Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

 কৃষ্ণনগরে স্নান যাত্রা উৎসব। নিজস্ব চিত্র

পুরুলিয়া পুরসভা
রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে কার্যত কোণঠাসা দলবদলে ইচ্ছুক তৃণমূল কাউন্সিলাররা 

সংবাদদাতা, পুরুলিয়া: রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে পুরুলিয়া পুরসভার দলবদল করতে ইচ্ছুক শাসকদলের কাউন্সিলাররা কার্যত কোণঠাসা। পুরবোর্ড ভাঙা তো দূরের কথা, দলবদল করতে ইচ্ছুকদের সংখ্যা একধাক্কায় কমে যাওয়ায় এবং গেরুয়া শিবিরে গিয়েও গুরুত্ব হারানোর আশঙ্কায় মেপে পা ফেলতে চাইছেন তৃণমূল কাউন্সিলাররা। অন্যদিকে, বোর্ডের ভাঙন আপাতত আটকাতে পেরে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির পুরুলিয়া শহরে নিজেদের সংগঠনকে ঘুরে দাঁড় করানোর কাজ শুরু করেছে।
প্রসঙ্গত, লোকসভা ভোটে পুরুলিয়া পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ২০টিতেই বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল। পুরসভায় ক্ষমতায় থাকার পরেও দলের এই ভরাডুবির পর নিজেদের পিঠ বাঁচাতে একাধিক কাউন্সিলার গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এমনকী, দলবদল করতে ইচ্ছুক তৃণমূল কাউন্সিলাদের কথা অনুযায়ী, পুরবোর্ড ভেঙে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে তড়িঘড়ি তৎপর হয় তৃণমূলের রাজ্য ও জেলা নেতৃত্ব। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী মলয় ঘটক পুরুলিয়ায় এসে জেলা নেতৃত্বের উপস্থিতিতে কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে কাউন্সিলাদের একাংশ তাঁদের ক্ষোভ উগরে দেন। পুরসভার চেয়ারম্যান এবং দলের জেলা ও রাজ্য নেতৃত্বের কাজকর্মের বিষয়েও একাধিক অভিযোগ করেন শাসকদলের কাউন্সিলাররা। যদিও ওই বৈঠকের পর মলয়বাবুর পরামর্শ মতো অধিকাংশ কাউন্সিলার দলের প্রতি আস্থা রেখে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলেন।
বৈঠকে মলয়বাবু কাউন্সিলারদের একাধিক দাবি রাজ্য নেতৃত্বেকে জানিয়ে তা মিটিয়ে দেওয়ার আশ্বাসও দেন। ওই বৈঠকের পরই কার্যত কোণঠাসা হয়ে পড়েছে দলবদল করতে ইচ্ছুক কাউন্সিলাররা। বৈঠকের পরই দলবদল করতে ইচ্ছুক এক কাউন্সিলারের জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর প্রতিবাদ করার ছবিও ফুটে উঠেছিল। শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি দল বদলের বিষয়ে সবচেয়ে বেশি উদ্যোগী হয়েছিলেন পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিভাস রঞ্জনদাস। আগে কংগ্রেসে থাকলেও গত বিধানসভা ভোটের সময় বিভাসবাবু তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটের ফলাফল বেরনোর পরই বিভাসবাবু জানিয়ে ছিলেন, পুরসভার অধিকাংশ কাউন্সিলার অন্য চিন্তাভাবনা করছেন। জুনের প্রথম সপ্তাহের মধ্যে নিজেদের মধ্যে বৈঠক করে দলবদলের কথা জানানো হবে। যদিও ওই বৈঠকের দিনক্ষণ একাধিকবার পরিবর্তিত হলেও শাসকদলের অধিকাংশ কাউন্সিলারকে নিয়ে দলের অমতে ওই বৈঠক এখনও পর্যন্ত হয়নি। এমনকী, মলয়বাবুর বৈঠকের পরই বিভাসবাবু সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, পুরুলিয়া শহরে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর আর কোনও সম্ভাবনা নেই। অন্য চিন্তাভাবনা একমাত্র বিকল্প পথ।
পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে লোকসভা ভোটে খারাপ ফলাফলের পর অনেকেই দল বদল করে গেরুয়া শিবিরে নাম লেখানোর চিন্তাভাবনা করলেও পরে তাঁরা নিজেদের মত পরিবর্তন করেন। এবিষয়ে তৃণমূল কাউন্সিলার বিভাসরঞ্জন দাস বলেন, কোণঠাসা হওয়ার কোনও বিষয় নেই। কোণঠাসা কেন হতে যাব? আমরা যাওয়ার পর অনেকেই লাইন দেবে। তাছাড়া এখনও অনেকেই প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছে। অন্য দলের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে কথা চলছে। কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সময় দিতে পারেননি। তাঁদের সময় মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বোর্ড ভাঙার ক্ষমতা তো আমাদের এখনও রয়েছে। কিন্তু, ঋণে জরাজীর্ণ পুরবোর্ডের দায় এখন আমরা মাত্র কয়েকমাসের জন্য নিতে চাইছি না। এদিকে, পুরবোর্ড ভাঙার কথা মুখে বললেও কাদের নিয়ে সেই সংখ্যা হবে তা বলতে পারেননি বিভাসবাবু।
এবিষয়ে পুরুলিয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, শহরের মানুষ আর তৃণমূল দলটাকে পছন্দ করছে না। কে অন্য দলে যাবে, না যাবে সেটা তাঁদের নিজেদের বিষয়। কাউকে তো আর পায়ে ধরে একসঙ্গে যাওয়ার জন্য ডাকতে পরব না। প্রয়োজনে একা যাব।
এবিষয়ে তৃণমূলের পুরুলিয়া শহর সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান বৈদ্যনাথ মণ্ডল বলেন, বিজেপি একটা হাওয়া ছড়িয়ে দিয়ে তৃণমূল কর্মী ও কাউন্সিলারদের দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু, দু’একজন যাওয়ার কথা ভাবলেও সিংহভাগ কাউন্সিলার তৃণমূলেই থাকবেন।
এবিষয়ে বিজেপির পুরুলিয়া শহর সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, এখন তো অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। তবে যেই দলে আসুন না কেন তাঁকে দলের আদর্শ মেনেই আসতে হবে। তাছাড়া বাছাই করেই দলে নেওয়া হবে। 

