শরীর-স্বাস্থ্য মাঝে মধ্যে বিরূপ হলেও খুব একটা চিন্তার কারণ হবে না। ভ্রমণযোগ বিদ্যমান। মাঝে মধ্যে ... বিশদ
গত বছরই গ্রামির সঞ্চালনায় মহিলাদের বঞ্চিত রাখার অভিযোগ উঠেছিল। এবার আর কোনও অভিযোগের সুযোগ রইল না। নতুন শিল্পী হিসেবে পুরস্কারজয়ী দুয়া লিপা গ্রামির এদিনের মঞ্চকে মহিলাদের অগ্রগতির নতুন দিশা হিসেবে ব্যাখ্যা করলেন। এখানেই শেষ নয়। নিজের বক্তব্যের মাধ্যমে দর্শকদের তাক লাগালেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাঁর জীবনে গান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কথাই তুলে ধরলেন ওবামা ঘরনী। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজ, আর এক অভিনেত্রী-সঙ্গীত শিল্পী পিঙ্কেট স্মিথের মতো ব্যক্তিত্ব। চারটি বিভাগে সেরার পুরস্কার পেলেন কাসে মুসগ্রেভস।