দীর্ঘদিনের পরিশ্রমের সুফল আশা করতে পারেন। শেয়ার বা ফাটকায় চিন্তা করে বিনিয়োগ করুন। ব্যবসায় ... বিশদ
জাতীয়স্তরের নিটের সঙ্গেই এইমসে ভর্তির পরীক্ষা হবে কি না, তা নিয়ে কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন তৃণমূলের লোকসভার এমপি সাজদা আহমেদ। তারই লিখিত উত্তরে কেন্দ্র জানিয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন আইন ২০১৯ মোতাবেক এখন থেকে দেশের সব মেডিকেল ইনস্টিটিউশনে আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তির জন্য একটিই পরীক্ষা হবে। আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে এইমসে এমবিবিএস কোর্সে ভর্তির পরীক্ষাও হবে নিটের সঙ্গে।
ফলে এবার থেকে ডাক্তারি পড়ুয়াদের আর মেডিকেল কোর্সে ভর্তি হতে পৃথক পরীক্ষা দিতে হবে না। জানিয়ে দিলেন স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে। তিনি আরও জানান, নতুন আইন অনুযায়ী, এমবিবিএসের ফাইনাল ইয়ারের জন্যও নেক্সট (ন্যাশনাল এক্সিট টেস্ট) নামে একটি সাধারণ পরীক্ষা হবে। নেক্সট পরীক্ষায় পাশ করেই পড়া শেষে ডাক্তারি করা যাবে এবং পোস্টগ্রাজুয়েট মেডিকেল কোর্সে ভর্তি হওয়া যাবে। অন্যদিকে, পরীক্ষার বাইরে সরাসরি এমবিবিএস কোর্সে ভর্তির কোনও ভাবনা কি সরকারের রয়েছে, জানতে চেয়েছিলেন উলুবেড়িয়ার তৃণমূল এমপি সাজদা আহমেদ। উত্তরে মন্ত্রী জানিয়েছেন, এরকম কোনও প্রস্তাব আমাদের কাছে নেই।