Bartaman Patrika
রাজ্য
 
 

 দেবী বরণ। নলহাটির ভদ্রপুরে বোলতলা সার্বজনীন চণ্ডীমণ্ডপে বলরাম দত্ত বণিকের তোলা ছবি

‘অস্তিত্বহীন’ রেশন গ্রাহকদের ফুড
কুপন বাতিলের সিদ্ধান্ত খাদ্যদপ্তরের 

কৌশিক ঘোষ, কলকাতা: নির্দিষ্ট ঠিকানায় গ্রাহককে খুঁজে না পাওয়ায় অনেক ডিজিটাল রেশন কার্ডই ফেরত এসেছে খাদ্যদপ্তরে। সেই সব কার্ডের গ্রাহকদের আদৌ কোনও অস্তিত্ব আছে কি না, তা যাচা‌ইয়ের কাজ শুরু করেছে দপ্তর। ডিজিটাল রেশন কার্ড অনুমোদন হয়ে গেলেও লকডাউন পরিস্থিতির জন্য যাঁরা তা হাতে পাননি, তাঁদের জন্য গত এপ্রিল মাস থেকে ফুড কুপন ইস্যু করে দপ্তর। ওই কুপন দেখালেই রেশন দোকান থেকে মিলছে বিনা পয়সার চাল-গম। যাঁদের অস্তিত্ব মেলেনি, শেষ পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া না গেলে সেই সমস্ত ফুড কুপন ‘ব্লক’ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্যদপ্তর। ভুয়ো নামে রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী তুলে নেওয়ার প্রবণতা আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত কয়েক বছর ধরেই গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড বিলি করা নিয়ে একটা জটিলতা চলছিল। এক সময়ে পঞ্চায়েত ও পুরসভার মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা পুরোপুরি ফলপ্রসূ হয়নি। কারণ বহু কার্ড বণ্টনই করা যায়নি। এরপর অবণ্টিত কার্ডগুলি পুরসভা ও পঞ্চায়েতগুলির হাত থেকে ফেরত নিয়ে নেয় দপ্তর। এদিকে, বহু মানুষের অভিযোগ ছিল, তাঁরা এক বা একাধিকবার আবেদন করলেও ডিজিটাল রেশন কার্ড পাচ্ছেন না। এই পরিস্থিতিতে খাদ্যদপ্তর সিদ্ধান্ত নেয়, গ্রাহকের ফর্মে যে ঠিকানা রয়েছে, সেখানে স্পিড পোস্টের মাধ্যমে কার্ড পাঠানো হবে। এর জন্য অবশ্য অতিরিক্ত খরচ হচ্ছে দপ্তরের।
এদিকে, ডাকবিভাগও বেশ কয়েকজন গ্রাহকদের ডিজিটাল কার্ড নিয়ে বিপাকে পড়েছে। তারা সেগুলি আবার খাদ্যদপ্তরের কাছেই পাঠিয়ে দিয়েছে। দপ্তর তার ইন্সপেক্টরদের বলেছে, আবেদনের ফর্মে যে মোবাইল নম্বর রয়েছে, সেখানে মেসেজ পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে খাদ্যদপ্তরে ডেকে কারণ জানতে চাওয়া হবে। যে গ্রাহকরা তাতেও সাড়া দেবেন না, তাঁদের কার্ডগুলি ‘অস্তিত্বহীন’ ধরে নিয়েই বাতিল করা হবে। যাঁরা দপ্তরে কার্ড নিতে আসবেন, তাঁদের ঠিকানা যাচাই করা হবে। যদি দেখা যায়, ঠিকানা ঠিক আছে, তাহলে ফের স্পিড পোস্টের মাধ্যমে তা পাঠানো হবে। আর ঠিকানা ভুল থাকলে তা সংশোধন করে নতুন করে কার্ড ছাপিয়ে তা স্পিড পোস্ট করে পাঠানো হবে।
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, লকডাউন পরবর্তী সময়ে প্রায় ২৭ লক্ষ ডিজিটাল রেশন কার্ড গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে। লকডাউন যখন ঘোষণা হয়, তখন কার্ড অনুমোদন হওয়া সত্ত্বেও হাতে পাননি প্রায় ৬৫ লক্ষ গ্রাহক। তাঁদের জন্য ফুড কুপন ইস্যু করা হয়। এখনও যাঁরা ডিজিটাল কার্ড হাতে পাননি, তাঁদের জন্য অক্টোবর মাস থেকে প্রায় বার কোড যুক্ত ৪৬ লক্ষ কুপন নতুন করে ইস্যু করা হয়েছে। ২০২১ সালের জুন মাস পর্যন্ত ওই কুপন দেখিয়ে বিনা পয়সায় চাল-গম মিলবে। 
22nd  October, 2020
আক্ষেপ নিয়েই শুরু উৎসব 

