উচ্চবিদ্যার ক্ষেত্রে মধ্যম ফল আশা করা যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে নতুনত্ব আছে। কর্মরতদের ... বিশদ
কিডনির সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরপর তিনবার ডায়ালিসিসের সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে গতকাল প্রথম দফার ডায়ালিসিস সম্পন্ন হয়েছে। ডা. অরিন্দম কর জানিয়েছেন, ডায়ালিসিসের পর অশীতিপর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। আশার কথা হল, চিকিৎসায় সাড়া মিলছে।
বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার উপর নজর রাখছে নিউরোলজিস্ট ও নেফ্রোলজিস্টদের একটি দল। তাঁর সচেতনতার মাত্রা কিছুটা হলেও বেড়েছে। চোখ খুলছেন সৌমিত্র। ডা. কর জানিয়েছেন, করোনার পার্শ্বপ্রতিক্রিয়ার পাশাপাশি ২২ দিন ধরে হাসপাতালের আইসিইউতে থাকার ধকল রয়েছে। তার ফলে কিছু সমস্যা এখনও রয়েছে। অন্যদিকে, অভিনেতার হিমোগ্লোবিন ফের কমেছে। তবে ডায়ালিসিসের কারণে অনেক সময় তা কমতে পারে বলে জানানো হয়েছে। কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। তবে সৌমিত্র চিকিৎসায় সাড়া দেওয়ায় আশাবাদী চিকিৎসকরা।
করোনায় আক্রান্ত হয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে করোনা মুক্ত হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। গত সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।