বর্ধমানে বিজেপির পার্টি অফিসে
গোষ্ঠীদ্বন্দ্ব, গুলি, উত্তেজনা

 বিএনএ, বর্ধমান: সোমবার রাতে বর্ধমান শহরে ডিভিসি মোড়ে বিজেপি-র জেলা কার্যালয়ের সামনে দলের দুই গোষ্ঠীর মারামারির সময় গুলি চলায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, যুব নেতা শ্যামল রায়ের অনুগামীদের সঙ্গে সদ্য দলে যোগ দেওয়া খোকন সেনের লোকজনের লড়াইয়ের জেরেই এদিনের ঘটনা।
বিশদ

দুই বর্ধমানের বিভিন্ন মহকুমা হাসপাতালে আউটডোর বন্ধ থাকায় দুর্ভোগ

 বাংলা ঩নিউজ এজেন্সি: এনআরএস কাণ্ডের জেরে সোমবার দুই বর্ধমানের বিভিন্ন মহকুমা হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ থাকায় রোগীদের দুর্ভোগে পড়তে। তবে কয়েক জায়গায় আউটডোর বন্ধ থাকলেও বাইরে প্যান্ডেল খাটিয়ে চিকিৎসা করেছেন চিকিৎসকরা।
বিশদ

মেদিনীপুর মেডিক্যালেও পরিষেবা স্বাভাবিক হতে চলেছে 

বিএনএ, মেদিনীপুর: আজ, মঙ্গলবার থেকে পরিষেবা স্বাভাবিক হতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেও। রোগীর পরিজন থেকে শুরু করে সকলেই সেই আশায় বুক বাঁধছেন।  
বিশদ

দুবরাজপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ 

বিএনএ, সিউড়ি: সোমবার দুবরাজপুর থানার খোসনগরে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, ব্যাঙ্কে টাকা তুলতে যাওয়ার সময় পদুমা পঞ্চায়েতের খোসনগরের বাসিন্দা মঙ্গল বাউরিকে একা পেয়ে তৃণমূল কর্মীরা ব্যাপক মারধর করে।  
বিশদ

আজ হাসপাতালগুলিতে আউটডোর সহ সবরকম পরিষেবা স্বাভাবিক হচ্ছে 

বিএনএ, সিউড়ি: সোমবার জেলার সরকারি হাসপাতালগুলিতে আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও আজ, মঙ্গলবার থেকে সব স্বাভাবিক হচ্ছে বলে চিকিৎসক মহল জানিয়েছে। তবে, সোমবার আউটডোরে না বসলেও তার সামনেই ঩চেয়ার-টেবিল নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করতে দেখা যায় চিকিৎসকদের।  
বিশদ

