Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

এবার লকডাউন রায়গঞ্জ সহ বহু এলাকায় 

সংবাদদাত, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়াল ৩০টি। জেলার বিভিন্ন অংশে থাকা ওই কনটেইনমেন্ট জোনগুলোতে লকডাউন শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে। ৩০ টি কনটেইনমেন্ট জোনের মধ্যে নয়টি রায়গঞ্জ মহকুমায় রয়েছে এবং বাকি ২১টি জোন ইসলামপুর মহকুমার মধ্যে পড়েছে। সবচেয়ে বেশি কনটেইনমেন্ট জোন পড়েছে ডালখোলা পুরসভা এলাকায়। বর্তমানে আইসিএমআর’র নির্দেশ অনুযায়ী ওইসব এলাকায় লকডাউন বলবৎ করা হচ্ছে। প্রশাসন, পুলিস এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সমস্ত বিষয়টিতে নজরদারি রাখবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইটে ওই ৩০টি কনটেইনমেন্ট জোন চিহ্নিত করে তালিকা আপলোড করা হয়ে গিয়েছে।
এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, আমরা সরকারি নির্দেশিকা মেনেই ব্যবস্থা নিচ্ছি। জেলার প্রতিটি কন্টেইনমেন্ট জোনে আমাদের কড়া নজরদারি থাকবে। গোটা জেলাজুড়েই আমাদের আধিকারিকরা লকডাউন সফল করার জন্য কাজ করছেন।
পাশাপাশি রা‌য়গঞ্জ পুলিস জেলার তরফে জানানো হয়েছে, বিশেষ প্রয়োজনে বাইরে বের হওয়া যেতে পারে। কিন্তু বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ মাস্ক ব্যবহার না করলে কড়া ব্যবস্থা নেবে পুলিস।
এবিষয়ে রায়গঞ্জ পুলিস জেলার এসপি সুমিত কুমার বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী যে সব এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেসব জায়গায় পুলিস-প্রশাসনের তরফ থেকে টহলদারি চালানো হচ্ছে। মানুষকে সুরক্ষিত রাখতে যা যা পদক্ষেপ নেওয়া উচিত, আমরা সবকিছুই করব। আমরা একেবারে প্রথম দিন থেকেই মাস্ক ব্যবহার করার জন্য সকলকে সচেতন করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে মাস্ক ব্যবহার করেন সেজন্য আমরা অনেক বার অনুরোধও করেছি। এবার কেউ মাস্ক ব্যবহার না করলে কড়া পদক্ষেপ নেবে রায়গঞ্জ জেলা পুলিস।
উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে যে কন্টেইনমেন্ট জোনগুলিকে চিহ্নিত করা হয়েছে, সেই তালিকায় ডালখোলা পুরসভা এলাকার ১৬টি, রায়গঞ্জ পুরসভা এলাকার দু’টি কন্টেইনমেন্ট জোন রয়েছে। ডালখোলা পুর এলাকার ৭, ৮, ৯, ১০, ১১, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের কিছু কিছু অংশ এবং রায়গঞ্জ পুরসভার ১১ ও ১৬ নম্বর ওয়ার্ডের কিছু অংশ কন্টেইনমেন্টে জোনের আওতায় পড়েছে। কালিয়াগঞ্জ পুরসভা ও ইসলামপুর পুরসভা এলাকায় কোনও কন্টেইনমেন্ট জোন নেই। তবে রায়গঞ্জ মহকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও সাতটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডালখোলা পুরসভা এলাকাকে বাদ দিয়ে ইসলামপুর মহকুমার গ্রাম পঞ্চায়েত থেকে আরও পাঁচটি এলাকাকে কন্টেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে।
এদিন রাজ্য সরকারের এগিয়ে বাংলা পোর্টাল থেকে প্রাপ্ত নির্দেশিকা অনুযায়ী এই সকল এলাকা এবং তার সংশ্লিষ্ট বাফার জোনকে পুরোপুরিভাবে কনটেইনমেন্ট জোনের আওতায় ফেলা হয়েছে। সেই জায়গাগুলিতে যাতে বাইরে থেকে কোনওভাবেই কেউ প্রবেশ না করতে পারে তার জন্য পোক্ত ব্যবস্থা করেছে পুলিস প্রশাসন। রায়গঞ্জ পুলিস জেলার অন্তর্গত কন্টেইনমেন্ট জোনগুলিতে বাইরের লোকেদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি বাসিন্দার মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করতে উদ্যোগী রায়গঞ্জ পুলিস জেলা। রায়গঞ্জ থানা সহ প্রতিটি থানাকেই এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। রায়গঞ্জ পুলিস জেলার অন্তর্গত করণদিঘি, রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানার পুলিস আধিকারিকদেরও কড়া নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

