শরীর-স্বাস্থ্য মাঝে মধ্যে বিরূপ হলেও খুব একটা চিন্তার কারণ হবে না। ভ্রমণযোগ বিদ্যমান। মাঝে মধ্যে ... বিশদ
অন্যদিকে, রাশিয়া আবার কুর্দিশদের নিয়ে সমাধানসূত্র বের করতে তুরস্ক এবং সিরিয়াকে আলোচনার টেবিলে বসার নিদান দিয়েছে। এদিন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানান, আঙ্কারা এবং দামাস্কাসের মধ্যে আলোচনা হোক, তা মনেপ্রাণে চাইছে রাশিয়া। তিনি বলেন, ‘আরবদের বিরুদ্ধে কুর্দিশদের লড়িয়ে দেওয়ার যে পরীক্ষা-নিরীক্ষা আমেরিকা চালিয়ে আসছিল, তা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই সকলকে সতর্ক করেছিলাম। আমরা বলেছিলাম, কুর্দিশ তাস খেললে, তার পরিণতি ভয়ঙ্কর হবে।’ সিরিয়াকে যাতে ফের আরও একটি সঙ্কটের মধ্যে পড়তে না হয়, তা নিশ্চিত করতে সবরকম চেষ্টা করবে রাশিয়া বলে আশ্বাস দেন লাভরভ। এদিকে, সিরিয়ায় কুর্দিশ বাহিনীর উপর তুরস্কের হামলার পর্যালোচনা করতে জরুরিভিত্তিতে বৈঠক ডাকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। সেখানে উপস্থিত ছিল বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং পোল্যান্ড। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এর্দোগানের কাছে ‘নাগরিক সুরক্ষা’কে অগ্রাধিকার দেওয়ার আবেদন জানিয়েছিলেন নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান জেরি ম্যাথিউজ মাতজিলা।