মাঝে মধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযো ... বিশদ
এদিকে কাশ্মীরে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর কলেজ খুললেও কোনও পড়ুয়াকে দেখা যায়নি। গত সপ্তাহে কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বশির খান ৩ অক্টোবর থেকে স্কুল এবং ৯ তারিখ থেকে কলেজ খুলে যাবে বলে ঘোষণা করেছিলেন। এদিন উপত্যকার কলেজগুলি খুলে গেলেও কোনও পড়ুয়া আসেনি। তবে কলেজের শিক্ষক ও অন্যান্য কর্মীরা সময়মতো কলেজে এসেছিলেন। স্কুলগুলিতেও প্রায় একই অবস্থা। প্রশাসনের তরফে চেষ্টা চালানো সত্ত্বেও অভিভাবকরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে নারাজ। তবে অন্যান্য দিনের মতো আজও বন্ধ ছিল শ্রীনগরের ব্যবসায়িক প্রতিষ্ঠান। সকালের দিকে কিছু হকার রাস্তার ধারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সাজিয়ে বসেছিলেন। তবে সকাল ১১টার পর তাঁরা দোকান-পাট গুটিয়ে চলে যান। এদিকে ৩৭০ ধারা বাতিলের কিছুদিন আগেই পর্যটকদের উপত্যকা ছাড়তে নিষেধ করেছিল প্রশাসন। তাঁদের উপর জঙ্গি হামলার আশঙ্কায় ওই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই নিষেধাজ্ঞা অবশেষে শিথিল হতে চলেছে। গত সোমবার রাজ্যপাল সত্যপাল মালিক প্রশাসনিক স্তরের বৈঠক করে উপত্যকার নিরাপত্তা খতিয়ে দেখেন। তারপরই ওই নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।