Bartaman Patrika
রাজ্য
 

বীরভূমে ময়ূরাক্ষীর তীরে কাশের বন। বুধবার ইন্দ্রজিৎ রায়ের তোলা ছবি।

স্নাতকে এখনও রাজ্যে খালি ৩৮ শতাংশ 
আসন, ভর্তির সময়সীমা বৃদ্ধি এক সপ্তাহ

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে আসন যে ভরেনি, তা স্বীকার করে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু গোটা রাজ্যে ঠিক কতজন পড়ুয়া ভর্তি হয়েছেন, তার কোনও উল্লেখ করেনি তারা। তবে রাজ্যে খালি আসনের হার যে অনেকটাই বেশি, তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে দপ্তরে পাঠানো তথ্যই প্রমাণ করে দিয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির সময় দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ৩৮ শতাংশ আসন খালি রয়েছে গোটা রাজ্যে। তাই বাধ্য হয়েই আগামী ৮ অক্টোবর পর্যন্ত ভর্তির পোর্টাল খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে কলেজগুলিকে। এ বছর সব বোর্ড মিলিয়ে প্রায় ১০০ শতাংশ পড়ুয়া দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করেছে। এই বিপুল সংখ্যক পড়ুয়া ভর্তি হতে পারবেন তো, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে এসেছিল দ্বাদশের ফলপ্রকাশের পর। কিন্তু বাস্তবের ছবি ভিন্ন অভিজ্ঞতার জন্ম দিচ্ছে। জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, নদীয়া ছাড়া বাকি সব জেলায় খালি আসনের হার ৩০ শতাংশের বেশি। উত্তর ২৪ পরগনা, কলকাতা, আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলায় মোট আসনের অর্ধেকের একটু বেশি ভরেছে।
কলকাতার কলেজগুলির মধ্যে গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিট্রেশনে প্রায় সব আসনই ভর্তি হয়ে গিয়েছে। সেন্ট জেভিয়ার্স কলেজের চিত্রও প্রায় এক। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে ৯০ শতাংশের বেশি আসন ভর্তি হয়েছে। তবে সব মিলিয়ে কলকাতার কলেজগুলিতে এখনও ফাঁকা আসন রয়েছে ৪০ শতাংশের বেশি। আনন্দমোহন কলেজ, বঙ্গবাসী কলেজ, চিত্তরঞ্জন কলেজ, মুরলীধর গার্লস কলেজ, সুরেন্দ্রনাথ মহিলা কলেজ সহ একাধিক কলেজে বহু আসন খালি পড়ে রয়েছে বলে জানা গিয়েছে। এখানে ৫০ শতাংশের একটু বেশি আসনে পড়ুয়ারা ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আসানসোলের কাজি নজরুল এবং বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ৫০  শতাংশের সামান্য বেশি আসন ভরেছে। ভর্তির নিরিখে শীর্ষে রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানে স্নাতক স্তরে ৭১ শতাংশ আসন পূরণ হয়েছে। বাঁকুড়া এবং সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে ৬৮ শতাংশ ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। এবার প্রায় সব কলেজেই অতিরিক্ত আবেদন জমা পড়েছিল। কিন্তু সেই অনুপাতে কোথাও ভর্তি হয়নি। বহু নামজাদা কলেজে এখনও একটা বড় সংখ্যক আসন খালি রয়েছে। আসলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ুয়াদের একাংশ কাজে ঢুকে পড়েছে। আবার একটি অংশ মেডিক্যাল বা ইঞ্জনিয়ারিংয়ের দিকে চলে গিয়েছে। যদিও এই অংশটি প্রতিবছরই পেশাভিত্তিক কোর্স করতে চলে যায়। ফলে সাধারণ ডিগ্রি কলেজে স্নাতকের আসন পূরণ হয়ে ওঠে না।
তবে এটাও ঠিক যে, খালি আসনের মধ্যে বেশিরভাগই সংরক্ষিত। তবে এই আসনগুলির চরিত্র বদল করে অসংরক্ষিত করে দিলে এতে সাধারণ ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। তাই ৮ অক্টোবর পর্যন্ত কত সংখ্যক পড়ুয়া ভর্তি হয়, সেদিকে তাকিয়ে শিক্ষামহল।