লক্ষ্মীবারে মহাষষ্ঠী কাটল নিরানন্দেই! সপ্তমী, অষ্টমী, নবমী, কিংবা বিজয়া-দশমী। বৈচিত্র্যহীন থাকছে পুজো-আনন্দ। একরাশ আক্ষেপ আর নিদারুণ যন্ত্রণাকে সঙ্গী করে কাটবে উৎসবের বাকি দিনগুলিও। কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো, দীপাবলি... এমনকী জগদ্ধাত্রী পুজোও। মহামারীর বছরে বড্ড মনমরা বাঙালি! কোভিডের দাপটে বাঙালির সব প্ল্যান-প্রোগ্রাম জলাঞ্জলি গিয়েছে অনেক আগেই। তারপরও উৎসব আবহে একের পর এক ধাক্কা। সংক্রমণের বাড়বাড়ন্ত। কলকাতা হাইকোর্টের কঠোর নির্দেশিকা­—দর্শকশূন্য করতে হবে মণ্ডপ। পুজো নিয়ে যেটুকু ‘নিয়ন্ত্রিত’ উন্মাদনার পারদ চড়ছিল, তাও শেষ লগ্নে শুষে নিয়েছে ভাইরাস। মণ্ডপের সামনে ঝুলছে ‘নো এন্ট্রি জোন’ লেখা বোর্ড। বিশাল প্যান্ডেলের পাটাতনে একা গৌরীর সংসার! সামনে জনস্রোতের উত্তাল ঢেউ নেই। কচিকাঁচাদের কোলাহল নেই। দর্শকদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের ধস্তাধস্তি নেই।  বিশদ

বাঙালির ‘বেশে’ ভোট রাজনীতিতে
প্রতিশ্রুতির প্রলেপ মোদির 

আড়াল একটা থাকল... শারদ শুভেচ্ছার। কিন্তু বস্তুত শুরুই হয়ে গেল ভোটপ্রচার। দেবীর বোধনে বাঙালির আবেগের সঙ্গে রাজনীতির মেলবন্ধন। যা ঘটালেন স্বয়ং নরেন্দ্র দামোদরদাস মোদি। বঙ্গ বিজেপিকে মোটিভেট করলেন, ‘শীঘ্রই আপনাদের স্বপ্ন সফল হবে।’ পাশাপাশি চলল মনীষী স্মরণ—রামমোহন রায়, শ্রীঅরবিন্দ, শহিদ ক্ষুদিরাম থেকে সত্যেন্দ্রনাথ বসু। লক্ষ্য একটাই, বাঙালি মননকে স্পর্শ করা।   বিশদ

অতি গভীর নিম্নচাপে
প্রবল বৃষ্টির সম্ভাবনা 

মেঘলা আকাশকে সাক্ষী রেখেই বোধন হল উমার। বিপদের মেঘ এবার মহাসপ্তমীতে। সাগরের বুক চিরে এগিয়ে আসছে বহুচর্চিত নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে আজ, শুক্রবার বিকেলে সুন্দরবন উপকূল বেয়ে রাজ্যে প্রবেশ করবে অতি গভীর নিম্নচাপটি। মহাষ্টমীর দিনও এর প্রভাব থাকবে। উপকূলবর্তী তিন জেলা— দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।   বিশদ

