Bartaman Patrika
দেশ
 

পাঁচ মাসের বেতন দান উত্তরাখণ্ডের
মুখ্যমন্ত্রীর, মমতা দিলেন পাঁচ লক্ষ 

নয়াদিল্লি ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৩১ মার্চ: করোনা মোকাবিলায় পাঁচ মাসের বেতন দান করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তাঁর স্ত্রী সুনীতা ও দুই মেয়েও অর্থদান করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড এবং পশ্চিমবঙ্গ স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে (ডব্লুবিএসইআরএফ) পাঁচ লক্ষ টাকা করে দান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী বা পিএম কেয়ার্সে ১০৫ কোটি টাকা অনুদান দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। পিএম কেয়ার্সে ৩০০ কোটি টাকা দান করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসি।
পাশাপাশি, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ওএনজিসির কর্মীরা তাঁদের দু’দিনের বেতন দান করেছেন। তার অর্থ মূল্য ১৬ কোটি টাকা। অন্যদিকে, ডব্লুবিএসইআরএফ-এ ১১ লক্ষ ১২ হাজার ১০০ টাকা দিয়েছে ভারত চেম্বার অব কমার্স। বিবৃতি জারি করে একথা জানিয়েছেন বণিকসভার সভাপতি রমেশকুমার সারঙ্গি। পাশাপাশি, ‘ম্যালকম ইন্ডিয়া লিমিটেড’ রাজ্যের স্বাস্থ্যদপ্তরকে ৫০০০ এফএফপি-২ মাস্ক দান করেছে। কন্যাশ্রীর প্রাপ্তি থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দান করেছেন বারুইপুরের নবগ্রামের বাসিন্দা রাহিদা খাতুন।
শুধু ত্রিবেন্দ্র সিং রাওয়াত নন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করেছেন উত্তরাখণ্ডের ডিজি (স্বাস্থ্য) অমৃতা উপ্রীতি, তাঁর স্বামী ললিতমোহন উপ্রীতি, মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) জে সি খুলবে, সিনিয়র চিফ পার্সোনাল সেক্রেটারি কে কে মদন এবং সিনিয়র সেক্রেটারি হেমচন্দ্র ভাট। সেইসঙ্গে, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জমিয়তে উলেমায়ে-ই-হিন্দ। এ বিষয়ে নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন সংগঠনের সচিব মেহমুদ এ মাদানি।
অন্যদিকে, করোনা মোকাবিলায় বিভিন্ন ত্রাণ তহবিলে অর্থদান করেছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দান করেছেন তিনি। একইসঙ্গে আর্থিক সাহয্য করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, তাঁর স্বামী তথা পপ তারকা নিক জোনাস, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশলের মতো বহু তারকা। প্রধানমন্ত্রী কেয়ার্স, ইউনিসেফ, গুঞ্জ, ডক্টর্স উইথআউট বডার্স, নো কিড হাংরির মতো বিভিন্ন তহবিলে টাকা দেওয়ার করার কথা ঘোষণা করেছেন সস্ত্রীক নিক জোনাস। তবে, কত টাকা দান করা হয়েছে, সে বিষয়ে তাঁরা মুখ খোলেননি। করোনা মোকাবিলায় ক্যাটরিনা কাইফও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং প্রধানমন্ত্রী কেয়ার্সে অর্থদানের কথা ঘোষণা করেছেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তামাম বিশ্ব মহামারীতে যেভাবে ভুগছে, তা দেখে খুব কষ্ট হচ্ছে।’ ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুস-এর মতো তহবিলে অর্থদান করেছেন করিনা ও তাঁর স্বামী সইফ আলি খান। পাশাপাশি, প্রধানমন্ত্রী কেয়ার্স এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করেছেন আলিয়া ভাট। কেরলের কোভালাম শহরে প্রতিদিন ২৫০ গৃহহীনকে খাওয়াচ্ছেন অভিনেতা প্রকাশ রাজ। ‘উরি’ ছবি খ্যাত ভিকি কৌশলও প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করেছেন। টাকার পরিমাণ না ঘোষণা করলেও পিএম কেয়ার্স এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদানের কথা ঘোষণা করেছেন সারা আলি খানও। 
ইএসআইয়ের কেন্দ্রীয় অফিস
বন্ধ, সঙ্কটে এক কোটি শ্রমিক 

