Bartaman Patrika
উত্তরবঙ্গ
 
 

কোচবিহারে স্বাভাবিক সরকারি যানবাহন। বালাই নেই সামাজিক দূরত্ব বিধির। -নিজস্ব চিত্র 

ডায়ালিসিস সেন্টারে রোগীদের বাড়তি খরচে বাধ্য করা হচ্ছে
বালুরঘাট হাসপাতালে উঠল অভিযোগ

সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে আসা রোগীদের অতিরিক্ত টাকা খরচ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠল। চিকিৎসার যেসব সরঞ্জাম হাসপাতাল থেকেই মেলার কথা, সেসব বাইরে থেকে কিনে আনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। প্রায় এক মাস যাবৎ এই অতিরিক্ত খরচ বহন করতে করতে নাজেহাল রোগীর পরিবার-পরিজন। এই অভিযোগ বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষের কানেও গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, হাসপাতালের ডায়ালিসিস সেন্টারটি বালুরঘাট হাসপাতালের অন্তর্ভুক্ত হলেও ওই সেন্টারটি একটি বেসরকারি সংস্থার অধীনে রয়েছে। তবে ভারপ্রাপ্ত ওই সংস্থার দাবি, লকডাউনের জন্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল। ইতিমধ্যেই পর্যাপ্ত সরঞ্জাম এসে গিয়েছে।
এবিষয়ে রতন কর্মকার নামে এক রোগীর আত্মীয় বলেন, অনেক দিন ধরেই ডায়ালিসিস সেন্টারে আসা রোগীর চিকিৎসার সরঞ্জাম বাইরে থেকে কিনতে হচ্ছে। ইঞ্জেকশন কিনতে হচ্ছে। যেটা আগে এখান থেকেই পেতাম। এছাড়াও অন্যান্য সরঞ্জাম তো আছেই। যার ফলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এভাবে চললে আমরা চিকিৎসার খরচ মেটাতে পারব না। 
অন্যদিকে সুবোধ মালাকার নামে আরও এক রোগীর আত্মীয় বলেন, আমার রোগীর মাসে আটবার ডায়ালিসিস করাতে হয়। এখান থেকেই আগে স্যালাইন, গজ, ব্যান্ডেজ, গ্লাভস, ইঞ্জেকশন সহ অনেক কিছু পেতাম। কিন্তু এখন সেই সব সরঞ্জাম পাওয়া যাচ্ছে না। সেন্টার থেকে বলছে, বাইরে থেকে কিনতে হবে।
সেই কারণে সপ্তাহে ৫০০ টাকারও বেশি খরচ হয়ে যাচ্ছে। এছাড়াও কিছু ইঞ্জেকশনের দাম অনেক বেশি। সেগুলিও কিনতে হচ্ছে। আমরা তো গরীব মানুষ। আমারা এখান থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা না পেলে কোথায় যাব?
এবিষয়ে বালুরঘাট হাসপাতালের সুপার তপনকুমার বিশ্বাস বলেন, যদি রোগীদের সঙ্গে এই ধরনের ঘটনা হয়ে থাকে, তাহলে তা অপরাধ। কারণ সরকারি নিয়ম অনুযায়ী রোগীরা  চিকিৎসার সরঞ্জাম সেখান থেকেই পাবেন। লকডাউনে যদি সরঞ্জাম আসার ক্ষেত্রে সমস্যা হয় তাহলে আমাদের তো জানাতে পারত। আমরা সেসব সরঞ্জাম তাঁদের দিতে পারি। কিন্তু তার মূল্য বাবদ টাকা আমরা তাঁদের পেমেন্ট দেওয়ার সময় কেটে নেব।
এবিষয়ে ওই ডায়ালিসিস সেন্টারের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার শুভজিৎ পাল বলেন, লকডাউনের জন্য বাইরে থেকে গাড়ি আসছিল না। সেই কারণে সাময়িকভাবে রোগীদের বাইরে থেকে চিকিৎসার সরঞ্জাম কিনতে হয়েছে। আমরা হাসপাতালের কাছ থেকেও কিছু জিনিস নিয়েছিলাম। এখন আমাদের চিকিৎসার সরঞ্জামের গাড়ি এসে গিয়েছে। আর রোগীদের কোনও সমস্যা হবে না। 
প্রসঙ্গত, সরকারের তরফে বালুরঘাট হাসপাতালের ডায়ালিসিস ইউনিট পিপিপি মডেলে পরিচালিত হয়। সেন্টারটি থেকে একটি বেসরকারি সংস্থার তরফে পরিষেবা দেওয়া হয়। এজন্য প্রতি ডায়ালিসিস পিছু নির্দিষ্ট অঙ্কের টাকা ওই চুক্তিবদ্ধ সংস্থাটি পায়।
ওই  ডায়ালেসিসের জন্য এতদিন নরমাল স্যালাইন, গ্লাভস, গজ, সিরিঞ্জ ও ইঞ্জেকশন সহ একাধিক সরঞ্জাম দেওয়া হতো। সমস্ত সরঞ্জাম বাইরে থেকে কিনলে প্রায় ৩০০ টাকার মত দাম পড়ে যাচ্ছে। এছাড়াও স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও বিনামূল্যে ইঞ্জেকশন পাচ্ছেন না রোগীরা। সেটাই বাইরে থেকে প্রায় ৬০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে বলে অভিযোগ।
 
