সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
জলন্ধর কমিশনারেটের একটি সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে দুই গ্যাংস্টারের গতিবিধির খবর পেয়ে তাদের গ্রেপ্তারের জন্য অভিযানে বের হন জলন্ধরের পুলিস সুপার স্বপন শর্মা। ফলরিওয়াল গ্রামের কাছে দুজনের সন্ধান মেলে। পুলিস আসছে বুঝতে পেরেই ওই দুই গ্যাংস্টার গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিসও। দুই দুষ্কৃতী রাস্তার পাশের জঙ্গলে গিয়ে লুকোয়। তারপরই দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। পুলিস সুপার জানিয়েছেন, ধৃত দুজন অন্য গ্যাংয়ের সদস্যদের অস্ত্র ও অন্যান্য সাহায্যের কাজও করত। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে লান্ডার সরাসরি যোগাযোগ রয়েছে। বিপক্ষ কোনও গ্যাংয়ের দুই সদস্যকে খুনের উদ্দেশ্য নিয়েই তারা জলন্ধরে এসেছিল। পুলিস সুপার জানিয়েছেন, লান্ডা গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।