বিশ্বজিৎ দাস, কলকাতা: কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ ইএসআই কর্পোরেশনের একাধিক গুরুত্বপূর্ণ অফিস বন্ধ। বন্ধ যাবতীয় শাখা অফিসও। ফলে ‘কোভিড ১৯’ আতঙ্কের মধ্যেই রাজ্যের প্রায় ১৯ লক্ষ ইএসআই উপভোক্তা এবং তাঁদের পরিবার মিলিয়ে এক কোটি মানুষ এখন চূড়ান্ত বেকায়দায়।   বিশদ

দিল্লির সভা থেকে দেশজুড়ে সংক্রমণ 

নয়াদিল্লি, ৩১ মার্চ (পিটিআই): দেশে করোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠতে পারে রাজধানী দিল্লি। নিজামুদ্দিনে একটি ধর্মীয় সভার বিষয়টি সামনে আসায় সেই আশঙ্কাই তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে তবলিগ-ই-জামাতের ওই অনুষ্ঠানে অংশ নেওয়া ১০ ব্যক্তির মৃত্যুর খবর এসেছে। ৬ জনের মৃত্যু হয়েছে তেলেঙ্গানায়। তামিলনাড়ু, কর্ণাটক এবং জম্মু ও কাশ্মীরে একজন করে ব্যক্তি মারা গিয়েছেন। অনুষ্ঠান থেকে ফেরার পথে গত ২২ মার্চ মুম্বইতে মৃত্যু হয়েছে এক ফিলিপিন্সের বাসিন্দার। মঙ্গলবার দিল্লিতে সভায় হাজির থাকা ২৪ জনের দেহে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। যার জেরে রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২০। ওই সভায় যাওয়া তামিলনাড়ুর ৫০ জন বাসিন্দার দেহেও করোনা ধরা পড়েছে। গতকাল অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ১৭ জনের মধ্যে ১৪ জনই নিজামুদ্দিনে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ থেকেও ওই ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন ৭৩ জন। তাঁদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে চিহ্নিত করে ১৪ দিন কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বাকিদের খোঁজ চলছে। বিশদ

শরীরকে সতেজ রাখতে দাওয়াই আয়ূশ মন্ত্রকের 

সন্দীপ স্বর্ণকার • নয়াদিল্লি, ৩১ মার্চ: করোনাকে বধ করতে নির্দিষ্ট কোনও ওষুধ এখনও আবিষ্কার হয়নি ঠিকই। তবে করোনার ভাইরাস কোভিড-১৯র সঙ্গে লড়াই করতে শরীরের ইমিউনিটি বাড়ানোর লক্ষ্যে আজ একগুচ্ছ দাওয়াই দিল কেন্দ্রীয় আয়ূশ মন্ত্রক।  বিশদ

১০০ দিনের কাজে কেন্দ্রের বাড়তি টাকা 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩১ মার্চ: লকডাউনের সময়ে গরিবদের পাশে দাঁড়াতে ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যগুলিকে ৪ হাজার ৪৩১ কোটি টাকা দিচ্ছে মোদি সরকার।   বিশদ

অর্ধেকেরও বেশি হাসপাতালকে
আইসোলেশন ওয়ার্ড করছে রেল 

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ৩১ মার্চ: করোনা মোকাবিলায় সারা দেশে অর্ধেকের বেশি রেল হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করতে চলেছে মন্ত্রক। যার ফলে শুধুমাত্র করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রায় সাড়ে ছ’হাজার হাসপাতাল বেড তৈরি হবে।   বিশদ

দেশবাসী নিয়ম না মানাতেই ছড়াচ্ছে
করোনা সংক্রমণ, জানাল স্বাস্থ্যমন্ত্রক 

নয়াদিল্লি, ৩১ মার্চ: দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউনের সাত দিনের মাথায় দেশজুড়ে নতুন করে আক্রান্ত হলেন ২২৭ জন। মোট আক্রান্ত ৩০২জন।  বিশদ

