ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ‘স্বামী চিন্ময়ানন্দ আমাকে ধর্ষণ করেছেন এবং এক বছর ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন। দিল্লির লোধি রোড পুলিস স্টেশনে প্রথম অভিযোগ দায়ের হয়। সেখান থেকে সেটি শাহজাহানপুর পুলিসের কাছে পাঠানো হয়। প্রথমে তো শাহজাহানপুর পুলিস আমার অভিযোগকে গুরুত্ব দেয়নি।’ সাংবাদিক সম্মেলনে মুখে কাপড় ঢাকা অবস্থায় ওই ছাত্রী জানান, ‘গত রবিবার সিট আমাকে ১১ ঘণ্টা ধরে জেরা করে। আমি তাঁদের ধর্ষণের কথা জানিয়েছি। সব কিছু জানানোর পরও তাঁরা চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করেননি।’