Bartaman Patrika
দেশ
 

 গুজরাত দাঙ্গার ১৭ বছর পর ক্লিনচিট মোদিকে

গান্ধীনগর, ১১ ডিসেম্বর (পিটিআই): গুজরাত দাঙ্গার ১৭ বছর পর নরেন্দ্র দামোদরদাস মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। ২০০২ সালে দাঙ্গার সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। এখন তিনি দেশের প্রধানমন্ত্রী। কমিশনের নাতিদীর্ঘ রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘দাঙ্গার পিছনে তৎকালীন গুজরাত সরকারের কোনও মন্ত্রীর প্রত্যক্ষ মদত দেওয়ার অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ নেই।’ তবে দাঙ্গা ঠেকাতে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। যাতে কিছুটা হলেও গেরুয়া শিবিরের অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মোদিকে ক্লিনচিট দেওয়ায় উল্লসিত বিজেপি। বুধবার কমিশনের রিপোর্ট গুজরাত বিধানসভায় পেশ করার পর রাজ্যের পুলিস দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিং জাদেজাকে ছেকে ধরেন সাংবাদিকরা। তাঁদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এতদিনে স্পষ্ট হয়ে গেল, মোদির ব্যক্তিগত ইমেজে কালি ছেটাতে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও কংগ্রেস যৌথভাবে ষড়যন্ত্র করেছিল। সেই সঙ্গে গুজরাতের ভাবমূর্তিকেও কালিমালিপ্ত করার পরিকল্পনা করেছিল তারা।’
আজ থেকে ১৭ বছর আগে, ২০০২ সালে ভয়াবহ দাঙ্গায় বিধ্বস্ত হয় গুজরাত। মৃত্যু হয় কমপক্ষে একহাজার মানুষের। যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। ওই বছরেই ফেব্রুয়ারি মাসে এক সদস্য বিশিষ্ট কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্তের কথা ঘোষণা করেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। কমিশনের চেয়ারম্যান হন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী। সদস্য নিযুক্ত হয়েছিলেন গুজরাত হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে জি শাহ। পরে শাহ মারা যান। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন গুজরাত হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অক্ষয় মেহতা।
নানাবতী কমিশনের রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসা নিয়ে বিস্তর জলঘোলা হয় সেই ২০০৫ সাল থেকে। ওই বছরই ২৫ সেপ্টেম্বর প্রথম পর্যায়ের রিপোর্ট সরকারের কাছে জমা দেয় কমিশন। চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয় ২০১৪ সালের ১৮ নভেম্বর। তখন গুজরাতের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন আনন্দীবেন প্যাটেল। কিন্তু সেই থেকে নানাবতী কমিশনের রিপোর্ট প্রকাশ করা নিয়ে গুজরাত সরকার গড়িমসি করছে বলে বিভিন্ন মহল অভিযোগ তোলে। শুধু তাই নয়, গুজরাত সরকারের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থে মামলাও দায়ের করেছিলেন গুজরাত পুলিসের প্রাক্তন ডিজি আর বি শ্রীকুমার। মূলত তাঁরই আবেদনের ভিত্তিতে পাঁচ বছর বাদে কমিশনের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনল গুজরাতের বিজয় রূপানির সরকার।
গুজরাতের গোধরা রেলস্টেশনে সবরমতী এক্সপ্রেসের দু’টি কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০০২ সালে। তার পরই দাঙ্গা ছড়িয়ে পড়ে গুজরাতের বিভিন্ন এলাকায়। ওই অগ্নিকাণ্ডে ৫৯ জন করসেবকের মৃত্যু হয়েছিল বলে খবরে প্রকাশ। গুজরাতে ‘সাম্প্রদায়িক হিংসা’ ছড়িয়ে পড়ার পিছনে মূল কারণ হিসেবে গোধরা কাণ্ডকেই চিহ্নিত করেছে নানাবতী কমিশন। রিপোর্টে বলা হয়েছে, ‘গোধরার অগ্নিকাণ্ডের পর গুজরাতের একটি সম্প্রদায়ের মানুষ ‘প্রচণ্ড ক্রুদ্ধ’ হয়ে উঠেছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশই ছিল অন্য সম্প্রদায়ের উপর হামলা ও তাদের সম্পত্তিকে বিনষ্ট করা।’ আর এই হিংসা ছড়িয়ে পড়ার পিছনে গুজরাতের মন্ত্রীদের মদত থাকার যে অভিযোগ উঠেছিল, তাও খারিজ করে দিয়েছে কমিশন। রিপোর্টে বলা হয়েছে, ‘এমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি, যা দিয়ে গুজরাতের মন্ত্রীদের মদত দেওয়ার অভিযোগের সত্যতাকে মান্যতা দেওয়া যায়।’ তবে তৎকালীন গুজরাত পুলিস যে দাঙ্গা প্রতিরোধে ‘অসহায় আত্মসমর্পণে’র রাস্তায় হেঁটেছিল, তা রিপোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর জন্য অবশ্য ‘বাহিনীর অভাব’কেই কাঠগড়ায় তুলেছে কমিশন। উদাহরণ স্বরূপ আমেদাবাদ শহরে কয়েকটি হিংসার ঘটনা তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, ‘হিংসা রোধে এবং গোষ্ঠী সংঘর্ষ থামাতে ‘পারদর্শীর ভূমিকা’ পালন করতে ব্যর্থ হয়েছে পুলিস।’ সেই সঙ্গে দাঙ্গা সংক্রান্ত খবরা-খবর প্রকাশ নিয়ে সংবাদ মাধ্যমের সমালোচনাও করা হয়েছে রিপোর্টে। কঠিন সময়ে সংবাদ প্রকাশের ‘সীমা লঙ্ঘন’ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছে কমিশন।
সব মিলিয়ে গুজরাত দাঙ্গায় নানাবতী কমিশনের রিপোর্টে দৃশ্যতই খুশি গেরুয়া শিবির। জাদেজা বলেছেন, ‘একটা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন মোদি। ‘জনসঙ্ঘর্ষ মঞ্চ’, সিটিজেন ফর জাস্টিস’ সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে মোদির বিরুদ্ধে অপপ্রচারে উঠেপড়ে লেগেছিল কংগ্রেস। গোটা বিশ্বে মোদি এবং গুজরাতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র করা হয়েছিল। অনেক দেরি হলেও নানাবতী কমিশনের রিপোর্টে আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে, গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রী দাঙ্গার সঙ্গে কোনওভাবেই জড়িত ছিলেন না।’