বিহারে ফেরার খবর পুলিসকে
দেওয়ায় পিটিয়ে খুন, ধৃত ২ 

সীতামারি, ৩১ মার্চ (পিটিআই): মুম্বই থেকে ফেরার খবর পুলিসের কাছে পৌঁছে দিয়েছে সন্দেহে বিহারের সীতামারিতে ৩৬ বছরের এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।  বিশদ

হোম কোরেন্টাইনে থাকলে প্রতি
ঘণ্টায় সেলফি, নির্দেশ কর্ণাটকে 

বেঙ্গালুরু, ৩১ মার্চ (পিটিআই): করোনা ঠেকাতে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ থাকলেও প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত এবং সম্ভাব্য সংক্রামিতদের অনেকেই তা মানছেন না। এমনকী, বাড়ি থেকে বেরিয়ে তাঁরা ঘোরাঘুরিও করছেন।   বিশদ

সাসপেনশন পর্যালোচনা বা
অবসর নিয়ে আবেদন গ্রাহ্য নয় 

নয়াদিল্লি, ৩১ মার্চ (পিটিআই): লকডাউনের অজুহাতে সাসপেনশনের পর্যালোচনা বা অবসরের দিন পিছিয়ে দেওয়ার আবেদন গ্রাহ্য করবে না কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক থেকে এই সংক্রান্ত বিবৃতি জারি হয়েছে।  বিশদ

বিধায়ক, মন্ত্রীদের ৬০ শতাংশ
বেতন কাটার সিদ্ধান্ত মহারাষ্ট্রে 

মুম্বই, ৩১ মার্চ (পিটিআই): করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত অর্থনীতি। পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব জনপ্রতিনিধিদের ৬০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।  বিশদ

জীবাণুনাশক স্প্রে করবে ড্রোন,
নেপথ্যে গুয়াহাটি আইআইটির পড়ুয়ারা 

নয়াদিল্লি, ৩১ মার্চ (পিটিআই): করোনার বিস্তার রুখতে জীবাণুনাশক স্প্রে করতে হবে। আর তা করবে স্বয়ংক্রিয় ড্রোন। এই প্রযুক্তি বানিয়ে ফেললেন গুয়াহাটি আইআইটির পড়ুয়ারা।  বিশদ

করোনাকে হারিয়ে মৃত্যুর মুখ থেকে
ফিরে এলেন কেরলের প্রবীণ দম্পতি 

তিরুবনন্তপুরম, ৩১ মার্চ: মারণ করোনাকে গোহারা হারিয়ে সুস্থ হয়ে উঠলেন কেরলের ৯৩ এবং ৮৮ বছর বয়সি এক দম্পতি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা এই তথ্য জানিয়েছেন। তাঁর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, মৃত্যুর মুখ থেকে ওই প্রবীণ দম্পতিকে ফিরিয়ে আনা হয়েছে।  বিশদ

স্থানীয় স্তরে ছড়াচ্ছে
সংক্রমণ: কেন্দ্র

উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্র, কেরলে

নয়াদিল্লি, ৩০ মার্চ: দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত সংক্রমণের শিকার মোট ১২৬৩। মৃত্যু হয়েছে ২৯ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ জন। এই পরিস্থতিতে গোষ্ঠী সংক্রমণের আতঙ্ক তীব্র হয়ে উঠলেও, সেই উদ্বেগ কিছুটা কমাল সরকারি ঘোষণা। গোষ্ঠী নয়, ভারত এখনও স্থানীয় সংক্রমণের স্তরে রয়েছে বলে সোমবার দাবি করল মোদি সরকার। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানালেন, এটি আসলে করোনা ভাইরাসের নিয়ন্ত্রিত গোষ্ঠী সংক্রমণ পর্যায়। এর পিছনে যুক্তিও দিয়েছেন তিনি।
বিশদ

31st  March, 2020
‘লকডাউনের মেয়াদ
বৃদ্ধির সম্ভাবনা নেই’

 সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ৩০ মার্চ: লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিলের পর আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। আজ কেন্দ্র এই ঘোষণা করেছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গউবা বলেছেন, লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হচ্ছে, এই মর্মে গুজব ছড়াচ্ছে।
বিশদ

31st  March, 2020

Pages: 12345

একনজরে
মেলবোর্ন, ৩১ মার্চ: গাড়ি থেকে চুরি গেল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক টিম পেইনের ওয়ালেট। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হোবার্টে। করোনার জেরে গোটা অস্ট্রেলিয়া জুড়ে চলছে লকডাউন। ...

