প্রেম-প্রণয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। কারও কথায় মর্মাহত হতে হবে। ব্যবসায় যুক্ত হওয়া যেতে পারে। কর্মে সুনাম ... বিশদ
সম্প্রতি ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বেআইনি খাদানগুলি বন্ধ করুন। এর ফলে নদীর সর্বনাশ হয়ে যাচ্ছে। এদিন জেলাশাসক আচমকা খাদন পরিদর্শন করতে যান গোপীবল্লভপুর এলাকায়। সঙ্গে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ছিলেন। গোপীবল্লভপুর-২ ব্লকের সুবর্ণরেখা নদীতীরে বেলিয়াবেড়া, ভাটপাড়া মৌজায় পাঁচটি বালি খাদান পরিদর্শন করেন জেলাশাসক। বৈধ খাদানগুলি সবুজ রং ও অবৈধ খাদানগুলিকে লাল রং করে বোর্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। জেলাশসক আয়েষা রানি এ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল অবৈধ খাদান বন্ধ করতে হবে। অবৈধ খাদান বন্ধের প্রক্রিয়া আগে থেকে চলছিল। অবৈধ ও বৈধ খাদানের সীমানা চিহ্নিতকরণ নিয়ে একটা সমস্যা রয়েছে। সেগুলি দেখতে গিয়েছিলাম। সীমানা খুঁটি ও বোর্ড লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিছু জায়গায় অবৈধভাবে বালি তুলছিল, সেগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।