তিস্তা সেতু ওড়ানোর হুমকি
গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: বোমা মেরে তিস্তা সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ফোনকে কেন্দ্র করে বুধবার জলপাইগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে জলপাইগুড়ির পুলিস কন্ট্রোল রুমে এই ফোন আসে। সঙ্গে সঙ্গে বিশাল পুলিস বাহিনী তিস্তা সেতুতে পৌঁছয়।  বিশদ

কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমল মালদহে
স্বস্তিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর 

নিজস্ব প্রতিনিধি, মালদহ: দৈনিক আক্রান্তের সংখ্যায় লাগাম পড়ায় মালদহে কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমেছে। এক সপ্তাহ আগেও জেলায় প্রায় ৭৫টি কনটেইনমেন্ট জোন ছিল। বর্তমানে তা কমে ৬০টি হয়েছে। কনটেইনমেন্ট জোনের সংখ্যা কমায় জেলা পুলিস, প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কর্তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন।   বিশদ

পাহাড়-ডুয়ার্সে পুজোর মরশুমের বুকিং নেই এখনও, সঙ্কটে পর্যটন ব্যবসায়ীরা 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: করোনার থাবায় পাহাড়, ডুয়ার্স পর্যটকশূন্য হয়ে আছে। প্রতিবছর প্রাক্‌বর্ষায় মে-জুন মাসে পাহাড়ের অনাচেকানাচে বাহারি ফুল, অর্কিড, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পর্যটকরা আসেন।   বিশদ

জটিল অপারেশনে মাথায়
বের হল জমাট বাঁধা রক্ত
আলিপুরদুয়ার হাসপাতাল

সংবাদদাতা, আলিপুরদুয়ার: গোরুর গুঁতোয় রক্তক্ষরণ হয়ে এক মহিলার মাথায় রক্ত জমাট বেঁধেছিল। বারহোল ক্রেনিওটমি অপারশেন (মাথা ফুটো করে) ছাড়া মাথায় জমাট বাঁধা সেই রক্ত বের করার কোনও উপায় ছিল না। নিউরো সার্জারি ছাড়া এই অপারেশন সম্ভবও নয়। সরকারি কোনও জেলা হাসপাতালে যার কোনওটাই নেই।  বিশদ

কিট বাঁচাতে করোনা পরীক্ষায় পুল টেস্টে জোর
মালদহ মেডিক্যাল

সংবাদদাতা, মালদহ: মালদহে বিপুল সংখ্যায় ফেরত আসা শ্রমিকদের লালারস বা সোয়াবের পরীক্ষা সারতে এখন পুল টেস্টের উপরেই জোর দিচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।   বিশদ

উন্নত বিদ্যুৎ পরিষেবা থেকে
বঞ্চিত বুনিয়াদপুরের বাসিন্দারা 

সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বেশির ভাগ ওয়ার্ড বিদ্যুৎ বণ্টন কোম্পানির টাউন ফিডারের সঙ্গে যুক্ত না হওয়ায় বাসিন্দারা বিদ্যুৎ সমস্যায় জেরবার হচ্ছেন। ২০১৭ সালে বুনিয়াদপুর পুরসভায় বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। তারপর তিন বছরের বেশি সময় পার হলেও বাসিন্দারা শহরে থাকার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।  বিশদ

