজির হয়েছিল আরও ১০-১৫ জন। তাদের মধ্যে জলঙ্গির এক বাসিন্দা এখনও ফেরার। বৈঠকে একটি এ কে ৪৭ রাইফেল এবং নাইন এমএম পিস্তল দেখানো হয়। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রটি বাংলাদেশ থেকে চোরাপথে এসে পৌঁছেছিল বলে অনুমান এনআইএর। গোয়েন্দা সূত্রে খবর, বৈঠকেই সিদ্ধান্ত হয় ৩-৪ জন কেরল যাবে। সেখানে সব গুছিয়ে নেওয়ার পর নয়া লক্ষ্য—দিল্লি ও কাশ্মীর। ধৃতদের স্মার্টফোন এবং ল্যাপটপ থেকে একাধিক ‘লোন উলফ’ কায়দার জঙ্গি হামলার ভিডিও উদ্ধার হয়েছে। বিগত কয়েক বছর ধরেই এই কৌশল নিয়েছে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। এই আন্তঃরাজ্য মডিউল তেমনই হামলার পরিকল্পনা করছিল। কাশ্মীরে ‘লোন উলফ’ হামলার জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির হওয়ার কথা ছিল। তার দিনক্ষণ, বিভিন্ন দফায় সেখানে কতজন যাবে, সে সবও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে। এমন কিছু গোপন কথপোকথন হাতে এসেছে এনআইয়ের। চ্যাট গ্রুপে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত লোকজনও ছিল। চলতি আর্থিক বছরে আইএসআইয়ের এক কর্তার থেকে ঘুরপথে বাংলাদেশ-মালয়েশিয়া হয়ে টাকাও এসেছে ধৃতদের কাছে। পাশাপাশি, ধৃতদের ফোন-ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়ায় সিএএ-এনআরসি আন্দোলন, ৩৭০ ধারার অবলুপ্তি, করোনা আবহে তবলিগ-ই-জামাতের সমাবেশ ইত্যাদি নিয়ে পরিকল্পিত মিথ্যা প্রচারের ভিডিও শেয়ার হয়েছে। এসবের প্রতিশোধের নাম করেই দিল্লিতে নাশকতার ছক কষে তারা। অনলাইনে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলেও খবর। 
বিশদ

৪ পুলিসকর্মী সহ দুই বর্ধমানে
আক্রান্ত আরও ১৫৩, মৃত ১ 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান, আসানসোল ও সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া থানার আইসি সহ রবিবার দুই বর্ধমানে আরও ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে পূর্ব বর্ধমানে ৮৭ জন এবং পশ্চিম বর্ধমানে ৬৬ জন রয়েছেন। এর মধ্যে দুর্গাপুর মহকুমায় ৫২ রয়েছেন।  
বিশদ

ডাইনি অপবাদে বধূকে তাড়ানোর চেষ্টা
উত্তপ্ত আউশগ্রামে পুলিসকে লক্ষ্য
করে তির, পাল্টা কাঁদানে গ্যাস 

সংবাদদাতা, গুসকরা: ফের ডাইনি অপবাদ। সেই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হল আউশগ্রামের দিগনগরে। গ্রামবাসীরা ডাইনি অপবাদ দিয়ে এক বধূকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করে। গ্রামবাসীদের হাত থেকে ওই ‘নির্যাতিতা’ বধূকে উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিস।  
বিশদ

মেদিনীপুরে জোড়াখুনের চাঞ্চল্যকর তথ্য
মদের আসরে বোনের উদ্দেশে রাজেশ
কুমন্তব্য করেছিল, দাবি অভিযুক্তের 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মদের আসরে তার বোনের উদ্দেশে খারাপ মন্তব্য করায় রাজেশ দাসকে খুন করেছে। মেদিনীপুর কোতোয়ালি থানার কেরানিচটিতে জোড়াখুনের ঘটনায় তদন্ত নেমে ধৃত বাপ্পা নায়েককে জেরা করে পুলিস একথা জানতে পেরেছে।  
বিশদ

৮৮ জন পুরোহিত সহ দুই
বর্ধমানে তৃণমূলে যোগদান বহু 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান, আসানসোল, সংবাদদাতা, কালনা ও পূর্বস্থলী: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রবিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে দুই বর্ধমানে এদিন অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।  
বিশদ

দুই মেদিনীপুরে মিছিল, সভা তৃণমূলের 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর, তমলুক ও সংবাদদাতা, কাঁথি: কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে রবিবার দুই মেদিনীপুরে রাস্তায় নেমে আন্দোলন করেন তৃণমূল কর্মীরা। 
বিশদ

