ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
দুর্ঘটনার পর সেখানকার হোটেলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। পরে গভীর রাতে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দুর্ঘটনার খবর শুনে রবিবার সকাল থেকেই বিজেপির নেতৃত্ব ও কর্মীরা হাসপাতালে দেখতে যান। বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, জেলাস্তরের নেতা কালোসোনা মণ্ডল প্রমুখ হাসপাতালে গিয়ে দেখে আসেন। তবে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তিনি জানিয়েছেন। কাঁধ ও বাঁ পায়ে চোট রয়েছে। হেলমেট ছিল বলে মাথায় আঘাত লাগেনি।
বিজেপির জেলা সভাপতি শ্যামাপদবাবু বলেন, এদিন দুধকুমারবাবুর দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখে এসেছি। খুব বেশি চোট পাননি তিনি। তবে, ঘটনাটি দুর্ভাগ্যজনক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। সিউড়ি হাসপাতালের চিকিৎসক দেবাশিস দেবাংশি বলেন, দুধকুমারবাবুর বুকে, হাতে ও পায়ে চোট লেগেছিল। প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে।