Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

আজ গাড়িতেই মাসির বাড়ি থেকে ফিরবেন মদনমোহন  

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, মঙ্গলবার কোচবিহারের গুঞ্জবাড়ির মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরবেন মদনমোহন। তারজন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টায় গুঞ্জবাড়ির মন্দির থেকে রথের আদলে তৈরি সুজ্জিত গাড়ির দড়িতে টান দিয়ে দুয়ারবক্সি নিয়ম মাফিক সেটি রওনা করাবেন। ওই রথ নির্দিষ্ট রাস্তা ধরে মন্দির প্রাঙ্গণে সন্ধ্যার আগেই পৌঁছবে। রথের দিন যেমন সামাজিক দূরত্ব মেনে দূরে দাঁড়িয়ে থেকে ভক্তদের মদনমোহনকে দর্শন করতে হয়েছিল, উল্টোরথে একইভাবে মদনমোহনকে দর্শন করতে হবে।
মন্দিরে আসার পর মদনমোহনকে ফের সিংহাসনে বসানো হবে। এরপর বুধবার ছোট মদনমোহন শয়নে যাবেন। প্রথা মেনে মদনমোহন রাস পূর্ণিমার তিনদিন আগে নিদ্রা থেকে জাগবেন। করোনা পরিস্থিতির কারণে এবারই প্রথম রথ উপলক্ষে মদনমোহন মন্দিরে কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল না। গত মঙ্গলবার রথের দিন চিরাচরিত রথের পরিবর্তে মদনমোহন সুসজ্জিত গাড়িতে চেপে মাসির বাড়ি গুঞ্জবাড়ি মন্দিরে গিয়েছিলেন। সব ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছিল। উল্টো রথের দিনও একই নিয়ম যাতে পালন করা হয় সেইজন্য প্রশাসন প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে।
কোচবিহারের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, এই ক’দিন সমস্ত নিয়ম মেনে রথ উপলক্ষে পুজো হয়েছে। মঙ্গলবার মদনমোহন দেব মন্দিরে ফিরবেন। আমরা নিয়ম মেনে সবরকম ব্যবস্থা করছি। কোভিড-১৯’র কারণে এবার কোচবিহারের মদনমোহন মন্দিরে বেশ কয়েকটি অনুষ্ঠান সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হয়েছে। সাগরদিঘিতে নৌকাবিহারের মতো অনুষ্ঠান কর্তৃপক্ষকে বাতিল করতে হয়। পরিবর্তে মন্দিরেই তা পালন করা হয়েছিল। মাস তিনেক আগে করোনা পরিস্থিতি উদ্ভব হওয়ার পরে লকডাউন শুরু হতেই মন্দির থেকে ভক্তদের ভোগ বিতরণ বন্ধ করা হয়েছিল। এখনও মন্দিরের প্রবেশদ্বার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি। এই প্রথম রথ যাত্রার দিন রথে না গিয়ে মদনমোহনকে সুসজ্জিত গাড়িতে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। এবার সেই গাড়িটিকেই আবার ফুল দিয়ে সাজিয়ে তাতে চাপিয়ে মদনমোহনকে মন্দিরে ফিরিয়ে আনা হবে।
মদনমোহন মন্দির সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার দুপুরে ভোগ নিবেদনের পর মদনমোহন বিশ্রাম নেবেন। তারপর বিকেল ৫টায় দুয়ারবক্সি অজয়কুমার দেববক্সি সুসজ্জিত ওই গাড়িতে থাকা রশিতে টান দেবেন। তারপর রাজবাড়ির সামনে দিয়ে কাছারি মোড় হয়ে সাগরদিঘিকে ডান দিকে রেখে ট্যাঙ্কের সামনে দিয়ে বাঁদিকে বাঁক ঘুরে মদনমোহন তাঁর মন্দিরে প্রবেশ করবেন। সুসজ্জিত ওই গাড়িতে মদনমোহনের সঙ্গে থাকবেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। মন্দিরে প্রবেশের পর মদনমোহন মন্দিরের বারান্দায় কিছুক্ষণ বিশ্রাম নেবেন। সেখানে তাঁকে তালপাখা দিয়ে হাওয়া দেওয়া হবে। সেই সময় রসগোল্লা দিয়ে ভোগ নিবেদন করা হবে। এরপর মদনমোহনকে সিংহাসনে বসানো হবে। ছোট মদনমোহনকেও তাঁর সিংহাসনে বসানো হবে। পরের দিন ছোট মদনমোহন শয়নে যাবেন। রীতি অনুসারে রাজমাতা ও ডাঙরআই মন্দিরের মদনমোহনরা ফিরে যাবেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারজন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে।  
জলপাইগুড়িতে মোহন বসুকে হুঁশিয়ারি সৈকতের 

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ক্রমেই মোহন-কিষাণ দ্বন্দ্ব নিয়ে সুর চড়ছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসুকে এবার সরাসরি আক্রমণ করলেন বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায়।  
বিশদ

ভাঙল পুনর্ভবার পাড়ের উঁচু রাস্তা, শতাধিক বাড়িতে জল ঢোকার আশঙ্কা
মেরামত নিয়ে সরকারি দপ্তরে দায় ঠেলাঠেলি

সংবাদদাতা, বালুরঘাট: পুনর্ভবা নদীর পাশে থাকা উঁচু রাস্তা ভেঙে সোমবার সকাল থেকেই এলাকার একাধিক গ্রামে হু হু করে ঢুকতে শুরু করেছে জল। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুরে। বাসিন্দাদের অভিযোগ, সারাদিন কেটে গেলেও সেই বাঁধ সংস্কারে কোনও পদক্ষেপ করা হয়নি।  বিশদ

কাজ হারিয়ে মন্ত্রীর কাছে জঙ্গলের আগাছা সাফাইয়ে নিযুক্ত করার দাবি
আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গল

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আনলক পর্ব চলছে। তারইসঙ্গে তিনমাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে জঙ্গলও। ফলে এই মুহূর্তে পর্যটক আসার সম্ভাবনা নেই। এই চরম দুরাবস্থার মধ্যে পড়ে চিলাপাতা বনাঞ্চলের হোম স্টে, রিসর্ট, ট্যুরিস্ট গাইড ও কার সাফারির পেশায় যুক্ত ব্যক্তিদের পরিবার অর্ধাহার, অনাহারে দিন কাটাচ্ছে।  বিশদ

আগে পরিদর্শন, পরে অ্যাকশন পদ্ধতিতে হবে ডেঙ্গু দমনের কাজ
রায়গঞ্জ পুরসভা 

সংবাদদাতা, ইটাহার: প্রথমে পরিদর্শন এবং তারপরেই অ্যাকশন, ডেঙ্গু মোকাবিলায় এই পদ্ধতিতেই এগোতে চাইছে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতেই পতঙ্গবাহিত রোগ নিয়ে রীতিমতো চিন্তিত উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। 
বিশদ

মালদহ মেডিক্যালে অস্থায়ী কর্মীদের আন্দোলনে পরিষেবা চরম ব্যাহত 

সংবাদদাতা, মালদহ: সোমবার থেকে কর্মবিরতি ও আমরণ অনশন আন্দোলন শুরু করলেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে তাঁদের নিয়োগের অনুমোদন দাবি করেছেন তাঁরা। তাঁদের আন্দোলনে যোগ দিয়েছেন মেডিক্যালের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকও। 
বিশদ

রায়গঞ্জ শহর লাগোয়া কুলিক নদীর বাঁধ ভাঙল, ঘর ছাড়া বহু পরিবার 

সংবাদদাতা, রায়গঞ্জ: কুলিক নদীর বাঁধ ভেঙে রায়গঞ্জ শহর সংলগ্ন আব্দুলঘাটা গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গেল। লাগাতার চারদিন ক্রমাগত বৃষ্টিপাতের জেরে নদী সংলগ্ন এলাকার মানুষের বাড়িতে ঢুকে গিয়েছে কুলিক নদীর জল। জলের তোড়েই ভেঙেছে বাঁধের একাংশ। বাঁধ আরও ভেঙে গেলে শহরেও জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।  বিশদ

কোচবিহারে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা 

সুকান্ত গঙ্গোপাধ্যায়  কোচবিহার: লকডাউন শিথিল হতেই কোচবিহার জেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি বহু মানুষ মানছেন না। এরফলে যেকোনও সময় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   বিশদ

মালদহে লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ, একদিনে আক্রান্ত ২৪ 

নিজস্ব প্রতিনিধি, মালদহ, সংবাদদাতা, রায়গঞ্জ ও বালুরঘাট: গৌড়বঙ্গে করোনার প্রকোপে কোনওভাবেই লাগাম টানা যাচ্ছে না। গৌড়বঙ্গের অন্তর্গত তিন জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা তীব্র গতিতে বাড়ছে। সোমবার মালদহে নতুন করে তিন স্বাস্থ্য‌ কর্মী সহ মোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 
বিশদ

আলিপুরদুয়ার জংশনে শিশুকে ধর্ষণ, বিজেপির পথ অবরোধ 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার রেল জংশন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতের দিকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ৪৫ বছর বয়সি ওই ধৃতের নাম রাজেন্দ্র মাহাত। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলাও হয়েছে।   বিশদ

লটারিতে কোটি টাকা পেয়ে পরিবার সহ উধাও বিজেতা 

সংবাদদাতা, বালুরঘাট: লটারিতে কোটি টাকা পেয়ে বাড়ি তালাবন্ধ করে পরিবার সহ উধাও এক কাঠমিস্ত্রি। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। বাসিন্দাদের দাবি, রবিবার রাতে লটারিতে এক কোটি টাকা পান ওই কাঠমিস্ত্রি। তিনি ত্রিমোহীনি থেকে লটারির টিকিট কেটেছিলেন।  
বিশদ

বারোবিশায় আগুনে পুড়ল দু’টি দোকান 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: কুমারগ্রামের বারোবিশার লস্করপাড়ায় সোমবার কাকাভোরে আগুন লেগে দু’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দু‌ই ব্যবসায়ী ভাইয়ের নাম অমল পাল ও কমল পাল। দোকান দু’টি অমলবাবুদের বাড়ি লাগোয়া ছিল। ফলে আগুনে বাড়ির একাংশও পুড়ে যায়। 
বিশদ

আজ থেকে দিনহাটায় খোলা থাকবে দোকানপাট 

সংবাদদাতা, দিনহাটা: এখন থেকে দিনভর দোকানপাট খুলে ব্যবসা করতে পারবেন দিনহাটা শহরের ব্যবসায়ীরা। আজ, মঙ্গলবার থেকে দোকানপাট খোলার সময় সকাল ৮টা। সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা থাকবে, বলে দিনহাটা ব্যবসায়ী সংগঠনগুলি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে।  
বিশদ

লকডাউনে বকেয়া পড়ে আছে ৩০ লক্ষ টাকা, অস্থায়ী কর্মীদের বেতন নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ
মাথাভাঙা পুরসভা

সন্দীপ বর্মন, মাথাভাঙা, সংবাদদাতা: করোনা পরিস্থিতিতে টানা তিনমাস ধরে লকডাউন চলছে। এমন অবস্থায় মাথাভাঙা পুরসভার বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৩০ লক্ষ টাকা রাজস্ব ঘাটতি হয়ে গিয়েছে। বিগত মাসগুলিতে পুরসভা তার নিজস্ব কোষাগার থেকে অস্থায়ী কর্মীদের মাইনে দিলেও জুলাই মাসে ওঁদের বেতন দেওয়া নিয়ে পুরসভা চিন্তায় পড়েছে।  
বিশদ

দিনহাটার নাজিরহাট-২ পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন অফিসে না আসায় থমকে উন্নয়ন, বিক্ষোভ বাসিন্দাদের 

সংবাদদাতা, দিনহাটা: ছয় মাসের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান না আসায় এলাকার উন্নয়ন কাজ থমকে রয়েছে। সোমবার দিনহাটা-২ ব্লকের নাজিরহাট-২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এই ঘটনার প্রতিবাদ করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন মহিলারা। পরে তাঁরা এলাকায় বিক্ষোভ মিছিলও করেন। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিশ্বজিৎ দাস, কলকাতা: ১৩৫ কোটির দেশে ডাক্তারিতে রয়েছে মাত্র ১৪টি সংক্রামক রোগ বিশেষজ্ঞের আসন! চোখ কপালে তুলে দেওয়ার মতো এই তথ্য জানা গেল মেডিক্যাল কাউন্সিল ...