স্বাস্থ্যকর্তার বদলির প্রতিবাদে বিক্ষোভ
কোচবিহার 

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়কে উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় বদলি করা হল। একইসঙ্গে আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মাকেও বদলি করা হয়েছে। এদিকে কোচবিহারের স্বাস্থ্যকর্তা বদলি হতেই স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন।   বিশদ

মাদারিহাটে সেগুন কাঠ সহ গাড়ি উদ্ধার 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: লকডাউনের জেরে মাদারিহাট ব্লকের বিস্তীর্ণ এলাকায় কাঠ পাচারের ঘটনা বাড়ছে। মঙ্গলবার রাতে বন দপ্তরের দলগাঁও রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে বীরপাড়া বাজার সংলগ্ন পাগলি নদীর চর থেকে প্রচুর পরিমাণে সেগুন কাঠ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ছোট গাড়িও। বিশদ

একযোগে বিজেপিকে তোপ কানাইয়া, মৌসমের 

সংবাদদাতা, ইটাহার ও মালদহ: রাজ্য সরকারের কৃতিত্ব ও বিজেপির অবিবেচকতা নিয়ে বুধবার মুখর হল উত্তর দিনাজপুর ও মালদহ জেলার তৃণমূলের জেলা নেতৃত্ব।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার করোনা ও উম-পুন মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছে।  বিশদ

কর্মীসঙ্কট মেটাতেই এই ব্যবস্থা, দাবি ঠিকাদারের
রাতেই শুরু শ্মশান নির্মাণের কাজ, বন্ধ করে দিয়ে বিক্ষোভ বাসিন্দাদের 

সংবাদদাতা, পতিরাম: রাতের অন্ধকারে শ্মশান তৈরির কাজ করাচ্ছিলেন ঠিকাদার। নিম্নমানের কাজের অভিযোগ তুলে গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করে দিলেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের আসোই এলাকায়। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভও দেখান। 
বিশদ

মালদহে সান স্ট্রোকে মৃত্যু হল সব্জি বিক্রেতার
রাস্তায় পড়ে থাকলেও এগিয়ে আসেননি কেউ

সংবাদদাতা, পুরাতন মালদহ: জৈষ্ঠ্য মাসের শেষের দিকে তাপমাত্রা ক্রমশ বাড়ছে মালদহ জেলাজুড়ে। মঙ্গলবারের তুলনায় বুধবার একলাফে জেলায় তাপমাত্রা বেড়েছে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস। আর তার ফলেই, সেই প্রখর দাবদাহ সহ্য করতে না পেরে এক সব্জি বিক্রেতার মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঝন্টু মণ্ডল (৪০)।  বিশদ

শিলিগুড়ির ১৪টি ওয়ার্ড ঘিরে সমস্যা
এলাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, লাটে করোনা মোকাবিলা 

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভৌগোলিক অবস্থান নিয়ে জটিলতা। তাই শিলিগুড়ি শহরের জলপাইগুড়ি জেলার ১৪টি সংযোজিত ওয়ার্ডে কোভিড মোকাবিলার কাজ ধাক্কা খাচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।  বিশদ

শিলিগুড়িতে ঝড়ে ফসলের ক্ষতি ৮০ লক্ষ টাকা, রাজ্যকে রিপোর্ট মহকুমা পরিষদের 

সংবাদদাতা, নকশালবাড়ি: গত সপ্তাহে কালবৈশাখী ঝড়ে শিলিগুড়ি মহকুমায় লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়েছে। এতে আর্থিক সমস্যার মুখে পড়েছেন মহকুমার কয়েক হাজার কৃষক। মহকুমার প্রতিটি ব্লকে ফসলের ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে ব্লক প্রশাসন। কৃষি দপ্তর জানিয়েছে, তারা এখনও ক্ষতির হিসাব করে উঠতে পারেনি।  বিশদ

ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ২ রোগীর করোনা পজিটিভ, চাঞ্চল্য

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর মহকুমা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই রোগীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় ইসলামপুর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরাও উদ্বেগে আছেন। সূত্রের খবর, হাসপাতালের জনা পাঁচেক নার্স ও স্বাস্থ্য কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।  বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি,বারাসত: মঙ্গলবার সন্ধ্যার প্রবল বৃষ্টিতে বসিরহাট পুরসভার একাধিক ওয়ার্ডের কয়েকশো বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় ঘরের মধ্যে হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। ...

