নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফগ ডিভাইস যন্ত্রের সঙ্গে ট্রেনের সময়ানুবর্তিতার কোনও সম্পর্ক নেই। এতে দৃশ্যমানতা বৃদ্ধি পায় না। ফলে কুয়াশার কারণে ট্রেন দেরিতে চললে তার জন্য ফগ ডিভাইস যন্ত্রকে দায়ী করা যায় না। বৃহস্পতিবার এমনই ব্যাখ্যা দিয়েছে রেলমন্ত্রক। এদিন ফগ ডিভাইস যন্ত্র নিয়ে নিজের অবস্থান থেকে কার্যত সম্পূর্ণ ঘুরে গিয়ে রেল বোর্ড সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই প্রযুক্তি শুধুমাত্র ট্রেন চালককে সতর্ক করে দেয়। ফগ ডিভাইস যন্ত্রের প্রযুক্তিতে লোকো পাইলট জানতে পারেন, পরবর্তী দেড় থেকে দু’কিলোমিটারের মধ্যে সিগন্যাল রয়েছে। তিনি সেইমতো পদক্ষেপ নেন।
শীত পড়তেই উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে কুয়াশার দাপট। ইতিমধ্যেই উত্তর ভারতগামী একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলার অভিযোগ আসছে। এই পরিস্থিতিতে ফগ ডিভাইস যন্ত্র নিয়ে রেলের এহেন উলটপূরণ বুঝিয়ে দিল যে, আদতে কুয়াশার মোকাবিলায় তারা কিছুই করতে পারবে না।