যে কোনও ব্যবসায় শুভ ফল লাভ। বিশেষ কোনও ভুল বোঝাবুঝিতে পারিবারিক ক্ষেত্রে চাপ। অর্থপ্রাপ্তি হবে। ... বিশদ
ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় আগ্নেয়গিরি মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে রবিবার থেকে। যার জেরে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। ফ্লাইং অ্যাশের ফলে দূষণের মাত্রা বেড়ে গিয়েছে অনেকগুণ। পার্শ্ববর্তী গ্রামগুলিতে ছড়িয়ে পড়েছে ছাই। এই ঘটনার পরই জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক জানিয়েছেন, শনিবার ৭৫ জন পর্বতারোহী মাউন্ট মেরাপিতে গিয়েছিলেন। তবে রবিবার অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় তাঁরা বিপাকে পড়েন। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করা হয়। রাতেই জনকে উদ্ধার করা হয় আটজনকে। অগ্ন্যুৎপাতে জখম ওই আট পর্বতারোহীদের হাসপাতালে ভর্তি করা হয়। ৪৯ জনকে নিরাপদ জায়গায় নামিয়ে আনা আসা সম্ভব হয়েছে। সোমবার সকালে ১১ জন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার হয়। এদিন আগ্নেয়গিরির খুব কাছ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে আরও ৩ জনকে। তবে তাঁদের শরীরের বেশিরভাগই পুড়ে গিয়েছে। এছাড়াও আরও অনেকেই আহত হয়েছেন। এখনও ১২ জনের কোনও খোঁজ মেলেনি। বারবার লাভা বেরনোর কারণে বেশিক্ষণ কাজ চালিয়ে যেতে পারেননি উদ্ধারকারীরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লাভা প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই তীব্র ভূমিকম্প হয়েছিল ইন্দোনেশিয়ায়। রবিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।