কলম্বো: গড়াপেটা বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রীলঙ্কাকে। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথামাজে অভিযোগ করেছিলেন, ২০১১ আইসিসি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা ক্রিকেট দল ইচ্ছা করে ভারতের কাছে হেরেছিল। ...

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রবিবার রাতে কল্যাণী-চাকদহ রাজ্য সড়কে আলাইপুরের কাছে গাছের গুঁড়ি ফেলে প্রায় ১৫টি গাড়িতে ডাকাতি করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে কয়েকজন জখম হয়েছেন। ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ঘণ্টাখানেক অবরোধ করা হয়। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রখ্যাত যাত্রাভিনেতা তথা নির্দেশক ত্রিদিব ঘোষ সোমবার ভোরে তাঁর যাদবপুরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। বিভিন্ন যাত্রাপালাতে তিনি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বিবাহ প্রার্থীদের এখন ভালো সময়। ভাই ও বোনদের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম
১৯১৭-দাদাভাই নওরজির মৃত্যু।
১৯৫৯ - বিশিষ্ট বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যু
১৯৬৬- মাইক টাইসনের জন্ম।
১৯৬৯- রাজনীতিবিদ সুপ্রিয়া সুলের জন্ম।
১৯৮৫- মার্কিন সাঁতারু মাইকেল ফেলপসের জন্ম।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮১ টাকা ৭৬.৫৩ টাকা
পাউন্ড ৯১.৯০ টাকা ৯৫.২০ টাকা
ইউরো ৮৩.৫৩ টাকা ৮৬.৫৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৯,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬,৫৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৭,২৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৭৯০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৮৯০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৬ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী ৩৭/৭ রাত্রি ৭/৫০। চিত্রা ১/৩৯ প্রাতঃ ৫/৩৯ পরে স্বাতী ৫৭/৪২ রাত্রি ৪/৪। সূর্যোদয় ৪/৫৯/৯, সূর্যাস্ত ৬/২১/১০। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে পুনঃ ৯/২৬ গতে ১২/৬ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৩ মধ্যে। রাত্রি ৭/৩ মধ্যে পুনঃ ১২/১ গতে ২/৯ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/১৯ মধ্যে পুনঃ ১/২০ গতে ৩/০ মধ্যে। কালরাত্রি ৭/৪০ গতে ৯/০ মধ্যে।
১৫ আষাঢ় ১৪২৭, ৩০ জুন ২০২০, মঙ্গলবার, দশমী রাত্রি ৭/১৩। চিত্রা নক্ষত্র প্রাতঃ ৫/৪১ পরে স্বাতী নক্ষত্র শেষরাত্রি ৪/৫। সূযোদয় ৪/৫৮, সূর্যাস্ত ৬/২৪। অমৃতযোগ দিবা ৭/৪২ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ১২/৩ গতে ২/১১ মধ্যে। বারবেলা ৬/৩৯ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে।
৮ জেল্কদ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: বিদ্যার্থীদের কোনও বৃত্তিমূলক পরীক্ষায় ভালো ফল করবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮১৭: ব্রিটিশ উদ্ভিদ্বিজ্ঞানী এবং অভিযাত্রী জোসেফ ডালটন হুকারের জন্ম১৯১৭-দাদাভাই নওরজির ...বিশদ

07:03:20 PM

দিল্লিতে করোনা পজিটিভ আরও ২,১৯৯ জন, মোট আক্রান্ত ৮৭,৩৬০ 

10:41:52 PM

আগামী ৩ মাসের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র 

10:08:59 PM

কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে 
কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়ছে সাড়ে চার টাকা। আগামীকাল থেকে ...বিশদ

09:56:15 PM

মহারাষ্ট্রে করোনা পজিটিভ আরও ৪,৮৭৮ জন, মোট আক্রান্ত ১,৭৪,৭৬১ 

08:38:03 PM