গৌড়বঙ্গে করোনা
আক্রান্ত ছাড়াল ১৫০০ 

নিজস্ব প্রতিনিধি, মালদহ এবং সংবাদদাতা, বালুরঘাট ও রায়গঞ্জ: গৌড়বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল। এরমধ্যে কেবল মালদহেই ৯৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৪৫ ও ২৭৭ জন।  গৌড়বঙ্গের তিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬৭ জন। এদিন দক্ষিণ দিনাজপুরে আক্রান্তদের মধ্যে এক বিধায়কও রয়েছেন। বিশদ

বালুরঘাটে শোরুম কর্মী ও সাফাইকর্মীদের থেকে
আক্রান্ত আরও চার, তহবাজারেও করোনার হানা 

সংবাদদাতা, বালুরঘাট: আগেই করোনাতে আক্রান্ত হয়েছিলেন বালুরঘাট শহরের বাইকের একটি শোরুমের এক কর্মী। এবার সেই শোরুমের আরও এক কর্মী এবং সেখানে আসা এক ক্রেতার করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এল। অনুমান করা হচ্ছে, করোনা আক্রান্ত সেই কর্মীর সংস্পর্শে এসেই পরবর্তী দু’জন আক্রান্ত হয়েছেন।   বিশদ

কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল দক্ষিণ দিনাজপুরে,
বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে প্রশাসন 

সংবাদদাতা, বালুরঘাট: বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে কন্টেইনমেন্ট জোনের গাইডলাইন প্রকাশ করলেন জেলাশাসক নিখিল নির্মল। এদিনের তালিকায় বাড়ানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। জেলার তিনটি শহরের একাধিক ওয়ার্ড ও বংশীহারি ব্লক বাদ দিয়ে বাকি সাতটি ব্লকের বেশ কিছু গ্রামকে চিহ্নিত করা হয়েছে।  বিশদ

শিলিগুড়িতে টোটোয়
উঠলেই দ্বিগুণ ভাড়া 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে টোটোয় চাপলেই এখন ২০ টাকা ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ প্রায় আড়াই মাস লকডাউন চলার পর আনলক পর্বে যানবাহন চলাচল স্বাভাবিক হতেই এভাবেই দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।   বিশদ

বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ
লকডাউনের মধ্যেই বাড়াতে হবে বেতন, লাগবে
পিপিই, কাজ বন্ধের হুমকি সাফাইকর্মীদের 

সংবাদদাতা, পতিরাম: লকডাউনের মধ্যে ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাই বেতন বৃদ্ধির দাবি তুললেন বালুরঘাট পুরসভার সাফাইকর্মীরা। বৃহস্পতিবার বেতন বৃদ্ধি, পিপিই কিট সহ একাধিক দাবিতে বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন তাঁরা।   বিশদ

পরীক্ষা বাতিলের দাবিতে ধূপগুড়ি কলেজে পড়ুয়াদের অবস্থান 

সংবাদদাতা, ময়নাগুড়ি: করোনার জেরে কলেজে পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করলেন ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। দাবি পূরণ না হলে তাঁরা বৃহৎ আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।  বিশদ