মহম্মদবাজারে বুথ কর্মী সম্মেলন অনুব্রতর 

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রবিবার মহম্মদবাজারে বুথ কর্মী সম্মেলন করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন মহম্মদবাজারের কাঁইজুলি মাঠে ওই সম্মেলন হয়। চড়িচা, হিংলো, রামপুর, কাপিষ্টা ও মহম্মদবাজার অঞ্চলের বুথ কর্মীদের নিয়ে সম্মেলন করা হয়। এদিনও অনুব্রতবাবু দলের বুথ সভাপতি ও কর্মীদের কাছ থেকে দলের অবস্থান সম্পর্কে খোঁজ নেন।
বিশদ

হাইকোর্ট গঠিত কমিটির পরিদর্শনের পর বৈঠকে সিদ্ধান্ত
সমস্যার সমাধানে যৌথভাবে কাজ
করবে বিশ্বভারতী ও জেলা প্রশাসন 

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা প্রশাসন যৌথভাবে আলাপ-আলোচনা করেই যেকোনও সমস্যার সমাধান করবে। রবিবার হাইকোর্ট গঠিত কমিটি পরিদর্শনের পর বিশ্বভারতী ও জেলা প্রশাসন যৌথভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে। 
বিশদ

জেলাজুড়ে আতঙ্ক কমার চিহ্ন নেই
পূর্ব মেদিনীপুরে কুড়ি দিনে করোনায় মৃত ৪০ 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মাত্র কুড়ি দিনে পূর্ব মেদিনীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪০ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, ১ সেপ্টেম্বর জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৬৪।  
বিশদ

নাবালিকাকে ধর্ষণ, লজ্জায় বিষ খেয়ে
আত্মঘাতী মুরারইয়ে উত্তেজনা, ধৃত যুবক 

সংবাদদাতা, রামপুরহাট: ধর্ষণ হওয়ায় লজ্জায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক নাবালিকা ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনায় শনিবার রাতভর উত্তেজনার সৃষ্টি হয় মুরারই থানার মুর্শিদপাড়া গ্রামে। অভিযুক্তের বাড়িতে দফায় দফায় চড়াও হন গ্রামবাসীরা।  
বিশদ

ঝাড়গ্রামে পথ দুর্ঘটনায় কাকা
ও ভাইপোর মৃত্যু, জখম আরও ১ 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কাকা-ভাইপোর। রবিবার দুপুরে ঝাড়গ্রাম থানার বেলতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম ভান্টু সোরেন(৪৬) ও লুড়কু হাঁসদা ওরফে সহদেব(২৩)। তাঁরা সম্পর্কে কাকা ভাইপো। 
বিশদ

কুলটিতে ব্যবসায়ীর দেহ উদ্ধার
 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার কুলটি থানার নিয়ামতপুরে কুয়ো থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পবন আগরওয়াল(৬৩)। নিয়ামতপুরে তাঁর একটি আটা চাকি রয়েছে। 
বিশদ

আরামবাগে ২ জনের অস্বাভাবিক মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগে পৃথক ঘটনায় দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আরামবাগের শীতলপুরে সাপের কামড়ে কবিতা প্রামাণিকের(৬) মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘুমানোর সময় একটি বিষধর সাপ তার বাঁ পায়ে কামড়ায়। 
বিশদ

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বাঁকুড়া, পুরুলিয়া
ও আরামবাগে তৃণমূলের মিছিল 

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ ও সংবাদদাতা বিষ্ণুপুর: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগের ব্লকে ব্লকে প্রতিবাদ সভা ও মিছিল করল তৃণমূল। 
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় দলীয় সংগঠনকে শক্তিশালী করতে সঙ্গে নিতে হবে বিপ্লব মিত্রকে। কলকাতায় বৈঠকে রাজ্য নেতৃত্বের তরফ থেকে জেলা নেতৃত্বকে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  ...

লন্ডন: করোনা রুখতে কঠোর জরিমানার পথে হাঁটতে চলেছে ব্রিটেন। সেল্ফ আইসোলেশনে না থাকলে করোনা আক্রান্তকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হবে বলে শনিবার ঘোষণা করেছে বরিস জনসন সরকার।  ...

জীবানন্দ বসু, কলকাতা: রাজ্যের চটকল শ্রমিকদের নানাবিধ সমস্যা সমাধানের প্রতি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশেষ নজর দিতে চলেছে। শ্রমিকদের চাকরির স্থায়িত্ব এই শিল্পের অন্যতম এবং বহু পুরনো সমস্যা হওয়ায় আপাতত তার সমাধানকেই পাখির চোখ করেছে শ্রমদপ্তর।   ...

