নয়াদিল্লি, ১০ অক্টোবর: গত সেপ্টেম্বরে পাঞ্জাবে ড্রোনের মাধ্যমে কমপক্ষে ১০টি অস্ত্র সরবরাহ করা হয়েছিল। সেই ঘটনার পিছনে পাকিস্তানের নেতারাই রয়েছেন বলে খবর। দেশের ইন্টেলিজেন্স সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রককে এমনটাই জানিয়েছে। তবে বিএসএফ এবং ভারতীয় বায়ুসেনা কেন ওই ড্রোনের আগাম হদিশ পেল না, তা নিয়েও ইন্টেলিজেন্স বিভাগ প্রশ্ন তুলেছে। এদিকে সেপ্টেম্বরের ওই অস্ত্র সরবরাহের ঘটনায় পাক নেতাদের ভূমিকা খতিয়ে দেখার জন্য এনআইএ-কে ভার দেওয়া হয়েছে। এছাড়া ওই ড্রোনগুলির কোনওটি সীমান্তে কার্যকর রয়েছে কি না, তা খুঁজে বের করার জন্য ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
উল্লেখ্য, পাঞ্জাব পুলিসের তরফে আগে জানানো হয়েছিল, গত সেপ্টেম্বরে ওই ড্রোনের মাধ্যমে একে-৪৭ রাইফেল এবং গ্রেনেড ফেলা হয়েছিল। জম্মু-কাশ্মীরে অশান্তি ছড়ানোর জন্যই লুকিয়ে থাকা জঙ্গিদের ওই অস্ত্র সরবরাহ করা হয়েছিল বলে পুলিসের দাবি।