জীবানন্দ বসু, কলকাতা: করোনা ভাইরাসের দাপটে এবার ঐতিহ্যবাহী সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেঙ্গল কেমিক্যালস পড়েছে সঙ্কটে। কাঁচামালের অভাবে তাদের জনপ্রিয় ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন গোষ্ঠীর ট্যাবলেট ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারকে আর্থিক সাহায্য করার লক্ষ্যে তৃণমূল বিধায়কদের কাছ থেকে দলীয় তহবিলে ১০ হাজার টাকা করে চেয়েছেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।   ...

বিএনএ, বাঁকুড়া: করোনার প্রকোপ বাড়লেও মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিরবচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। ঠিকা শ্রমিকদের রাখার জন্য আলাদা পরিকাঠামো তৈরি করছে মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বাড়তি অর্থ পাওয়ার যোগ রয়েছে। পদোন্নতির পাশাপাশি কর্মস্থান পরিবর্তন হতে পারে। উর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষে থাকবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

এপ্রিল ফুলস ডে
১৬২১- শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুরের জন্ম,
১৮৮৯- রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারের জন্ম,
১৯৩৭- মহম্মদ হামিদ আনসারির জন্ম,
১৯৪১- ক্রিকেটার অজিত ওয়াদেকারের জন্ম,
১৯৮৪- ক্রিকেটার মুরলী বিজয়ের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৬৪ টাকা ৭৬.৩৬ টাকা
পাউন্ড ৭৬.৩৬ টাকা ৯৪.৮৪ টাকা
ইউরো ৮১.৭৩ টাকা ৮৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১৮ চৈত্র ১৪২৬, ১ এপ্রিল ২০২০, বুধবার, (চৈত্র শুক্লপক্ষ) অষ্টমী ৫৫/১৯ রাত্রি ৩/৪১। আর্দ্রা ৩৪/৫০ রাত্রি ৭/২৯। সূ উ ৫/৩৩/১, অ ৫/৪৮/১১, অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ৯/৩৮ গতে ১১/১৬ মধ্যে পুনঃ ৩/২১ গতে ৪/২৯ মধ্যে। রাত্রি ৬/৩৫ গতে ৮/৫৬ মধ্যে ১০/৩০ মধ্যে। বারবেলা ৮/৩৬ গতে ১০/৮ মধ্যে পুনঃ ১১/৪১ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ২/৩৬ গতে ৪/৪ মধ্যে।
১৮ চৈত্র ১৪২৬, ১ এপ্রিল ২০২০, বুধবার, অষ্টমী ৪১/১৫/৩৫ রাত্রি ১০/৪/৫৮। আর্দ্রা ২২/৩০/৫২ দিবা ২/৩৫/৫। সূ উ ৫/৩৪/৪৪, অ ৫/৪৮/৩১। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১২ মধ্যে ও ৩/২১ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ মধ্যে ও ১/৩২ গতে ৫/৩৪ মধ্যে। কালবেলা ৮/৩৮/১১ গতে ১০/৯/৫৪ মধ্যে।
 ৭ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
এপ্রিল ফুলস ডে১৬২১- শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুরের জন্ম১৮৮৯- ...বিশদ

07:03:20 PM

অসমে আরও ৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাস 

09:36:35 PM

মহারাষ্ট্রে আরও ১ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু 

08:36:01 PM

কালিম্পংয়ে কোভিড-১৯-এ মৃত মহিলার ৪ আত্মীয়ও করোনা আক্রান্ত 
করোনা আক্রান্ত হলেন কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত কালিম্পংয়ের মহিলার চার ...বিশদ

08:12:00 PM

রাজ্যে আরও ১ করোনা আক্রান্তের মৃত্যু 
কয়েকদিনের যমে মানুষে টানাটানির ইতি। মৃত্যু হল করোনা ভাইরাসে আক্রান্ত ...বিশদ

07:46:00 PM

স্থানীয়দের প্রতিরোধ, ধাপায় হল না করোনায় মৃতের শেষকৃত্য 
স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের জেরে ধাপা শ্মশানে হল না করোনা আক্রান্ত ...বিশদ

07:24:05 PM