কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ। ... বিশদ
অন্যদিকে অভিনেতা আসছেন এই খবর চাউর হতেই তাঁর অনুগামীরা দলে দলে মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন। এদিন হলুদ পাঞ্জাবি এবং কালো রোদচশমা পরে দেব যখন মন্দিরে আসেন তখন চারদিকে শুধুই তাঁর অনুগামীদের ভিড়। দেবকে এক ঝলক দেখার জন্য অনুরাগীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। এদিন মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার পাশাপাশি নিজের হাতে আরতিও করেন দেব। সঙ্গে ছিলেন এই সিনেমায় প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধা ইধিকা পাল এবং টিমের অন্যান্য সদস্যরা। মন্দিরেরর গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার সময় অভিনেতাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মায়ের কাছে কী চাইলেন? উত্তরে দেব বলেন, চাওয়ার তো কোনও শেষ নেই। মায়ের কাছে আর্শীবাদ চাইলাম। আমরা সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে তিনি অবশ্য বিষয়টি এড়িয়ে যান। বলেন, মন্দিরে এই বিষয়ে নিয়ে আলোচনা করতে চাই না। উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘খাদান’ সিনেমাটি। তার আগে তারাপীঠে দেবী তারার কাছে পুজো দিলেন দেব ও ‘খাদান’ টিম।