বিএনএ, রায়গঞ্জ: বুধবার রায়গঞ্জের উদয়পুরে মাটি পরীক্ষা কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। এই উপলক্ষে মোট১৫০ জন কৃষককে মাটি পরীক্ষার মাধ্যমে সয়েল হেল্থ কার্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে সয়েল হেল্থ কার্ডের উপকারিতা, মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে সার, অনুখাদ্য প্রদান প্রভৃতি বিষয়ে কৃষকদের অবহিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের কবিতা বর্মন, কৃষি কর্মাধ্যক্ষ মোসারফ হোসেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ, কৃষিদপ্তরের যুগ্ম কৃষি অধিকর্তা বিএমআর রেড্ডি, জেলা কৃষিদপ্তরের আধিকারিক মীর ফারহাদ হোসেন প্রমুখ।
জেলার সহ কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা) তথা ইউনির্ভাসাল সয়েল হেল্থ কার্ডের জেলার নোডাল অফিসার দেবেশচন্দ্র দাস বলেন, বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে এদিন কৃষকদের সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে। জমিতে কোন সার বা কতটা অনুখাদ্য লাগবে সেই সমস্ত বিষয়ই বোঝা যাবে সয়েল হেলথ কার্ডের মাধ্যমে।