পরিবারের কারও শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। জরুরি কাজকর্ম সর্বপ্রথম করে ফেলার চেষ্টা করুন। ... বিশদ
স্মার্টফোন এখন প্রায় সবার হাতে। হাতের মুঠোয় গোটা পৃথিবী — এই ট্যাগলাইনেই বাজার কাঁপাচ্ছে ইন্টারনেট পরিষেবা। আর ইন্টারনেট মানেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা। কিন্তু সেই চেনা-অচেনা বন্ধুদের মাঝেই শিশুরা হারিয়ে ফেলছে মাঠে-ময়দানে গিয়ে গা ঘামানোর নেশা। উল্টে বাড়ি বসে মোবাইলে মুখ ‘গুঁজে’ চলছে অনলাইনে বন্ধুত্বরক্ষার প্রয়াস। এবার তাতেই বাধ সাধতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। আগামী বছরের শুরুতেই সে দেশে সাধারণ নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী আলবানিসের এই সিদ্ধান্ত অভিভাবক মহলে সাড়া ফেলে দিয়েছে।