ডালখোলায় ব্যবসায়িক বনধের দ্বিতীয়
দিনেই বহু দোকান খোলা, হচ্ছে জমায়েত 

সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলায় ব্যবসায়িক বনধের দ্বিতীয় দিনে পুর এলাকায় দেখা গেল বহু দোকান খোলা। পাড়ার ছোটখাটো মুদি দোকানগুলি দিব্যি খুলে রেখে ব্যবসা চালাচ্ছে। পাশাপাশি পূর্ণিয়া মোড় এলাকার একাধিক দোকানই এদিন খোলা ছিল বলে অভিযোগ উঠেছে।  বিশদ

বুথে সংগঠন চাঙ্গা করুন, নেতাদের নির্দেশ অরূপের 

সুব্রত ধর, শিলিগুড়ি: ঘরে বসে নয়, বুথে বুথে গিয়ে দলের ভিত মজবুত করুন। বৃহস্পতিবার শিলিগুড়িতে দলের কর্মিসভায় নেতাদের এই নির্দেশ দেন তৃণমূলের দার্জিলিং জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। একইসঙ্গে বিধানসভা ভোটের দিকে তাকিয়ে সভায় বুথ কমিটি শক্তিশালী করার ব্লু-প্রিন্ট প্রস্তুত করা হয়েছে।   বিশদ

বাগান ছাড়া করতে শূন্যে গুলি,
এমপি’র দাবি নস্যাৎ করল পুলিস 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুঁড়ে তাঁকে দলমোড় চা বাগান ছাড়া করেছে বলে অভিযোগ করলেন আলিপুরদুয়ারের বিজেপি এমপি জন বারলা। বৃহস্পতিবার দুপুরে গেরুয়া শিবিরের এমপি বীরপাড়া থানায় স্থানীয় ন’জন তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।   বিশদ

মালদহে রোগী ফেরাচ্ছে নার্সিংহোম 

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সামান্য জ্বর-সর্দি উপসর্গ নিয়ে আসা রোগীদেরও ফিরিয়ে দিচ্ছে মালদহের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি। মালদহের বেশ কিছু নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় প্রশাসন কড়া হচ্ছে।  বিশদ

করোনা পরিস্থিতির সুযোগে মালদহ
মেডিক্যালে দালাল চক্র সক্রিয় 

সংবাদদাতা, মালদহ: করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। করোনার ভয় দেখিয়ে মেডিক্যালে চিকিৎসা করাতে আসা রোগীদের বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করতে প্রভাবিত করছে ওই দালাল চক্রের সদস্যরা।  বিশদ

৭১ হাজার পড়ুয়াকে মিড ডে মিল 

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রশাসনের তৎপরতায় একদিনেই গোটা জলপাইগুড়ি জেলার ৭১ হাজার পড়ুয়া পেল মিড ডে মিলের সামগ্রী। লকডাউন পর্বে এরআগে তিনদফায় মিড ডে মিলের সামগ্রী পড়ুয়াদের দেওয়া হয়েছে। এবার চতুর্থ দফায় চাল এবং আলুর সঙ্গে দেওয়া হচ্ছে ডাল এবং হ্যান্ড স্যানিটাইজার।   বিশদ

সঙ্কট মেটাতে অ্যাম্বুলেন্সের
ব্যবস্থা কমব্যাট টিমের 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনা আক্রান্তদের হাসপাতালে পাঠাতে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্সের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে সঙ্কট মেটাতে পুরসভার কোভিড কমব্যাট টিমের পক্ষ একটি অ্যাম্বুলেন্স নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।   বিশদ

জেলা সভাপতিকে নিগ্রহ, বিজেপির যুব
সভাপতিকে শোকজ উত্তর দিনাজপুরে 

সংবাদদাতা, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের জেলা সভাপতির সঙ্গে অভব্য আচরণ ও ধাক্কাধাক্কি করার দায়ে দলেরই জেলা যুব সভাপতিকে শোকজ করল বিজেপি। গত ১ জুলাই রায়গঞ্জে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে নিগ্রহ করার অভিযোগ উঠেছে জেলার যুব সভাপতি ভক্তকুমার রায়ের বিরুদ্ধে।   বিশদ