শিল্প সম্মেলনের প্রথম দিনেই
৬ হাজার কোটির লগ্নি-প্রস্তাব

 দেবাঞ্জন দাস, দীঘা: ‘ব্যবসা-বাণিজ্যের জন্য ভয়ের পরিবেশ হলে অর্থনৈতিক প্রগতি আসবে কোথা থেকে? দেশজুড়ে ইদানীং টেনশন বেড়েছে। হাসিমুখে কাজ করতে না পারলে সমস্যা বাড়বে। বাংলায় সেই ভয়ের পরিবেশ নেই। রাজনীতির কারণে অনেকেই অনেক কথা বলেন।
বিশদ

দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যেই
রাজ্যসভাতেও পাশ নাগরিকত্ব বিল

 সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর:অবশেষে সংসদের উচ্চকক্ষেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। একদিকে দেশজুড়ে বিক্ষোভ, অগ্নিগর্ভ অসমে কার্ফু জারি, ত্রিপুরায় সেনা মোতায়েন, অন্যদিকে উত্তাল সংসদ। এরপরও আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়ে নিল কেন্দ্র।
বিশদ

নাগরিকত্ব বিল চালু হবে পশ্চিমবঙ্গেও: অমিত শাহ
রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতার কথা তুলতেই তুমুল হইচই তৃণমূল এমপিদের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: নাগরিকত্ব বিল প্রসঙ্গে আজ রাজ্যসভায় বার বার উঠে এল বাংলার প্রসঙ্গ। উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। যা নিয়ে সভায় তৃণমূল এমপিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাগ঩বিতণ্ডাও বাঁধল। বিশদ

এবার বেতন থেকে পিএফ
কাটা হবে ১০ শতাংশ হারে
৫ বছরের কমের চুক্তিভিত্তিক কর্মীদেরও গ্র্যাচুইটি

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) কন্ট্রিবিউশনের হার কমাচ্ছে কেন্দ্র। তা ১২ শতাংশ থেকে কমে হতে পারে ১০ শতাংশ। বিলে বলা হয়েছে, বিজ্ঞপ্তি দিয়ে এমপ্লয়িজ কন্ট্রিবিউশনের হার নির্ধারণ করা হবে। তা সকলের জন্যই প্রযোজ্য হবে।
বিশদ

বাবা-মা কিংবা প্রবীণ নাগরিকদের
নিগ্রহ করলে ৬ মাসের কারাদণ্ড
লোকসভায় বিল আনল সরকার

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (পিটিআই): প্রবীণ নাগরিকদের উপর নির্যাতন ঠেকাতে এবার লোকসভায় নয়া খসড়া বিল আনল কেন্দ্র। বুধবার লোকসভায় আনা ওই খসড়ায় বলা হয়েছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বাবা-মা অথবা প্রবীণ নাগরিকদের উপর মারধর বা নির্যাতন করেন কিংবা তাঁদের ঠিকমকো যত্ন না করেন, তবে তাঁদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিশদ

