কোনও কিছুতে বিনিয়োগের ক্ষেত্রে ভাববেন। শত্রুতার অবসান হবে। গুরুজনদের কথা মানা দরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুফল ... বিশদ
প্রসঙ্গত, ভাইরাল হওয়ার পর এটাই হবে রানু মণ্ডলের প্রথম কোনও মঞ্চের অনুষ্ঠান। রানুদেবীর গলায় মঞ্চ থেকে গান শুনতে অধীর আগ্রহে শ্রোতারাও। তাঁর এক প্রতিবেশী তপন দাস বলেন, রানুদেবীকে আমরা বুধবার দুপুর ১২টার সময় বিডিও অফিসে নিয়ে যাব।
কয়েক সপ্তাহ আগে রানু মণ্ডলের গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপর থেকেই তিনি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন। ইতিমধ্যেই বেশ কয়েকবার কলকাতার কয়েকটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এসেছেন। মাঝেমধ্যেই বাড়িতে সাংবাদিকদের আনাগোনা চলছে। স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকেও বহু মানুষ ভিড় করছেন রানুদেবীর বাড়িতে। কারও আবদারে দু-এক লাইন গানও শোনাচ্ছেন তিনি। শ্রোতারা গান শুনে তাঁকে উপহার থেকে খাবার দিচ্ছেন। এইসব নিয়ে বেজায় খুশি রানু মণ্ডল।