নয়াদিল্লি: রবিবার ডিজেলের দাম ফের কমল দেশজুড়ে। এই নিয়ে গত চার দিনে ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ১ টাকা হ্রাস পেল। এদিন দিল্লিতে ডিজেলের দাম ২৪ পয়সা কমে হয়েছে ৭১ টাকা ৫৮ পয়সা।  ...
আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
 • aries
 • taurus
 • gemini
 • cancer
 • leo
 • virgo
 • libra
 • scorpio
 • sagittorius
 • capricorn
 • aquarius
 • pisces
aries

সম্পত্তিজনিত মামলা-মোকদ্দমায় জটিলতা বৃদ্ধি। শরীর-স্বাস্থ্য দুর্বল হতে পারে। বিদ্যাশিক্ষায় বাধাবিঘ্ন। হঠাকারী সিদ্ধান্তের জন্য আপশোস বাড়তে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক শান্তি দিবস
১৮৬৬: ব্রিটিশ সাংবাদিক, ঐতিহাসিক ও লেখক এইচ জি ওয়েলসের জন্ম
১৯৩৪: জাপানের হনসুতে টাইফুনের তাণ্ডব, মৃত ৩ হাজার ৩৬ জন
১৯৪৭: মার্কিন লেখক স্টিফেন কিংয়ের জন্ম
১৯৭৯: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলের জন্ম
১৯৮০: অভিনেত্রী করিনা কাপুর খানের জন্ম
১৯৮১: অভিনেত্রী রিমি সেনের জন্ম
১৯৯৩: সংবিধানকে অস্বীকার করে রাশিয়ায় সাংবিধানিক সংকট তৈরি করলেন তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন
২০০৭: রিজওয়ানুর রহমানের মৃত্যু
২০১৩: কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়েস্ট গেট শপিং মলে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে ৬৭ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৩.৫৫ টাকা ৯৬.৯১ টাকা
ইউরো ৮৫.১০ টাকা ৮৮.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
19th  September, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,৩৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,৭৪০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৮৪০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
20th  September, 2020

দিন পঞ্জিকা

৫ আশ্বিন ১৪২৭, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, পঞ্চমী ৪৫/৩৬ রাত্রি ১১/৪৩। বিশাখানক্ষত্র ৩৮/২১ রাত্রি ৮/৪৯। সূর্যোদয় ৫/২৮/৩৬, সূর্যাস্ত ৫/৩০/৫৪। অমৃতযোগ দিবা
৭/৪ মধ্যে পুনঃ ৮/৪১ গতে ১১/৬ মধ্যে। রাত্রি ৭/৫৫ গতে ১১/৬ মধ্যে পুনঃ ২/১৭ গতে ৩/৫ মধ্যে। বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ২/৩০ গতে ৪/০ মধ্যে। কালরাত্রি ১০/০ গতে ১১/৩০ মধ্যে।  
৪ আশ্বিন ১৪২৭, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, চতুর্থী দিবা ৭/৩৭ পরে পঞ্চমী শেষরাত্রি ৫/১৭। বিশাখানক্ষত্র রাত্রি ৩/১। সূর্যোদয় ৫/২৮, সূর্যাস্ত ৫/৩৩। অমৃতযোগ দিবা ৭/৭ মধ্যে ও ৮/৪১ গতে ১১/১ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ১০/৫৯ মধ্যে ও ২/১৭ গতে ৩/৬ মধ্যে। কালবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে ও ২/৩২ গতে ৪/২ মধ্যে। কালরাত্রি ১০/১ গতে ১১/৩১ মধ্যে।  
মোসলেম: ৩ শফর। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
গর্ভের সন্তান ছেলে কি না জানতে স্ত্রীর পেট কাটল যুবক, গ্রেপ্তার 
পুরুষতান্ত্রিক মানসিকতার আরও এক ঘৃণ্য নজির সৃষ্টি করল উত্তরপ্রদেশের বুদানের ...বিশদ

10:40:05 AM

আরও ২ জঙ্গির খোঁজ পেল এনআইএ
ধৃত আল-কায়েদা জঙ্গিদের জেরা করে মুর্শিদাবাদে আরও ২ জঙ্গির খোঁজ ...বিশদ

10:34:45 AM

করোনা: সুস্থতার নিরিখে শীর্ষে ভারত 
করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার নিরিখে বিশ্বে শীর্ষ স্থানে ভারত। দেশে ...বিশদ

10:30:55 AM

ডেরেক-দোলা সহ ৮ সাংসদ সাসপেন্ড
ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন সহ ৮ জন সংসদ সদস্যকে আগামী ...বিশদ

09:43:00 AM

হাতি সাফারি আপাতত বন্ধ থাকবে 
কোভিড-১৯ আবহে জঙ্গল খোলার ১৫ দিন পর রিভিউ মিটিংয়ে পরিস্থিতি ...বিশদ

09:33:21 AM

নজরুল তীর্থের ওপেন এয়ার থিয়েটার খুলছে 
স্থানীয় বাসিন্দাদের জন্য সুখবর দিচ্ছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। লকডাউন ...বিশদ

09:33:05 AM