সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, আমাদের ব্লাড ব্যাঙ্কের কাজ চলছে। কাজ সম্পন্ন হলেই লাইসেন্স রিনিউয়ালের জন্য আবেদন জানানো হবে।
দেশজুড়ে ১৯ টি রাজ্যের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের দুটি জেলাকে পরিদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে। মালদহের সঙ্গে এই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। গত তিনদিন ধরে মালদহ জেলার চাঁচল, বামনগোলা সহ একাধিক গ্রামীণ ও ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের প্রতিনিধি দল। বৃহস্পতিবার শেষদিনে তারা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করে। এদিন দলটি ব্লাড ব্যাঙ্ক, শিশু বিভাগ, মাতৃমা কমিউনিটি মেডিসিন, এসএনসিইউ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখে।
কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক আস্থা শ্রীবাস্তব বলেন, কমন রিভিউ মিশন চলছে। এটা প্রতিবছর হয়। এবছর দেশের ১৯ টি রাজ্যে এই পরিদর্শন চলছে। এই জেলার স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ব্লাড ব্যাঙ্ক পরিদর্শনের সময় লাইসেন্সের বিষয়টি নজরে আসে প্রতিনিধি দলের সদস্যদের। তাঁরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চান, কেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স রিনিউয়াল করা হয়নি। উত্তরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়, ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় জায়গা নেই। নির্মাণ কাজ চলছে। কাজ সম্পন্ন হয়ে গেলেই ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স রিনিউয়ালের জন্য আবেদন করা হবে।
ব্লাড ব্যাঙ্কের পাশাপাশি মেডিক্যাল কলেজের মেডিসিন স্টোর নিয়েও উষ্মা প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে কেন্দ্রীয় দলের তরফে স্টোর ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে বলা হয়। স্টোরের সঠিক তাপমাত্রা বজায় রাখতে এবং ওষুধগুলিকে গুছিয়ে ভালোভাবে রাখতে বলা হয়।