আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
পুলিস জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, বুধবার রাতে প্রথমে ২ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা হল রাজ কুমার রায়চৌধুরি (৪৭) এবং ইন্দ্রজিৎ হাজরা (৪১)। রাজ কসবা ও ইন্দ্রজিৎ সাহাপুর কলোনির বাসিন্দা। এদের ডায়মন্ড হারবার রোড থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর হেস্টিংস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এদের আরও এক শাকরেদ দেবব্রত সাহু (৩৬) নামক আরও একজনেকে। ধৃতদের কাছ থেকে সব মিলিয়ে ১০০ এমজির ১৩২ ভায়াল রেমডেসিভির উদ্ধার হয়েছে। যা তারা কালোবাজারির জন্য নিজেদের কাছে মজুত রেখেছিল। অন্যদিকে, করোনাকালে ওষুধের কালোবাজারি রুখতে সব রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে আজ সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র।