সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির ... বিশদ
একদিন আগেই আপের প্রথম প্রার্থী তালিকায় ১১ জনের নাম ঘোষণা হয়েছে। ফলে কেজরিওয়াল যে পুরোপুরি ভোটের মেজাজে, তা স্পষ্ট। দূষণ জর্জরিত দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এদিন খুসখুস করে কাশতে দেখা গেল আপ সুপ্রিমোকেও। আসন্ন বিধানসভা ভোটে সাত ‘রেওড়ি’তে বাজিমাত করতে চাইছেন তিনি। সেগুলি কী কী? কেজরিওয়াল বললেন, বিনামূল্যে বিদ্যুৎ, জল, শিক্ষা, মহল্লা ক্লিনিকগুলিতে চিকিৎসা, মহিলাদের বাস সফর, বয়স্কদের জন্য তীর্থযাত্রা ও মহিলাদের জন্য মাসে এক হাজার টাকা।
শুধু ‘রেওড়ি পর চর্চা’ নামকরণে নয়, এদিন বিজেপিকে প্রকাশ্যে ঠেস দিতেও ছাড়েননি আপ প্রধান। তিনি বলেন, জাতীয় রাজধানী হল অর্ধ-রাজ্য। আমাদের মতো কেন্দ্রীয় সরকারের হাতেও সমান ক্ষমতা রয়েছে মানুষের জন্য কাজ করার। কিন্তু তারা কিছুই করেনি। আমাদের দলের কর্মীরা ভোটারদের কাছে গিয়ে প্রশ্ন করবেন, গত ১০ বছরে বিজেপি দিল্লির জন্য কী করেছে? বিজেপি ২০টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। কিন্তু কোথাও তারা আমাদের মতো এরকম বিনা পয়সায় কোনও সরকারি পরিষেবা দিতে পারেনি। কারণ তাদের সেই ইচ্ছাই নেই। একমাত্র আপ জানে কীভাবে তা করতে হয়। আপ সরকারের কাজে বাধা দেওয়া ছাড়া আর কিছুই করেনি বিজেপি।