Pages: 12345

একনজরে
 সুখেন্দু পাল, বহরমপুর: গতবারের চেয়ে এবার রাজ্যের পঞ্চায়েতগুলিতে অর্থ কমিশনের টাকা অনেক কম পাঠানো হচ্ছে। কোনও কোনও পঞ্চায়েতে প্রথম কিস্তিতে গত বছরের তুলনায় অর্ধেকেরও কম টাকা পাঠানো হবে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ইতিমধ্যেই প্রধানরা সরব হয়েছেন। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রেন বন্ধ। শিয়ালদহ খাঁ খাঁ করছে। স্টেশন সংলগ্ন হোটেল ব্যবসায়ীরা কার্যত মাছি তাড়াচ্ছেন। এশিয়ার ব্যস্ততম স্টেশনের আশপাশের লজ, হোটেল, গেস্ট হাউসগুলির সদর ...

 জীবানন্দ বসু, কলকাতা: গত এক বছরে দেশের কম আয়ের শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা দেখভালের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএসআই কর্পোরেশন। এর আয় ৫ ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা ‘সিপ’ বাবদ আদায় কমল জুন মাসে। গত মাসে গোটা দেশে সিপ-এ বিনিয়োগ হয়েছে ৭ হাজার ৯২৭ কোটি টাকা। অথচ তার আগের মাসে, অর্থাৎ মে মাসে বিনিয়োগ হয়েছিল ৮ হাজার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পঠন-পাঠনে আগ্রহ বাড়লেও মন চঞ্চল থাকবে। কোনও হিতৈষী দ্বারা উপকৃত হবার সম্ভাবনা। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৫- ভাষাবিদ মহম্মদ শহীদুল্লাহর জন্ম,
১৮৯৩- গণিতজ্ঞ কে সি নাগের জন্ম,
১৯৪৯- ক্রিকেটার সুনীল গাভাসকরের জন্ম,
১৯৫০- গায়িকা পরভীন সুলতানার জন্ম,
১৯৫১- রাজনীতিক রাজনাথ সিংয়ের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.০৪ টাকা ৭৬.৭৪ টাকা
পাউন্ড ৯২.১৪ টাকা ৯৭.১৪ টাকা
ইউরো ৮২.৯৩ টাকা ৮৭.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫০,০৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৭,৪৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৮,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৫১,৭১০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৫১,৮১০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৬ আষাঢ় ১৪২৭, ১০ জুলাই ২০২০, শুক্রবার, পঞ্চমী ১৬/৩০ দিবা ১১/৩৯। পূর্বভাদ্রপদ অহোরাত্র। সূর্যোদয় ৫/২/৪২, সূর্যাস্ত ৬/২১/২৷ অমৃতযোগ দিবা ১২/৮ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। বারবেলা ৮/২২ গতে ১১/৪২ মধ্যে। কালরাত্রি ৯/১ গতে ১০/২১ মধ্যে।
২৫ আষাঢ় ১৪২৭, ১০ জুলাই ২০২০, শুক্রবার, পঞ্চমী দিবা ১১/২৭। পূর্বভাদ্রপদ নক্ষত্র অহোরাত্র। সূযোদয় ৫/২, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৮/৩০ মধ্যে ও ১২/৪৬ গতে ২/৫৫ মধ্যে ও ৩/৩৭ গতে ৫/৩ মধ্যে। বারবেলা ৮/২৩ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৯/৩ গতে ১০/২৩ মধ্যে।
১৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: ব্যবসায় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। বৃষ: শরীর-স্বাস্থ্যে দ্রুত আরোগ্য। মিথুন: একাধিক উপায়ে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৮৮৫- ভাষাবিদ মহম্মদ শহীদুল্লাহর জন্ম,১৮৯৩- গণিতজ্ঞ কে সি নাগের জন্ম,১৯৪৯- ...বিশদ

07:03:20 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৭,৮৬২ জন, মোট আক্রান্ত ২,৩৮৬১ 

09:42:28 PM

কর্ণাটকে করোনা পজিটিভ আরও ২,৩১৩ জন, মোট আক্রান্ত ৩৩,৪১৮ 

08:09:39 PM

করোনা: রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ 
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ। একদিনে পশ্চিমবঙ্গে করোনা ...বিশদ

07:40:59 PM

করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক 
করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, তাঁর স্বামী নিসপাল সিং ...বিশদ

07:29:30 PM