হামবড়া ভাব ঝেড়ে ফেলুন, কর্মীদের বার্তা স্বপন দেবনাথের 

সংবাদদাতা, কালনা: হামবড়া ভাব ঝেড়ে ফেলুন। দল দায়িত্ব দিয়েছে বলে আমিই সব। এই আমিত্ব থেকে বেরিয়ে আসুন। সোমবার কালনা-১ ব্লকের দলের বুথভিত্তিক পর্যালোচনা ও কর্মী সম্মেলনে কর্মীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ।  
বিশদ

ডোমকলের কুচিয়ামোড়ার ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেপ্তার
বাড়ির ছাদ ও পাট খেত থেকে নাগাড়ে গুলি চালিয়ে তৃণমূল
কর্মীদের ঝাঁঝরা করা হয়েছিল, অনুমান পুলিসের 

বিএনএ, বহরমপুর: ডোমকল থানার কুচিয়ামোড়ায় বাড়ির ছাদ ও পাট খেত থেকে এক নাগাড়ে গুলি চালিয়ে তৃণমূল কর্মীদের ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। ঘটনার পর প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিস। তারা তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে।  
বিশদ

সুতাহাটায় মহিলার সাহসিকতায় ধরা পড়ল এটিএম প্রতারকদের চক্র 

সংবাদদাতা, হলদিয়া: এক মহিলার সাহসিকতায় সোমবার সুতাহাটার চৈতন্যপুরে ধরা পড়ল এটিএম প্রতারকদের চক্র। ওই সাহসী মহিলা বুদ্ধিমত্তার সঙ্গে একাই ধরে ফেললেন এটিএম প্রতারকদের মূল পাণ্ডাকে। তারপর স্থানীয় মানুষজনের সহযোগিতায় তাকে তুলে দিলেন সুতাহাটা থানার পুলিসের হাতে।  
বিশদ

উপনির্বাচন পর্যন্ত খড়্গপুরের প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষক, জানালেন শুভেন্দু 

সংবাদদাতা, খড়্গপুর: আগামী বিধানসভা উপনির্বাচন পর্যন্ত খড়্গপুর শহরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল পর্যবেক্ষক নিয়োগ করবে। জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাদের পর্যবেক্ষক করা হবে। রবিবার রাতে খড়্গপুর শহরে দলের নিচুতলার কর্মীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়ে দিয়ে যান দলের পর্যবেক্ষক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারী। 
বিশদ

শান্তিনিকেতনে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার 

সংবাদদাতা, শান্তিনিকেতন: সোমবার শান্তিনিকেতন থানার শ্যামবাটির সুভাষ পল্লিতে শ্বশুরবাড়িতে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম প্রশান্ত দাস(৪০)। জানা গিয়েছে, তাঁর বাড়ি নানুর থানার দাসকল গ্রামে। এদিন তাঁর মৃতদেহ দেখতে পেয়ে শান্তিনিকেতন থানায় খবর দেওয়া হয়।  
বিশদ

আসানসোলে এক সপ্তাহে ৬টি দেহ উদ্ধার, নেপথ্যে কি সিরিয়াল কিলার? ধন্দে পুলিস 

বিএনএ, আসানসোল: আসানসোলের বিভিন্ন এলাকায় এক সপ্তাহে ছ’টি দেহ উদ্ধারের পিছনে কি কোনও সিরিয়াল কিলারের যোগ রয়েছে? তা নিয়ে রীতিমতো ধন্দে পড়েছেন পুলিস আধিকারিকরা। জানা গিয়েছে, এর আগেও অণ্ডাল, রানিগঞ্জ ও জামুড়িয়া সহ বিভিন্ন জায়গায় অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার হয়েছে।  
বিশদ

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উচ্ছ্বাসে মাতলেন জুনিয়র ডাক্তাররা 

বিএনএ, বহরমপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর উচ্ছ্বাসে মাতলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সোমবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করেন।  
বিশদ

এগরায় মাওবাদী পরিচয় দিয়ে তৃণমূল নেতাকে হুমকি চিঠি 

সংবাদদাতা, কাঁথি: মাওবাদী পরিচয় দিয়ে তৃণমূলের নেতাকে ডাকযোগে হুমকি চিঠি পাঠানোকে কেন্দ্র করে এগরা-১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই নেতা হলেন জুমকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উদয়শঙ্কর সর। তিনি জুমকি অঞ্চল সভাপতির পদেও রয়েছেন। 
বিশদ

নবান্নে বৈঠকের পর মিষ্টিমুখ আন্দোলনকারীদের
সন্ধ্যায় বর্ধমান মেডিক্যালে কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা 