ডেঙ্গু নিয়ে সতর্ক রাজ্য পুরদপ্তর  সমস্ত পুরসভায় বিশেষ নির্দেশ
পুজো মণ্ডপে নজরদারি সহ একগুচ্ছ প্রতিরোধ কর্মসূচি 

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুজো মরশুমে ডেঙ্গুর দাপট সামাল দিতে পুজো মণ্ডপগুলিকেই নজরদারিতে রাখতে চাইছে রাজ্য পুরদপ্তর। রাজ্য নগর উন্নয়ন সংস্থা (সুডা) বুধবারই এ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। পুজোর মণ্ডপের জন্য কোথাও জল জমার সমস্যা হচ্ছে কি না, ভেতরে বা আশেপাশে জমা জলের উৎস থাকছে কি না, তা ভালো করে নজরদারি করতে বলা হয়েছে।  বিশদ

মহাষষ্ঠীতে রাজনীতি আর ভোট প্রচার
প্রধানমন্ত্রীর, অভিযোগ বিরোধীদের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাষষ্ঠীর পুণ্য লগ্নে কেন্দ্রের ফিরিস্তি গেয়ে ভোটের প্রচার করে গেলেন প্রধানমন্ত্রী। সরাসরি অভিযোগ তুলল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। তাদের স্পষ্ট বক্তব্য, বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করল দুর্গাপুজার মণ্ডপকে।  বিশদ

বাংলা শস্যবিমার আওতায়
এলেন আরও ২ লক্ষ কৃষক 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খরিফ মরশুমে রাজ্য সরকারের ‘বাংলা শস্যবিমা’ প্রকল্পে অংশ নেওয়া কৃষকের সংখ্যা আরও কিছুটা বাড়ল। কৃষি দপ্তরের কাছে যে চূড়ান্ত রিপোর্ট এসে পৌঁছেছে, তাতে দেখা যাচেছ, এবারের খরিফ মরশুমে প্রায় ৬৭ লক্ষ কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।  বিশদ

পুজো কমিটিগুলিকে
সাহায্য অভিষেকের 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুজোগুলিকে ছয় হাজার টাকা করে সাহায্য করলেন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।   বিশদ

মণ্ডপ হবে দর্শকশূন্যই
রায় বহাল রাখল হাইকোর্ট 

বহালই থাকছে মণ্ডপ দর্শকশূন্য রাখার রায়। তবে উদ্যোক্তাদের আর্জি মেনে পুজো পরিচালনায় লোকবল কিছুটা বাড়ানোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পূর্ব নির্দেশিকায় আংশিক ছাড় দিয়ে সংশোধিত রায় ঘোষণা করল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তাতে পঞ্চমী থেকে কিছুটা হলেও চিন্তামুক্ত হলেন উৎসব-উদ্যোক্তারা। সংশোধিত রায়ে বলা হয়েছে, এক, বড় মণ্ডপে প্রবেশের তালিকা হবে ৬০ জনের। তবে একসঙ্গে ৪৫ জনের বেশি ঢোকা বারণ। ছোট মণ্ডপের তালিকা হবে ২০ জনের। প্রবেশ করবেন ১৫ জন। দুই, প্রতিদিন তালিকা পরিবর্তন করা যাবে। সকাল ৮টার মধ্যে তা টাঙিয়ে দিতে হবে প্যান্ডেলে। তিন, ঢাকিরা থাকবেন ‘নো এন্ট্রি জোন’-এ। মণ্ডপে ঢুকলেও তাঁদের নিয়ে সংখ্যাটা ৪৫ ছাড়িয়ে যেতে পারবে না। চার, ঢাকিদের মাস্ক ও সমদূরত্ব বজায় রাখার বিধি মেনে চলা বাধ্যতামূলক। পালন করতে হবে অন্যান্য কোভিড প্রোটোকলও।
বিশদ