আজ ভোট মমতার
নির্বাচন জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও

আজ, বৃহস্পতিবার মমতার ভোট। তৃতীয়বার মুখ্যমন্ত্রিত্ব ‘পাকা’ করার ভোট। তাই আজ নজর শুধুই দক্ষিণ কলকাতামুখী—‘হাইভোল্টেজ’ ভবানীপুরে। তবে শুধু রাজনৈতিক আবর্তের ‘এপিসেন্টারে’ উপনির্বাচন নয়, এদিনের নির্ঘণ্টে রয়েছে রাজ্যের আরও দুই বিধানসভা কেন্দ্র—মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের সাধারণ নির্বাচন। 
বিশদ

বিধানসভা অধিবেশনের ৮০০ বইয়ের
ইতিহাস এবার মিলবে ডিজিটালে
বরাত এনআইসি’কে

রা‌জ্য বিধানসভার তামাম অধিবেশনের ইতিহাস এবার কম্পিউটারের মাউসের এক ক্লিকেই মিলবে আমজনতার কাছে। বাড়ি বা নিজ দপ্তরে বসে এই পরিষেবা পেতে ইন্টারনেট ছাড়া কোনও বাড়তি খরচ লাগবে না আগ্রহীদের। বিশদ

মায়ের ওষুধ কিনতে কাঁটাতার পেরিয়ে এদেশে
বাংলাদেশি যুবক, ফিরিয়ে দিল বিএসএফ

শ্বাসকষ্টে ভুগতে থাকা মায়ের জন্য দরকার ওষুধ। সেই ওষুধ কেনার জন্য কয়েক কিলোমিটার দূরে যেতে হবে। তার চেয়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে দ্রুত ওষুধ নিয়ে আসতে সময় লাগবে কম। সে কথা মাথায় রেখে সঙ্কটাপন্ন মায়ের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে সীমান্তের নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এদেশে আসেন বাংলাদেশি এক যুবক। ওষুধও কিনেছিলেন।
বিশদ

ব্রিটিশ আমলে জেল খেটেছিলেন আগমনির কবিতা লিখে
পুজোর থিমে নিজভূমে ব্রাত্য নজরুল

‘আর কতকাল থাকবি বেটী, মাটির ঢেলায় মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। দেব-শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী।’ প্রায় একশো বছর আগে ইংরেজদের বিনাশ করতে দেবী দুর্গাকে এভাবেই আহ্বান করেছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম। বিশদ

মোদির জন্মদিনে ২৫ হাজার কার্ড
ফতোয়া না মেনে  সাসপেন্ড রাজ্যের  তিন পোস্টমাস্টার

পোস্টকার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ১৫ দিনের বিশেষ কর্মসূচি নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। হায়দরাবাদে একটি ছাপাখানা থেকে এসেছে তিন কোটি পোস্টকার্ড। পশ্চিমবঙ্গের প্রতিটি হেড পোস্ট অফিসকে কার্যত ‘ফতোয়া’ দেওয়া হয়, ২৫ হাজার কার্ড মজুত রাখতেই হবে। বিশদ

পুজোর ভ্রমণে এবারের 
ট্রেন্ড ‘রিভেঞ্জ ট্যুরিজম’
সমতলের তুলনায় পাহাড়েই ঝোঁক বেশি

টানা বেশ কয়েক মাস ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার পর আচমকাই পুজোর ক’টা দিন ছুটি পেয়েছেন অর্কদীপ দে। তারপর থেকেই পেয়ে বসেছে বেড়াতে যাওয়ার উদগ্র বাসনা। কিন্তু, যাব বললেই কী আর যাওয়া যায়। হোটেল থেকে ট্রেনের টিকিট মেলা ভার। তাতেও কুছ পরোয়া নেহি।
বিশদ