শ্রীকান্ত পড়্যা, বর্ধমান, বিএনএ: সোমবার নবান্নে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকের পর সন্ধ্যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ইউএসজি রুম লাগোয়া অবস্থান মঞ্চ থেকে সরাসরি নবান্নের বৈঠকের দিকে নজর রাখতে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। বৈঠক শেষ হতেই আনন্দে ফেটে পড়েন আন্দোলনরত পড়ুয়ারা। মিষ্টি এনে পরস্পরকে খাইয়ে দেন তাঁরা।  
বিশদ

Pages: 12345

একনজরে
  ফিলাডেলফিয়া ও লোয়া, ১৭ জুন (এপি): মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। পার্টি চলাকালীন ফিলাডেলফিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার। জখম হয়েছে আরও ৮ জন। রবিবার রাত সাড়ে ১০টার কিছুটা আগে সাউথ সেভেনটি স্ট্রিট এবং রিড বার্ড স্ট্রিটের কাছে ...

 রিও ডি জেনেইরো, ১৭ জুন: কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়ার চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করেছে ব্রাজিল। বুধবার সকালে (ভারতীয় সময়) গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ...

 সৌম্যজিৎ সাহা  কলকাতা: রাজ্যে ক্রমশ কমছে ইঞ্জিনিয়ারিংয়ের আসন। গতবার যেখানে ৩১ হাজারের বেশি আসন ছিল, এবার তা আরও কমে হয়েছে ২৯ হাজার ৬৫৯টি আসন। প্রাথমিক হিসেবে এই তথ্য মিলেছে। যদিও এখনও দু’টি কলেজ এবং কয়েকটি বিষয়ের আসন যুক্ত হওয়ার ...

  চেন্নাই, ১৭ জুন: তামিলনাড়ু পুলিসের এক সাব-ইন্সপেক্টরের বিশেষ রিপোর্টের ভিত্তিতে তিন আইএস সমর্থনকারীকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী শাখা (এনআইএ)। ওই তিনজন কোয়েম্বাটোরের বিভিন্ন ধর্মীয়স্থানে আত্মঘাতী হামলার ছক করেছিল বলে পুলিসের দাবি। ধৃতদের নাম মহম্মদ হুসেন, শাহজাহান এবং শেখ সইফুল্লা। ...
আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
 • aries
 • taurus
 • gemini
 • cancer
 • leo
 • virgo
 • libra
 • scorpio
 • sagittorius
 • capricorn
 • aquarius
 • pisces
aries

উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু
১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু
২০০৫- ক্রিকেটার মুস্তাক আলির মৃত্যু
২০০৯- প্রখ্যাত সরোদ শিল্পী আলি আকবর খানের মৃত্যু  ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৯ টাকা ৭০.৬৮ টাকা
পাউন্ড ৮৬.৩৪ টাকা ৮৯.৫৫ টাকা
ইউরো ৭৬.৭৯ টাকা ৭৯.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,০৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ আষা‌ঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২৩/৫৮ দিবা ২/৩১। মূলা ১৭/১৬ দিবা ১১/৫০। সূ উ ৪/৫৬/০, অ ৬/১৮/৫৪, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে ৪/৩১ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ২/৬ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৭ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৩৯ গতে ৮/৫৮ মধ্যে। 
২ আষাঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২২/২২/৩৮ দিবা ১/৫২/৩৩। মূলানক্ষত্র ১৭/২৭/২৯ দিবা ১১/৫৪/৩০, সূ উ ৪/৫৫/৩০, অ ৬/২১/২৮, অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে ও ৯/২৭ গতে ১২/৮ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/২ গতে ২/৯ মধ্যে, বারবেলা ৬/৩৬/১৫ গতে ৮/১৬/৫৯ মধ্যে, কালবেলা ১/১৯/১৩ গতে ২/৫৯/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৪০/৪৩ গতে ২/৫৯/৫৯ মধ্যে। 
মোসলেম: ১৪ শওয়াল 
এই মুহূর্তে
বিশ্বকাপ: আফগানিস্তানকে ১৫০ রানে হারাল ইংল্যান্ড

10:48:34 PM

স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা, চালু কলকাতা পুলিসের হেল্প লাইন 
গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যার ...বিশদ

09:48:24 PM

বিশ্বকাপ: আফগানিস্তান ৮৬/২ (২০ ওভার) 

08:17:00 PM

দার্জিলিং পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার 

08:08:39 PM

জাপানে বড়সড় ভূমিকম্প, মাত্রা ৬.৫, জারি সুনামি সতর্কতা 

07:34:58 PM

বিশ্বকাপ: আফগানিস্তান ৪৮/১ (১০ ওভার) 

07:05:00 PM