22nd  October, 2020
কথা রাখেননি মোদি-অমিত, পাহাড়
উন্নয়নে তৃণমূলকেই পাশে চান বিমল 

পুলিসের খাতায় তিনি ‘মোস্ট ওয়ান্টেড’। ইউএপিএ সহ পাহাড়ে অশান্তি, নাশকতা, পুলিসকর্মী খুনের মতো একাধিক মামলায় ফেরার। তিন বছর ধরে। প্রায় শখানেক জামিনের আবেদনও ঝুলে উচ্চ আদালতে। অবশেষে কাটল সেই আত্মগোপন পর্ব। বুধবার, পঞ্চমীর বিকেলে কলকাতায় উদয় হলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সুপ্রিমো বিমল গুরুং। গাড়ি নিয়ে ঘুরলেন সল্টলেক থেকে ধর্মতলা।   বিশদ

22nd  October, 2020
গোর্খাল্যান্ড নিয়ে গুরুংয়ের দাবি সম্পর্কে
অবস্থান স্পষ্ট করুন মমতা: কং-সিপিএম 

গোর্খা জনমুক্তি মোর্চার একটি গোষ্ঠীর সুপ্রিমো বিমল গুরুং তিন বছর পর ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বিজেপি’র সঙ্গ ত্যাগ করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের ঘোষণা করেছেন। তবে বুধবার কলকাতায় এসে করা তাঁর এই ঘোষণার সঙ্গে পাহাড়, তরাই ও ডুয়ার্স নিয়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিকে এখনও আগের মতোই গুরুত্ব দিয়ে সামনে রেখেছেন গুরুং। বিশদ

22nd  October, 2020
হাত দেওয়া যাচ্ছে না পেঁয়াজে, সব্জির
দাম ঊর্ধ্বমুখী, বাজারে দুর্গতির একশেষ 

পুজোর মুখে চড়চড়িয়ে বাড়ছে সব্জির দাম। মণ্ডপে মণ্ডপে দুর্গতিনাশিনী এসে গেলেও থলে হাতে বাজারে গেলে দুর্গতির একশেষ। আলুর দাম যে কে সেই। নামার লক্ষণ নেই। পেঁয়াজ ৮০ টাকা কেজি। শোনা যাচ্ছে, পুজোর মধ্যেই তা সেঞ্চুরির গণ্ডি পেরতে পারে। সব্জিও থেমে নেই। ৫০-৬০-৭০, এর নীচে কোনও সব্জিই মিলছে না খুচরো বাজারে। কাঁচালঙ্কা কোথাও ১৫০, কোথাও আবার ২০০ টাকায় বিকোচ্ছে।  বিশদ

22nd  October, 2020
রাজ্যকে তোপ অধীরের 

 রাজ্য লটারি ও মদের রমরমা বেড়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বুধবার তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, বাংলা সরকার মদ ও জুয়াকে প্রশ্রয় দিচ্ছে। বিশদ

22nd  October, 2020
রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপের সামনে স্পেশাল কাউন্টার খুলছে ডাক বিভাগ

ডাক পরিষেবা মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতে এবার রাজ্যের বিভিন্ন পুজোমণ্ডপের সামনে বিশেষ কাউন্টার খুলছে ভারতীয় ডাকবিভাগ। সেখানে পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট খোলা থেকে রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট থেকে পিপিএফ অ্যাকাউন্ট খোলার কাজ হবে।
বিশদ