বালি খাদানে দুর্নীতির সূত্র সন্ধানে
এবার তদন্তে রাজ্য দুর্নীতি দমন শাখা

বালি খাদানে দুর্নীতি কোথায় তা খুঁজে বের করতে এবার ‘এনকোয়ারি’ শুরু করল রাজ্য দুর্নীতি দমন শাখা। পশ্চিম বর্ধমান ও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বেশ কয়েকটি বালি খাদানে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। বিশদ

আকাশপথে জুড়তে চলেছে বাংলা
দুর্গম ও ধর্মীয় স্থানে শুরু
হচ্ছে হেলিকপ্টার পরিষেবা

বাংলার বিভিন্ন দুর্গম ও ধর্মীয় স্থানে হেলিকপ্টার পরিষেবা শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পর্যটন ক্ষেত্রে রাজ্যকে আরও কয়েকধাপ এগিয়ে দিতে এই নয়া প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সূত্রের দাবি, হেলিকপ্টার সার্ভিস চালু হলে সুন্দরবন, সাগর, ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং সহ একাধিক স্থানে নিমেষে চলে যাওয়া যাবে।
বিশদ

টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি

আশঙ্কা সত্যি করে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলছে টানা বৃষ্টি। কখনও টুপটাপ তো কখনও মুষলধারে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট।  বিশদ

এনসিআরবির রিপোর্টে ভালো জায়গায় বাংলা
সাইবার প্রতারণায় দেশের শীর্ষে
উত্তরপ্রদেশ, এগিয়ে দুর্নীতিতেও

আইনশৃঙ্খলা থেকে অপরাধমূলক কাজ, সবক্ষেত্রে বাংলাই হল বিজেপি নেতৃত্বের আক্রমণের কেন্দ্রবিন্দু। অথচ খোদ কেন্দ্রীয় সরকারি সংস্থার রিপোর্ট বলছে, ঠিক উল্টো কথা। বাংলা নয়, গত এক বছরে দেশের মধ্যে সবচেয়ে বেশি সাইবার প্রতারণার শিকার হয়েছেন যোগীরাজ্যের বাসিন্দারা।
বিশদ

হলদিয়ায় রেকর্ড বৃষ্টি,
আজ বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বর্ষণ, হলদিয়ায় রেকর্ড বর্ষণের পর বুধবার নিম্নচাপ সরল ঝাড়খণ্ডের দিকে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস  জানিয়েছেন, এদিন সন্ধ্যা পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি দুর্বল হয়নি।
বিশদ

ভোটে বিপর্যয় সত্ত্বেও দলবদলুদের স্বাগত
জানাবে গেরুয়া শিবির, জানালেন সুকান্ত
দলত্যাগীদেরও ফেরার আহ্বান

বঙ্গ ভোটে বিপর্যয় সত্ত্বেও দলবদলু নীতি থেকে সরছেন না বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরবর্তী ক্ষেত্রেও ভিন দল থেকে আগতদের স্বাগত জানাবে গেরুয়া শিবির। বুধবার দিল্লিতে সুকান্তবাবু বলেছেন, ‘বিজেপির আদর্শ ও ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগ দিতে চান, তাঁকে অবশ্যই স্বাগত জানানো হবে। বিশদ

আজ ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফল
দায়িত্ব নিলেন পিএসসি’র নয়া চেয়ারপার্সন

আজ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফলাফল। গত ২৩ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) রাজ্য সরকারি দপ্তরে কেরানি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কিন্তু তা নিয়ে বিস্তর অভিযোগ  উঠেছিল। বিশদ

 বিএডের প্রথম সেমেস্টারের পরীক্ষাই
নিতে পারেনি  ডব্লুবিইউটিটিইপিএ

দুশ্চিন্তায় প্রায় ৫৫ হাজার পড়ুয়া

বেশকিছু বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে তৃতীয় সেমেস্টারের ক্লাস শুরু হয়ে গিয়েছে। এদিকে, প্রথম সেমেস্টারের পরীক্ষা নিতে পারেনি রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। পোশাকি নাম দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্টেশন (ডব্লুবিইউটিটিইপিএ)। বিশদ

Pages: 12345

একনজরে
নেই সেই রাজা বা রাজ্যপাট। কিন্তু আজও রয়ে গিয়েছে তাঁদের প্রচলিত দুর্গাপুজো। স্থানীয়দের কাছে তার আকর্ষণ এতটুকুও কমেনি। যেমনটা নলহাটির সীমলান্ধী গ্রামের জমিদার বাড়ির দুর্গাপুজো। এটি এখন ভট্টাচার্য বাড়ির পুজো হিসেবে পরিচিত। ...

পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান ইস্তফা দিয়েও সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নিয়ে আত্মগোপন করে রয়েছেন। ...

রাস্তার ধার ঘেঁষে থাকা অধিকাংশ বাতিস্তম্ভের অবস্থা বেহাল। সবকটির তারের সংযোগস্থল খোলা। কোথাও বক্সের মধ্যে নেই ঢাকনা। কোথাও ধাতব ইলেক্ট্রিক পোলের তার ঝুলছে। ...

জাপানে ক্ষমতা বদল। সূর্যোদয়ের দেশে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্টসিয়াল নির্বাচনে জয় পেয়েছেন কিশিদা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মোন্নতি ও কর্মের প্রসার। সামাজিক সুনাম বৃদ্ধি। শারীরিক সমস্যার আশঙ্কা। ধনাগম মন্দ নয়। দাম্পত্যে চাপ, ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক অনুবাদ দিবস
১৯১৯: বিশিষ্ট শিক্ষাবিদ তথা ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর মৃত্যু
১৮২৮ - ভারতীয় যোগী ও গুরু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়ের জন্ম
১৮৬০: ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়
১৮৬৪ - ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবীর জন্ম
১৮৭৫: শিক্ষাবিদ প্যারীচরণ সরকারের মৃত্যু
১৮৮২ - থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়
১৯২২: পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের জন্ম
১৯২৮: পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩৩: নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৩৯: ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।
১৯৬২: অভিনেতা প্রসেনজিতের জন্ম
১৯৭২: গায়ক শান-এর জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৮ টাকা ৭৫.০৯ টাকা
পাউন্ড ৯৮.৮৪ টাকা ১০২.২৭ টাকা
ইউরো ৮৫.১৯ টাকা ৮৮.৩১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,১০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ আশ্বিন ১৪২৮, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১। নবমী ৪১/৩৪ রাত্রি ১০/৯। পুনর্বসু নক্ষত্র ৫০/৪ রাত্রি ১/৩৩। সূর্যোদয় ৫/৩১/১৭, সূর্যাস্ত ৫/২২/১৫। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/১ মধ্যে। রাত্রি ৬/১১ গতে ৯/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৪ গতে উদয়াবধি। বারবেলা ২/২৪ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২৭ গতে ১২/৫৮ মধ্যে। 
১৩ আশ্বিন ১৪২৮, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১। নবমী রাত্রি ৬/২৬। পুনর্ব্বসু নক্ষত্র রাত্রি ১১/১৬। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৪। অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ২/৫২ মধ্যে এবং রাত্রি ৬/০ গতে ৯/১৯ মধ্যে ও ১১/৪৮ গতে ৩/৭ মধ্যে ও ৩/৫৬ গতে ৫/৩১ মধ্যে। কালবেলা ২/২৬ গতে ৫/২৪ মধ্যে। কালরাত্রি ১১/২৮ গতে ১২/৫৯ মধ্যে। 
২২ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল ২০২১: হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস

11:22:53 PM

আইপিএল ২০২১: চেন্নাই  ৫৮/০ (৭ ওভার)  

10:01:33 PM

আইপিএল ২০২১: চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ১৩৫ রান

09:24:04 PM

আইপিএল ২০২১: হায়দরাবাদ ৭৬/৪ (১৩ ওভার)  

08:36:01 PM

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৪৯
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪৯ জন করোনা সংক্রামিত হয়েছেন। ...বিশদ

08:29:17 PM

করোনা: পুজোয় রাতের বিধিনিষেধে ছাড়
করোনার বিধিনিষেধের মেয়াদ ফের বাড়াল রাজ্য। আজ, বৃহস্পতিবার নবান্নের পক্ষ ...বিশদ

07:17:15 PM