বাঙালিকে দেশপ্রেম শেখাতে আসবেন না,
বাংলাকে ভালোভাবে বুঝুন : ডেরেক

 সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: আর যাই হোক, বাঙালিকে দেশপ্রেম শেখাতে আসবেন না। আগে বাংলাকে ভালো করে বুঝুন, তারপরে মুখ খুলুন! নাগরিকত্ব সংশোধনী নিয়ে আলোচনায় অংশ নিয়ে আজ রাজ্যসভায় এই মর্মেই মোদি-অমিত শাহর সরকারকে তোপ দাগলেন তৃণমূলের বক্তা ডেরেক ও’ব্রায়েন।
বিশদ

চাপের মুখে নিটের প্রসপেক্টাস হল বাংলাতেও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিটের প্রসপেক্টাস বা ইনফরমেশন বুলেটিন ফিরল বাংলাতে। সম্প্রতি ছাত্রছাত্রীদের জন্য নিট বা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট-এর ‘প্রসপেক্টাস’ ইংরেজি সহ অসমীয়া, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল ও গুজরাতি ভাষায় প্রকাশ করে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
বিশদ

ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে এই বিলের কথা
নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিরোধীরা পাকিস্তানের সুরে কথা বলছে, আক্রমণ মোদির

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। বললেন নরেন্দ্র মোদি। এই বিল এদিন রাতে রাজ্যসভায় পাশ হয়ে যায়। প্রধানমন্ত্রী দলের এমপিদের বলেছেন, সংসদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকলে চলবে না। আগামীদিনে এই বিলের কথা গোটা দেশের মানুষকে জানান। বিশদ

এনকাউন্টারে চার অভিযুক্তের মৃত্যুর ঘটনা
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই
তদন্ত হোক, চায় দেশের শীর্ষ আদালত

 নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (পিটিআই): তেলেঙ্গানায় পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের মামলায় চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে। বুধবার দেশের শীর্ষ আদালতের তরফে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।
বিশদ

সিলেক্ট কমিটিতে পাঠানো হচ্ছে না
ব্যক্তিগত তথ্য নিরাপত্তা সংক্রান্ত বিল পেশ নিয়ে উত্তাল লোকসভা, ওয়াকআউট বিরোধীদের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: ব্যক্তিগত তথ্য নিরাপত্তা সংক্রান্ত এক বিল পেশ নিয়ে আজ উত্তাল হল লোকসভা। চাওয়া হল ভোটাভুটিও। কিন্তু ভোটাভুটির আগেই সম্মিলিতভাবে ওয়াক আউট করল বিরোধীরা। বিলটি পেশ হলেও তা সংসদীয় যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হচ্ছে বলে জানিয়ে দিলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
বিশদ

  নাগরিকত্ব বিল: কারও ব্যক্তিগত অভিমতে জেডিইউয়ের অবস্থান বদলাবে না, জানালেন নীতীশ ঘনিষ্ঠ সঞ্জয় ঝা

 পাটনা, ১১ ডিসেম্বর (পিটিআই): নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করা নিয়ে জেডিইউয়ের অভ্যন্তরে সম্প্রতি মতবিরোধের সৃষ্টি হয়েছে। তবে কারও ব্যক্তিগত অভিমতে দলের অবস্থান বদলাবে না। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ তথা জেডিইউয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় ঝা মঙ্গলবার এমনটাই জানিয়েছেন। বিশদ

  আইনে পরিণত হলেও নাগরিকত্ব সংশোধনী সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাবে, বললেন চিদম্বরম

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে যে সুপ্রিম কোর্টে মামলা হবেই, সেই সম্ভাবনা নিশ্চিত করে আজ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম রাজ্যসভায় বলেছেন, আদালতে এই আইন খারিজ হয়ে যাবে তা নিয়ে সামান্য সন্দেহ নেই।
বিশদ

  নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করতে কংগ্রেসের চাপ সত্ত্বেও ওয়াকআউট শিবসেনার

 নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: ইউ টার্নের পর ইউ টার্ন। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্রমাগত ভোলবদল করে গেল শিবসেনা। লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিয়েছিল শিবসেনা। তারপর কংগ্রেসের চাপে শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে বিল নিয়ে কিছু আপত্তির কথা বলেছিলেন। বিশদ

  আমার মেয়েকে যখন মেরেছিল, তখন কোথায় ছিল মানবাধিকার: নির্ভয়ার মা

 নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (পিটিআই): দিল্লিতে বায়ু দূষণের জেরে আয়ু কমে আসছে। তাহলে মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে? এই যুক্তিতে সুপ্রিম কোর্টের কাছে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামী অক্ষয় সিং ঠাকুর।
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, আসানসোল: ডিসেম্বরের শুরুতে জাঁকিয়ে শীত না পড়লেও দুর্গাপুর ব্যারেজ সহ চিত্তরঞ্জনের নানা ঝিল ও মাইথন জলাধারে পরিযায়ী পাখির দল ভিড় জমাতে শুরু করেছে। বেশ কয়েক বছর আগে পরিযায়ী পাখির আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেলেও ফের তাদের সংখ্যা বাড়ছে।   ...

বিএনএ, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপর্যয়ের পর উত্তর দিনাজপুরে বিজেপির ঘুরে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ। একদিকে সাংগঠনিক দুর্বলতা, দলীয় অন্তর্দ্বন্দ্ব, লোকসভা নির্বাচনে সাধারণ ভোটারদের সমর্থন কয়েক মাসের মধ্যে অনেকটা হারিয়ে ফেলায় কার্যত দিশেহারা গেরুয়া শিবিরের নেতৃত্ব।  ...

সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গণে অস্থায়ীভাবে ক্রিকেট পিচ করা হল। শহরের ক্রিকেট খেলোয়াড়দের সুবিধার জন্যই অস্থায়ীভাবে এই পিচ করেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম থেকে ক্রিকেট খেলা চাঁদমনির মাঠে স্থানান্তর করার পর অনেক অসুবিধায় পড়তে হয় শিলিগুড়ি ক্রিকেট খেলোয়াড়দের।   ...

 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

আত্মবিশ্বাস এত বৃদ্ধি পাবে যে, কোনও কাজই কঠিন মনে হবে না। সঞ্চয় বেশ ভালো হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯১১: রদ হল বঙ্গভঙ্গ
১৯১১: নতুন রাজ্য হল বিহার ও ওড়িশা
১৯১১: কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হল দিল্লিতে
১৯৫০: অভিনেতা রজনীকান্তের জন্ম
১৯৫৭: পূর্ব রেলে ইএমইউ ট্রেনযাত্রা চালু
২০০৫: পরিচালক রামানন্দ সাগরের মূত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০৪ টাকা ৭১.৭৪ টাকা
পাউন্ড ৯১.৪৭ টাকা ৯৪.৮০ টাকা
ইউরো ৭৭.১৫ টাকা ৮০.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩,৬০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩,৭০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৫ অগ্রহায়ণ ১৪২৬, ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, পূর্ণিমা ১১/১৯ দিবা ১০/৪২। রোহিণী ০/২৮ দিবা ৬/২২। সূ উ ৬/১০/৪৫, অ ৪/৪৯/১৯, অমৃতযোগ দিবা ৭/৩৫ মধ্যে পুনঃ ১/১৬ গতে ২/৪১ মধ্যে। রাত্রি ৫/৪২ গতে ৯/১৬ মধ্যে পুনঃ ১১/৫৬ গতে ৩/৩০ মধ্যে পুনঃ ৪/২৪ গতে উদয়াবধি, বারবেলা ২/১০ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৯ গতে ১/৯ মধ্যে।
২৫ অগ্রহায়ণ ১৪২৬, ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, পূর্ণিমা ১১/৫৬/৫১ দিবা ১০/৫৯/৫। রোহিণী ২/৩৮/১৪ দিবা ৭/১৫/৩৯, সূ উ ৬/১২/২১, অ ৪/৪৯/৪১, অমৃতযোগ দিবা ৭/৪৭ মধ্যে ও ১/২৩ গতে ২/৪৮ মধ্যে এবং রাত্রি ৫/৪৮ গতে ৯/২৩ মধ্যে ও ১২/৪ গতে ৩/৩৯ মধ্যে ও ৪/৩৩ গতে ৬/১৩ মধ্যে, কালবেলা ২/১০/২১ গতে ৩/৩০/১ মধ্যে, কালরাত্রি ১১/৩১/১ গতে ১/১১/২১ মধ্যে।
১৪ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: আত্মবিশ্বাস এত বৃদ্ধি পাবে যে, কোনও কাজই কঠিন মনে হবে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯১১: রদ হল বঙ্গভঙ্গ১৯১১: নতুন রাজ্য হল বিহার ও ওড়িশা১৯১১: ...বিশদ

07:03:20 PM

ফের বিদ্যুৎ বিভ্রাট মেট্রোয়
কলকাতা মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। তার জেরে কিছুক্ষণের জন্য টানেলেই ...বিশদ

08:21:00 PM

অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

04:54:33 PM

সেন্ট্রাল অ্যাভিনিউতে গ্রেপ্তার যুব কং কর্মীরা 
ই-মলের সামনে থেকে গ্রেপ্তার করা হল যুব কং কর্মীদের। আজ, ...বিশদ

04:43:00 PM

সেক্টর ফাইভে ভুয়ো ডেটিং সাইট খুলে প্রতারণা, মুম্বইতে গ্রেপ্তার ৩ অভিযুক্ত 

04:26:00 PM