22nd  October, 2020
ডাক্তারিতে ২৫০ আসন
বাড়ল রাজ্যে

 নিট উত্তীর্ণ বাংলার ছাত্রছাত্রীদের জন্য সুখবর! মোট আসন তালিকায় যুক্ত হতে চলেছে আরও দু’টি মেডিক্যাল কলেজের ২৫০ এমবিবিএস আসন। ফলে রাজ্যে মোট আসনের সংখ্যা বেড়ে হচ্ছে চার হাজার। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ট্যুইট বার্তায় এ খবর জানিয়ে বলেন, ‘পুরুলিয়া মেডিক্যাল কলেজের ১০০টি ও দুর্গাপুরের গৌরীদেবী হাসপাতালের ১৫০টি এমবিবিএস আসনে এবার প্রথম বর্ষের ডাক্তারি ছাত্রছাত্রীরা ভর্তি হবেন।’
বিশদ

21st  October, 2020

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাঁচামালের জোগান কমে যাওয়ায় বেকায়দায় পড়েছে স্টিল ওয়্যার ইন্ডাস্ট্রি। শিল্পকর্তাদের বক্তব্য, এই উৎপাদন শিল্পে যে কাঁচামাল লাগে, তার ৭০ শতাংশ হল ওয়্যার রড।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক বছর ভারত কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেনি। করোনার কারণে বাতিল হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ২০২১ সালের আগে ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে না।   ...

ইসলামাবাদ: সিন্ধ প্রদেশের পুলিস ইন্সপেক্টর জেনারেলকে (আইজি) ‘অপহরণ’ ঘিরে উত্তপ্ত পাকিস্তানের বন্দর শহর করাচি। বৃহস্পতিবার পাক রেঞ্জার্সের হয়ে সাফাই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইজাজ আহমেদ শাহ।   ...

 একা করোনাতেই রক্ষা নেই। তার উপর দোসর হয়েছে নিম্নচাপ। মহাষষ্ঠীর সকাল থেকেই নীল আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। তবে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি নামেনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭০৭— ব্রিটেনের প্রথম পার্লামেন্টে অধিবেশন শুরু হল
১৯১৭—অক্টোবর বিপ্লবের ডাক দিলেন লেনিন
১৯২৯—নিউ ইয়র্ক শেয়ার বাজারে মহামন্দার সূচনা
১৯৪৪—দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাঙ্গেরি প্রবেশ করল সোভিয়েতের লাল ফৌজ
২০০২—মস্কোর থিয়েটারে হানা দিয়ে প্রায় ৭০০ দর্শককে পণবন্দি করল চেচেন জঙ্গিরা
২০১২—সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৫.১২ টাকা ৯৮.৪৭ টাকা
ইউরো ৮৫.৭৬ টাকা ৮৮.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৪১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী ৩/১৩ দিবা ৬/৫৭। উত্তরাষাঢ়া নক্ষত্র ৪৯/২৯ রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/৪০/১৮, সূর্যাস্ত ৫/১/৪৪। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। পূর্বাহ্ন ৬/৫৭ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। 
৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী দিবা ১১/৫৭। পূর্বষাঢ়া নক্ষত্র দিবা ৬/৫১। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৩ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৩২ গতে ১১/২২ মধ্যে। দিবা ৮/৩২ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। রাত্রি ১০/৫৮ গতে ১১/৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 
৫ রবিয়ল আউয়ল। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি 
মহামারীর বিষাদ, আক্ষেপের সময়ে এই ধরিত্রীতে আপামর মানুষকে রক্ষা করতে ...বিশদ

05:00:00 AM

আজকের দিনটি কেমন যাবে? 
মেষ: সন্তানের কৃতিত্বে সুখলাভ। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। মিথুন: গৃহে অতিথির আগমন ...বিশদ

22-10-2020 - 04:29:40 PM

ইতিহাসে আজকের দিন 
১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম২০০৮: চিত্রশিল্পী ...বিশদ

22-10-2020 - 04:28:18 PM

 আইপিএল : রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

22-10-2020 - 11:13:45 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ১১৮/২ (১৫ ওভার)

22-10-2020 - 10:41:55 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ৪০/২ (৫ ওভার)

22-10-2020 - 09:57:28 PM