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩ জুন: ট্রেনের সাধারণ কোচকে করোনার কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার করার বিষয়টিকে ‘গিমিক’ বলেই তোপ দাগল তৃণমূল। শ্রমিক স্পেশালে ৮০ জন পরিযায়ী শ্রমিকের বেঘোরে প্রাণ হারানো নিয়েও মোদি-শাহকে কাঠগড়ায় দাঁড় করালেন দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূলের নেতা ...

 রূপঞ্জনা দত্ত, লন্ডন, ৩ জুন: করোনায় মৃত্যু এবং আক্রান্তের নিরিখে ব্রিটেনে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন ব্ল্যাক অ্যান্ড এথনিক মাইনরিটি (বিএএম‌ই) গোষ্ঠীর মানুষ। এ ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচ‌ই)। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনায় মৃত্যুহারে দেশে শীর্ষস্থানে উঠে এসেছে গুজরাত। কেন্দ্রীয় সরকারের এই তথ্য সামনে আসার পর ওয়াকিবহাল মহলের বক্তব্য, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচকদের জন্য যোগ্য জবাব। রবিবার রাজ্যে মোট কোভিড পরীক্ষা দু’লক্ষ পার করেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। ব্যবসাতে যুক্ত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী নূতনের জন্ম
১৯৫৯: শিল্পপতি অনিল আম্বানির জন্ম
১৯৭৪: অভিনেতা অহীন্দ্র চৌধুরির মৃত্যু
১৯৭৫ - মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জন্ম
১৯৮৫: জার্মান ফুটবলার লুকাস পোডোলোস্কির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.২৯ টাকা ৭৬.০১ টাকা
পাউন্ড ৯২.৯৪ টাকা ৯৬.২৩ টাকা
ইউরো ৮২.৬৮ টাকা ৮৫.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ত্রয়োদশী ২/৫৮ প্রাতঃ ৬/৭ পরে চর্তুদশী ৫৫/৫২ রাত্রি ৩/১৬। বিশাখা নক্ষত্র ৩৪/১৩ রাত্রি ৬/৩৭। সূর্যোদয় ৪/৫৫/১৬, সূর্যাস্ত ৬/১৪/৯। অমৃতযোগ দিবা ৩/৩৪ গতে অস্তাবধি। রাত্রি ৬/৫৭ গতে ৯/৫ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ২/৪ মধ্যে পুনঃ ৩/২৯ গতে উদয়াবধি। বারবেলা ২/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৫ গতে ১২/৫৫ মধ্যে।
২১ জ্যৈষ্ঠ ১৪২৭, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ত্রয়োদশী প্রাতঃ ৫/১ পরে চর্তুদশী রাত্রি ২/৫৩। বিশাখানক্ষত্র সন্ধ্যা ৬/২২। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৬। অমৃতযোগ দিবা ৩/৪১ গতে ৬/১৬ মধ্যে এবং রাত্রি ৭/৫ গতে ৯/১১ মধ্যে ও ১২/০ গতে ২/৬ মধ্যে ও ৩/৩০ গতে ৪/৫৬ মধ্যে। কালবেলা ২/৫৬ গতে ৬/১৬ মধ্যে। কালরাত্রি ১১/৩৬ গতে ১২/৫৬ মধ্যে।
১১ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। বৃষ: শেয়ার-ফাটকায় বিনিয়োগ করা যেতে পারে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃতের রচনাকার মহেন্দ্রনাথ গুপ্তের (শ্রীম) মৃত্যু১৯৩৬: অভিনেত্রী নূতনের ...বিশদ

07:03:20 PM

রাজ্যে করোনায় মৃত্যু ২৮৩
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬৮ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

07:02:37 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ১,৩৭৩, মৃত ১২ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১,৩৭৩ জন। মৃত্যু ...বিশদ

07:01:52 PM

কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ২৫৭, মৃত ৪ 
কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু ...বিশদ

06:51:26 PM

বাংলাদেশে একদিনে করোনা আক্রান্ত ২,৪২৩, মৃত ৩৫
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ২,৪২৩ জন। ফলে ...বিশদ

06:04:57 PM