কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় মানসিক অস্থিরতা থাকবে। ... বিশদ
বুধবার সকালে উদ্বোধনের আগে থেকেই খেলার মাঠে মানুষজন জড়ো হন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে হাজির ছিলেন স্থানীয় বিডিও বীরুপাক্ষ মিত্র, বেলডাঙা থানার ওসি জামালুদ্দিন মণ্ডলও। ওসি বলেন, মানুষ খেলার প্রতি ঝুঁকলে এলাকায় হিংসার ঘটনা কমে। আইনশৃঙ্খলা হাতে রাখতে পুলিসের কাজ অনেক সহজ হয়।
স্থানীয়, জেলা ও মালদহ, নদীয়া, দুই ২৪পরগনা থেকে থেকে দল নিয়ে এসেছে সেখানকার সেরা ক্লাবগুলি। এদিন সকালে মাঠ ভর্তি লোকজন উংসাহের সঙ্গে কাবাডি খেলা উপভোগ করেন। একদিনের নক আউট পর্যায়ের এই খেলা ফ্লাড লাইটে রাত পর্যন্ত চলে। প্রথম ও দ্বিতীয় হওয়া দলকে ট্রফির সঙ্গে যথাক্রমে নগদ ১৫ ও ১০হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, হারিয়ে যাওয়া খেলা ফিরিয়ে আনায় উদ্যোক্তাদের ধন্যবাদ। খেলার অন্যতম উদ্যোক্তা ওবাইদুর মোল্লা বলেন, মানুষের উংসাহ দেখে আমরা আপ্লুত। এই খেলাই এলাকার মানুষের পরিচয় বদলে দেবে।